Array
(
[0] => Array
(
[name] => {:en}Baba Adam Shahid Mosque{:}{:bn}বাবা আদমের মসজিদ এবং দরগা {:}
[post_id] => 7979
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baba-adam-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/baba-adam-300x169.jpg
[post_content] => {:en}
Baba Adam Shahid Mosque (বাবা আদম শহীদ মসজিদ) is an archaeologically significant mosque situated in Munshiganj District.
Baba Adam's Mosque shows all the decorative and architectural characteristics of the sultanate architecture of Bengal. This mosque, in fact, bears the mature form of the sultanate mosque style of this region (Bangladesh).
It is a six-domed mosque. An inscription, fixed above the central doorway in the east, records 888 AH/1483 AD as the date of construction of the mosque. Malik Kafur built it during the reign of Sultan Fateh Shah. Baba Adam's Mosque is now protected monument under the Department of Archaeology, Bangladesh. It has been renovated and is in a comparatively good state of preservation. Besides the mosque there is a tomb known as Baba Adam's Mazar, where, according to a legend, baba adam shahid, who died in a holy war, was buried. It is difficult to ascertain the historicity of this tomb due to lack of authentic sources. There is a newly built small tomb structure situated on the south-east side of the courtyard of the mosque. Previously, there was no roof over the tomb.
The present tomb is square in plan (7.62m a side) and is undated and without any inscription tablet. The simple grave has no feature of architectural importance and the Department of Archaeology is not responsible for preserving it.
{:}{:bn}
বাবা আদমের মসজিদ এবং দরগা মুন্সীগঞ্জ জেলার রামপাল থানার রিকাবিবাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। বহুগম্বুজবিশিষ্ট আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির ভেতরের অংশের আয়তন ১০.৩৫ মিটার গুণিতক ৬.৭৫ মিটার এবং বাইরের অংশের আয়তন ১৪.৩০ মিটার গুণিতক ১১.৪৫ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার। বাবা আদম মসজিদের তিনটি সারিতে প্রবেশের জন্য মোট দুটি পথ রয়েছে। এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালের পেছনের অংশের তিনটি স্তর রয়েছে এবং মাঝখানের স্তরে নকশাকরা বহুখাঁজবিশিষ্ট খিলানের প্যানেল রয়েছে। মসজিদের ছাদে দুই সারিতে তিনটি করে মোট ছয়টি একই ধরনের গোলাকার গম্বুজ রয়েছে। বাবা আদম মসজিদে দুটি সরু স্তম্ভ রয়েছে যেগুলো কালো অগ্নিয়গিরিজাত শিলা দিয়ে নির্মিত। এই স্তম্ভগুলোর গোড়া অষ্টভুজাকার, ষোল পার্শ্বযুক্ত এবং শিকল ও ঘণ্টার আদলে নকশাকৃত। বাবা আদম মসজিদের মুসলিম আমল পূর্ববর্তী পাথরের পিলারগুলোর উপর মসজিদের সরু প্রজাতির খিলানগুলো দাড়িয়ে আছে যেখান থেকে ছয়টি গম্বুজের উদয় হয়েছে। মসজিদটি ইটের তৈরি হলেও এটির পিলার এবং আয়তাকার স্তম্ভগুলো পাথরের তৈরি।
সুলতানি আমলের বেশীরভাগ স্থাপনার মত এই মসজিদের কার্নিশ এবং ছাদ বক্ররেখা বেষ্টিত। মসজিদের পশ্চিম দিকের দেয়ালের মিহরাবের সাথে সমান্তরালভাবে পূর্বদিকে তিনটি চমৎকার বক্রাকার ফটক রয়েছে।
বাবা আদম মসজিদের খিলান ও ছাদের মধ্যকার স্থানে গোলাপের নকশা রয়েছে এবং ছাঁচের নকশায় প্রস্তুতকৃত কুলুঙ্গির সারি রয়েছে। মসজিদে সবকটি ফটক এবং মিহরাবে আয়াতক্ষেত্রাকার নকশা খোদাই করা আছে এবং উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে আয়াতক্ষেত্রাকার কুলুঙ্গি রয়েছে। মসজিদটিতে কোন মিনার নেই এবং মাঝখানের ফটকের দুই পাশেই বহু খাঁজবিশিষ্ট দুটি আয়াতক্ষেত্রাকার প্যানেল রয়েছে। ছোট পিলারসমূহের উপরে বাবা আদম মসজিদের খিলানগুলো দাড়িয়ে আছে যেগুলোতে টেরাকোটার চমৎকার ঝুলে থাকা ফুলের নকশা করা আছে। বাবা আদম মসজিদের বহিরাংশের মত নকশা সিরাজগঞ্জের শাহজাদপুর মসজিদের বহিরাংশেও দেখা যায়।
বাবা আদমের মসজিদের নকশা এবং স্থাপত্যশৈলীতে সেসময় বাংলায় সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চরিত্র দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের (বাংলাদেশের) মসজিদগুলোতে সুলতানি স্থাপত্যশৈলীর পূর্ণ রুপের মসজিদ ছাড়াও এখানে একটি দরগা রয়েছে যেটি বাবা আদমের মাজার নামে পরিচিত। লোককথায় আছে যে বাবা আদম শহিদ একটি ধর্মযুদ্ধে নিহত হবার পর তাঁকে এখানে দাফন করা হয়। নির্ভরযোগ্য সূত্রের অভাবে এই দরগার ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। মসজিদের উঠানের দক্ষিন-পূর্বদিকে একটি নবনির্মিত ছোট দরগা রয়েছে। পূর্বে দরগার উপর কোন ছাদ ছিল না। বর্তমানে অবস্থিত দরগাটি বর্গাকার (যার প্রতিটি বাহু ৭.৬২ মিটার এবং এটিতে কোন শিলালিপি নেই তাই কবে এটি নির্মিত হয়েছিল তারও কোন তারিখের উল্ল্যেখ নেই। দরগার পাশে অবস্থিত কবরটি অতি সাধারণ তাই এটির কোন স্থাপত্যশৈলীর দিক দিয়ে কবরটির কোন গুরুত্ব নেই আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদফতর কবরটি সংরক্ষণও করছে না।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Chatmohor Mosque{:}{:bn}চাটমোহর মসজিদ{:}
