Array
(
[0] => Array
(
[name] => {:en}Baba Adam Shahid Mosque{:}{:bn}বাবা আদমের মসজিদ এবং দরগা {:}
[post_id] => 7979
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/baba-adam-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/baba-adam-300x169.jpg
[post_content] => {:en}
Baba Adam Shahid Mosque (বাবা আদম শহীদ মসজিদ) is an archaeologically significant mosque situated in Munshiganj District.
Baba Adam's Mosque shows all the decorative and architectural characteristics of the sultanate architecture of Bengal. This mosque, in fact, bears the mature form of the sultanate mosque style of this region (Bangladesh).
It is a six-domed mosque. An inscription, fixed above the central doorway in the east, records 888 AH/1483 AD as the date of construction of the mosque. Malik Kafur built it during the reign of Sultan Fateh Shah. Baba Adam's Mosque is now protected monument under the Department of Archaeology, Bangladesh. It has been renovated and is in a comparatively good state of preservation. Besides the mosque there is a tomb known as Baba Adam's Mazar, where, according to a legend, baba adam shahid, who died in a holy war, was buried. It is difficult to ascertain the historicity of this tomb due to lack of authentic sources. There is a newly built small tomb structure situated on the south-east side of the courtyard of the mosque. Previously, there was no roof over the tomb.
The present tomb is square in plan (7.62m a side) and is undated and without any inscription tablet. The simple grave has no feature of architectural importance and the Department of Archaeology is not responsible for preserving it.
{:}{:bn}
বাবা আদমের মসজিদ এবং দরগা মুন্সীগঞ্জ জেলার রামপাল থানার রিকাবিবাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। বহুগম্বুজবিশিষ্ট আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির ভেতরের অংশের আয়তন ১০.৩৫ মিটার গুণিতক ৬.৭৫ মিটার এবং বাইরের অংশের আয়তন ১৪.৩০ মিটার গুণিতক ১১.৪৫ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার। বাবা আদম মসজিদের তিনটি সারিতে প্রবেশের জন্য মোট দুটি পথ রয়েছে। এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালের পেছনের অংশের তিনটি স্তর রয়েছে এবং মাঝখানের স্তরে নকশাকরা বহুখাঁজবিশিষ্ট খিলানের প্যানেল রয়েছে। মসজিদের ছাদে দুই সারিতে তিনটি করে মোট ছয়টি একই ধরনের গোলাকার গম্বুজ রয়েছে। বাবা আদম মসজিদে দুটি সরু স্তম্ভ রয়েছে যেগুলো কালো অগ্নিয়গিরিজাত শিলা দিয়ে নির্মিত। এই স্তম্ভগুলোর গোড়া অষ্টভুজাকার, ষোল পার্শ্বযুক্ত এবং শিকল ও ঘণ্টার আদলে নকশাকৃত। বাবা আদম মসজিদের মুসলিম আমল পূর্ববর্তী পাথরের পিলারগুলোর উপর মসজিদের সরু প্রজাতির খিলানগুলো দাড়িয়ে আছে যেখান থেকে ছয়টি গম্বুজের উদয় হয়েছে। মসজিদটি ইটের তৈরি হলেও এটির পিলার এবং আয়তাকার স্তম্ভগুলো পাথরের তৈরি।
সুলতানি আমলের বেশীরভাগ স্থাপনার মত এই মসজিদের কার্নিশ এবং ছাদ বক্ররেখা বেষ্টিত। মসজিদের পশ্চিম দিকের দেয়ালের মিহরাবের সাথে সমান্তরালভাবে পূর্বদিকে তিনটি চমৎকার বক্রাকার ফটক রয়েছে।
বাবা আদম মসজিদের খিলান ও ছাদের মধ্যকার স্থানে গোলাপের নকশা রয়েছে এবং ছাঁচের নকশায় প্রস্তুতকৃত কুলুঙ্গির সারি রয়েছে। মসজিদে সবকটি ফটক এবং মিহরাবে আয়াতক্ষেত্রাকার নকশা খোদাই করা আছে এবং উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে আয়াতক্ষেত্রাকার কুলুঙ্গি রয়েছে। মসজিদটিতে কোন মিনার নেই এবং মাঝখানের ফটকের দুই পাশেই বহু খাঁজবিশিষ্ট দুটি আয়াতক্ষেত্রাকার প্যানেল রয়েছে। ছোট পিলারসমূহের উপরে বাবা আদম মসজিদের খিলানগুলো দাড়িয়ে আছে যেগুলোতে টেরাকোটার চমৎকার ঝুলে থাকা ফুলের নকশা করা আছে। বাবা আদম মসজিদের বহিরাংশের মত নকশা সিরাজগঞ্জের শাহজাদপুর মসজিদের বহিরাংশেও দেখা যায়।
বাবা আদমের মসজিদের নকশা এবং স্থাপত্যশৈলীতে সেসময় বাংলায় সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চরিত্র দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের (বাংলাদেশের) মসজিদগুলোতে সুলতানি স্থাপত্যশৈলীর পূর্ণ রুপের মসজিদ ছাড়াও এখানে একটি দরগা রয়েছে যেটি বাবা আদমের মাজার নামে পরিচিত। লোককথায় আছে যে বাবা আদম শহিদ একটি ধর্মযুদ্ধে নিহত হবার পর তাঁকে এখানে দাফন করা হয়। নির্ভরযোগ্য সূত্রের অভাবে এই দরগার ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। মসজিদের উঠানের দক্ষিন-পূর্বদিকে একটি নবনির্মিত ছোট দরগা রয়েছে। পূর্বে দরগার উপর কোন ছাদ ছিল না। বর্তমানে অবস্থিত দরগাটি বর্গাকার (যার প্রতিটি বাহু ৭.৬২ মিটার এবং এটিতে কোন শিলালিপি নেই তাই কবে এটি নির্মিত হয়েছিল তারও কোন তারিখের উল্ল্যেখ নেই। দরগার পাশে অবস্থিত কবরটি অতি সাধারণ তাই এটির কোন স্থাপত্যশৈলীর দিক দিয়ে কবরটির কোন গুরুত্ব নেই আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদফতর কবরটি সংরক্ষণও করছে না।
{:}
)
[1] => Array
(
[name] => Single domed Mosque and Tomb of Shah Mansur
[post_id] => 5775
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/single-domed-mosque-and-tomb-of-shah-mansur/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSC_02161-300x199.jpg
[post_content] =>
In every single part of Bangladesh there are some Archaeological & Historical remains, which has enriched our cultural history. Lack of awareness and proper knowledge in common people results in gradual ruining of many Historical & Archaeological sites in our country.
One of the great example of deteriorations of an Archaeological site in Narsingdi district is ‘Single domed Mosque and Tomb of Shah Mansur’ located at Kumradi, Shibpur upazila.
It was built in eighteenth century by a Muslim saint named Shah Mansur. In course of time, the existence of the mosque is totally replaced by a new built Madrasa. But, still now the remaining of ‘Tomb of Shan Mansur’ is existing, although it is hard to assume how the original structure was.
Architectural Property and Layout:
Tomb of Shah Mansur, A massive structure which is architecturally rich and decorated with different kinds of design. It is in rectangular shape and built in very unique way. In the western wall of this building there are five arch shaped entrance, among them middle one is open and decorated with multi foil design. Others are Closed arch & also contains the same design like the opened one. The southern side of the tomb is severely disturbed, broken and ruined. Main entrance of the tomb is totally vanished, but still we can observe some three archways very close to the grave of Shah Mansur. It seems like there are two grave inside the building. We assume that other grave might be Shah Mansur’s wife.
There is another unique structure situated in the southern side of the tomb. It is just a square shaped Minar containing open space inside of it, in the roof top it contains a bulbous shaped dome. It has four arch shaped ways in four brick wall.
In the most eastern part of this tomb there is a large pond. Which is probably same years old as the tomb is.
Myth related to this Structure:
There are several myths interrelated with this feature. People say that Shah Mansur used to pet a tiger inside of square shaped structure which is situated in the eastern side of the tomb. Although, It’s a myth but it contains some evidences which might prove it true. Inside of this square shaped structure there are two iron’s ring attached with brick wall.
And it is also said, Once there were some big fishes in the pond. Local people believe that, those fish were actually cursed human being and for this reason they buried those death fish in a grave yard near to Pond.
Present Condition and Immediate Conservation Issue:
Present condition of the features situated in this complex is in very sensitive condition. One domed Mosque built by Shah Mansur is vanished and a new Madrasa replacing it. The tomb of Shah Mansur is near to destruction. The whole brick building contains several banyan tree and different species of trees.
The unique square shaped Minar is also near to ruin. Beside this structure there is bathroom built very recently for Madrasa students.
Immediate steps should be taken to conserve and preserve these features from its deterioration.
)
[2] => Array
(
[name] => {:en}Ariphil Mosque{:}{:bn}আরিফিল মসজিদ{:}
[post_id] => 5376
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/ariphil-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/13570208-300x225.jpg
[post_content] => {:en}
Ariphil mosque (early 16th century), located in Sarail Upazila, is next to Kālikachha in Brahmanbaria District. Ariphil mosque (আরিফিল মসজিদ) is named after a Saint named Shah Arif. It is a mosque having three domes. Not that much antiquities are left now a days after an extravagance painting. It is situated beside a large water tank locally named as Sagar dighi.
[If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as an Content Author]
{:}{:bn}
প্রায় ১৬শ শতকের শুরুতে নির্মিত আরিফিল মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকাচ্ছা নামক স্থান অতিক্রম করে সাগর দীঘি নামক একটি বিশাল পানির ট্যাঙ্কের পাশে অবস্থিত। শাহ আরিফ নামক এক সাধকের নামে নামকরণ করা এই মসজিদটিতে তিনটি গম্বুজ রয়েছে। মসজিদটিতে বহুবার রঙের কাজ করানোর কারনে এটির প্রাচীন বৈশিষ্ট্য আর অবশিষ্ট নেই।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Shah Mahmud Masjid{:}{:bn}শাহ মাহমুদ মসজিদ{:}
[post_id] => 5104
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/shah-mahmud-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Shah-Mahmud-Masjid2-300x225.jpg
[post_content] => {:en}
Shah Mahmud Masjid is an attractive building at Egarosindur may be dated sometime around 1680 AD. The mosque stands at the back of a slightly raised platform, which is enclosed by a low wall with a gateway consists of an oblong structure with do-chala roof. The mosque proper is a square structure, 5.79m a side in the inside, and is emphasized with octagonal towers on the four exteriors angles. All these towers shooting high above the roof and terminating in solid kiosks with cupolas, were originally crowned with kalasa finials, still intact in the southern one. The western wall accommodates inside three mihrab –the central one semi –octagonal and the side ones rectangular. The central doorway and central mihrab are larger than their flanking counterparts. The mosque has four axially projected front ones, each corresponding to the centrally located doorways and the central mihrab. The parapets and cornices are horizontal in the usual Mughal fashion.
All the mihrabs are enriched with terracotta decoration. The mihrabs are arched having cuspings in their outer faces. The pilasters, supporting the mihrab arches, show a series of decorated bands topped by a frieze of petals. The spandrels of these arches, though now plain must have been originally enriched with terracotta plaques. Above the rectangular frame of the central mihrab there is a row of arched-niches filled with varieties of small trees containing flowers. The mosque should specially be noted for its four axially projected frontons with bordering ornamental turrets, a device which must have been borrowed from the four axial iwan-type gateways of the Persian influenced north Indian Mughal standard mosques of Fathpur, Agra and Delhi.
The mosque has a very large dome at the top. Four corners of the mosque are having octagonal columns and the middle of the walls are having eight small columns (each wall two). The Shah Mahmud mosque has stylish terracotta at the eastern wall. Also it has expensive (considering that period) decoration at the top of the walls, columns and mini-minarets.
{:}{:bn}
এগারোসিন্দুর গ্রামে অবস্থিত অন্যতম আকর্ষণীয় এই স্থাপনাটি সম্ভবত ১৬৮০ সালের দিকে নির্মিত হয়েছিল। একটি উঁচু প্লাটফর্মের পেছনে অবস্থিত এই মসজিদটি নিচু দেয়াল দিয়ে ঘেরাও করা হয়েছে। মসজিদে ঢোকার ফটকটি আয়াতক্ষেত্রাকার এবং এটিতে দোচালা ছাদ রয়েছে। ছাদের উপর চার কোণায় অষ্টভুজ চারটি টাওয়ারসহ বর্গাক্ষেত্রাকার এই মসজিদের ভেতরের প্রতিটি দিকের দৈর্ঘ্য ৫.৭৯ মিটার। মসজিদের টাওয়ারগুলোতে ছোট কক্ষ ছিল এবং টাওয়ারগুলো অলংকার দিয়ে সাজানো হয়েছিল। দক্ষিন দিকের টাওয়ারে এখনও সেসব অলংকারের দেখা মেলে। মসজিদের পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব আছে যেগুলোর মধ্যে মাঝের মিহরাবটি অষ্টভুজ আকারের এবং বাকি পাশের দুটি মিহরাব বর্গক্ষেত্রাকার। মসজিদের মাঝখানের মিহরাব এবং দরজাটি অন্যান্য মিহরাব ও দরজাগুলোর চেয়ে আকারে বড়। মসজিদের প্রাচীর এবং কার্নিশগুলো মুঘল স্থাপত্যের মত সমান্তরাল।
মসজিদের ধনুকাকারের মিহরাবসমূহে টেরাকোটার নকশা করা রয়েছে। মসজিদের মিহরাবের সাথেকার প্রতিটি কলামে পাতা এবং শৃঙ্খলের নকশা রয়েছে এবং ধনুকাকার মিহরাব এবং ছাদের সংযোগস্থলে একসময় টেরাকোটার ফলক ছিল বলে বোঝা যায়। এখানকার মাঝখানের মিহরাবের উপরে বিভিন্ন ফুল সমেত ছোট গাছের নকশা রয়েছে। মসজিদের সম্মুখভাগের চারটি চূড়ার নকশার উত্তর ভারতের ফতেহপুর, আগ্রা এবং দিল্লির মুঘল আমলের মসজিদগুলোর পারস্য নকশার সাথে মিল পাওয়া যায়।
মসজিদের উপরে একটি বিশালাকার গম্বুজ রয়েছে এবং এখানকার পূর্বদিকের দেয়ালে টেরাকোটার কাজ ছাড়াও দেয়ালের উপরে, কলামে এবং মিনি মিনারে সে আমলের ব্যয়বহুল নকশার কাজ রয়েছে।
ছবির জন্য এখানে ক্লিক করুন http://www.panoramio.com/photo/91597929
http://www.panoramio.com/photo/91597914
{:}
)
)