বিল রুট ক্যানেল

Type: খাল
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

 আড়পাড়া মুন্সীবাড়ির ঠিক পাশেই বিল রুট ক্যানেল অবস্থিত। তাই মুন্সীবাড়ি দেখার পর এই খালের পাড়ে বসে কিছু সময় অতিবাহিত করতেই পারেন। এই খালটি টেকেরহাটে আড়িয়াল খাঁ নদীকে মধুমতি নদীর সাথে সংযুক্ত করেছে। মাদারীপুর-গোপালগঞ্জ মহাসড়কের ঠিক পাশেই অবস্থিত এই খালের মূল সৌন্দর্য হল এটি সরল পথ বজায় রেখে প্রবাহিত হয়েছে।
বাংলাপিডিয়া অনুযায়ী ১৮৫৮ সালে স্যার আরথার কটন সর্বপ্রথম এই খাল খননের প্রস্তাব উপস্থাপন করেন। ১৮৯৯ সালে খননকাজ আরম্ভ হয় এবং কয়েকদফা পরীক্ষা নিরিক্ষার পর ১৯১৪ সালে খালটিকে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এই খালটির গভীরতা গড়ে ১৪০ মিটারের কিছু কমবেশি।
কুমার নদী এই খালের সাথে সংযুক্ত হয়ে মধুমতি নদীর সাথে মিলিত হয়েছে। মাদারীপুর জেলার বেশীরভাগ ছোট খাল ও জলাভূমি এই খালের সাথে মিলিত হয়েছে আর একারনেই স্থানীয়রা খালটিকে মাদারীপুর বিল রুট বলে থাকে। বাংলাপিডিয়াতে এই খাল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।
আড়পাড়া থেকে ফেরার সময় এই খালটি নৌকা দিয়ে অতিক্রম করতে হবে। এই খালের জিপিএস অবস্থান হল (২৩°৩’৬.৮৩”উ, ৮৯°৪৮’৫৭.২৫”পু)। নদীর সাথে যে স্থানে খালটি মিলিত হয়েছে সেখানকার আকার অনেকটা ইংরেজি অক্ষর ‘ওয়াই’ এর মত। এই স্থানে খালের গভীরতা অনেক বেশি হওয়ায় এখানে শুশুক নামে পরিচিত দেশী ডলফিন বাস করে। শুশুকগুলো মাঝেমধ্যেই অল্পশময়ের জন্য পানির উপরে এসে খেলা করে থাকে।
খালটি দেখার পর আপনি টেকেরহাটে ফিরে আসার পূর্বে উলপুরে যেতে পারেন। পূর্ণিমার রাতে যদি আপনি মহাসড়ক ধরে টেকেরহাটে ফেরেন তবে একদিকে আকাশে দেখতে পাবেন পূর্ণিমার বিশাল চাঁদকে এবং অপরদিকে এই খালটিকে। চাঁদের আলো খালের স্বচ্ছ পানিতে প্রতিফলিত হয়ে এক চমৎকার মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করবে এতে করে কোন সন্দেহ নেই।

How to go

Beel Route Canal (বিল রুট ক্যানেল) is an amazingly beautiful place to visit which is less crowded as not much people are aware about this. This place is very near from Dhaka. Anyone can visit this place and return back to home within a single day. It’s a huge canal and you can enjoy its beauty from any part/portion you like. In our case the GPS coordinate was (23° 3’6.83″N, 89°48’57.25″E).

There are several bus services use to go from Dhaka to Tekerhat. Using any of those you can come to Tekerhat. The canal starts from there. So you can start exploring from there easily. My suggestion is to take a local bus and keep moving towards the Gopalganj. After enjoying the river for 30/40 minutes during the journey, just leave the bus and start exploring the canal.

How To Reach: গোপালগঞ্জ জেলা

Gopalganj district is located 140 km away from Dhaka via Mawa Ferry Ghat.

1. Modhumoti Paribahan

Gopalganj to Saydabad/Gulistan via Mawa Ferry Ghat
Mobile: 01716019937 (Gopalganj)
01711900619 (Dhaka)

2. Tungipara Express

Gopalganj to Saydabad/Gulistan via Mawa Ferry Ghat
Mobile: 01716479631 (Gopalganj)
01716211642 (Dhaka)

3. dola Paribahan

Gopalganj to Saydabad/Gulistan via Mawa Ferry Ghat
mobile: 01711311756 (Gopalganj)
01199030181 (Dhaka)

4. Comfort Line
Gopalganj to Saydabad/Gulistan via Paturia Ferry Ghat
Mobile: 01716453061

Where to Stay

1. Circuit House, Gopalganj
Contact to: Nejarot ( নেজারত ) Deputy Collector
Phone: 02-6685234 & 02-6685565

2. Zilla Parishad Cottage, Gopalganj
Contact to: Chief Executive Officer, Zila Parishad
Phone: 0668-61204

3. Hotel Modhumoti, Tungipara, Gopalganj
Contact to: Mr. Sheikh Ahmed Hossain Mirza
Phone: 02-6656349
Mobile: 01712-563227

4. Hotel Rana, Chourangi, Gopalganj
Contact to: Mr. Siraj Uddin Ahmed
Phone: 02-6685172

5. Hotel Shohag, Post Office Road, Gopalganj
Contact to: Mr. Shohrab Hossain
Phone: 0668-61740

Things to do

The village is really wonderful for its scenic beauty.

Eating Facilities

You can find many more hotels and restaurant here to stay and eating. Referred to where to eat in Gopalganj district, click here

Map

More Stories

  • Arpara Munsi Bari(আড়পাড়া মুন্সীবাড়ী) is situated exactly beside the famous Beel Route Canal(বিল রুট ক্যানেল) of Gopalganj(গোপালগঞ্জ). So after visiting the Munsi Bari(মুন্সীবাড়ী), we have enjoyed our afternoon for a while at the bank of this canal.

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat