Where to Stay
1. Hotel Raffell Inn
Gowalchamot (গোয়ালচামট), Faridpur
32 rooms, Non-governmental,
Phone: 0631-61106
2. Hotel Laxury, Resident
Gowalchamot (গোয়ালচামট), Faridpur
65 rooms, Non-governmental,
Phone: 0631-62623
3. Hotel Padma, Resident
Mujib Road, Faridpur
45 rooms, Non-governmental,
Phone: 0631-62685
4. Hotel Park Palace, Resident
38 rooms, Non-governmental,
Phone: 01556327067
5. Hotel Shyamoli, Resident
Mujib Road, Faridpur
13 rooms, Non-governmental,
Phone: 0631-64538
6. Hotel jonaki, Resident
Gowalchamot (গোয়ালচামট), Faridpur
44 rooms, Non-governmental,
Phone: 0631-64168
7. Regional Rice Research Institute, Guest House
Chief Scientific Officer, Regional Rice Research Institute,
Vanga (ভাঙ্গা), Faridpur
Governmental, 100/- for Non-AC
Phone: 06323-56329
8. সুকন্যা ভবন
Address: Faridpur District
9. Jui House
Faridpur – Magura – Jhenaidah – Jessore – Khulna – Mongla Road
Array
(
[0] => Array
(
[name] => Pachpir Mazar
[post_id] => 1400
[post_link] => http://offroadbangladesh.com/places/pachpir-mazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/3_7-300x233.jpg
[post_content] =>
It is one of the historic places in Kahaloo Upazila. 5 Peers used to stay in the same place so it is known as Pachpir. The Mazar is located on a top hill. It is said that during the reign of Akbar this came to be known as Pachpir Mazar. When the Mazar area was being levelled in 1952, 5 graves were being found. It is said by the locals that a person while labelling the Mazar area saw 5 mazar of 5 pirs in night vision.
)
[1] => Array
(
[name] => {:en}Deowan Pirer Mazar{:}{:bn}দেওয়ান পীরের মাযার{:}
[post_id] => 18702
[post_link] => http://offroadbangladesh.com/places/deowan-pirer-mazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/09/Baluhu_Ramatullah.jpg
[post_content] => {:en}
Every year, a ten day long fair is held on Chowgacha, Jessore. The main occasion is the annual "Jolsah" of Baluh Deowan Pir. In this time, people from other villages come to Hajrakhana to take participate in this fair.
Background Story: There is the grave of Baluh Deowan lies in Hajrakhana villege in Chowgacha upozila, Jessore. The exact identity "Baluh Deowan" is still not clear. He was a local religious preacher in the Jessore Area. From different unsupported clues, it is assumed that he was born in Jatrapur village around three to four hundred years ago.
Local Myths about Baluh Deowan: He was a mysterious person and as a result people believe that he had some supernatural powers. One such example of a mythical story surrounding him goes something like this: When he was a teenager, he used to be a cowboy. One day he brought his cattle into a fodder to feed them. Accidentally, the cows ate from someone else's rice field, so to hide them he transformed the cows into birds.
Another story goes that one day he put his leg into the burner but his leg did not burn. After knowing about his supernatural powers people started to come to his place to take medicines from him. Even after his death, people continued to send gifts to his "Dorgah" and nowadays the annual fair is held on last Tuesday of Bengali month "Vadra" (September). For example, this year the fair was held on 15th to 21st September.
People from nearby villages come to trade in this fair during the week. So, people get prepared for the upcoming fair weeks before it is starts.
{:}{:bn}প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার পীর বলুহ দেওয়ান (র.)-এর রওজা শরিফকে ঘিরে যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদের তীরে এক সপ্তাহব্যাপী মেলা বসে। বলুহ মেলা উপলক্ষে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে ব্যস্ততার ধুম পড়ে যায়। মেলার মূল উপলক্ষ হল পীর বলুহ দেওয়ান এর মাযার শরীফ।
বলুহ দেওয়ান আসলে কে ছিলেন সে ব্যাপারে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তিনি সম্ভবত তিনশ’ থেকে চারশ’ বছর আগে জন্মগ্রহণ করেন। বয়স্কদের অনুমান, তিনি উপজেলার যাত্রাপুর গ্রামের ছুটি বিশ্বাসের ঘরে জন্মগ্রহণ করেন।
লোকাল মিথ: কথিত আছে, পীর বলুহ দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্যজালে ঘেরা। যদিও জন্মকাল সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
তাঁর সম্পর্কে স্থানীয়দের মাঝে রয়েছে নানা অলৌকিক কাহিনী। জনশ্রুতি রয়েছে, যখন তাঁর বয়স ১০/১২ বছর তখন বাবার অনুমতি নিয়ে বিদ্যান বিলে গরু চরাতে যান। গরু দিয়ে তে নষ্ট করার অভিযোগে তেমালিক গরু ধরতে গেলে তিনি গরুগুলোকে বক বানিয়ে গাছে বসিয়ে রাখেন।
বাবার মৃত্যুর পর তিনি উপজেলার হাজরাখানা গ্রামে মামার বাড়িতে থেকে অন্যের বাড়ি দিনমজুর খাটতেন। একদিন তিনি সর্ষে মাড়াই করতে মাঠে গিয়ে সর্ষের গাদায় আগুন ধরিয়ে দেন। সংবাদ শুনে গৃহস্থ মাঠে গিয়ে দেখেন, সর্ষের গাদায় আগুন জ্বলছে। তখন গৃহস্থ রাগান্বিত হলে তিনি হেসে বলেন, ‘ছাই উড়িয়ে দেখেন সর্ষে পোড়েনি’।
প্রচলিত আছে, একদিন তাঁর মামি খেজুর রসের চুলায় জ্বাল দিতে বললে তিনি জ্বালানির পরিবর্তে চুলার ভেতর পা ঢুকিয়ে দেন, চুলায় আগুন জ্বলতে থাকে। কিন্তু তাঁর পায়ের কোনো ক্ষতি হয় না।
এমন অনেক অলৌকিক ঘটনার জন্ম দিতে থাকলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ তাঁর কাছে আসতে থাকেন। অলৌকিক ঘটনার প্রেক্ষিতে বলুহ দেওয়ান পীর হিসাবে আখ্যা পান। লোকজন জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পেতে তাঁর নামে মানত করতে থাকেন।
তাঁর মৃত্যুর পর প্রতি বছর ভাদ্রমাসের শেষ মঙ্গলবার হাজরাখানা গ্রামে অবস্থিত তাঁর রওজা শরিফে গরু, ছাগল, হাঁস, মুরগি, নারকেল ও নগদ টাকাসহ নানা প্রকার জিনিস দিয়ে মানত শোধ করা হয়ে থাকে। কালের পরিক্রমায় বহু বছর ধরে চলে আসছে এই প্রথা।২০১৫ সালের ১৫ থেকে ২১ সেপ্টেম্বর এই মেলাটি বসেছিল।
মেলা শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেরিওয়ালা ও দোকানিরা এসে পসরা সাজায়। যাকে ঘিরে এই মেলা, তার সম্পর্কে হাজারও কিংবদন্তি বিদ্যমান। যা এখনও মানুষের মুখে মুখে প্রকাশ পায়।{:}
)
[2] => Array
(
[name] => Kadam Rasul Dargah
[post_id] => 11389
[post_link] => http://offroadbangladesh.com/places/kadam-rasul-dargah/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/118-169x300.jpg
[post_content] =>
Kadam Rasul Dargah (কদম রাসূল দরগা) is located at the Nobiganj (নবীগঞ্জ) Bazar of Narayanganj District. It is believed that it contains a footprint (marked on a stone) of Prophet Mohammad (Sm). Lot of followers of Islam used to pay a visit here everyday to touch or kiss that footprint for blessings. The stone is cut as a shape of a footprint. Mainly the central shrine inside the premise is being used to keep this footprint.
