Array
(
[0] => Array
(
[name] => {:en}Tomb of Hazrat Shah Jalal (RA){:}{:bn}হযরত শাহজালাল (রঃ) এর দরগা{:}
[post_id] => 4295
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/tomb-of-hazrat-shah-jalal-ra/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/fyfyfyg1-300x225.jpg
[post_content] => {:en}
Hazrat Shah Jalal (Arabic: شيخ المشايخ, Bengali: শাহ জালাল, Shāh Jalāl ad-Dīn al-Mujarrad al-Turk al Naqshbandi; 1271 CE - 15 March 1346 CE) is a celebrated Sufi Muslim figure in Bengal. Jalal's name is associated with the Muslim movement into north-eastern Bengal and the spread of Islam in Bangladesh through Sufism, part of a long history of travel between the Middle East, Persia, Central Asia and South Asia. According to a tablet inscription found in Amber Khana, he arrived at Sylhet in 1303. The largest airport in Bangladesh, Hazrat Shahjalal International Airport, is named after him.
Hazrat Shah Jalal Yameny (RA) also known as Hazrat Shah Jalal Muzarrad (RA) arrived at Kamrup, the place within the terrain of Sreehatta, currently known as Sylhet in the Hijri year 703 equivalent to 1303 AD. 360 Sufi-Darbesh came to Sylhet to help him in preaching Islam. When Hazrat Shah Jalal (Ra) came to preach Islam overwhelming majority of people were Hindus. After his death, he is buried at Dargah Mahallah, Sylhet. It is now the Tomb of Hazrat Shah Jalal.
According to legend, one day his uncle, Sheikh Kabir gave Shah Jalal a handful of soil and asked him to travel to India. He instructed him to choose to settle and propagate Islam in any place in India where the soil exactly matches that which he gave him in smell and color. Shah Jalal journeyed eastward and reached India in c. 1300, where he met many great scholars and Sufi mystics.
{:}{:bn}
হযরত শাহজালাল (রঃ) (আরবীঃ شيخ المشايخ, ইংরেজিঃ Shāh Jalāl ad-Dīn al-Mujarrad al-Turk al Naqshbandi; ১২৭১- ১৫ মার্চ ১৩৪৬) ছিলেন বাংলার অন্যতম খ্যাতনামা ইসলাম প্রচারক। মধ্যপ্রাচ্য, পারস্য, মধ্য এশিয়া এবং দক্ষিন এশিয়া হয়ে উত্তর পূর্ব বাংলায় মুসলমানদের আন্দোলন এবং সুফীবাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রচারের ক্ষেত্রে হযরত শাহজালালের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
ইতিহাসবিদদের মতে, একদিন হযরত শাহজালাল (রঃ) এর চাচা শেখ কবির তাঁকে একমুঠ মাটি দিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করতে বলেছিলেন এবং ভারতের সে স্থানেই স্থায়ী হয়ে ইসলাম প্রচার করতে বলেছিলেন যেখানকার মাটির রঙ ও গন্ধ হযরত শাহজালাল (রঃ) কে দেওয়া মাটির সাথে একদম মিলে যাবে। হযরত শাহজালাল (রঃ) পূর্বদিকে যাত্রা শুরু করেন এবং ১৩০০ সালে ভারতে পৌঁছান যেখানে তিনি অনেক সুফীসাধক ও জ্ঞানী ব্যাক্তিদের সাথে মিলিত হন।
আম্বরখানায় প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে, হযরত শাহজালাল মুজাররাদ (রঃ) নামে পরিচিত হযরত শাহজালাল ইয়েমেনী (রঃ) হিজরি ৭০৩ সালে অর্থাৎ ১৩০৩ ইংরেজি সালে কাম্পরুপ নামক স্থানে ইসলাম প্রচারে আগমন করেন যে স্থানটি ছিল তৎকালীন শ্রীহাটটা অর্থাৎ বর্তমান সিলেটের অধীনে । ৩৬০ জন সুফি দরবেশ তাঁকে ইসলাম প্রচারে সহযোগিতা করতে সিলেটে এসেছিলেন। হযরত শাহজালাল (রঃ) যখন ইসলাম প্রচারে এসেছিলেন সেসময় সিলেটের জনসংখ্যার বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের। হযরত শাহজালালের মৃত্যুর পর তাঁকে সিলেটের দরগা মহল্লায় দাফন করা হয় যেখানে বর্তমানে হযরত শাহজালালের দরগা অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দর, সিলেটে অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি তাঁর নামেই নামকরন করা হয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Pagla Miar Mazar{:}{:bn}পাগলা মিয়ার মাজার{:}
[post_id] => 1085
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pagla-miar-mazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Pagla-Miar-Mazar-Feni-31-300x225.jpg
[post_content] => {:en}
Feni is a very small district from Bangladesh and it has very few things to explore from the main town. If you have time while staying at Feni, you can visit this Pagla Miar Mazar (পাগলা মিঞাঁর মাজার). Though it is named as Pagla Miyar Mazar, but the original name of him was Saiyad Amir Uddin He was born in 1823 at village Chhonua (ছনুয়া) of Fazilpur and died at 1887.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
বাংলাদেশের একটি অত্যন্ত ছোট জেলা ফেনীতে দেখার মত তেমন কিছু নেই। ফেনীতে অবস্থানকালে আপনার হাতে সময় থাকলে পাগলা মিয়ার মাজারে ঘুরে আসতে পারেন। পাগলা মিয়ার মাজার নাম হলেও যিনি এটি নির্মাণ করেছিলেন তাঁর নাম হল সৈয়দ আমির উদ্দিন। তিনি ১৮২৩ সালে ফাজিলপুরের চৌলা গ্রামে জন্মগ্রহন করেন এবং ১৮৮৭ সালে মৃত্যুবরন করেন।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}The Shrine of Hazrat Shah Mustafa (Ra){:}{:bn}হযরত শাহ মুস্তফা (রঃ) এর দরগা{:}
[post_id] => 4041
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/the-shrine-of-hazrat-shah-mustafa-ra/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/dargahbw-300x199.gif
[post_content] => {:en}
The Shrine of Hazrat Shah Mustafa (Ra) is located in Moulvibazar district of Sylhet division. Moulvibazar is also known as the land of the companion of famous Muslim Saint Hazrat Shah Jalal (RA) the great torch bearer of Islam to this region. The Shrine of Hazrat Shah Mustafa (RA) a great companion of the greatest saint Hazrat Shah Jalal (RA) is located at Moulvibazar town. Originally, with the advent of a great saint Hazrat Syed Shah Mustafa Sher-E-Sowar Chabukmar Baghdadi (RA) for preaching Islam, this Moulvibazar came to limelight.
Subsequently, in the year 1882, it was declared a Sub-division under the name of "South Sylhet". Later the Sub-division was renamed after the name of a local Bazar called Moulvibazar. In the year 1984, the then President H. M. Ershad upgraded this Sub-division as a District. The First Deputy Commissioner and the Police Super of the district were Shakir Uddin Ahmed and Mukleshur Rahman respectably.
The famous Muslim Saint, Hazrat Shah Jalal (RA) brought Islam to this area hundreds of years ago. The Shrine of Hazrat Shah Mustafa (RA) a companion of the greatest saint Hazrat Shah Jalal (RA) is located in Moulvibazar town. Originally, with the advent of a saint Hazrat, Syed Shah Mustafa Sher-E-Sowar Chabukmar Baghdadi (RA) for preaching Islam, Moulvibazar became famous. Moulvibazar got its name from one of the descendants of Hazrat Shah Mustafa, who was preaching there as a Moulavi.
{:}{:bn}হযরত শাহ মুস্তফা (রঃ) এর দরগা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। বৃহত্তর সিলেট অঞ্চলে ইসলাম প্রচারকারী মহান সাধক হযরত শাহজালাল (রঃ) এর সঙ্গী সাথীদের স্মৃতি বিজরিত পুণ্যভূমি হল মৌলভীবাজার। ইসলাম প্রচারের জন্য হযরত শাহ মুস্তফা শের-ই-সাওয়ার চাবুকুমার বাগদাদী (রঃ) এর আগমনের মধ্যে দিয়ে মৌলভীবাজার পাদপ্রদীপের আলোতে আসে। তাঁর দরগা মৌলভীবাজার শহরে অবস্থিত। মৌলভীবাজারের নামকরন করা হয়েছে হযরত শাহ মুস্তফার একজন উত্তরসূরির নামানুসারে যিনি একজন মৌলভী ছিলেন।{:}
)
[3] => Array
(
[name] => Baro Auliya Mazar
[post_id] => 2994
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baro-auliya-mazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Qutbuddin_Bakhtiyar_Kakis_tomb11-300x225.jpg
[post_content] => Tomb of Baro Auliya (12 saints) is located at Baro Auliya Mouja, Mirzapur Union, Atwari Upazila in Panchagarh district. The total area of Baro Auliya Mouja is 47.73 acres. There is a Madrasah and an orphan house. It is known that 12 Muslim saint came from Middle east and start Live in for Spread Islam around this area. And it is the place to bury them, when they died. For this reason, it place was named as tomb of Baro Auliya Majar (12 saint's tomb).
)
)