বাবা আদমের মসজিদ এবং দরগা

Type: ইতিহাস ও প্রত্নতত্ত্ব
Contributed By:
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

বাবা আদমের মসজিদ এবং দরগা মুন্সীগঞ্জ জেলার রামপাল থানার রিকাবিবাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। বহুগম্বুজবিশিষ্ট আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির ভেতরের অংশের আয়তন ১০.৩৫ মিটার গুণিতক ৬.৭৫ মিটার এবং বাইরের অংশের আয়তন ১৪.৩০ মিটার গুণিতক ১১.৪৫ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার। বাবা আদম মসজিদের তিনটি সারিতে প্রবেশের জন্য মোট দুটি পথ রয়েছে।   এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালের পেছনের অংশের তিনটি স্তর রয়েছে এবং মাঝখানের স্তরে নকশাকরা বহুখাঁজবিশিষ্ট খিলানের প্যানেল রয়েছে। মসজিদের ছাদে দুই সারিতে তিনটি করে মোট ছয়টি একই ধরনের গোলাকার গম্বুজ রয়েছে। বাবা আদম মসজিদে দুটি সরু স্তম্ভ রয়েছে যেগুলো কালো অগ্নিয়গিরিজাত শিলা দিয়ে নির্মিত। এই স্তম্ভগুলোর গোড়া অষ্টভুজাকার, ষোল পার্শ্বযুক্ত এবং শিকল ও ঘণ্টার আদলে নকশাকৃত। বাবা আদম মসজিদের মুসলিম আমল পূর্ববর্তী পাথরের পিলারগুলোর উপর মসজিদের সরু প্রজাতির খিলানগুলো দাড়িয়ে আছে যেখান থেকে ছয়টি গম্বুজের উদয় হয়েছে। মসজিদটি ইটের তৈরি হলেও এটির পিলার এবং আয়তাকার স্তম্ভগুলো পাথরের তৈরি।

সুলতানি আমলের বেশীরভাগ স্থাপনার মত এই মসজিদের কার্নিশ এবং ছাদ বক্ররেখা বেষ্টিত। মসজিদের পশ্চিম দিকের দেয়ালের মিহরাবের সাথে সমান্তরালভাবে পূর্বদিকে তিনটি চমৎকার বক্রাকার ফটক রয়েছে।

বাবা আদম মসজিদের খিলান ও ছাদের মধ্যকার স্থানে গোলাপের নকশা রয়েছে এবং ছাঁচের নকশায় প্রস্তুতকৃত কুলুঙ্গির সারি রয়েছে। মসজিদে সবকটি ফটক এবং মিহরাবে আয়াতক্ষেত্রাকার নকশা খোদাই করা আছে এবং উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে আয়াতক্ষেত্রাকার কুলুঙ্গি রয়েছে। মসজিদটিতে কোন মিনার নেই এবং মাঝখানের ফটকের দুই পাশেই বহু খাঁজবিশিষ্ট দুটি আয়াতক্ষেত্রাকার প্যানেল রয়েছে। ছোট পিলারসমূহের উপরে বাবা আদম মসজিদের খিলানগুলো দাড়িয়ে আছে যেগুলোতে টেরাকোটার চমৎকার ঝুলে থাকা ফুলের নকশা করা আছে।  বাবা আদম মসজিদের বহিরাংশের মত নকশা সিরাজগঞ্জের শাহজাদপুর মসজিদের বহিরাংশেও দেখা যায়।

বাবা আদমের মসজিদের নকশা এবং স্থাপত্যশৈলীতে সেসময় বাংলায় সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চরিত্র দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের (বাংলাদেশের) মসজিদগুলোতে সুলতানি স্থাপত্যশৈলীর পূর্ণ রুপের মসজিদ ছাড়াও এখানে একটি দরগা রয়েছে যেটি বাবা আদমের মাজার নামে পরিচিত। লোককথায় আছে যে বাবা আদম শহিদ একটি ধর্মযুদ্ধে নিহত হবার পর তাঁকে এখানে দাফন করা হয়। নির্ভরযোগ্য সূত্রের অভাবে এই দরগার ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। মসজিদের উঠানের দক্ষিন-পূর্বদিকে একটি নবনির্মিত ছোট দরগা রয়েছে। পূর্বে দরগার উপর কোন ছাদ ছিল না। বর্তমানে অবস্থিত দরগাটি বর্গাকার (যার প্রতিটি বাহু ৭.৬২ মিটার এবং এটিতে কোন শিলালিপি নেই তাই কবে এটি নির্মিত হয়েছিল তারও কোন তারিখের উল্ল্যেখ নেই। দরগার পাশে অবস্থিত কবরটি অতি সাধারণ তাই এটির কোন স্থাপত্যশৈলীর দিক দিয়ে কবরটির কোন গুরুত্ব নেই আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদফতর কবরটি সংরক্ষণও করছে না।


How to go

মুন্সীগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী নদী পার হয়ে মুক্তারপুর ব্রিজের অপর পার্শ্বে মুক্তারপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন। সেখান থেকে এই মসজিদ এবং দরগাটি মাত্র ২-৩ কিলোমিটার দূরে, আপনি রিকশা অথবা অটোরিকশায় করে পৌছে যেতে পারেন আপনার গন্তব্যে।

How To Reach: মুন্সীগঞ্জ জেলা

There are several transport is available from Dhaka to Munshiganj. The bus services are “Nayan Paribahan”, “Dighir par Paribahan” and “Dhaka Transport”, all of the buses used to start from “Gulistan” of Dhaka. It will cost you 60-80 taka, and will require 1 hrs to 2 hrs bus journey depending upon the road traffic.

Also you can hire CNG auto rickshaw from the “Postogola”, and it will take you 250-350 to take you at Muktarpur bridge. Remember, if you are hiring CNG, make sure who will provide the toll of the bridge. For you information, the toll fee is 20 taka. So negotiate with the driver of CNG about who will provide the toll.

Where to Stay

Though the district is just beside the Dhaka, still its hard to find a suitable hotel from the district. The main reason, may be people from dhaka used to come this place for a single day trip. But anyway, if you need to stay at Munshiganj town, that case I’ll suggest you to stay at “Hotel Comfort” this one is the best from the town. Also you there is another one which is “Hotel three star international”. But the quality of the rooms of this hotel is not that much good. For both cases, it will take 100-700 taka per night depending upon the room.

1. Mawa Resort

Contact: Md. Ali
Phone: 01711676058

2. Padma Resort

Contact: Mohammad Ali
Phone: 01713033049

3. Padma Rest House

Bridge Division, Ministry of Roads and Communications
Executive Engineer
Phone: 01715561933

Things to do

১। মসজিদটির স্থাপত্যিক সৌন্দর্য পর্যবেক্ষণ করুন

২। স্থানীয় লোকজনের সাথে কথা বলে এই মসজিদটি সম্পর্কে তাদের ধারনা জানতে পারেন

Eating Facilities

মুন্সীগঞ্জে কোথায় থাকবেন সেই পেইজটি দেখতে এখানে ক্লিক করুন

Map

More Stories

  • ঢাকা থেকে মুন্সীগঞ্জের দূরুত্ব মাত্র ২৩ কিলোমিটার। তবে এই মাজারে আসার জন্য আরো ০৫ (প্রায়) কিলোমিটার ভিতরে আসতে হবে

  • This is located at the village "Koshba" of "Rekabi Bazar" union of Munshiganj. This mosque is also known as "Baba Adam Shahi Moshjid".

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat