ঢাকা বিভাগ
Attractions
Information
বাংলাদেশের একটি প্রশাসনিক বিভাগ হল ঢাকা বিভাগ। দেশের রাজধানী এবং সর্ববৃহৎ শহর ঢাকা এই বিভাগেরই প্রশাসনিক সদর দফতর। ৩১০২৬.৫১ বর্গকিলোমিটার আয়তনের এই বিভাগের জনসংখ্যা ৪৭,৪২৪,৪১৮ জন (২০১১ সালের শুমারি অনুযায়ী। ঢাকা বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিনে বরিশাল বিভাগ, দক্ষিন-পূর্বে চট্রগ্রাম বিভাগ, পূর্বে সিলেট বিভাগ, উত্তর-পশ্চিমে রংপুর বিভাগ এবং পশ্চিমে রাজশাহী এবং খুলনা বিভাগ অবস্থিত। ঢাকা বিভাগের প্রধান নদীগুলোর মধ্যে আছেঃ পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, বুড়িগঙ্গা নদী, বালু নদী, পুরাতন কুমার নদী, আড়িয়াল খাঁ নদী, গড়াই নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদী, শীতলক্ষ্যা নদী, লৌহজং নদী, তুরাগ নদী, মধুমতি নদী, হুন্ডা নদী, ঘাগর নদী, বানার নদী, ঝিনাই নদী, কালনি নদী, ঘোড়াউত্রা নদী, ধানু নদী, ধলেশ্বরী নদী, ইছামতি নদী, কালীগঙ্গা নদী, কংশ নদী, ঢালা নদী, মোগরা নদী, লাউয়ারি নদী, গুনাই নদী, রাজঢালা নদী, হালহালিয়া নদী, ভাদর নদী, গাজীখালি নদী, কলমাই নদী।
Where to stay How to go