Array
(
[0] => Array
(
[name] => St Francis Xavier Girls High School
[post_id] => 7407
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/st-francis-xaviers-girls-high-school/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/St-Francis-Xaviers-Girls-High-School1-300x240.jpg
[post_content] =>
St Francis Xavier Girls High School is one of the best school for the girls of Old Dhaka. This school is located just beside the Gregory's school. Since it is a girl’s school, the entry may not be entertained by the school authority.
As this school remains close at Saturday as weekend, so you can take a chance to visit the school on holiday. This school was built at 1912 under the same board of the Gregory's school, but later on the board is separated, and now controlling by a different authority.
There are two main building inside the school premise. One is “U” shaped. Half of that building used for the kindergarten students, and rest of it for the school's girls as for hostel. The classroom building is “L” shaped and this one was built at 1993. This white colored white shaped building looks nice, and it has a basketball ground in front of it.
There is a small garden inside the school premise. You can easily find a statue of mother Merry who is holding the earth. This garden is profound with several flower plants and small fruit trees. Also at the other end of the ground, you will find a flat labyrinth which is nicely decorated.
The playground for the students is a bit smaller. Also one corner of the playground contains several instruments for the kids, like the seesaw, slipper etc. There is a small two stored building inside the school premise which almost looks like the brother house of the Gregory's school. It is actually used to keep the exam papers and other stuffs; just like a kind of store house.
)
[1] => Array
(
[name] => BAUET
[post_id] => 15071
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bauet-2/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/BAUET2-300x225.jpg
[post_content] =>
BAUET (Bangladesh Army University of Engineering & Technology) is a university operated by the Bangladesh Army. The university is situated in Qadirabad Cantonment, Natore District, in Rajshahi Division. BAUET is located in between Natore to the North, Iswardi and Abdulpur to the South, Bonpara to the East and Bagatipara to the West. Formerly, the place was known as Dayarampur. The Engineering Centre and School of Military Engineering (ECSME) of the Bangladesh Army is located there. Following the establishment of the school, a Cantonment was established there, named after Shaheed Lt Col Abdul Qadir who was martyred in the Bangladesh Liberation War.
All academic programs of BAUET are affiliated with the Bangladesh University of Professionals (BUP). BUP was established as the 30th public university of Bangladesh on 5 Jun 2008. All examinations are conducted as per the schedule approved by the same university. BUP also approves the results and awards certificates to the qualified students. All of the departments in that university offer four-years of undergraduate B.Sc degrees: Department of Civil Engineering, Department of Computer Science & Engineering, and Department of Electrical & Electronics Engineering.
)
[2] => Array
(
[name] => {:en}Hemnagar Zamindar Bari{:}{:bn}হেমনগর জমিদার বাড়ি{:}
[post_id] => 5284
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/hemnagar-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hemnagar-Zamindar-Bari2-LonelyTraveler1-300x225.jpg
[post_content] => {:en}
Hemnagar Zamindar Bari (হেমনগর জমিদার বাড়ি) is a less highlighted edifice from Bangladesh. Not that much tourists use to travel here despite of having everything to become a promising tourist attraction from Bangladesh. Only local people from around use to visit here. It was built by the prominent Hindu Zamindar (জমিদার) from Tangail (টাংগাঈল) district named Hemchandra Choudhury (হেমচন্দ্র চৌধুরী) at 1890.
The Main building at the front side has two small statues of angel at the top. That's why local people know this as Porir Dalan (পরীর দালান) which means a Palace of Angel. Main building of this Zamindar Bari (জমিদার বাড়ি) is currently using as an administrative building of Hemnagar (হেমনগর) Degree College, but the other buildings at the back side is empty right now. There it has approximately 25 rooms inside.
Front side of the building is having the best styles from the whole premise. It is highly ornate at the walls using colorful glasses. Every inches of the walls, pillars, and the archways are flourished with flowers, vines, stars, etc formed using those colorful glasses.
The Zamindar (জমিদার) was slight cruel and rude on the peasants. They were coerced to follow few rules. For example, if anyone wanted to pass this palace premise, he/she must had to continuously keep vowing and walking backwards with bare feet. Such things must have poured the heart of locals with hatred and grief. That's why the powerful Zamindar (জমিদার) had to escape from the place during the country's separation. Along with the buildings, the whole premise was having 7 massive ponds (only few are right now available). Local people say those 7 ponds are for the seven ladies (daughters and sisters of the Zamindar). Dhonbari Zamindar Bari is very near from this place.
