মধুটিলা ইকো পার্ক

Type: উদ্যান
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

শেরপুরের নলিতাবাড়িতে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি সীমান্তের ওপারে ভারতীয় অংশেও অবস্থিত। তুরা পাহাড় এখানেই অবস্থিত। শেরপুর শহর থেকে এখানে পৌছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। এখানে নানা ধরনের গাছপালা ও জীবজন্তু রয়েছে। গাজনি দেখে শেরপুরে ফেরার পথে আপনি মধুটিলাতেও যেতে পারেন। এখান থেকে ভারতের মেঘালয়ের গাছ, প্রাণী, ঝর্ণা, পাহাড় ও লেক দেখা যায়।

অন্যান্য জেলার বেশীরভাগ মানুষের কাছেই মধুটিলা ইকো পার্ক অজানাই রয়ে আছে। এই ইকো পার্কে আছে বিনোদনের জন্য চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। বেশীরভাগ পর্যটক এখানে আসেন তাদের বন্ধু ও পরিবারের সাথে অবসর সময় কাটাতে। এখানে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এই ইকো পার্কটির রয়েছে অনেক অবদান কারন প্রায় ১২.৫% মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পার্কের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘন সবুজ পরিবেশকে বলা যেতে পারে এই ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা ২১% থেকে কমে দাড়ায় ১৩%, দরিদ্র মানুষের সংখ্যা ৪৬% থেকে কমে দাড়ায় ৩৪% এবং শিক্ষিত মানুষের সংখ্যা ১৭% থেকে বেড়ে দাড়ায় ২১.৫%। যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, জনবলের সংকট হল এই পার্কটির সবচেয়ে বড় সমস্যা। ভারত থেকে আসা বন্য হাতির অতর্কিত আক্রমন স্থানীয়দের কাছে একটি বড় সমস্যা যা পার্কের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। যথাযথ সরকারি পদক্ষেপ এবং উন্নয়নের টেকসই কৌশল গ্রহন করলে এই পার্কটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।


How to go

ঢাকা থেকে কিভাবে শেরপুরে পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন
শেরপুরে পৌঁছে স্থানীয় বাহনে করে আপনি এই পার্কে পৌছাতে পারবেন।

How To Reach: শেরপুর জেলা

1. AC Delux
Dhaka to Sherpur, Bangladesh
Time: 1:10 pm & 3:30 pm
Mohakhali counter,
Phone: 01734190665

2. Ena Paribahan:
Address: House# 23, Road# 8, Block# A, Mirpur-12, Dhaka-1206.
Mobile: 01924-764571, 01716-131481.

Where to Stay

1. Hotel Shompod Plaza (Resident)
Phone: 0931-61776

2. Kakoli Guest House (Resident)
Phone: 0931-61206

3. Bornali Guest House (Resident)
Phone: 0931-61575

4. Arafath Guest House (Resident)
Phone: 0931-61217

Things to do

বিভিন্ন প্রাণী, লেক, টিলাসহ ইকো পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং ছবি তুলতে পারেন।

Eating Facilities

 ইকোপার্কের আশেপাশে খাওয়ার জন্য বেশকিছু খাওয়ার হোটেল ও রেস্টুরেন্ট আছে।

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat