Array
(
[0] => Array
(
[name] => {:en}Baikka Beel Sanctuary{:}{:bn}বাইক্কা বিল অভয়ারণ্য{:}
[post_id] => 3987
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baikka-beel-sanctuary/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Baikka-Beel-Sanctuary-Hail-Haor1-300x225.jpg
[post_content] => {:en}
Baikka Beel Sanctuary is to protect and restore aquatic biodiversity (particularly fish and birds) in Hail Haor. A secondary aim is through the visitor facilities to enhance enjoyment of the site and understanding of nature, the value of wetlands and need for their conservation. The sanctuary and its facilities are a model that can encourage replication of similar sanctuaries elsewhere in the country. Baikka Beel is a 100 ha wetland sanctuary located in Hail Haor a large wetland seasonally extending from 3,000-12,000 ha in north-east Bangladesh.
Baikka Beel comprises of open water with emergent vegetation (mostly lotus), and a fringe of native swamp forest planted in 5-8 years ago. Originally it was protected to conserve and restore fish and it supports about 90 species of fish, but populations of wintering water birds rapidly increased.
So far 141 bird species have been recorded in the sanctuary. Up to 9 Pallas’s Fish Eagles winter, Large flocks of ducks including up to 4,500 Fulvous Whistling-duck occur in winter, Great Spotted Eagle is regular, and good numbers and diversity of shorebirds, marshland warblers and other birds occur.
Mammals are few but include Fishing Cat. A visitor tower with several permanent interpretive displays was opened in early 2007. This is the only such facility in the country and this is the only substantial community managed wetland sanctuary in the country.
It is planned to construct a visitor centre and other facilities in 2010 with funds left over from the earlier MACH project. Visitor number have not been recorded as reliably as would be ideal, but are in the low thousands per year and include student groups, diverse government officials, and a wide range of foreign visitors.
{:}{:bn}
হাইল হাওড়ের জীব বৈচিত্র্য (মূলত পাখি ও মাছ) রক্ষা করাই হল বাইক্কা বিল অভয়ারণ্যর মূল উদ্দেশ্য। এছাড়া এখানে আগত একজন পর্যটক যেন এই স্থানটি উপভোগ করার পাশাপাশি প্রকৃতিকে কাছে থেকে বুঝতে পারেন এবং জলাভুমি সংরক্ষণের গুরুত্ব বুঝতে পারেন সেটিও এই অভয়ারণ্যর আরেকটি উদ্দেশ্য। এখানকার অভয়ারণ্য ও সেটিকে ঘিরে তৈরি হওয়া সুযোগ সুবিধাসমূহ দেশের অন্যান্য স্থানেও আরও অভয়ারণ্য গড়ে তোলার ক্ষেত্রে রোল মডেল হতে পারে।
বাংলাদেশের উত্তর-পূর্বে হাইল হাওড়ে প্রায় ১০০ হেক্টর জলাভুমির ওপর অবস্থিত এই অভয়ারণ্যটি কোন কোন মৌসুমে ৩০০০ হেক্টর থেকে ১২০০০ হেক্টর পর্যন্ত বিস্তৃত হয়। বইক্কা বিলে রয়েছে মূলত শাপলা ফুল এবং প্রায় পাঁচ থেকে আট বছর পূর্বে রোপণ করা জলজ গাছ। এই বিলে প্রায় ৯০ প্রজাতির মাছ বাস করে। তবে এখানে শীতকালে আগত অতিথি পাখিদের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে।
এ পর্যন্ত এই অভয়ারণ্যতে প্রায় ১৪১ প্রজাতির পাখিদের দেখা মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে প্রায় ৯ প্রজাতির ফিশ ঈগল উইন্টার, প্রায় ৪৫০০ ফুল্ভাস হুইসটলিং হাঁস সহ শীতকালে আগত হাঁসদের বিশাল বহর। এছাড়া এখানে নিয়মিত গ্রেট স্পটেড ঈগল সহ বিভিন্ন ধরনের পাখিদের দেখা মেলে। এখানে স্তন্যপায়ী প্রাণীদের দেখা কম মিললেও মেছোবাঘের দেখা পাওয়া যায়।
২০০৭ সালের শুরুতে এখানে স্থায়ী ভিত্তিতে উদাহরন ভিত্তিক ব্যাখ্যাসহ একটি পর্যবেক্ষণ টাওয়ার চালু করা হয়। এটিই দেশের একমাত্র জলাভূমি যেখানে এ রকম সুবিধা প্রদান করার পাশাপাশি অভয়ারণ্যর মাধ্যমে প্রাণী জগতকে নিরাপদ করা হয়েছে। এমএসিএইচ প্রকল্প থেকে বেঁচে যাওয়া অর্থ দিয়ে ২০১০ সালে অন্যান্য সুযোগ সুবিধাসহ এখানে একটি ভিজিটর সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এখানে আগত দর্শনার্থীদের সংখ্যা সংরক্ষণ করা না হলেও প্রতি বছর এ সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এখানে আগত দর্শনার্থীদের মধ্যে রয়েছেন ছাত্র, সরকারি চাকুরে, বিদেশী পর্যটকসহ নানা বয়সের নানা শ্রেণীপেশার মানুষ।
{:}
)
[1] => Array
(
[name] => Maharajar Dighi
[post_id] => 3086
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/maharajar-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Moharajar-Dighi-300x200-300x200.jpg
[post_content] =>
Away from panchagar town about 10 miles a big pond is situated at Amarkhana unionis popularly known as Maharajar dighi. With the bank its surface is 800 yard. Local people says that its depth is 40 feet. Its water is clear. It has 10 saghata.It is imagined that Pitthu king dag this lake. It is said that the king attacked by a lower class and suicide with family and wealth by jumping in this lake. Every year Boishakhi fair held at the bank of the river. Many time the presence of the Indian people also seen. Beside the lake there are many green designs of trees which is very dear to all till now.
)
[2] => Array
(
[name] => {:en}Shokuni Lake{:}{:bn}শকুনি লেক{:}
[post_id] => 6212
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/shokuni-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Shokuni-Lake1-300x225.jpg
[post_content] => {:en}
This district is beautiful enough for any traveler. But the beauty of the lake added another extra ornament. The blue water from the lake will please mind easily. Most of the main infrastructures from Madaripur town was built around the lake. The DC office, police station, and many more government buildings around the lake. The academic name of the lake is "Shokuni Lake", but local people won't be able to recognize the lake by that name. They simply know the lake as "Madaripur Lake".
This large lake has two portion separated by a fishing net. One half is using for fish cultivation. This water tank was built by few hundred years back by a Raja (a king) to ease the water crisis. But now a days this is a great entertainment place for the locals. During the afternoon, it will be hard to get an empty space around the lake. Most of the people from town used to pass some pleasing time with friends here. The sweets from the lake area are famous from Madaripur.
{:}{:bn}
শকুনি লেকের সৌন্দর্য মাদারীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। লেকের নীল পানি আপনাকে প্রশান্তি দেবে। ডিসিঅফিস, পুলিশ স্টেশন, এবং বিভিন্ন সরকারি স্থাপনাসহ মাদারীপুরের বেশীরভাগ স্থাপনাই এই লেকের আশেপাশে নির্মাণ করা হয়। বইপত্রে এই লেকটির নাম ‘শকুনি লেক’ হলেও স্থানীয়রা এটিকে ‘মাদারীপুর লেক’ হিসেবে চেনে। একটি মাছ ধরার জাল দিয়ে এই বিশাল লেকটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যার একটি অংশে মাছ চাষ করা হয়। কয়েকশত বছর পূর্বে জনৈক রাজা পানির সংকট নিরসনে এই লেকটি খনন করেন। বর্তমানে এই লেকটি একটি বিনোদনকেন্দ্রে পরিনত হয়েছে। বিকালবেলা এই লেকে এতটাই জনসমাগম হয় যে এখানে কোন খালি জায়গা পাওয়া দুষ্কর হয়ে ওঠে। শহরের বেশিরভাগ মানুষ পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এখানে আসেন অবসর সময় কাটাতে। লেকের আশেপাশে সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। এসব মিষ্টির জন্য মাদারীপুর জেলার সুখ্যাতি রয়েছে।
{:}
)
[3] => Array
(
[name] => Nilsagar Dighi
[post_id] => 6279
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nilsagar-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Nilsagar-by-Mahfuzar-Rahman-300x225.jpg
[post_content] =>
Nilsagar is a popular historical dighi (big pond). It is located at Gorgram union about fourteen kilometer south-west of Nilphamari district proper. During the time of Raja Birat there were lot of cow farms at Gorgram union. Raja Birat dug a big pond or dighi for the cows. There many name such as Birat Dighi or Birna Dighi or Binna Dighi. After the independence of Bangladesh the Dighi was renamed as Nilsagar.
The total area of the Dighi (big pond) is 21.449 ha. The Nilsagar Dighi is encompassed by walls. The main embellished Front door of the Dighi was established by Raja Birat. Every year the banks of the Dighi are used as a village fair during the month of Baisakh. Every year lot of visitors and different type of migratory birds come here. Nilsagar is familiar as a recreation zone. A Hindu temple situated on the east bank and an abode of a Muslim saint on the west bank of the Nilsagar.
)
)