




Brief
নর্থব্রুক হল একটি ইন্দো-সারাসেন ভবন যেখানে মুঘল এবং ইউরোপিয়ান রেনেসার স্থাপত্যশৈলীর সংমিশ্রণ লক্ষ্য করা যায়। লালকুঠির উত্তরদিকের প্রবেশপথে রয়েছে অর্ধগোলাকার ঘোড়ার পায়ের নালের আকৃতির তোরণ। ভবনটির উত্তর দিকে অবস্থিত চারটি অষ্টকোন বিশিষ্ট মিনার, ছাদে অবস্থিত সজ্জিত তীক্ষ্ণ চূড়া এবং নকশা করা পাচিল থেকে মুসলিম ও মুঘলদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ভবনটির দরজা, জানালা এবং দেয়ালের নকশা ইউরোপিয়ান কায়দায় করা হলেও ভবনের গম্বুজের নকশা করা হয়েছে মুসলিম স্থাপত্যের সাথে মিল রেখে।
১৮৭৪ সালে ভারতের গভর্নর থমাস জর্জ ব্যারিং এবং (১৮৭২ সাল থেকে ১৮৭৬ সাল পর্যন্ত) নিযুক্ত ভাইসরয় লর্ড নর্থব্রুক ঢাকায় এসেছিলেন। তাঁদের ঢাকা সফরকে স্মরণীয় রাখতে রাজা রায়বাহাদুর, অন্যান্য জমিদারেরা এবং বিশিষ্ট নাগরিকরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করেন টাউন হল নির্মাণের জন্য ১৮৭৯ সালে। অভয় চন্দ্র দাস ছিলেন কমিটির সচিব। ১৮৮০ সালে ঢাকার কমিশনার এই টাউন হলের উদ্বোধন করেন। সেসময় নবাব আব্দুল গনির অর্কেস্ট্রাকে নিয়ে আসা হয়েছিল উদ্বোধন উপলক্ষে আগত কমিশনার এবং আগত অতিথিদের আনন্দ দেওয়ার জন্য।
১৮৮২ সালের ৮ই ফেব্রুয়ারি হলের দক্ষিন-পূর্বদিকে নর্থব্রুক পাবলিক লাইব্রেরি নামে একটি পাঠাগার যুক্ত করা হয়। সুবিশাল সংগ্রহের জন্য পাঠাগারটি অল্প সময়েই সুনাম অর্জন করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাঠাগারের অনেক বই ধ্বংসপ্রাপ্ত হয়। পাঠাগারটি পুনঃপ্রতিষ্ঠার জন্য ত্রিপুরার মহারাজা ১০০০/- টাকা, বালিয়াতির জমিদার ব্রজেন্দ্র কুমার রায় ১০০০/- টাকা, রানী স্বর্ণময়ী ৭০০/- টাকা, কালীকৃষ্ণ ৫০০/- টাকা এবং বিশাশিশ্বরি দেবী ৫০০/- টাকা অনুদান করেন। ১9৮৭ সালে পাঠাগারটি ১০০০ বইসহ আবার চালু করা হয়।
জনসন হল নামে একটি ক্লাব হাউস লালকুঠির দক্ষিন দিকে যুক্ত করা হয়। নর্থব্রুক হলে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দিয়েছিল ঢাকা মিউনিসিপালিটি এবং পিপলস এসোসিয়েশন ১৯২৬ সালের ৭ই ফেব্রুয়ারি। ১৯৫০ সালে নর্থব্রুক হলকে পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হয় এবং পরবর্তীতে এটি কেন্দ্রীয় মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এই ভবনটি ঢাকা মিউনিসিপালিটি কর্পোরেশনের সম্পত্তি।
নির্মাণের পর নর্থব্রুক হল থেকে বুড়িগঙ্গা নদী দেখা যেতো। তবে ১৯৩০ সালের মধ্যে এখান থেকে নদী দেখার পথ রুদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে এলাকাটি গুরুত্ব এবং আবাসিক ধরন হারিয়ে ফেলে এবং বাণিজ্যিক এলাকায় পরিণত হয়। ১৯৯৮ সালে নর্থব্রুক হলের পাশে সরকারের শিক্ষা বিভাগের কার্যালয় প্রতিষ্ঠা করা হয় যেটির একাংশ বর্তমানে একটি ডেকোরেটোর সেবা প্রদানকারী সংস্থা ব্যবহার করছে। এছাড়া হলের উত্তরদিকের প্রবেশমুখে একটি পঞ্চভুজ ঝর্ণা স্থাপনের ফলে ভবনটি একেবারেই দৃষ্টিগোচর হয়না।
প্রত্নতত্ত্ব অধিদফতরের সংরক্ষণ করা অন্যতম ভবন হল এই নর্থব্রুক হল। বিগত কয়েক বছরে প্রত্নতত্ত্ব অধিদফতর ও ঢাকা মিউনিসিপালিটি যৌথভাবে স্থানীয়দের সাথে নিয়ে ভবনটির সংস্কার করেছে। যেহেতু ভবনটি প্রায় শতবর্ষ ধরে একটানা ব্যবহার হয়ে আসছে তাই এটির মূল কারুকাজ এবং ফ্লোরের নকশা বেশ ভাল অবস্থায় আছে। এছাড়া অন্যান্য ঝুঁকিপূর্ণ ঐতিহ্যের তুলনায় এই ভবনটি বেশ ভাল অবস্থায় আছে এবং এটির রক্ষনাবেক্ষনে পৃথক কোন তহবিলেরও প্রয়োজন হয়নি (যেমনটি পানামনগরের ক্ষেত্রে দেখা গিয়েছে)।
প্রত্নতত্ত্ব অধিদফতরের তত্ত্বাবধানে ভবন ব্যবহারকারীরা নিজেরাই ছোটখাটো মেরামতের দায়িত্ব গ্রহন করেছে। নর্থব্রুক হল সংরক্ষণকে বলা যেতে পারে প্রত্নতত্ত্ব অধিদফতরের অন্যতম সাফল্য।
তবে, ঐতিহ্যবাহী এই ভবনটির জন্য বড় হুমকি হল এটির আশেপাশে গজিয়ে ওঠা বিভিন্ন স্থাপনা যেমন অ্যাসেম্বলি হল এবং কিছু কমিউনিটি সেন্টার। এছাড়া ২০০৯ সালে প্রকাশিত ‘সংরক্ষিত ঐতিহ্যের’ তালিকা নর্থব্রুক হলটি সংরক্ষণে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এই তালিকাটি প্রকাশের পূর্বে ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন, প্রত্নতত্ত্ব অধিদফতর এবং স্থানীয়দের মধ্যে সমন্বয়হীনতা ছিল। তালিকাটি প্রকাশের মাধ্যমে নর্থব্রুক হলের সংরক্ষণ ত্বরান্বিত হয়েছে।
Array
(
[0] => Array
(
[name] => {:en}Old Railway Station{:}{:bn}পুরাতন রেলওয়ে স্টেশন{:}
[post_id] => 7048
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/old-railway-station/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Old-Railway-Station1-300x240.jpg
[post_content] => {:en}
Chittagong has two railway stations. One is new and another is old, which was built by the British Government. There is a highway beside the station which is called station road. This old railway station is very near from the hotel "Golden Inn". Basically it’s not a tourist place but its old red structure can lure you to visit the station.
This station is not function for long road journey. Some local train take a stoppage here. Also some goods caring trail used to load or unload their goods at this place.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
চট্রগ্রামে দুটি রেলস্টেশন আছে। একটি নতুন এবং অপরটি পুরাতন। পুরাতন রেলওয়ে স্টেশন ইংরেজ শাসনামলে নির্মাণ করা হয়েছিল। স্টেশনের পাশ দিয়ে মহাসড়ক চলে গিয়েছে যেটির নাম স্টেশন রোড।
পুরাতন রেল স্টেশনের খুব কাছেই ‘গোল্ডেন ইন’ হোটেল অবস্থিত। পর্যটন স্পট না হলেও পুরাতন স্টেশনের লাল ভবনটি আপনাকে আকর্ষিত করবে। এই স্টেশনে কিছু ট্রেইলার মাল খালাস করে এবং কিছু লোকাল ট্রেন থেমে থাকে। দীর্ঘদিন যাবত এই পুরাতন রেলস্টেশনটি ব্যবহার করা হচ্ছে না। এ কারনে এখানে খুব একটা ভিড় পরিলক্ষিত হয়না। পুরো স্টেশনটি ঘুরে দেখতে ১৫ মিনিটের মত সময় লাগবে। চট্রগ্রামে আসলে এই পুরাতন রেলস্টেশনটি দেখতে আসার সুযোগ হাতছাড়া না করাই ভাল।
{:}
)
[1] => Array
(
[name] => Pakutia Zamindar Bari
[post_id] => 8891
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/pakutia-zamindar-bari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/Pakutia-Jomidar-Bari-011-300x225.jpg
[post_content] =>
Pakutia Zamindar Bari resides under the administration of Nagarpur of Tangail district. This Zamindar Bari complex comprises of three main buildings. Out of these three, one is much larger compared to other two’s. The larger one is using as a Degree college these days and also the college authority holds the ownership of other two edifices as well. But they have rented Pakutia Zamindar Bari to other organization.
Initially the Zamindari was established by the hand of Ramkrishna Shaha Mondol at the early of 19th century. He has two sons named Radha Gobinda and Brindaban Chandra. Radha Gobinda didn't have any children but Brindaban Chandra had three. They are Brojendro Mohon, Upendra Mohon and Jogendra Mohon. Childless Radha Gobinda adopted the second son of his brother and later gave his whole property to him.
These three brothers later built three separate buildings for them in 1915 (almost 100 years from now). Each of the buildings are having extreme artwork & design, stylish columns, and small statues. Each inches of the building is having a delicate design that impresses everyone even these days. Top of the building is having a lovely sculpture type architecture that is rich in design, concept, and artwork (more if I consider the building period) in this modern days. Apart from these, there are several large ponds located at the backyard of the building.
This Zamindar family was friendly towards the villagers. They have established a school during 1916 named as Brindaban Chandra Radha Gobinda School (in short B.C.R.G. School) for their father and uncle. They have left this country during the 1947 separation. Later in 1967, the government established B.C.R.G Degree College on these buildings to commemorate the friendly Zamindar family.
Apart from the Zamindar Bari, the premise now has a temple which probably used by the families who lived here. Also there is an open theater available that was used to arrange the local play or drama known as Jatra/Pala (যাত্রা/পালা).
)
[2] => Array
(
[name] => Sonarong Jora Moth
[post_id] => 8450
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/sonarong-jora-moth/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/SJM-1-300x240.jpg
[post_content] =>
Sonarong (means golden color) is a lovely village at Tongibari Upazila of Munshiganj district. This village belong a beautiful "Moth(মঠ)"(a place for praying by Hindu religious people) which is known as "Sonarong Jora Moth" (সোনারং জোড়া মঠ) ("twin moth"). It is used to call twin moth/temple, because it has two towers side by side. It may be around 150 feet high from the ground. There is a large pond just in front of the Moth. This moth is not functioning now a days. Interviewing local people we came to know that, there are no praying activities take place in this moth. Every side of the moth is covered with trees and that gave a lovely golden and green color's illusional view of the moth.
The larger moth was made for "Shiva"(Hindu God), and made during 1843, and the smaller one for "Kali"(Hindu Goddess), and made during 1886. It was built by a Hindu merchant named "Rupchand" (রূপচাঁদ) From stone inscriptions fixed over the temple’s entrance.
The two towers of the moth are not equal sized. One is much larger than another one. The larger tower has hundreds of holes at the top of it, and each hole is occupied by parrots. Visitors may observe hundreds of parrots from the place, and they are making sweet sound together all the day long. During the breeding season, the top of the moth become green for the numerous numbers of parrots. Both the towers of the moth are ornamented nicely with different types of leafs motif and blind alcoves.
Architectural Features:
Two temples stand side by side on a single masonry platform surrounded by a moat on three sides and an access path on the eastern side.The western temple, loftier than the eastern one, is about 15m high over the square sanctum, and measures 5.35m x 5.35m and has a 1.90m wide veranda. A low hemispherical dome covers the square sanctuary, over which rises an octagonal sikhara(শিখর) crowned by the usual pinnacle with kalasa (কলস) finials. This terminates in a trident fixed with an iron rod. The outer surface of the sikhara is decorated with a semi-circular arched pattern in plaster, which is repeated on all sides. The entire sikhara is dotted with three pigeonholes under each arch pattern. The main sanctuary has two archways, one each on the south and west sides, flanked by arched panels on both sides,and a pattern of three arches on the other two sides. The western entrance consists of a two-centered arch. The top of the archway is decorated with a frieze of blind merlons. In front of the sanctum, the veranda is covered with a flat roof supported on columns, It has three arched openings on the south, one each on its east and west side.
It is one of the important historical & archaeological places in Munshiganj District. Very recently,renovation work is on go,undoubtedly a good initiative to protect this site from further destruction.
)
[3] => Array
(
[name] => The Central Cooperative Bank
[post_id] => 15727
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/the-central-cooperative-bank-2/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/The-Central-Cooperative-Bank10-300x225.jpg
[post_content] =>
The Central Cooperative Bank was established in 1921 during the British Period, under the then British Lord [Lawrence John Lumley Dundas, 2nd Marquess of Zetland]. All the transactions of his area where held and maintained by this bank. From the architectural point of view, undoubtedly this building holds the year old history. It is considered to be the oldest bank in Natore region. The foundation of the bank was laid by The Honorable Nawab Saiyed Nawab Ali Chowdhury Khan Bahadur C. I. E. on 15th February 1921.
The condition of this building is not good, as this years old structure has not been renovated yet and remain forsaken or excluded. Also, the government has not been any precautions to preserve this building. Now, it is being using by local people for some other purposes. The local government authority should take steps to save this historical attraction.
)
)