চুনাখোলা মসজিদ

Type: মসজিদ / ঈদগাহ
Contributed By: ,Lonely Traveler
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

খুলনা বিভাগের বাগেরহাট জেলায় একটি বিশাল কৃষিক্ষেতের পাশে বিবি বেগনি মসজিদের ১ কিলোমিটার উত্তর পশ্চিমে চুনাখোলা মসজিদ অবস্থিত। এক গম্বুজবিশিষ্ট এই মসজিদটির সাথে সিঙ্গাইর মসজিদ এবং বিবি বেগনির মসজিদের মিল রয়েছে। মসজিদে তিনটি ধনুকআকারের ফটক রয়েছে এবং উত্তর ও দক্ষিনদিকে আয়াতক্ষেত্রাকার কাঠামো রয়েছে। মসজিদের পশ্চিম দেয়ালের তিনটি মিহরাব পূর্বদিকের তিনটি ফটক বরাবর অবস্থিত। এখানকার তিনটি মিহরাবের মধ্যে মাঝখানেরটি আকারে বড়। চুনাখোলা মসজিদের মিহরাবগুলোতে টেরাকোটার নকশার পাশাপাশি আয়াতক্ষেত্রাকার কাঠামো রয়েছে এবং মিহরাবগুলোর উপরিভাগে একটি সমান্তরাল সারি রয়েছে এবং মাঝখানের কাঠামোর উপরের মধ্যেখানে কলসের নকশা রয়েছে।


How to go

How To Reach: খুলনা বিভাগ

Where to Stay

Things to do

আপনি মসজিদের পূর্বদিকের দেয়ালের ফটকে কলসের নকশা এবং টেরাকোটার নকশাসহ চারটি প্যানেল দেখতে পারেন।

Eating Facilities

এখানে খাওয়ার জন্য বাসস্ট্যান্ড এবং দরগার কাছে কিছু ধাবা রয়েছে। তবে খাওয়ার পূর্বে এখানকার খাওয়া দাওয়া কতটা স্বাস্থ্যসম্মত সেটি দেখে নিন।

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat