Array
(
[0] => Array
(
[name] => {:en}Chhoto Darogar Hat Waterfall{:}{:bn}ছোট দারোগার হাট ঝর্ণা{:}
[post_id] => 6807
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/chhoto-darogar-hat-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chhoto-Darogar-Hat-Shohosro-Dhara-011-300x225.jpg
[post_content] => {:en}
This waterfall is known as Chhoto Darogar Hat Waterfall (ছোট দারোগার হাট ঝরনা), also known as Shohosro Dhara Waterfall-2 (সহস্র ধারা ঝরনা-২) as an irrigation project (the same name) was built using the water from the falls. Shohosro Dhara Waterfall-1 (সহস্র ধারা ঝরনা-১) is located inside the Sitakunda সীতাকুন্ড) Echo Park.
It is very easy village path for trekking and having lot of trees at both sides for the shades. It is around half an hour of walking to reach near a water dam named Shohosro Dhara (সহস্র ধারা) Irrigation Project. It uses to barrier the water from the waterfall.
The waterfall was very near from the irrigation project dam. You may not find the path to visit the top of the waterfall. You may find a view of another waterfall from that road and according to the local people, it may be very tough to access.
It is basically a tall but slim waterfall having very less amount of water during any season. It use to have water in a large amount (but not violent) only during the rainy days. As soon as the rain is gone, the waterfall starts to get less flow of water.
{:}{:bn}
ছোট দারোগার হাট ঝর্ণাটি সহস্র ধারা ঝরনা-২ নামেও পরিচিত। এই ঝর্ণার পানি একটি সেচ প্রকল্পে ব্যবহার করা হয়েছে। সহস্র ধারা-১ ঝর্ণাটি সীতাকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে অবস্থিত।
এই ঝর্ণায় পৌঁছানোর পথে আশেপাশে প্রচুর গাছ থাকায় ছায়ার মধ্যে দিয়ে আপনি সহজেই পায়ে হেঁটে এখানে আসতে পারবেন। সহস্র ধারা সেচ প্রকল্পের বাঁধের কাছে পায়ে হেঁটে পৌছাতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে আপনার। ঝর্ণার পানি আটকে রাখতে এই বাঁধটি ব্যবহার করা হয়েছে।
সেচ প্রকল্পের বাঁধের খুব কাছেই এই ঝর্ণাটি অবস্থিত। তবে, ঝর্ণার উপরে পৌছানো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে এই ঝর্ণার কাছে যাওয়ার পথে আপনার অন্য একটি ঝর্ণার দেখা মিলতে পারে। স্থানীয়দের মতে ঐ ঝর্ণার কাছে পৌঁছানো মোটেও সহজ হবে না।
ছোট দারোগার হাট ঝর্ণাটি মূলত একটি চিকন এবং লম্বা ঝর্ণা। এই ঝর্ণায় কোন মৌসুমেই পানি প্রবাহ খুব একটা দেখা যায় না। শুধুমাত্র বর্ষাকালে এই ঝর্ণার পানির প্রবাহ কিছুটা বেড়ে যায়। তবে, বর্ষাকাল শেষ হওয়া মাত্রই ঝর্ণায় পানির প্রবাহ আবারো কমে যায়।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Shoilo Propat{:}{:bn}শৈলপ্রপাত{:}
[post_id] => 1035
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/shoilo-propat/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Bandorban-158-300x225.jpg
[post_content] => {:en}
The waterfall named Shoilo Propat at Milanchhari, is 4 km away from the town on the road to Thanchi. Shoilo Propat is one of the most visited natural falls in Bangladesh. During the rainy season the flow of this fall becomes vigorous. The water of this fall is chilly and transparent. Near the Shoilo Propat 2-3 villages have grown up for the availability of water. It is a good source for drinking water and household use for the local community. There is a small market near the Shoilo Propat for trading local people’s handicrafts, hand loom products and food. You can closely see the struggling lifestyle of this regions community.
{:}{:bn}
বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে থানচিমুখী সড়কে শৈলপ্রপাত নামক এই ঝর্ণাটি অবস্থিত। বাংলাদেশের প্রাকৃতিক ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম যেটি দেখতে প্রচুর পর্যটক এসে থাকে। বর্ষাকালে এই ঝর্ণায় পানির প্রবাহ তীব্র আকার ধারন করে। শৈলপ্রপাতের পানি স্বচ্ছ এবং ঠাণ্ডা। এই ঝর্ণার পানি ব্যবহার করতে পারার কারনে শৈলপ্রপাতের কাছে কয়েকটি গ্রাম গড়ে উঠেছে। স্থানীয়রা এই ঝর্ণার পানি পান করা এবং গৃহস্থলীর কাজে ব্যবহার করে। স্থানীয়দের তৈরি হস্তশিল্প সামগ্রী, হাতে তৈরি পোশাক এবং বিভিন্ন খাদ্য বাজারজাতকরনের জন্য শৈলপ্রপাতের কাছে একটি ছোট বাজার গড়ে উঠেছে।
{:}
)
[2] => Array
(
[name] => Nafa-Khum Waterfall
[post_id] => 1383
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nafa-khum-waterfall/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Nafakhum_Falls-Abu-Md.-Jakaria1-300x225.jpg
[post_content] =>
Nafa-khum Waterfall (Bengali: নাফাখুম) is located in Thanchi Upazila of Bandarban on the Sangu River. It is among the largest waterfalls in the country by volume of water falling. The wild hilly river Sangu suddenly falls down here about 25–30 feet.
The falls are located in a remote area three hours' walking distance from Remakri, Thanchi Upazila, Bandarban District. Remakri is located three hours by boat on the Sangu River from Tindu, which is itself three hours by boat from Thanchi. Nafa-khum is not very popular as a tourist destination.
The word "Khum" in Marma language means "Waterfall". A special type of flying fish, whose local name is nating, is found at the bottom in a small cave as they swim against the stream but cannot jump over the height of the fall.
)
[3] => Array
(
[name] => 10 Number Jhorna
[post_id] => 22504
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/10-number-jhorna/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/Hajachhora-Waterfall-08-300x225.jpg
[post_content] => 10 Number Jhorna, also called as Hajachhori Waterfall, is located at slight eastern side from the Dighinala (দীঘিনালা) town of Khagrachhari District. Local people are familiar with this waterfall by the name 10 number waterfall (১০ নাম্বার ঝরনা). Though at internet, you may find another name Hajachhora Waterfall (হাজাছড়া ঝরনা). Whatever the name is, the waterfall is having very less amount of water flow. You may expect this waterfall with full of water in the rainy season. As it is very easy to access, a vast number of tourists use to enjoy their weekends here.
)
)