[post_id] => 2968
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/chatmohor-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Chatmohor-Mosque1-300x225.jpg
[post_content] => {:en}
Chatmohor Mosque mosque was built with red zafi bricks. It has 3 domes. Its length is 51 feet and breadth 21 feet. An inscription says that it was built during time of Great Sultan, the chief of Saiyyiads Abduls Fath Mohammad Makum Khan, son of Tu Mohammad Khan Kushal. The inscription on black stone is kept in Varendra Research Museum.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
চাটমোহর মসজিদ পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত। লাল রঙের জাফি ইট দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি লম্বায় ৫১ ফুট এবং চওড়ায় ২১ ফুট। শিলালিপি থেকে জানা যায় মসজিদটি তুমোহাম্মদ খান কুশালের পুত্র সাইয়াদ গোত্রের প্রধান গ্রেট সুলতান আব্দুলস ফাত মোহাম্মাদ মাখুম খানের সময়ে নির্মাণ করা হয়। কালো পাথরের শিলালিপিটি বরেন্দ্র গবেষণা জাদুঘরে রাখা আছে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Washil Chowdhury Para Mosque{:}{:bn}ওয়াশিল চৌধুরীপাড়া মসজিদ{:}
[post_id] => 8035
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/washil-chowdhury-para-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/Washil-Chowdhury-Para-Mosque-300x201.jpg
[post_content] => {:en}
Washil Chowdhury Para Mosque is a historical mosque in Chittagong City. It was established in 1795 by landlord Asgar Ali Chowdhury.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
চট্রগ্রাম শহরের একটি ঐতিহাসিক মসজিদের নাম ওয়াশিল চৌধুরীপাড়া মসজিদ। ১৭৯৫ সালে জমিদার আসগার আলী চৌধুরী এই মসজিদটি প্রতিষ্ঠা করেন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Chuna Khola Mosque{:}{:bn}চুনাখোলা মসজিদ{:}
[post_id] => 1508
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/chuna-khola-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Chuna-Khola-Mosque-bagerhat-031-300x225.jpg
[post_content] => {:en}
Chuna Khola Mosque or single domed square mosque is similar to Singair Mosque and Bibi Begni’s Mosque. Chuna Khola Mosque has three pointed arched entrances, rectangular frames border the north and south sides. The mosque has three Mihrabs along the west wall corresponding to the three doorways on the east. The central one is huge. Rectangular frames border the Mihrabs too with terracotta decorations. A horizontal row exists at the top. There is a Kalasa motif in the middle of the row above the central frame. The interiors of the Mihrabs are extensively decorated with terracotta motifs.
Unlike any other mosques from around, this one was having plenty of spaces around. In fact it was at the middle of the field (paddy or other seasonal). It is a single dome mosque and the dome is noticeably larger one. Also, the dome isn't placed at the center of the mosque. From my observation the dome is inclined slightly towards the Northern wall.
Apart from the beautiful semi spherical dome atop, the mosque is having three doors at the Eastern wall. And a single door each at the Northern and Southern walls. The mosque has beautiful four columns at the four corners of the mosque (similar to any other from it's contemporary). The shape of this Chunakhola Mosjid is square.
{:}{:bn}খুলনা বিভাগের বাগেরহাট জেলায় একটি বিশাল কৃষিক্ষেতের পাশে বিবি বেগনি মসজিদের ১ কিলোমিটার উত্তর পশ্চিমে চুনাখোলা মসজিদ অবস্থিত। এক গম্বুজবিশিষ্ট এই মসজিদটির সাথে সিঙ্গাইর মসজিদ এবং বিবি বেগনির মসজিদের মিল রয়েছে। মসজিদে তিনটি ধনুকআকারের ফটক রয়েছে এবং উত্তর ও দক্ষিনদিকে আয়াতক্ষেত্রাকার কাঠামো রয়েছে। মসজিদের পশ্চিম দেয়ালের তিনটি মিহরাব পূর্বদিকের তিনটি ফটক বরাবর অবস্থিত। এখানকার তিনটি মিহরাবের মধ্যে মাঝখানেরটি আকারে বড়। চুনাখোলা মসজিদের মিহরাবগুলোতে টেরাকোটার নকশার পাশাপাশি আয়াতক্ষেত্রাকার কাঠামো রয়েছে এবং মিহরাবগুলোর উপরিভাগে একটি সমান্তরাল সারি রয়েছে এবং মাঝখানের কাঠামোর উপরের মধ্যেখানে কলসের নকশা রয়েছে।{:}
)
)