Array
(
[0] => Array
(
[name] => Balapur Zamindar House
[post_id] => 17404
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/balapur-zamindar-house/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Balapur-Zamindar-House-2-200x300.jpg
[post_content] =>
In different location of Narsingdi district there are a number of Archaeological sites which attract traveler and explorer to visit these places recurrently. Balapur Zamindar House (বালাপুর জমিদার বাড়ি) is one of the old palatial buildings in this district. If someone interested to visit the oldest buried civilization area in Bangladesh named as Wari-Bateshwar, then it would be better to take a glance at Balapur Zamindar House while moving there. It’s situated at Balapur village, Madhabdi Upazila of Narsingdi district.
This Zamindar House was built by local Zamindar named 'Nobin Chandra Saha' in 1906. It is also known as Zamindar Kali Babur Bari (কালী বাবুর বাড়ি). It’s a complex of buildings scattered in a particular zone. Basically, most of the buildings are three storied and some are one or two storied. Dept. of Archaeology in Bangladesh doesn’t announced it as a protected site yet. So like many others old houses in Bangladesh it is on the way of ruining.
No matter how decorative and ornamented this house is, it’s almost abandoned and some people who living in this house are so called ancestor of Zamindari estate at Balapur. Some local people are selling all the floor tiles made by white stone desperately.
But, Still today this beautiful palace standing with its own identity and spreading the essence of colonial palatial architecture in Bengal. If proper steps being taken this structure can be preserved & conserved for the future exhibiotion.
)
[1] => Array
(
[name] => Pal Bari
[post_id] => 8538
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pal-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/PB-2-300x225.jpg
[post_content] =>
Pal Bari (পাল বাড়ি) is one of the renowned historical places in Munshiganj. According to the current inhabitants of the Pal House at Abdullahpur, Kamini Pal and Dwarkanath Pal, the eldest two sons of Tokani Prasad Pal, possibly one of the richest business persons of Bikrampur, established this house around the end of the 19th century.
They added a few more blocks to the house over the years, but lived within the compounds of their father's house, several miles away.
During the liberation war, many of their family members were brutally tortured and killed, prompting the entire clan to leave for Kolkata,India. A few years later Dwarkanath returned, to wind up his businesses here. Dwarkanath Pal, therefore chose to spend his last few years at this house. He decided to stay back in Munshiganj, but could not live in his own house. Many others had occupied most of that property.
)
[2] => Array
(
[name] => {:en}Baba Adam Shahid Mosque{:}{:bn}বাবা আদমের মসজিদ এবং দরগা {:}
[post_id] => 7979
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baba-adam-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/baba-adam-300x169.jpg
[post_content] => {:en}
Baba Adam Shahid Mosque (বাবা আদম শহীদ মসজিদ) is an archaeologically significant mosque situated in Munshiganj District.
Baba Adam's Mosque shows all the decorative and architectural characteristics of the sultanate architecture of Bengal. This mosque, in fact, bears the mature form of the sultanate mosque style of this region (Bangladesh).
It is a six-domed mosque. An inscription, fixed above the central doorway in the east, records 888 AH/1483 AD as the date of construction of the mosque. Malik Kafur built it during the reign of Sultan Fateh Shah. Baba Adam's Mosque is now protected monument under the Department of Archaeology, Bangladesh. It has been renovated and is in a comparatively good state of preservation. Besides the mosque there is a tomb known as Baba Adam's Mazar, where, according to a legend, baba adam shahid, who died in a holy war, was buried. It is difficult to ascertain the historicity of this tomb due to lack of authentic sources. There is a newly built small tomb structure situated on the south-east side of the courtyard of the mosque. Previously, there was no roof over the tomb.
The present tomb is square in plan (7.62m a side) and is undated and without any inscription tablet. The simple grave has no feature of architectural importance and the Department of Archaeology is not responsible for preserving it.
{:}{:bn}
বাবা আদমের মসজিদ এবং দরগা মুন্সীগঞ্জ জেলার রামপাল থানার রিকাবিবাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। বহুগম্বুজবিশিষ্ট আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির ভেতরের অংশের আয়তন ১০.৩৫ মিটার গুণিতক ৬.৭৫ মিটার এবং বাইরের অংশের আয়তন ১৪.৩০ মিটার গুণিতক ১১.৪৫ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার। বাবা আদম মসজিদের তিনটি সারিতে প্রবেশের জন্য মোট দুটি পথ রয়েছে। এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালের পেছনের অংশের তিনটি স্তর রয়েছে এবং মাঝখানের স্তরে নকশাকরা বহুখাঁজবিশিষ্ট খিলানের প্যানেল রয়েছে। মসজিদের ছাদে দুই সারিতে তিনটি করে মোট ছয়টি একই ধরনের গোলাকার গম্বুজ রয়েছে। বাবা আদম মসজিদে দুটি সরু স্তম্ভ রয়েছে যেগুলো কালো অগ্নিয়গিরিজাত শিলা দিয়ে নির্মিত। এই স্তম্ভগুলোর গোড়া অষ্টভুজাকার, ষোল পার্শ্বযুক্ত এবং শিকল ও ঘণ্টার আদলে নকশাকৃত। বাবা আদম মসজিদের মুসলিম আমল পূর্ববর্তী পাথরের পিলারগুলোর উপর মসজিদের সরু প্রজাতির খিলানগুলো দাড়িয়ে আছে যেখান থেকে ছয়টি গম্বুজের উদয় হয়েছে। মসজিদটি ইটের তৈরি হলেও এটির পিলার এবং আয়তাকার স্তম্ভগুলো পাথরের তৈরি।
সুলতানি আমলের বেশীরভাগ স্থাপনার মত এই মসজিদের কার্নিশ এবং ছাদ বক্ররেখা বেষ্টিত। মসজিদের পশ্চিম দিকের দেয়ালের মিহরাবের সাথে সমান্তরালভাবে পূর্বদিকে তিনটি চমৎকার বক্রাকার ফটক রয়েছে।
বাবা আদম মসজিদের খিলান ও ছাদের মধ্যকার স্থানে গোলাপের নকশা রয়েছে এবং ছাঁচের নকশায় প্রস্তুতকৃত কুলুঙ্গির সারি রয়েছে। মসজিদে সবকটি ফটক এবং মিহরাবে আয়াতক্ষেত্রাকার নকশা খোদাই করা আছে এবং উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে আয়াতক্ষেত্রাকার কুলুঙ্গি রয়েছে। মসজিদটিতে কোন মিনার নেই এবং মাঝখানের ফটকের দুই পাশেই বহু খাঁজবিশিষ্ট দুটি আয়াতক্ষেত্রাকার প্যানেল রয়েছে। ছোট পিলারসমূহের উপরে বাবা আদম মসজিদের খিলানগুলো দাড়িয়ে আছে যেগুলোতে টেরাকোটার চমৎকার ঝুলে থাকা ফুলের নকশা করা আছে। বাবা আদম মসজিদের বহিরাংশের মত নকশা সিরাজগঞ্জের শাহজাদপুর মসজিদের বহিরাংশেও দেখা যায়।
বাবা আদমের মসজিদের নকশা এবং স্থাপত্যশৈলীতে সেসময় বাংলায় সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চরিত্র দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের (বাংলাদেশের) মসজিদগুলোতে সুলতানি স্থাপত্যশৈলীর পূর্ণ রুপের মসজিদ ছাড়াও এখানে একটি দরগা রয়েছে যেটি বাবা আদমের মাজার নামে পরিচিত। লোককথায় আছে যে বাবা আদম শহিদ একটি ধর্মযুদ্ধে নিহত হবার পর তাঁকে এখানে দাফন করা হয়। নির্ভরযোগ্য সূত্রের অভাবে এই দরগার ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। মসজিদের উঠানের দক্ষিন-পূর্বদিকে একটি নবনির্মিত ছোট দরগা রয়েছে। পূর্বে দরগার উপর কোন ছাদ ছিল না। বর্তমানে অবস্থিত দরগাটি বর্গাকার (যার প্রতিটি বাহু ৭.৬২ মিটার এবং এটিতে কোন শিলালিপি নেই তাই কবে এটি নির্মিত হয়েছিল তারও কোন তারিখের উল্ল্যেখ নেই। দরগার পাশে অবস্থিত কবরটি অতি সাধারণ তাই এটির কোন স্থাপত্যশৈলীর দিক দিয়ে কবরটির কোন গুরুত্ব নেই আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদফতর কবরটি সংরক্ষণও করছে না।
{:}
)
[3] => Array
(
[name] => Kismat-Maria Mosque
[post_id] => 9282
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/kismat-maria-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/kismat-maria-mosque-durgapur-rajshahi-12-300x225.jpg
[post_content] =>
Kismat-Maria Mosque (কিসমত-মারিয়া মসজিদ) is the academic name, where local people knows this as Durgapur mosque (দুর্গাপুর মসজিদ). The mosque is located at the Maria (মারিয়া) village, adjacent to village Kismat (কিসমত), that's why it is called Kismat-Maria Masjid.
It is totally unknown about any sort of historical information. No inscription available at the doorway or anywhere. Even the government doesn't have any document or info regarding this. To add insult to the injury, the local people cannot remember anything about this mosque either. It’s a total mystery.
It is certain that the mosque was built several hundred years back. It is having three domes at the top. Four ornate pillars at the four sides of the mosque. Eastern side of the mosque is having three entrances. The mosque is built over a 2-3 feet of high base. The domes of the mosque is similar to the Kartalab Khan's Mosque at Old Dhaka.
The mosque has a small house type of building at the southern side. This is another great archaeological object from our Bangladesh.
)
)