Array
(
[0] => Array
(
[name] => {:en}Ranikhong Church{:}{:bn}রানীখং গির্জা{:}
[post_id] => 5202
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/ranikhong-church/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/ranikhong-church-Anowar-Hossain1-300x225.jpg
[post_content] => {:en}
Missionary activities are highly seen around the place where the tribal people lives. Durgapur Thana (দুর্গাপুর থানা) accommodates two tribal sect, Hajong (হাজং) and Garo (গারো). So it is obvious you'll see church/mission at Durgapur Thana (দুর্গাপুর থানা). On the way to the Bijoypur BDR camp you'll find a church named Ranikhong (রানীখং).
Ranikhong Church was built somewhere around 1910-1915. Initially few people from the village went to the Bishop at Dhaka so that they can have a missionary at their village. But for logistic support and others, the Bishop wasn't able to comply with them. But he took few initiatives that helped the next Bishop to establish the church successfully there.
The church is located over a small hillock beside the river Shomeswari (সোমেশ্বরী). The place is tranquil and you'd love to enjoy the picturesque view of the river beneath the hillock. Stay there as long as you want, no one going hinder your will there.
{:}{:bn}
সাধারণত আদিবাসীদের বসবাসের স্থানের আশেপাশে মিশনারিজদের কর্মকাণ্ড ভালভাবে পরিলক্ষিত হয়। দুর্গাপুর থানায় আদিবাসী হাজং সম্প্রদায় এবং গারো সম্প্রদায়ের বসবাসের কারনে এখানে বেশ কিছু গির্জা রয়েছে। বিজয়পুর বিজিবি ক্যাম্পে যাওয়ার পথে রানীখং গির্জা আপনার চোখে পরবে। সম্ভবত ১৯১০ সাল থেকে ১৯১৫ সালের মধ্যে এই গির্জাটি নির্মিত হয়েছিল। এখান থেকে কিছু মানুষ ঢাকায় বিশপের কাছে গিয়ে তাদের গ্রামে মিশনারিজ চেয়ে অনুরোধ করেছিল। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য কারনে বিশপ তাদের অনুরোধ রক্ষা করতে পারেননি। তবে তিনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেকারনে পরবর্তী বিশপ এখানে সফলতার সাথে গির্জা স্থাপনে সমর্থ হন। সোমেশ্বরী নদীর পাশে একটি ছোট পাহাড়ের উপর এই গির্জাটি অবস্থিত। এখানকার শান্ত পরিবেশে পাহাড়ের পাদদেশে নদীর নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে আপনি যতক্ষণ চাইবেন থাকতে পারেবেন।
{:}
)
[1] => Array
(
[name] => Saint Thomas Church
[post_id] => 7372
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/saint-thomas-church/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Saint-Thomas-Church1-240x300.jpg
[post_content] =>
Saint Thomas Church is an Anglican Church which is also known as The Church of Bangladesh. The church premise was in an area of lush greeneries with the famous Bahadur Shah Park at a stone’s throw distance on the south. The north-south axial Nawabpur Road/Johnson Road, the most important commercial street connecting the old part of the city with the new, is on the west and separated the area from the court, Bank, DC's office and Jagannath University buildings across it. In fact the church overlooking the greens is a major focal of the city Centre in the nineteenth century.
This church was built in 1819, and inaugurated by Bishop Reginald Heber of Kolkata (Calcutta) on the 10th of July in 1824 while he was on a visit to Dhaka. The church is serving as a cathedral church since 1951. It is said that the convicts from Dhaka Jail gave their labor to build this church as well the church of Bangladesh continues the history of the movement of Protestants into India early in the 19th century. The Protestant community in what is now Bangladesh has been dominated by the Baptists, but the Church of England and the Presbyterians were also active. In 1947 Bangladesh became the eastern province of bifurcated nation of Pakistan, but in 1972 it officially separated as an independent nation.
In 1970, the Presbyterians and Anglicans in Bangladesh united (as part of the general union of Christian in Pakistan) to form the Diocese of Dhaka of the Church of Pakistan. The creation of Bangladesh involved a civil war and the development of harsh relation between two countries. Although officially continuing as a Diocese of the Church of Pakistan for some years, the church in Bangladesh began almost immediately to function as an autonomous organization which gradually emerged as the independent Church of Bangladesh (St Thomas Church). The church is led by most reverend Paul S. Sarkar who in January 2003 became the third bishop of the church of Bangladesh. The 71 parishes are divided into 2 dioceses. The church has approximately 15,600 members (2005). It has been a member of the World Council of Churches since 1975 and functions as part of the larger worldwide Anglican Communion.The photo was taken by Mr. Fritz Kapp in 1904.
The attraction of this building, built after the style of east churches, with a square clock tower with arch windows on its walls. A small porch leads to the entrance of the church supported on four columns which are of perpendicular gothic design on top of the entrance. Small square parapets are used on the roof. There are two columns at the back of the rectangular nave which leads to a pulpit through an arch. The pulpit is rectangular and has a brass cross on the wall at the back. The altar is constructed of wood and also has a brass cross on top of it. The location of the altar is at the east end. There are elegant curved chairs for congregation. A stone font on the back of the nave. The walls of the church are adorned with stone tablets commemorating some of the members of the church. The roofs of the verandas are set upon sloppy korhikath.
The rectangular hall room is very much tidy and two piers with grooves are easily visible surpassing other things and these piers do not carry any weight. The roof used wooden battens on iron joists; the floor have tiles. The delicate stone and brick works of this white plastered building are still as immaculate as it has been for nearly two centuries. Even most of the thick teak furniture, altar, and ablution bowl (for baptizing) in marble are still unblemished and in good working condition. However, the open colonnades around two sides of the nave (central axial hall) were walled up later. In 2005 the church authority has undertaken a massive renovation of the building. Though the church is small in size, it is one of the most attractive ones in Bangladesh. The rectangular flat-roof steeple rises above the roof in two stages.
)
[2] => Array
(
[name] => {:en}Bonpara Catholic Church{:}{:bn}বনপাড়া ক্যাথলিক মিশন{:}
[post_id] => 17435
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bonpara-catholic-church-2/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Bonpara-Catholic-Church-300x225.jpg
[post_content] => {:en}
Bonpara Catholic Church is located in just 1 km west of Bonpara Bazar. It is also called Mariabad Dharmapolli (মারিয়াবাদ ধর্মপল্লী) or Bonpara Catholic Mission. As the Christian authorities are called Khristamandali (খ্রিস্টমন্ডলী), the church authority’s center is the Vatican or the Rome. For the faith and spiritual attention, the local public/service donations made this area and dedicated to Mother Maria or Mary, the mother of Jesus Christ.
This Dharmapolli consists of the 7 villages in various Union in Boraigram Upazila, but it is situated near to the historical Boral River in Bonpara Village. In 1940, the heavenly Father Thomas kattanera (pime), an Italian priest, came to this place and established this church in 1958.
In these villages, around 7 thousand Christian believers live. Among them, 95 percent are Bangalis and 5 percent are Saotal (সাঁওতাল) and other indigenous people.
Now a days, two priests are taking care as the management of the church. They are Father Dino Jyakominelli (জ্যাকোমিনেল্লী), Pime, and Father Antani Hamsda.
{:}{:bn}এই ধর্মপল্লীকে বলা হয় লুর্দের রাণী মা মারীয়া ধর্মপল্লী তথা বনপাড়া ক্যাথলিক মিশন। খ্রিস্টধর্ম পরিচালনা কর্তৃপক্ষকে বলা হয় খ্রিস্টমন্ডলী বা সংক্ষিপ্তাকারে শুধু মন্ডলী। মন্ডলী কর্তৃপক্ষের মূল পরিচালনা কেন্দ্র ভাটিকান বা রোম। স্থানীয়ভাবে খিস্টধর্ম বিশ্বাসী জনসাধারনকে পরিচালনা ও আধ্যাত্মিক পরিচর্যা করা/সেবা দানের উদ্দেশ্যে গঠিত/পরিচালিত একটি সাংগঠনিক কর্মএলাকাকে ধর্মপল্লী বলা হয়। ‘লুর্দের রাণী মা মারিয়া ধর্মপল্লী’ ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের জাগতিক জননী মারীয়া বা মরিয়ম-এর পূণ্য নামের স্মৃতিতে উৎসর্গিত।
ঐতিহ্যবাহী বড়াল নদীর দক্ষিনে বনপাড়া নামক একটি গ্রামে ধর্মপল্লীর জন্য নির্ধারিত র্গীজাটি অবস্থিত। যেখানে ১৯৪০ সালের দিকে প্রথম স্বর্গীয় ফাদার থমাস কাত্তানের(পিমে), একজন ইতালীয় ধর্মযাজক সর্ব প্রথম আসেন এবং ছবিতে দেওয়া গীর্জাঘরটি স্থাপিত হয় ১৯৫৮ সালে।
ধর্মপল্লীর অর্ন্তগত গ্রামগুলিতে প্রায় ৭ হাজার ক্যাথমিক খ্রিস্টধর্ম বিশ্বাসী মানুষ বসবাস করেন। খ্রিস্ট বিশ্বাসীগণের মধ্যে ৯৫ শতাংশ বাঙ্গালী এবং ৫ শতাংশ সাঁওতাল ও অন্যান্য আদিবাসী। সাধারণত, খ্রিস্ট বিশ্বাসীগণ এলাকার গ্রামগুলোতে অন্যান্য ধর্মাবলম্বীগণের সাথে (ইসলাম ধর্মাবলম্বী- মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী-হিন্দু) মিলেমিশে পাশাপাশি বসত করেন।
ধর্মপল্লী বা গির্জা প্রশাসনের অধিনে একটি হাই স্কুল (সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয়) ও দুটি প্রাথমিক বিদ্যালয় (সেন্ট যোসেফস্ প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়) পরিচালিত হয়। এছাড়া প্রায় ৪৫০ দরিদ্র আদিবাসী ছাত্র-ছাত্রীর অবস্থানের জন্য পৃথক ছাত্র ও ছাত্রীনিবাস পরিচালিত হয়। এলাকার হাজার হাজার দরিদ্র নারীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য একটি সেলাই কেন্দ্র পরিচালিত হয়। এছাড়া এলাকার প্রসূতি মায়েদের সেবা দানের জন্য উনিশ শ ষাটের দশকে এখানে স্থাপিত হয় দাতব্য চিকিৎসা কেন্দ্র যা এলাকার হাজার হাজার প্রসূতি মাকে নিরাপদ মাতৃত্বে সহায়তা প্রদান করেছে। ধর্মপল্লী কর্তৃপক্ষের ইচ্ছা, আন্তরিক প্রচেষ্টা ও সহযোগীতায় এখানে বহু ব্রীজ-কালভাট ও রাস্তাঘাট নির্মিত রয়েছে। মূলত এ এলাকার শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে উন্নয়নে এখানকার গির্জা কর্তৃপক্ষ ও খ্রিস্ট বিশ্বাসীগণের রয়েছে বিরাট ভূমিকা।
বর্তমানে দুইজন পুরোহিত ধর্মপল্লী পরিচালনা ও পরিচর্চার দায়িত্বে নিয়োজিত আছেন। তারা হলেনঃ (১) ফাদার দিনো জ্যাকোমিনেল্লী, পিমে, (২) ফাদার আন্তনী হাঁসদা।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Patharghata Catholic Church{:}{:bn}পাথরঘাটা ক্যাথলিক গির্জা{:}
[post_id] => 7030
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/patharghata-catholic-church/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Patharghata-Catholic-Church3-240x300.jpg
[post_content] => {:en}
Patharghata Catholic Church (also known as Portuguese Catholic Church) is situated at Patharghata in Chittagong district. This beautiful church was established around 500/600 years ago.
This church has a graveyard inside it. People left their beloved person at this grave, and each of the tomb is epitaph by the word from their heart. When you'll read those notes from the tomb, it will just touch your emotion.
Most interesting thing from the church is, it has a grave and where "Sir Henry Leland Harrison" lied. The grave was made by white Marble Stone. Local says, it is an exceptional grave of the church, as the tomb has stairs as passageway inside.
Henry Leland Harrison was a writer, and his book's name is "Bengal Embankment Manual, Containing an Account of the Action of the Government in Dealing with Embankments and Watercourses." It was first published from Calcutta, Bengal Secretariat Press in 1875. From the tomb of the Harrison, it was found that the fellow was died after suffering from a Cholera at 5th May 1892. Henry Harrison was born at February 5th 1837. He was only 55 years of old when He died.
{:}{:bn}
/chittagong-district#eatingfacilities
গির্জার অভ্যন্তরে একটি কবরস্থান রয়েছে যেখানে মানুষ তাঁদের আপনজনকে চিরনিদ্রায় শায়িত করেন এবং কবরের এপিটাফে তাঁদের হৃদয়ের অনুভুতি লিখে রাখেন। এপিটাফের উপর লেখা এসব অনুভুতি আপনার হৃদয় ছুঁয়ে যাবে।
গির্জায় অবস্থিত কবরস্থানে ‘স্যার হেনরি লিল্যান্ড হ্যারিসনের সমাধি রয়েছে। সাদা মার্বেল পাথরে সমাধিটি মোড়ানো হয়েছে। স্থানীয়দের মতে হেনরি লিল্যান্ড হ্যারিসনের সমাধিটি ব্যাতিক্রমধর্মী কারন এই সমাধিতে ভেতরে প্রবেশের জন্য সিঁড়ি রয়েছে। হেনরি লিল্যান্ড হ্যারিসন একজন লেখক ছিলেন। তাঁর লেখা বই বেঙ্গল ইমবেকমেণ্ট ম্যানুয়ালে বাঁধ এবং নদীর প্রবাহ সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপের বর্ণনা রয়েছে। ১৮৭৫ সালে কলকাতার বেঙ্গল সেক্রেটারিয়েট প্রেস থেকে এই বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়। হ্যারিসনের সমাধির এপিটাফ থেকে জানা যায় তিনি ১৮৩৭ সালের ৫ই ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন এবং ১৮৯২ সালের ৫ই মে মাত্র ৫৫ বছর বয়সে কলেরাতে ভোগার পর মৃত্যুবরন করেন।
{:}
)
)