Array
(
[0] => Array
(
[name] => {:en}Boral River{:}{:bn}বড়াল নদী{:}
[post_id] => 13851
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/boral-river-5/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Boral-River-3-300x145.jpg
[post_content] => {:en}
Boral River is the main river in Bagatipara which has divided Bagatipara Upazila in two parts. The origin of this river is from the river Padma started from the Charghat Upazila of Rajshahi district. The total length of Baral River is 120 km. It flows from Charghat of Rajshahi, and through Bagatipara, Lalpur, Baraigram, Natore Sadar of Natore district, Gurdaspur Upazila of Pabna district and joined with the Jamuna River.
Once, this river was the main means of communication. In Monsoon, this river trail is used to transport goods from one place to another, but in dry season, the water way remains useless. The water of this river is now massively used for farming in the field. Once there were many fishes available in this river. Due to the At one time there were many fish in the river. Now, as the river silted up, the fish cycle is been destroyed.
{:}{:bn}
বাগাতিপাড়ার উল্লেখযোগ্য নদী হলো বড়াল নদী। বাগাতিপাড়া উপজেলাটি বড়াল নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। বড়াল নদীর উৎপত্তি পদ্মা নদীর রাজশাহী জেলার চারঘাট উপজেলা থেকে। বড়াল নদীর দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। এটি রাজশাহীর চারঘাট, নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম, নাটোর সদর, গুরুদাসপুর হয়ে পাবনা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যমুনায় মিশে গেছে। এক সময় এ নদীই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। বর্ষা মৌসুমে সীমিত আকারে নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল আনা নেয়া করা হলেও শুকনা মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় যোগাযোগের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে এই বড়াল নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। এক সময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। এখন নদী ভরাট হয়ে যাওয়ার কারণে মাছ পাওয়া যায় না।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Rupsha River and Bridge{:}{:bn}রূপসা নদী এবং সেতু{:}
[post_id] => 5440
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/rupsha-river-and-bridge/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Rupsha-River1-300x225.jpg
[post_content] => {:en}
Rupsha River and Bridge are located in south-west of Bangladesh. It is formed as a result of union of the Bhairab and Atrai rivers. It changes its name to Pasur River near Chalna while flowing into the Bay of Bengal.
Rupsha is a very popular river in Bangladesh. Flowing by the sides of Khulna city, it connects to the Bay of Bengal by Poshur River at Mongla channel. This river has very good natural sight in both of its banks.
In the bank of this important river, many fisheries, dock yard, ship yard, factories are located. Many fishermen run their families through fishing. The bridge over this river, known as Khan Jahan Ali Rupsha Bridge, connects Khulna and Bagerhat Districts.
{:}{:bn}দক্ষিন-পশ্চিম বাংলাদেশে অবস্থিত রূপসা নদীটির জন্ম হয়েছে ভৈরব এবং আত্রাই নদীর মিলনের ফলে। চালনার কাছে এসে বঙ্গোপসাগরে মিলে যাওয়ার পূর্বে এই নদীটির নাম হয়ে গিয়েছে পশুর। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রূপসা নদীটি খুলনা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে এবং পশুর নদীর মাধ্যমে মংলা চ্যানেলে বঙ্গোপসাগরে যুক্ত হয়েছে। রূপসা নদীর দুই তীরেই রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীটির তীরে অনেক ফিশারিজ, ডকইয়ার্ড, শিপইয়ার্ড, এবং কারখানা অবস্থিত। এই নদীতে মাছ ধরে অনেক জেলে পরিবার তাঁদের জীবিকা নির্বাহ করে। রূপসা নদীর উপর স্থাপিত সেতুটির নাম খান জাহান আলী রূপসা সেতু। এই সেতুটি খুলনা এবং বাগেরহাট জেলাকে সংযুক্ত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Baulai River{:}{:bn}বওলাই নদী{:}
[post_id] => 4124
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baulai-river/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/baulai-nodi-sunamganj-tahirpur-21-300x225.jpg
[post_content] => {:en}
Baulai River (বওলাই নদী), it is a river near the Tanguar Haor. It’s a very calm & charming river. Both banks of the river have a series of beautiful trees which has the survival capabilities under water. In winder season, you have to Tanguar Haor through the river.
Birds like White Egret (সাদাবক), Pankouri (পানকৌরি), Common Seagull (গাংচিল), Kingfisher (মাছরাঙ্গা), are seen in the winter season. Baulai River (বওলাইনদী) is the only way for transporting for the local People. Sometimes, you’ll see no people around the river for 2-3 miles. Meghalaya hill of India is the place of origin of this river. It flowed between the Tanguar Haor and joined with Surma River afterwards.
{:}{:bn}
টাঙ্গুয়ার হাওড়ের কাছে একটি শান্ত নদী হল বওলাই নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপত্তি হওয়া এ নদীর দুইতীরেই কিছু সুদৃশ্য গাছ রয়েছে যেগুলো পানির নীচেই বেঁচে থাকতে সক্ষম। টাঙ্গুয়ার হাওড় দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটি সুরমা নদীতে মিলিত হয়েছে। শীতকালে এই নদী অতিক্রম করেই আপনাকে টাঙ্গুয়ার হাওড়ে যেতে হবে। শীতকালে এখানে নানা প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় যেমনঃ সাদাবক, পানকৌরি, গাংচিল, মাছরাঙ্গা ইত্যাদি। স্থানীয়দের জন্য এই নদীটি পরিবহনের একমাত্র মাধ্যম। কখনো কখনো এ নদীর ২-৩ মাইল এলাকায় কোন জনমানব দেখতে পাওয়া যায় না।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}River Madhumati{:}{:bn}মধুমতি নদী {:}
[post_id] => 5929
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/river-madhumati/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/river-madhumati2-300x240.jpg
[post_content] => {:en}
Madhumati River, distributary of the upper Padma River (Ganges [Ganga] River), flowing through southwestern Bangladesh. It leaves the Padma just north of Kushtia and flows 190 miles (306 km) southeast before turning south across the swampy Sundarbans region to empty into the Bay of Bengal. In its upper course it is called the Gorai; in its lower course it is known as the Baleswar; and its estuary mouth, which is some 9 miles (14 km) wide, is called the Haringhata. The Madhumati is one of the largest of the Padma distributaries in the southern part of the Gangetic Plain.
{:}{:bn}
একাধিক জেলা দিয়ে প্রবাহিত বাংলাদেশের চমৎকার এই নদীটির পানির রঙ সবুজ। বাংলাদেশের অন্যতম ছোট জেলা মাগুরা দিয়েও এই নদীটি প্রবাহিত হয়েছে। মধুমতি নদীটি বাংলাদেশের অন্যান্য নদীগুলোর মতো কারন বর্ষা মৌসুমের শুরুতে এই নদীটি যথেষ্ট প্রসারিত থাকে যা কিনা বর্ষা মৌসুমের শেষে আরও বেড়ে যায়। নদীর একপাড় থেকে অন্য পাড়ে মানুষকে পাড় করার জন্যে একটি খেয়া ঘাট আছে। এই নদীতে ট্রলারের মত ভারি নৌযান চলাচল না করায় নদীটির পানি তেল দিয়ে দুষিত হয়নি।
অন্যান্য নদীর তীরের চেয়ে এই নদীর তীরে অবস্থিত রাস্তাটি বেশ উঁচু। এছাড়া এখানে অবস্থিত একটি বটগাছ আছে যেটির ছায়াতলে ক্লান্ত পথিক, রিকশাচালকরা বিশ্রাম নিয়ে থাকেন।
{:}
)
)