Array
(
[0] => Array
(
[name] => {:en}Sripur{:}{:bn}শ্রীপুর{:}
[post_id] => 4220
[post_link] => http://offroadbangladesh.com/places/sripur/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Sripur1-300x225.jpg
[post_content] => {:en}
Sripur is another beautiful tourist spot where you can see the waterfall with great tide falling from the hills. Besides the enchanting views of the area, one can also have a glimpse of the waterfalls across the border of India. Very Big stones sometimes are coming in this waterfall in Sripur. After completion of visiting Jaflong and Tamabil you must visit Sripur on the way to go back to Sylhet. It's only 7-8 km from Jaflong on the same road to Sylhet a sub road entered into Sripur waterfall. Here you can see the stone collection and orange garden if you go inside Sripur crossing the hills.
An alluring tourist spot where a traveler can see waterfall. Other than the waterfall, you can also enjoy the pleasant view of the area. A lot of huge sized stones can be found from the waterfall in Sripur. Here you can see the stone collection and orange garden if you go inside Sripur crossing the hills.
{:}{:bn}
শ্রীপুর এমন একটি সুন্দর পর্যটন কেন্দ্র যেখানে আসলে আপনি পাহাড় থেকে নেমে আসা জলধারা দেখতে পাবেন। এখানকার নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনি সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত পাহাড়ি ঝর্ণাগুলোও দেখত পাবেন। শ্রীপুরের জলধারায় কখনো কখনো বিশাল পাথর ভেসে আসে। জাফলং ও তামাবিলে ঘুরে সিলেটে ফেরার সময় আপনি অবশ্যই শ্রীপুর হয়ে যাবেন কেননা জাফলং থেকে শ্রীপুরের দূরত্ব মাত্র ৭-৮ কিলোমিটার এবং এ স্থানটি জাফলং-সিলেট সড়কের পাশেই অবস্থিত। পাহাড় অতিক্রম করে শ্রীপুরের অভ্যন্তরে ঢুকলে আপনি পাথরের সংগ্রহের পাশাপাশি কমলার বাগানও দেখতে পাবেন।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Chhoto Darogar Hat Waterfall{:}{:bn}ছোট দারোগার হাট ঝর্ণা{:}
[post_id] => 6807
[post_link] => http://offroadbangladesh.com/places/chhoto-darogar-hat-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chhoto-Darogar-Hat-Shohosro-Dhara-011-300x225.jpg
[post_content] => {:en}
This waterfall is known as Chhoto Darogar Hat Waterfall (ছোট দারোগার হাট ঝরনা), also known as Shohosro Dhara Waterfall-2 (সহস্র ধারা ঝরনা-২) as an irrigation project (the same name) was built using the water from the falls. Shohosro Dhara Waterfall-1 (সহস্র ধারা ঝরনা-১) is located inside the Sitakunda সীতাকুন্ড) Echo Park.
It is very easy village path for trekking and having lot of trees at both sides for the shades. It is around half an hour of walking to reach near a water dam named Shohosro Dhara (সহস্র ধারা) Irrigation Project. It uses to barrier the water from the waterfall.
The waterfall was very near from the irrigation project dam. You may not find the path to visit the top of the waterfall. You may find a view of another waterfall from that road and according to the local people, it may be very tough to access.
It is basically a tall but slim waterfall having very less amount of water during any season. It use to have water in a large amount (but not violent) only during the rainy days. As soon as the rain is gone, the waterfall starts to get less flow of water.
{:}{:bn}
ছোট দারোগার হাট ঝর্ণাটি সহস্র ধারা ঝরনা-২ নামেও পরিচিত। এই ঝর্ণার পানি একটি সেচ প্রকল্পে ব্যবহার করা হয়েছে। সহস্র ধারা-১ ঝর্ণাটি সীতাকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে অবস্থিত।
এই ঝর্ণায় পৌঁছানোর পথে আশেপাশে প্রচুর গাছ থাকায় ছায়ার মধ্যে দিয়ে আপনি সহজেই পায়ে হেঁটে এখানে আসতে পারবেন। সহস্র ধারা সেচ প্রকল্পের বাঁধের কাছে পায়ে হেঁটে পৌছাতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে আপনার। ঝর্ণার পানি আটকে রাখতে এই বাঁধটি ব্যবহার করা হয়েছে।
সেচ প্রকল্পের বাঁধের খুব কাছেই এই ঝর্ণাটি অবস্থিত। তবে, ঝর্ণার উপরে পৌছানো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে এই ঝর্ণার কাছে যাওয়ার পথে আপনার অন্য একটি ঝর্ণার দেখা মিলতে পারে। স্থানীয়দের মতে ঐ ঝর্ণার কাছে পৌঁছানো মোটেও সহজ হবে না।
ছোট দারোগার হাট ঝর্ণাটি মূলত একটি চিকন এবং লম্বা ঝর্ণা। এই ঝর্ণায় কোন মৌসুমেই পানি প্রবাহ খুব একটা দেখা যায় না। শুধুমাত্র বর্ষাকালে এই ঝর্ণার পানির প্রবাহ কিছুটা বেড়ে যায়। তবে, বর্ষাকাল শেষ হওয়া মাত্রই ঝর্ণায় পানির প্রবাহ আবারো কমে যায়।
{:}
)
[2] => Array
(
[name] => Sijuk Waterfall 1
[post_id] => 22355
[post_link] => http://offroadbangladesh.com/places/sijuk-waterfall-1/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/Sijuk-Jhorna-0-300x225.jpg
[post_content] => Sijuk Waterfall 1 is located in Rangamati District, but if you decide to have a trip to Sijuk Waterfall (সিজুক ঝরনা), you can form a group comprises couple of ebullient members from Khagrachhari. You may expect poor road condition and other hectic factors. If you start your journey after a quick breakfast from Khagrachhari town, you can start for Dighinala (দীঘিনালা) by using CNG auto rickshaw. It actually costs 500 taka, but you can bargain to manage at best 450 taka.
It would be advisable to contact a tour guide for directions. During the journey, you can enjoy the exquisite beauty beside the road from the vehicle. If you start your journey at 8:00 am, then you can expect to reach Dighinala at 10:00 am morning.
We can reach Nondoram (নন্দরাম) village by 11:00 at morning through bike. The village is beside the river Kasalong (কাসালং). This village is actually located at the Sajek union of Rangamati (সাজেক, রাঙামাটি). Before this village, an Army camp is located on the way. Travelers must entry their names to that camp. You can have tea in that village and then start your trekking again through the hillocks of Rangamati.
Some tribal people pronounce Sijuk canal as Shishuk khal (শিশুক খাল). The canal is formed after joining two mighty streams. The two waterfalls are located at those two streams. You can explore the left side stream first (furthest) and the right side (nearest) stream later.
The level of the water depends on the season, but you can expect to face around an average height of 3-4 ft. But at some points the water level is near 6 ft. Also the canal is totally covered with dark forest.
As the depth of the water is very high, the flow of the water is less. Lot of rotten leafs are available on the water. At some places, the mud under the water produce gasses with bad odors with bubbles when pressed by feet.
The more you progress, the more you welcome the Hati Poka (হাতি পোকা).Those microscopic insect bite can cause lots of pain. Wasps and scary looking mosquitoes are there too. To add these misery, you may find some leafs stinging. A soft brushing those leafs with arms cause you inflammation.
After passing through such hideous, you may finally reach near to the waterfall. We can hear the roaring sound of the waterfall but may not see that. That portion of the Jhiri (ঝিরি) is covered with large rocks. All of the rocks are covered with mosses and ferns. Those are the best hideout for snakes and other reptiles. Also crossing those stones are not easy.
After jumping and bumping through rocks, you can finally reach in front of the Sijuk waterfall. It is having mighty water flow. Shorter and mightier than other one.
)
[3] => Array
(
[name] => {:en}Baklai Waterfall{:}{:bn}বাকলাই ঝর্ণা{:}
[post_id] => 5342
[post_link] => http://offroadbangladesh.com/places/baklai-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/baklai-waterfall1-300x200.jpg
[post_content] => {:en}
Baklai Waterfall is possibly the tallest waterfall of Bangladesh. It has a height of around 380 feet. It is located near at the village Baklai, a village which is deep inside the Bandarban hills. To visit this waterfall, you need to have 5-7 days on hand based on your performance on the trek. It is accessible both from Thanchi and Ruma.
10/12 years back a group of enthusiastic travelers have traveled inside Bandarban and scoured the hills of Bandarban for more than a month. During that visit they discovered this Baklai waterfall from the top. They didn't watch it from the front/base. So they were not aware about the height of the waterfall.
Later on, DWay Expeditors have traveled a place near to the waterfall and only hearing the sound. Hearing the immense roaring sound of the waterfall from far couldn't refrain them to discover what it is actually which they later found out to be the massive Baklai Waterfall. And thus the waterfall came to the common knowledge of the public. Even today, very few travelers visit this waterfall due to the lack of awareness.
Source: Lonely Traveler
{:}{:bn}
বাকলাই ঝর্ণা সম্ভবত দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা। বান্দরবানের পাহাড়ের গভীরে বাকলাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি প্রায় ৩৮০ ফুট উঁচু। এই ঝর্ণাটি দেখতে চাইলে আপনাকে হাতে পাঁচ থেকে সাতদিন রাখতে হবে। তবে আপনি কতটা হাঁটতে পারেন তাঁর উপর নির্ভর করছে এখানে আসতে কতদিন লাগতে পারে। থানচি এবং রুমা থেকে আপনি এই ঝর্ণাটি দেখতে আসতে পারবেন।
দশ থেকে বারো বছর পূর্বে একদল সাহসী পর্যটক বান্দরবানের গভীরে ভ্রমণ করতে যায় এবং প্রায় একমাসের অধিক সময় বান্দরবানের পাহাড় খনন করে। এই ভ্রমনের সময় তারা বাকলাই ঝর্ণাটি উপর থেকে আবিষ্কার করে। যেহেতো তারা ঝর্ণাটি সামনে থেকে দেখেনি তাই এটির উচ্চতা সম্পর্কে তারা অবগত ছিল না।
পরবর্তীতে আরেক দল অভিযাত্রী ঝর্ণা কাছে একটি স্থানে যায় এবং ঝর্ণার পানি পরার শব্দ শুনতে পায়। ঝর্ণার পানি পরার প্রচণ্ড শব্দ শুনে তারা শব্দের উৎস আবিষ্কারের জন্য অগ্রসর হয় এবং বাকলাই ঝর্ণাটি আবিষ্কার করে। আর এভাবেই সবার সামনে চলে আসে বাকলাই ঝর্ণা। এমনকি আজও খুব কম পর্যটকই ঝর্ণাটি দেখতে যান।
{:}
)
)