নিঝুম দ্বীপ

Type: দ্বীপ
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

নিঝুম দ্বীপে সর্বপ্রথম মহিষ ও গবাদিপশু নিয়ে বসতি স্থাপনকারী সাহসী জনৈক ওসমানের নামে এই দ্বীপের নাম ছিল চর ওসমান। পরবর্তীতে সরকারের উচ্চপদে আসীন কর্মকর্তারা এই দ্বীপের নাম পরিবর্তন করেন। তবে, এখনও নথিপত্রে নিঝুম দ্বীপ চর ওসমান নামেই পরিচিত।  পর্যটকদের বেড়ানোর জন্য (বিশেষ করে শীতকালে) এই দ্বীপটি একটি আদর্শ স্থান।


How to go

How To Reach: নোয়াখালী জেলা

Noakhali, a traveler’s unique destination, is located in the South-Eastern part of Bangladesh. On the north, the beautiful district is bounded by Comilla, the Mehgna River. On its south, resides the Meghna River and The Bay of Bengal. While Feni and Chittagong districts lie on the east, Lakshmipur and the Bhola districts are located on the west side.

Dhaka and Noakhali districts are linked by road. You can take bus from Dhaka to reach Noakhali. Some of the bus services are listed below for your assistance.

1. Ekushey Paribahan
Contact: 01678047382
Departure: Mirpur- 6:00 am; Jigatola- 6:30 am; Sayedabad- 7 and 7:30 am

2. Bilash
Contact: 01712693836
Counter: TT Para, Sayedabad

3. VIP
Contact: 01819120623
Counter: TT Para, Sayedabad
Time: 6:30 am to 9 am

4. Shahi
Contact: 01913628038
Departure: Mirpur- 4:40 am; Jhigatola- 5:40 am; Sayedabad- 6:40 am and 7:40 am

Where to Stay

Some places to stay in Noakhali are listed below for your assistance.

1. Pubali Hotel
Address: Main road (Paurakalyan High School), Maijadi Court, Noakhali
Contact: 0321-61257

2. Hotel Al Morshed
Address: Main road (Jame Masjid turn), Maijadi Court, Noakhali
Contact: 0321-62173

3. Hotel Rafsan
Address: Main road, Maijadi Court, Noakhali
Contact: 0321-61395

4. Noakhali Circuit House
Address: Noakhali Sadar Upazila
Phone: 0321-621510

5. Zila Parishad Dak Bungalow
Address: Sonapur, Noakhali
Phone: 0321-62296

Things to do

• নিঝুম দ্বীপের স্থানীয়দের কাছ থেকে শুটকি মাছ কিনতে পারেন।

Eating Facilities

নিঝুম দ্বীপে স্থানীয়দের জন্য কয়েকটি নিম্নমানের খাওয়ার হোটেল রয়েছে। আপনি চাইলে এসব হোটেলে দুপুর এবং রাতের খাবার খেতে পারেন। অন্যথায় আপনাকে নিজেই রান্না করতে হবে।

Travel Tips

১। এমন কিছুই করবেন না যাতে করে আপনার কর্মকাণ্ডের কোন রকম বিরূপ প্রতিক্রিয়া নিঝুম দ্বীপের পরিবেশ এবং এখানকার বাসিন্দাদের উপর পড়ে।
২। এখানকার নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় সাঁতার কাটার পূর্বে ভালোভাবে নিজের সুরক্ষা সম্পর্কে ভাবনাচিন্তা করে নিন।
৩। স্থানীয়দের সাথে নম্র থাকার চেষ্টা করুন। তাঁদের অনবরত প্রশ্নের কারনে ধৈর্যহারা হবেন না কারন আপনি তাঁদের এলাকাতেই গিয়েছেন।

Map

More Stories

  • নিঝুম দ্বীপ বাংলাদেশের দক্ষিণে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অর্ন্তগত ছোট একটি দ্বীপ। সবাই এটিকে দ্বীপ হিসেবে উল্লেখ করলেও এটি আসলে সাগরের মোহনার অবস্থিত একটি চর

From Other Web

  • Nijhum Dwip (Bengali: নিঝুম দ্বীপ; English: Silent Island) is a small island under Hatiya upazila. It is situated in Noakhali District in Bangladesh. Once it was called Char Osmani

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat