




Brief
নর্থব্রুক হল একটি ইন্দো-সারাসেন ভবন যেখানে মুঘল এবং ইউরোপিয়ান রেনেসার স্থাপত্যশৈলীর সংমিশ্রণ লক্ষ্য করা যায়। লালকুঠির উত্তরদিকের প্রবেশপথে রয়েছে অর্ধগোলাকার ঘোড়ার পায়ের নালের আকৃতির তোরণ। ভবনটির উত্তর দিকে অবস্থিত চারটি অষ্টকোন বিশিষ্ট মিনার, ছাদে অবস্থিত সজ্জিত তীক্ষ্ণ চূড়া এবং নকশা করা পাচিল থেকে মুসলিম ও মুঘলদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ভবনটির দরজা, জানালা এবং দেয়ালের নকশা ইউরোপিয়ান কায়দায় করা হলেও ভবনের গম্বুজের নকশা করা হয়েছে মুসলিম স্থাপত্যের সাথে মিল রেখে।
১৮৭৪ সালে ভারতের গভর্নর থমাস জর্জ ব্যারিং এবং (১৮৭২ সাল থেকে ১৮৭৬ সাল পর্যন্ত) নিযুক্ত ভাইসরয় লর্ড নর্থব্রুক ঢাকায় এসেছিলেন। তাঁদের ঢাকা সফরকে স্মরণীয় রাখতে রাজা রায়বাহাদুর, অন্যান্য জমিদারেরা এবং বিশিষ্ট নাগরিকরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করেন টাউন হল নির্মাণের জন্য ১৮৭৯ সালে। অভয় চন্দ্র দাস ছিলেন কমিটির সচিব। ১৮৮০ সালে ঢাকার কমিশনার এই টাউন হলের উদ্বোধন করেন। সেসময় নবাব আব্দুল গনির অর্কেস্ট্রাকে নিয়ে আসা হয়েছিল উদ্বোধন উপলক্ষে আগত কমিশনার এবং আগত অতিথিদের আনন্দ দেওয়ার জন্য।
১৮৮২ সালের ৮ই ফেব্রুয়ারি হলের দক্ষিন-পূর্বদিকে নর্থব্রুক পাবলিক লাইব্রেরি নামে একটি পাঠাগার যুক্ত করা হয়। সুবিশাল সংগ্রহের জন্য পাঠাগারটি অল্প সময়েই সুনাম অর্জন করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাঠাগারের অনেক বই ধ্বংসপ্রাপ্ত হয়। পাঠাগারটি পুনঃপ্রতিষ্ঠার জন্য ত্রিপুরার মহারাজা ১০০০/- টাকা, বালিয়াতির জমিদার ব্রজেন্দ্র কুমার রায় ১০০০/- টাকা, রানী স্বর্ণময়ী ৭০০/- টাকা, কালীকৃষ্ণ ৫০০/- টাকা এবং বিশাশিশ্বরি দেবী ৫০০/- টাকা অনুদান করেন। ১9৮৭ সালে পাঠাগারটি ১০০০ বইসহ আবার চালু করা হয়।
জনসন হল নামে একটি ক্লাব হাউস লালকুঠির দক্ষিন দিকে যুক্ত করা হয়। নর্থব্রুক হলে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দিয়েছিল ঢাকা মিউনিসিপালিটি এবং পিপলস এসোসিয়েশন ১৯২৬ সালের ৭ই ফেব্রুয়ারি। ১৯৫০ সালে নর্থব্রুক হলকে পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হয় এবং পরবর্তীতে এটি কেন্দ্রীয় মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এই ভবনটি ঢাকা মিউনিসিপালিটি কর্পোরেশনের সম্পত্তি।
নির্মাণের পর নর্থব্রুক হল থেকে বুড়িগঙ্গা নদী দেখা যেতো। তবে ১৯৩০ সালের মধ্যে এখান থেকে নদী দেখার পথ রুদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে এলাকাটি গুরুত্ব এবং আবাসিক ধরন হারিয়ে ফেলে এবং বাণিজ্যিক এলাকায় পরিণত হয়। ১৯৯৮ সালে নর্থব্রুক হলের পাশে সরকারের শিক্ষা বিভাগের কার্যালয় প্রতিষ্ঠা করা হয় যেটির একাংশ বর্তমানে একটি ডেকোরেটোর সেবা প্রদানকারী সংস্থা ব্যবহার করছে। এছাড়া হলের উত্তরদিকের প্রবেশমুখে একটি পঞ্চভুজ ঝর্ণা স্থাপনের ফলে ভবনটি একেবারেই দৃষ্টিগোচর হয়না।
প্রত্নতত্ত্ব অধিদফতরের সংরক্ষণ করা অন্যতম ভবন হল এই নর্থব্রুক হল। বিগত কয়েক বছরে প্রত্নতত্ত্ব অধিদফতর ও ঢাকা মিউনিসিপালিটি যৌথভাবে স্থানীয়দের সাথে নিয়ে ভবনটির সংস্কার করেছে। যেহেতু ভবনটি প্রায় শতবর্ষ ধরে একটানা ব্যবহার হয়ে আসছে তাই এটির মূল কারুকাজ এবং ফ্লোরের নকশা বেশ ভাল অবস্থায় আছে। এছাড়া অন্যান্য ঝুঁকিপূর্ণ ঐতিহ্যের তুলনায় এই ভবনটি বেশ ভাল অবস্থায় আছে এবং এটির রক্ষনাবেক্ষনে পৃথক কোন তহবিলেরও প্রয়োজন হয়নি (যেমনটি পানামনগরের ক্ষেত্রে দেখা গিয়েছে)।
প্রত্নতত্ত্ব অধিদফতরের তত্ত্বাবধানে ভবন ব্যবহারকারীরা নিজেরাই ছোটখাটো মেরামতের দায়িত্ব গ্রহন করেছে। নর্থব্রুক হল সংরক্ষণকে বলা যেতে পারে প্রত্নতত্ত্ব অধিদফতরের অন্যতম সাফল্য।
তবে, ঐতিহ্যবাহী এই ভবনটির জন্য বড় হুমকি হল এটির আশেপাশে গজিয়ে ওঠা বিভিন্ন স্থাপনা যেমন অ্যাসেম্বলি হল এবং কিছু কমিউনিটি সেন্টার। এছাড়া ২০০৯ সালে প্রকাশিত ‘সংরক্ষিত ঐতিহ্যের’ তালিকা নর্থব্রুক হলটি সংরক্ষণে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এই তালিকাটি প্রকাশের পূর্বে ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন, প্রত্নতত্ত্ব অধিদফতর এবং স্থানীয়দের মধ্যে সমন্বয়হীনতা ছিল। তালিকাটি প্রকাশের মাধ্যমে নর্থব্রুক হলের সংরক্ষণ ত্বরান্বিত হয়েছে।
Array
(
[0] => Array
(
[name] => Mondol Bari
[post_id] => 9321
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/mondol-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/mondol-bari-1-300x169.jpg
[post_content] => Mondol Bari is about 300 years old house, Closed to Pulghata bridge & Dao Bari, Abdullapur, Tongibari.
It is an old house looks like a traditional Zamindar bari located in Munshiganj District. Its architectural characteristics is very similar to the other merchants house in Munshiganj region, which could be mentioned in name- Dao Bari, House of Tokani Pal, House of Choron Poddar, Old House of Makahati, House of Kamini Pal etc. It is being assumed that those palace like houses erected in contemporary time period. The owners of those palaces were mainly merchant.
)
[1] => Array
(
[name] => {:en}Nine Dome Mosque{:}{:bn}নয় গম্বুজ মসজিদ{:}
[post_id] => 1532
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/nine-dome-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/DSC02733-300x201.jpg
[post_content] => {:en}
Nine Dome Mosque is now a protected monument of the Department of Archaeology, Bangladesh. There are 3 pointed arched openings on the north, south and east sides adjoined within tall rectangular frames. The western wall is relieved with three semicircular mihrabs of which the central one is larger and is projected to the west.
The decorations of the multi-cusped mihrabs contains terracotta floral, scroll and foliage patterns within rectangular panels. Each Mihrabs center is decorated with chain and bell motif. Apexes of the arches have diaper designs and large rosettes at the spandrels. Rest three walls are relieved with only two niches in each.
The corner towers are round and are surfaced by eight bands of moldings. The exterior walls are eased with vertical panels. The curved cornice is very prominent.
{:}{:bn}
খান জাহান আলীর মাজারের অর্ধেক কিলোমিটারেরও কম দূরত্বে ঠাকুরদীঘির পশ্চিম তীরে নয় গম্বুজ মসজিদ অবস্থিত। এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদফতরের অধীনে একটি সংরক্ষিত নিদর্শন। মসজিদটির উত্তর, দক্ষিন এবং পূর্বদিকে লম্বা আয়াতক্ষেত্রাকার কাঠামোর মধ্যে তিনটি ধনুকআকারের ফটক রয়েছে। নয়গম্বুজবিশিষ্ট মসজিদের পশ্চিম দিকের দেয়ালে তিনটি অর্ধ গোলাকার মিহরাব রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের মিহরাবটি বড় এবং পশ্চিমদিকে হেলানো। খাঁজকাটা মিহরাবগুলোতে টেরাকোটার উপর আয়াতক্ষেত্রাকার কাঠামোর মধ্যে ফুল ও পাতার নকশা রয়েছে এবং মিহরাবের মাঝখানে শিকল ও ঘণ্টার নকশা রয়েছে। মসজিদের খিলানের শীর্ষে বুটির নকশা এবং খিলান, ছাদ ও দেয়ালের মধ্যবর্তী স্থানে গোলাপের নকশা রয়েছে। নয়গম্বুজবিশিষ্ট মসজিদের অবশিষ্ট তিনটি দেয়ালের প্রতিটিতে দুটি করে খিলান রয়েছে। মসজিদটির কোণায় অবস্থিত টাওয়ারগুলো গোলাকার এবং এগুলোতে আট স্তরের ঢালাই রয়েছে।
{:}
)
[2] => Array
(
[name] => Chilmari Port
[post_id] => 6427
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/chilmari-port/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Chilmari-port-300x200-300x200.jpg
[post_content] =>
Chilmari Port is located at the bank of the Brahmaputra River about 35 kilometer south from Kurigram district headquarter. Importance Brahmaputra River and Chilmari port is undesirable. Brahmaputra is 8th largest river of the world. Popular Bhaoyaila songs of Abbas Uddin about Chilmari Port is also now Folk resource of Bangladesh. In the time of British period many large ships up and down by the Brahmaputra River. At present this port is used for ineligible dew to reduce of Navigability. Now only Shipping – Transport is available and in a little range, the port is used too.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
)
[3] => Array
(
[name] => Shahrail Boro Bari
[post_id] => 17381
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/shahrail-boro-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/shahrail-boro-bari-11-300x224.jpg
[post_content] =>
If you are travelling Singair Upazila of Manikganj District then there will be a significant number of options come to your hand for paying a visit. A traveler or explorer who is interested in travelling old houses, then we may suggest whenever you will reach there at Singair Bazar, you would rather take a left turn and cover a distance of around 7-8 km to get there at the old house name Shahrail Boro Bari (সাহরাইল বড় বাড়ি) situated nearby Charigram Bazar. We could not revealed actual history as it is not being well documented anywhere about this Old House.
It seems hard for ORB (Offroad Bangladesh) team to recover the elaborate background history of this place until there is any publication or thesis report being found. We observed people calling this house a zamindar Palace as it is very common trends in our country to name a Old house Zamindar Bari .
So far our experts team can assume is that this House could be a part of Zamindari estate previously as we have discovered so many palatial houses around the same district. But considering the structure, the building layout, and the decorative patterns that are still visible in open eyes we can say at best, it was possibly the residential block of the eminent officials of the estate.
Interviewing the local folks we came to know that this property belonged to two Saha brothers named Ram Mohon Saha and Koushik Saha who allegedly sold off the property to its current owner a former Member of Parliament, before migrating to India. The owner we were told is planning on dismantling the damages and renovating the building.
)
)