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পটে পরিনত হওয়ার সকল যোগ্যতা থাকার পরও হেমনগর জমিদার বাড়ি খুব একটা সুনাম অর্জন করতে পারেনি এবং খুব বেশি পর্যটকও এখানে আসেন না। মূলত এখানকার আশেপাশে স্থানীয় বসবাসকারীরা এখানে আসেন। ১৮৯০ সালে টাঙ্গাইলের বিশিষ্ট হিন্দু জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
জমিদারবাড়ির মূল ভবনের সামনে দুটি পরীর ছোট মূর্তি রয়েছে আর এ কারনেই স্থানীয়রা এই জমিদারবাড়িকে বলে থাকে পরীর দালান। এই জমিদারবাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছনদিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে। জমিদারবাড়ির অভ্যন্তরে প্রায় ২৫টি কক্ষ আছে।
জমিদারবাড়ির সামনের দিকটি সবচেয়ে দৃষ্টি নন্দন। রঙ্গিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। জমিদারবাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙ্গিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।
জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এবং তাঁদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হত যেমনঃ কাউকে জমিদারবাড়ির মধ্যে দিয়ে অতিক্রম করতে হলে তাঁকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাটতে হত এবং এ কারনে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশবিভাগের সময় জমিদারবাড়ি থেকে পালিয়ে যান।
মূল জমিদারবাড়ির পাশাপাশি এখানে সাতটি বিশালাকারের পুকুর ছিল যেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বর্তমানে টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে সাতটি পুকুর ছিল জমিদারের সাত ছেলে মেয়ের জন্য। ধনবাড়ি জমিদারবাড়ি এখান থেকে বেশ নিকটে অবস্থিত।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}University of Dhaka{:}{:bn}ঢাকা বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4485
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/university-of-dhaka/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Aparajeyo_Bangla_statue-Ranadipam-Basu1-300x225.jpg
[post_content] => {:en}
The University of Dhaka (ঢাকা বিশ্ববিদ্যালয়), also known as Dhaka University or simply DU, is the oldest university in modern Bangladesh. Established during the British Raj in 1921, it gained a reputation as the "Oxford of the East" during its early years and has been a significant contributor to the modern history of Bangladesh. After the partition of India, it became the focal point of progressive and democratic movements in Pakistan. Its students and teachers played a central role in the rise of Bengali nationalism and the independence of Bangladesh.
The university's distinguished alumni include Satyendra Nath Bose (pioneer of Bose–Einstein statistics), Fazlur Rahman Khan (pioneer of modern structural engineering), Muhammad Yunus (winner of the 2006 Nobel Peace Prize), Vijayaraghavan (co-discoverer of the PV number), Rehman Sobhan (social democratic economist), Buddhadeb Bose (20th century Bengali poet) and Sheikh Mujibur Rahman (the founding father of Bangladesh). It also enjoyed associations with Kazi Nazrul Islam, Rabindranath Tagore and Faiz Ahmed Faiz.
Before Dhaka University was established, near its grounds were the former buildings of Dhaka College. But in 1873 the university was relocated to Bahadur Shah Park. Later it shifted to Curzon Hall, which would later become the first institute of the University of Dhaka.
The establishment of the university was a compensation of the annulment of the 1905 Partition of Bengal. The partition had established East Bengal and Assam as a separate province, with Dhaka as its capital. However, the partition was abolished in 1911.
In 1913, public opinion was invited before the university scheme was given its final shape. The secretary of state approved it in December 1913. The first vice-chancellor of the university, Dr. Philip Joseph Hartog, formerly academic registrar of the University of London for 17 years was appointed.
During the opening of the University, Joseph Hartog made this speech in honour of the university:
"A man may be an excellent teacher of elementary subjects without the power to add to knowledge. But in advanced work I maintain that no one can really teach well unless he has the combination of imagination with critical power which leads to the original production (of knowledge), and for that if for no other reason, a university to be a true university must see that its teachers are men who are also capable of advancing knowledge."
Established in 1921 under the Dacca University Act 1920 of the Indian Legislative Council, it is modelled after British universities. Academic activities started on July 1, 1921 with 3 Faculties: Arts, Science and Law; 12 Departments: Sanskrit and Bengali, English, Education, History, Arabic and Islamic Studies, Persian and Urdu, Philosophy, Economics and Politics, Physics, Chemistry, Mathematics, and Law; 3 Dormitories for students: Salimullah Muslim Hall, Dacca Hall and Jagannath Hall.
The university later played a significant role in the Bengali Language Movement, when Bengalis joined together to fight against Urdu being the official language in East Pakistan. Dhaka University was the main place where the movement started with the students joining together and protesting against the Pakistan government. Later countless students were massacred in where the Shaheed Minar stands today. After the incident, Bengali was restored as official language.
{:}{:bn}
আধুনিক বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো ঢাবি নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময় ১৯২১ সালে ইংরেজ শাসনামলে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকে ‘প্রাচ্যর অক্সফোর্ড’ নামে পরিচিত ছিল। দেশবিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে সকল প্রগতিশীল এবং গনতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এই বিশ্ববিদ্যালয়টি। বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা কেন্দ্রীয় ভুমিকা পালন করেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি ফাইজ আহমেদ ফাইজের সান্নিধ্য ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এলুমনিতে ছিলেনঃ সত্যন্দ্রনাথ বোস (বোস-আইনস্টাইন সূত্রের জনক), ফজলুর রহমান খান (আধুনিক স্থাপত্য প্রকৌশলের প্রবক্তা), ডঃ মুহাম্মদ ইউনুস (২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী), বিজয়রাঘবান (পিভি নাম্বারের যৌথ আবিষ্কারক), রেহমান সোবহান (সমাজকর্মী এবং অর্থনীতিবিদ), বুদ্ধদেব বসু ( জনপ্রিয় কবি), শেখ মুজিবর রহমান (বাংলাদেশের জাতির জনক)।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে ঢাকা কলেজের ভবনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হত। ১৮৭৩ সালে বাহাদুর শাহ পার্কে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইন্সটিটিউট কার্জন হলে স্থানান্তর করা হয়।
১৯০৫ সালে বাংলার বিভক্তি বাতিলের ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বাংলার বিভক্তির ফলে ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা এবং আসাম পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। তবে ১৯১১ সালে এই বিভক্তি বাতিল করা হয়। ১৯১৩ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবকে পূর্ণরূপ দেওয়ার পূর্বে জনমত আহবান করা হয়। সেই বছর ডিসেম্বরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটি অনুমোদন করেন। ইউনিভারসিটি অফ লন্ডনে প্রায় ১৭ বছর একাডেমিক রেজিস্ত্রারের দায়িত্ব পালনকারী ডঃ ফিলিপ জোসেফ হারটগ কে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয় চালু হবার সময় জোসেফ হারটগ তাঁর ভাষণে বলেনঃ
"জ্ঞানবৃদ্ধির ক্ষমতা ছাড়াই একজন হয়তো প্রাথমিক বিষয়গুলোর খুব ভাল শিক্ষক হতে পারেন কিন্তু আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমষ্টি ব্যাতিত একজনের পক্ষে ভালভাবে পাঠদান করা সম্ভব নয়। কেননা কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমন্বয়ে জ্ঞানের উদ্ভাবন হয়। আর এ কারনেই সত্যিকারের বিশ্ববিদ্যালয় হতে হলে এখানকার শিক্ষকদের নিজেদের জ্ঞান বৃদ্ধিতে সমর্থ হতে হবে”।
১৯২১ সালে ভারতীয় আইনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯২১ এর অধীনে ইংরেজ বিশ্ববিদ্যালয়গুলোর আদলে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়। ১৯২১ সালের ১লা জুলাই আইন, বিজ্ঞান এবং কলাসহ ৩টি অনুষদ এবং সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামিক স্টাডিজ, পারস্য এবং উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, এবং আইনসহ মোট ১২ টি বিভাগ নিয়ে এখানে পাঠদান শুরু হয়। সেসময় এখানকার ছাত্রদের জন্য তিনটি ডরমিটরি ছিল। এগুলো হলোঃ সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা হল এবং জগন্নাথ হল।
পরবর্তীতে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভাষা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এবং এখানেই ছাত্ররা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বর্তমানে অবস্থিত শহীদ মিনারের স্থানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করেছিল এবং এতে করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র শহীদ হন। পরবর্তীতে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
{:}
)
)