It is believed that the footprint was bought from an Arab merchant by an Afghan chief named Masum Khan Kabuli at the early 17th Century. Apart from the footprint, the Kadam Rasul Dargah premise has a specious mosque inside. Lot of graves covered with green and red cloths. We are not sure about who are those people.
The main entrance of the Kadam Rasul Dargah has a lovely decoration. Its around a three storeyed building. The whole premise is placed over a very high plinth. The river Sitalakkha is flowing beside the Dargah.
)
[3] => Array
(
[name] => {:en}Baba Adam Shah Mazar and Dighi{:}{:bn}বাবা আদম শাহ মাজার এবং দীঘি{:}
[post_id] => 1275
[post_link] => http://offroadbangladesh.com/places/baba-adam-shah-mazar-and-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/12046909_1637760156487419_2106764391527511278_n-300x120.jpg
[post_content] => {:en}
Prior to 13th century, there was no existence of this Dighi. At that time this part of Bangladesh was ruled by Bollal Sen second son of the king. His capital was in Bikrampur, Dhaka. During the tenure of king low caste Hindus, Muslims and Christians were tortured. At that time Baba Adam (Ra) came with 12 of his disciples. The general people were impressed by the behavior of his disciples in a very short time. As a result many group of people slowly started converting to Islam. Baba Adam (Ra) had a strong influence from Sherpur of Bogra to Jamuna River.
At that time, the local people of Adamdighi thana were struggling due to scarcity of water. Responding to his call many Hindus, Muslims came and excavated a canal next to Adamdighi. The scarcity of water was removed through this canal. Later on this Dighi was named after the name of Baba Adam(Ra) as Adam Dighi. Later on a war was held between Muslims and Bollal Sen. In this war Baba Adam(Ra) was severely injured. He was bought to the Dighi and soon after he died. He was buried on south side of the canal. From then it was known as the Mazar of Baba Adam(Ra).
{:}{:bn}
তেরো শতকের পূর্বে বাবা আদম শাহ মাজার এবং দীঘির কোন অস্তিত্ব ছিলনা। সেসময় বাংলাদেশ শাসন করতেন রাজার দ্বিতীয় পুত্র বল্লালসেন। তাঁর রাজধানী ছিল ঢাকার বিক্রমপুরে। রাজার শাসনামলে নিম্নবর্ণের হিন্দু, মুসলিম এবং খ্রিষ্টানদের ওপর নির্যাতন করা হত। সেসময় বাবা আদম (রঃ)এর আগমন ঘটে তাঁর ১২ জন শিষ্য সহ। সাধারণ মানুষ খুব অল্প সময়ে তাঁর শিষ্যদের ব্যাবহারে মুগ্ধ হন এবং এর ফলশ্রুতিতে মানুষজন ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহন করতে আরম্ভ করে। বগুড়ার শেরপুর থেকে যমুনা নদী পর্যন্ত বাবা আদম (রঃ) এর শক্ত প্রভাব ছিল। সেসময় আদমদীঘি থানার স্থানীয় মানুষজন পানি স্বল্পতার কারনে কষ্ট পাচ্ছিল।
বাবা আদম (রঃ) এর আহবানে অনেক হিন্দু, মুসলমানেরা এগিয়ে আসে এবং আদমদীঘির পাশে একটি খাল খনন করে যার ফলে পানির সংকট দূর হয়। পরবর্তীতে বাবা আদম (রঃ) এর নামানুসারে এই দিঘীটির নাম রাখা হয় আদম দীঘি। পরবর্তীতে মুসলমান এবং রাজা বল্লাল সেনের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয় যেখানে বাবা আদম (রঃ) গুরুতরভাবে আহত হন। তাঁকে দীঘির পাশে আনা হয় এবং তিনি এরপরই মৃত্যুবরন করেন। তাঁকে খালের দক্ষিনে দাফন করা হয়। সেই থেকে এই জায়গাটি বাবা আদম (রঃ) এর মাজার হিসেবে পরিচিত।
{:}
)
)