দুর্গাসাগর

Type: হ্রদ
Contributed By: Nayeem ,M Shahidul Islam,Lonely Traveler,Arif Rahman
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

প্রায় ২৫০০ হেক্টর আয়তনের দুর্গা সাগর হল দক্ষিনবঙ্গের সবচেয়ে বড় দীঘি। স্থানীয়দের কাছে মাধবপাশা দীঘি নামে পরিচিত এই দুর্গাসাগরে ছিল ১৫ মিটার প্রশস্ত চারটি পাকা ঘাট। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দিঘীটিকে ঘিরে জঙ্গলের সৃষ্টি হলেও ১৯৭৫ সালে সরকার এই দিঘীটি কিছুটা সংস্কার করে। দুর্গাসাগরের মাঝখানে ঝোপঝাড়ে ঘেরা একটি মাটির ঢিবি রয়েছে যেটিকে দেখতে অনেকটা দ্বীপের মত দেখায়। ইটের দেয়াল ঘেরা দিঘীটির চারপাশে রয়েছে নারিকেল গাছ । দুর্গা সাগরের পূর্ব এবং পশ্চিম দিকে দুটি প্রবেশ পথ রয়েছে।


How to go

নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে রিকশায় বা অটোরিকশায় করে ৩০ মিনিটে পৌছে যেতে পারবেন দুর্গাসাগর দীঘিতে।

How To Reach: বরিশাল জেলা

Barisal is connected with Dhaka both by roads and rivers.

You can travel to Barisal district by road as well. Several buses drive from Gabtoli bus stand every hour to Barisal. Most of the buses go to Barisal by crossing Paturiya Ghat, but some of the bus services may also go by passing through Mawa Ghat.

Some of the names of buses that travel from Dhaka to Barisal are:

1. Sakura Paribahan, Contact: 01190658772, 01729556677
2. Eagle Paribahan, Contact: 02-9006700
3. Hanif Paribahan, Contact: 01713049559

Each bus leaves every hour from 6:00am until 10pm. The reaching point is Nokhullabad bus stand in Barisal and the journey may take 6 to 8 hours.

General bus rates:

AC Bus fare: Tk 700
Non AC bus fare: Tk 500
Local bus fare: Tk 250-Tk 300

Launch is the most comfortable and relatively safe option to travel to Barisal district from Dhaka. Quite a few launches drive to Barisal district from Dhaka at Sadarghat terminal. Some of them have been listed below for your assistance.

1. Shurobhi
2. Sundarbans
3. Kirtonkhola
4. Kalam Khan

Launch starts from Sadarghat at 8:00 pm and is expected to reach Barisal launch Ghat within 8 to 10 hours.

Rate of single cabin: Tk 850
Rate of double Cabin: Tk 2600
Rate of Deck: Tk 250

Barisal is also connected to Dhaka through air. Flight starts from Dhaka airport and arrive at Barisal. United airways are currently the only airline, offering flights to Barisal from Dhaka. Plane fare starts from BDT 3925. For more information, go to United Airways.

Where to Stay

Some of the hotels available in Barisal district are as follows:-

1. Hotel Paradise Two International
Cell: +88-01717-072686, +88-01724-853590

2. Hotel Grand Plaza
Cell: +88-01711-357318, +88-01917-458088

3. Hotel Athena International
Phone: +88-0431-65109, +88-0431-65233.

4. Hotel Haq International
Cell: +88-01718-587698

Things to do

বরিশাল উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে দুর্গাসাগর এলাকায় পিকনিক স্পট আছে যেখানে চাইলে আপনি পিকনিক করতে পারেন। এছাড়াও দীঘি থেকে মাছ ধরতে পারেন এবং সেখানে অবস্থিত একটি চমৎকার পার্কে সুন্দর সময় কাটাতে পারেন।

Eating Facilities

বরিশালে অবস্থিত রেস্টুরেন্টগুলোতে দেশী খাবারের পাশাপাশি আপনি সেখানকার জনপ্রিয় খাবারও পাবেন। তাছাড়া এসব রেস্টুরেন্টে নানা রকম সামুদ্রিক খাবারও আপনি পাবেন।

Travel Tips

প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মানুষজন দুর্গা সাগরে অষ্টমী স্নানের আয়োজন করে থাকে। তাঁরা দীঘির পাশে নানা রকম পূজা অর্চনা এবং ধর্মীয় আলোচনাও করে থাকেন। এছাড়া, প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ইউরোপ এবং সাইবেরিয়া থেকে উড়ে আসা অতিথি পাখির দল এখানে ভীর করে। সেটি একটি উপভোগ্য এবং দৃষ্টিনন্দন দৃশ্য।

Map

More Stories

  • Due to the political situation, we have shortened our list for the fourth and the final day. We already had a battery driven auto rickshaw with us that we have hired for hourly basis (130 Taka per hour).

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat