রাজা কেশব রায়ের বসতভিটা

Type: প্রাসাদ
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

রাজা কেশব রায়ের বসতভিটা নড়াইল জেলায় অবস্থিত। এখানে অবস্থিত প্রাসাদটি যুবরাজ কেশব রায়ের শাসনকালে নির্মাণ করা হয়েছিল। তিনি একজন মহান রাজা ছিলেন যিনি গরিবদের সহায়তা করতেন। রাজপ্রাসাদের নকশা আপনাকে অবাক করবে। প্রাসাদের অভ্যন্তরীণ নকশাও বেশ নজরকাড়া এবং এখানে বেশ দামী আসবাব রয়েছে। বিশাল এলাকার উপর অবস্থিত রাজপ্রাসাদের চারপাশে প্রচুর গাছ এবং বসার জন্য স্থান রয়েছে। এখানকার প্রাচীন বৃক্ষগুলো দেখে সেগুলোর সৌন্দর্য শুধু উপভোগই করবেন না বরং গাছগুলোর বয়স সম্পর্কেও ধারনা পেয়ে যাবেন।

খুলনা বিভাগে অবস্থিত নড়াইল জেলার উত্তরে মাগুরা জেলা, দক্ষিনে খুলনা জেলা, পূর্বে ফরিদপুর জেলা এবং গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে যশোর জেলা অবস্থিত। নড়াইল জেলার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছেঃ মধুমতি নদী, নবগঙ্গা নদী, ভৈরব নদী, চিত্রা নদী, এবং কাজলা নদী। ঢাকা থেকে সড়কপথে বাসে করে প্রায় ৫ ঘণ্টায় আপনি নড়াইলে পৌছাতে পারবেন। সড়কের অবস্থা খুবই ভাল হওয়ায় যাত্রাপথে আপনার মোটেও কষ্ট হবে না বরং আপনি পুরো যাত্রাপথই উপভোগ করবেন। ঢাকা ছাড়াও খুলনা অথবা রাজশাহী থেকেও আপনি নড়াইলে আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে।


How to go

After reaching at Narail town, take any local transport to reach that place.

How To Reach: নড়াইল জেলা

Narail can be reached travelling by road from Dhaka. No direct flight and launch services are available to Narail. Therefore, taking a bus is the most preferable choice of transport to go to Narail. There are several bus services available from Dhaka to Narail. Some of them are listed below for your assistance:

1. Hanif Enterprise
Gabtoli Counter, Phone: 02-8011759

2. Eagle Paribahan
Gabtoli counter, Phone: 0449-4413673
Bus Fare: TK 350 (Approx.)

3. Saad Super Deluxe Paribahan
Gabtoli counter, 01727521414
Rate: TK 310 (Approx.)

Where to Stay

Narail lacks high quality accommodation facilities and requires improvement in this sector. However, some of the places, you may consider staying in are listed below for your assistance.

1. Samrat Residential Hotel
Contact: 01198052789

2. Modern Residential Hotel
Contact: 01917835028

3. Circuit house
Contact: 0481-62268

Things to do

১। এখানে একটি মন্দির দেখতে পাবেন। সম্ভবত এখানকার অধিবাসীরা হিন্দু ছিল এবং তাঁরা এই মন্দিরে প্রার্থনা করতো
২। আপনি শহরে অবস্থিত সুলতান কমপ্লেক্সে যেতে পারেন।
৩। প্রাসাদের পাশেই অবস্থিত লেকে হাঁটতে পারেন।

Eating Facilities

রাজপ্রাসাদে খাওয়ার ব্যবস্থা না থাকায় আপনাকে আশেপাশে খাওয়ার হোটেল ও রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে। এছাড়া আপনি সাথে করে খাবার ও পানি নিয়ে যেতে পারেন।

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat