Array
(
[0] => Array
(
[name] => Mausoleum of Giyas Uddin Azam Shah
[post_id] => 11222
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mausoleum-of-giyas-uddin-azam-shah/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/DSC06796-300x225.jpg
[post_content] =>
Mausoleum of Giyas Uddin Azam Shah is one of the renowned archaeological features, situated at Mograpara, Sonargaon. Giyas uddin Azam Shah (1390-1411 AD) the third sultan of the Iliyas Shahi dynasty of Bengal earned great name for his ideal character, patronage of learning and for good administration. The events of his life are so variegated that he may be compared to a prince in a fairy tale. Himself a scholar and poet, Sultan Ghiyasuddin Azam Shah held literary men in great esteem. He corresponded with the famous Iranian poet Hafiz and inviting him to visit Bengal. Ghiyasuddin Azam Shah contributed a good deal to the development of Bengali literature. He was known for his friendly relations with foreign countries, sent envoys to Makkah, Madina and China. This great sultan died in 814 AH/1410 AD and buried in Mograpara.
)
[1] => Array
(
[name] => Grave of Mir Mosharraf Hossain
[post_id] => 22125
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/grave-of-mir-mosharraf-hossain/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/P_20151016_161142_p-300x169.jpg
[post_content] => Mir Mosharraf Hossain is considered as the first novelist to emerge from the Muslim society of Bengal. He was born and bred in Lahinipara, Kushtia. His Novel "Bishad Sindhu" (a tragedy based on a historical incident) is his best creation.
Early Life: Though he was born in the village of Lahinipara in Kumarkhali, Kushtia in 1847 but after that he spent most of his life in Padamdi in Baliakandi Upozila under Rajbari district. He was born in a Muslim aristocrat family.
Mid Life: He married his fathers friends daughter but it wasn't a good match. So, he got divorced and married again to Kulsum Bibi. She stayed with Mir Mosharraf Hossain till her last breath.
Bishad Sindhu: a famous literature in Bengali history. It is a novel based on the tragic death of the grandchildren of Holy Prophet Mohammad. The incidents behind "Ashura" is being well written in here.
Mir Mosharraf Hossain Memorial and his grave: Mir Mosharraf Hossain died in 1912 in Padamdi. In 1999, Government of People's Republic of Bangladesh decided to build a memorial complex in his family graveyard in Padamdi, Rajbari. In 2001, the then Prime Minister Sheikh Hasina inaugurated the official construction work. In 2004, the memorial complex was handed over to
Bangla Academy for its maintenance. Then Bangla Academy built a library in there and later a bust statue of Mir Mosharraf Hossain was placed in front of the graveyard. The nearby Primary School was also renamed after his name.
)
[2] => Array
(
[name] => {:en}The Mausoleum of Bongobondhu{:}{:bn}বঙ্গবন্ধুর সমাধিসৌধ{:}
[post_id] => 6026
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/the-mausoleum-of-bongobondhu/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/bongobondhu-mausoleum-011-300x225.jpg
[post_content] => {:en}
To visit the Mausoleum of Bongobondhu, it is not that much comfortable. You have to use several poor local bus services on our way. Local bus of Narail isn't that much comprehensive, but it is awesome at Gopalganj. The highway is smooth and wide enough, and has lot of spaces, even inside the local bus either. From Gopalganj, to visit this place, you need to go to Tungipara.
Bus journey from town to Tungipara is about 30-35 minutes. For your information, it doesn't require any ticket to visit the mausoleum. You can observe the display gallery that is having lot of photos of Bongobondhu from different occasions and times. It is probably a gallery and library together. It has an open stage with an 'audience gallery' beside the library.
It requires to go through a long path from the gallery to the grave. The grave is covered under a nicely designed structure. Everyone is allowed to enter inside the structure, but not allowed to take any photographs.
After exploring everything around, you can return from there and come outside to have foods. There are several fast food shops which basically sell the Chotpoti and Fuchka. There is a vast paddy field beside that area.
{:}{:bn}
আজ সকালে এসএম সুলতানের সমাধিসৌধ দেখে দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা গোপালগঞ্জ জেলায় পৌছাই। যাত্রাপথটি মোটেও আরামদায়ক ছিল না কারন আমাদের কয়েক দফায় কয়েকটি পুরাতন লোকাল বাসে চড়তে হয়েছিল। নড়াইলের লোকাল বাসগুলোর মান ভাল না হলেও গোপালগঞ্জের লোকাল বাসগুলোর মান ছিল বেশ উন্নত। মহাসড়কটি যেমন চওড়া এবং আরামদায়ক ছিল তেমনি বাসের ভেতরেও পর্যাপ্ত জায়গা ছিল। গোপালগঞ্জে কোর্ট মসজিদ ঘুরে দেখার পর আমরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধর উদ্দেশ্যে যাত্রা করি।
গোপালগঞ্জ শহর থেকে বাসে করে ৩০ মিনিট থেকে ৩৫ মিনিটের মধ্যে আমরা টুঙ্গিপাড়ায় পৌঁছে যাই। শনিবার হওয়াতে রাস্তা যেমন খালি ছিল তেমনি সমাধিসৌধতেও কোন ভিড় ছিল না। মনে হচ্ছিল যেন সমাধিসৌধতে আমরাই একমাত্র দর্শনার্থী যদিও কিছুক্ষন পর কয়েকজন দর্শনার্থী আমাদের সাথে যোগ দেন। বিশাল এলাকার উপর অবস্থিত সমাধিসৌধতে সেসময় মাত্র পাঁচ থেকে ছয়জন পর্যটক উপস্থিত ছিলেন।
আকাশে মেঘ থাকলেও দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল তাই সবকিছু ভাল করে দেখা যাচ্ছিল। সমাধিসৌধে ঢুকতে কোন প্রবেশমূল্য দিতে হয়না। সমাধিসৌধে প্রবেশের পর ২০ মিনিট থেকে ৩০ মিনিট বৃষ্টি হওয়াতে আমাদের একটি ছাদের নীচে আশ্রয় নিতে হয়েছিল। এরপর আমরা সমাধি সৌধের প্রদর্শনী গ্যালারি ঘুরে দেখি যেখানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হচ্ছে। এখানে একটি পাঠাগারও রয়েছে। পাঠাগারের পাশেই দর্শক গ্যালারিসহ একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে।
গ্যালারি থেকে বঙ্গবন্ধুর কবরের দূরত্ব বেশি হওয়ায় আমরা বৃষ্টি থামার পর সেদিকে রওনা হই। চমৎকার স্থাপত্য দিয়ে কবরটিকে আবৃত করে রাখা হয়েছে। এসময় কয়েকজনকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখা যায়। কবরের কাছে সবার যাওয়ার অনুমতি থাকলেও এখানে ছবি তোলা নিষেধ।
সমাধিসৌধ দেখার পর সেখানে অবস্থিত কিছু চটপটি এবং ফুচকার দোকানে আমরা কিছুক্ষনের জন্য অবস্থান করি। আমাদের সাথে ভাংতি টাকা না থাকায় আমরা কয়েক রকমের স্ন্যাক্স কিনেছিলাম যাতে করে টাকা ভাঙ্গানোর পাশাপাশি একটু বিশ্রামও নেয়া যায়।
সমাধিসৌধের পাশেই একটি বিশাল ধানক্ষেত রয়েছে। বর্ষাকাল হওয়াতে ধানক্ষেতটি পানির নীচে ছিল। সেসময় আকাশ মেঘে পরিপূর্ণ ছিল এবং চমৎকার বাতাস বইছিল। এখানে আরও কিছুক্ষন থাকার ইচ্ছা থাকলেও পরবর্তী গন্তব্যে অর্থাৎ আড়পাড়া মুন্সীবাড়িতে যাওয়ার কারনে আমাদের সেই সুযোগ ছিল না।
{:}
)
[3] => Array
(
[name] => Grave of National Poet Kazi Nazrul Islam
[post_id] => 11190
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/grave-of-national-poet-kazi-nazrul-islam/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/Grave-of-Kazi-Nazrul-Islam-11-300x202.jpg
[post_content] =>
Grave of National Poet Kazi Nazrul Islam is situated just nearby the Public library of Dhaka University area. The Rebel Poet Kazi Nazrul Islam was died in 1976 in Dhaka. Just after the liberation war he was taken back to our country Bangladesh. In the last days of his life he was sick both mentally and physically. According to his wish written as a lyric, he was buried beside the Mosque of University of Dhaka. A lot of people visit this place while crossing the TSC (Teachers -Students Center) of the University of Dhaka.
)
)