Array
(
[0] => Array
(
[name] => {:en}Shahjalal University of Science and Technology{:}{:bn}শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4307
[post_link] => http://offroadbangladesh.com/places/shahjalal-university-of-science-and-technology/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/1st-Ladies_Hall_Rossi1011-300x183.jpg
[post_content] => {:en}
Shahjalal University of Science and Technology (Bengali: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) also known as SUST is a state supported not-for-profit research university located in Sylhet, Bangladesh. It is also one of the nine PhD granting research universities of Bangladesh.
The university was founded by the Government of Bangladesh according to a university act in 1986 to give special importance in science and technology education. It is the first specialized science & technology university of the country. After SUST, seven more science and technology universities have been established in Bangladesh.
SUST is traditionally known for research and education in the physical sciences and engineering. It is one of the most selective higher learning institutions, and received 40,881 undergraduate applicants for 2012-2013 session—only admitting 1,385, an acceptance rate of 3.39%.
Shahjalal University of Science and Technology was established in 1986. The campus is located in Kumargaon, approximately five kilometers away from the heart of Sylhet City Centre. The university started its academic programme with three departments: physics, chemistry and economics. The first convocation of SUST was held on 29 April 1998 and the second convocation held on 6 December 2007.
SUST is the first university in Bangladesh providing whole campus free Wi-Fi access for students & staffs. The university introduced an integrated honors course for the first time in Bangladesh and it introduced the semester system (American credit system) from the 1996-97 session. According to the masterplan for the university, within a few years Shahjalal University of Science and Technology will be one of the finest institutions of the region.
The university students invented and introduced the paperless 24/7 SMS Based Automated Registration of Admission Test procedure for the first time in Bangladesh. Interested students can complete the registration process through mobile phone messages. The contemporary government launched the system on 13 September 2009. For the invention, the University won an Ambillion Award in a competition of South Asian countries in 2010 and National Award for E-Content and ICT for Development Award 2010. Now, most of the public universities in Bangladesh have adopted this process of registration.
{:}{:bn}শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) হল বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি সরকারি অলাভজনক গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে পিএইচডি ডিগ্রী দানকারী ৯ টি বিশ্ববিদ্যালয়ের একটি হল এটি।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গুরুত্ব প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পদার্থ, রসায়ন ও অর্থনীতি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন যথাক্রমে ২৯ এপ্রিল ১৯৯৮ এবং ৬ ডিসেম্বর ২০০৭ তারিখে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষায়িত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হল এটি। শাবিপ্রবির পর দেশে আরও সাতটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
পদার্থ বিজ্ঞান ও প্রযুক্তির ওপর পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ প্রদানের কারনে শাবিপ্রবির রয়েছে আলাদা সুনাম। মেধার চুলচেরা বিশ্লেষণ এবং তীব্র প্রতিযোগিতার কারনে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুবই কষ্টসাধ্য। ২০১২-১৩ শিক্ষা বছরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক মোট ৪০,৮৮১ জন দরখাস্তকারীর মধ্যে ১৩৮৫ জন ভর্তির সুযোগ লাভ করে।
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি ছাত্র, কর্মচারীদের জন্য পুরো ক্যাম্পাসে ওয়াইফাই প্রযুক্তি চালু করে। এছাড়াও দেশে প্রথমবারের মত এই বিশ্ববিদ্যালয় সমষ্টিগত অনার্স কোর্স চালু করে এবং ১৯৯৬-৭ শিক্ষাবছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু করে। বিশ্ববিদ্যালয়ের মহা পরিকল্পনা অনুযায়ী অচিরেই এই বিশ্ববিদ্যালয়টি অত্র অঞ্চলের সেরা বিদ্যাপীঠে পরিনত হবে।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সময় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের প্রক্রিয়া উদ্ভাবন করে। ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন সরকার এই প্রক্রিয়াটি চালু করেন। বর্তমানে বেশীর ভাগ সরকারি বিশ্ববিদ্যালয়তেই এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নিবন্ধন করা হয়ে থাকে। এই উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ শাবিপ্রবি ২০১০ সালে দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।{:}
)
[1] => Array
(
[name] => Moharaja JN High School and College
[post_id] => 17542
[post_link] => http://offroadbangladesh.com/places/moharaja-jn-high-school-and-college/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/Moharaja-JN-SchoolCollege-300x225.jpg
[post_content] =>
Natore Moharaja JN High School and College is the oldest institution located at Bongojol (বঙ্গজল) area in Natore Sadar Upazila. This institution was established in 1884 as a high school by Maharaja Jagadindranath Roy (1868-1926) in his ruling era. Later on, it has been declared as a college. It is a boys’ school.
)
[2] => Array
(
[name] => Rajshahi University
[post_id] => 1145
[post_link] => http://offroadbangladesh.com/places/rajshahi-university/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Rajshahi_University1611-300x225.jpg
[post_content] =>
University of Rajshahi or Rajshahi University (Bengali: রাজশাহী বিশ্ববিদ্যালয় Raajshaahi Bish-shobid-daloy) is a public university located in Rajshahi, a city in north-western Bangladesh. University of Rajshahi was established in 1953, the second university to be established in what was then East Pakistan.
The university's forty-seven departments are organized into nine faculties. Rajshahi University is located in a 753 acres (3 km2) campus in Motihar, 3 kilometres (2 mi) from the Rajshahi city center. With 25,000 students and close to 1000 academic staff, it is one of the largest universities in Bangladesh. In addition to hosting programs in the Engineering, arts, sciences,agriculture, social sciences, business studies and medical sciences, the university houses a number of institutes of higher studies. This is the premier university in Bangladesh to have online subscription of world renowned journals. The first proposal to establish a university came in 1917, when Calcutta University created the Sadler Commission to assess the university system in Bengal. However, the recommendations of the report had no immediate consequences.
Following the Partition of India in 1947, what is now Bangladesh became East Pakistan. University of Dhaka, established in 1921, was the only university in East Pakistan at the time. Demand for a university in the northern part of East Pakistan gained momentum when two universities were established in West Pakistan without the establishment of any in the east. Students of Rajshahi Collegewere at the forefront of the movement demanding a new university. Finally, Rajshahi was selected as the home for the second university in East Pakistan and the Rajshahi University Act of 1953 (East Bengal Act XV of 1953) was passed by the East Pakistan provincial Assembly on 31 March 1953. Itrat Hossain Zuberi, the Principal of Rajshahi College was appointed the first Vice-Chancellor of the university. Initially, the university was housed in temporary locations, such as the local Circuit House and Bara Kuthi, an 18th-centuryDutch establishment. B B Hindu Academy, a local school, housed the library, teachers' lounge and the medical centre of the university. The university started out with 20 professors, 161 students (of which 5 were female) and six departments—Bengali, English, History, Law, Philosophy and Economics. In 1964, the offices moved to the permanent campus.
After independence, a new act regarding the administration of the university came into being—the Rajshahi University Act of 1973. The post-independence years saw the university grow steadily in student enrollment and size of the academic staff. However, the 1980s were turbulent years for the university, as the students agitated with other institutions of the country against the military rule of Hossain Muhammad Ershad. Since early 1990s, the university have seen relative calm and lowering of session backlogs, though active student politics remains a contentious issue to date.
)
[3] => Array
(
[name] => {:en}University of Dhaka{:}{:bn}ঢাকা বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4485
[post_link] => http://offroadbangladesh.com/places/university-of-dhaka/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Aparajeyo_Bangla_statue-Ranadipam-Basu1-300x225.jpg
[post_content] => {:en}
The University of Dhaka (ঢাকা বিশ্ববিদ্যালয়), also known as Dhaka University or simply DU, is the oldest university in modern Bangladesh. Established during the British Raj in 1921, it gained a reputation as the "Oxford of the East" during its early years and has been a significant contributor to the modern history of Bangladesh. After the partition of India, it became the focal point of progressive and democratic movements in Pakistan. Its students and teachers played a central role in the rise of Bengali nationalism and the independence of Bangladesh.
The university's distinguished alumni include Satyendra Nath Bose (pioneer of Bose–Einstein statistics), Fazlur Rahman Khan (pioneer of modern structural engineering), Muhammad Yunus (winner of the 2006 Nobel Peace Prize), Vijayaraghavan (co-discoverer of the PV number), Rehman Sobhan (social democratic economist), Buddhadeb Bose (20th century Bengali poet) and Sheikh Mujibur Rahman (the founding father of Bangladesh). It also enjoyed associations with Kazi Nazrul Islam, Rabindranath Tagore and Faiz Ahmed Faiz.
Before Dhaka University was established, near its grounds were the former buildings of Dhaka College. But in 1873 the university was relocated to Bahadur Shah Park. Later it shifted to Curzon Hall, which would later become the first institute of the University of Dhaka.
The establishment of the university was a compensation of the annulment of the 1905 Partition of Bengal. The partition had established East Bengal and Assam as a separate province, with Dhaka as its capital. However, the partition was abolished in 1911.
In 1913, public opinion was invited before the university scheme was given its final shape. The secretary of state approved it in December 1913. The first vice-chancellor of the university, Dr. Philip Joseph Hartog, formerly academic registrar of the University of London for 17 years was appointed.
During the opening of the University, Joseph Hartog made this speech in honour of the university:
"A man may be an excellent teacher of elementary subjects without the power to add to knowledge. But in advanced work I maintain that no one can really teach well unless he has the combination of imagination with critical power which leads to the original production (of knowledge), and for that if for no other reason, a university to be a true university must see that its teachers are men who are also capable of advancing knowledge."
Established in 1921 under the Dacca University Act 1920 of the Indian Legislative Council, it is modelled after British universities. Academic activities started on July 1, 1921 with 3 Faculties: Arts, Science and Law; 12 Departments: Sanskrit and Bengali, English, Education, History, Arabic and Islamic Studies, Persian and Urdu, Philosophy, Economics and Politics, Physics, Chemistry, Mathematics, and Law; 3 Dormitories for students: Salimullah Muslim Hall, Dacca Hall and Jagannath Hall.
The university later played a significant role in the Bengali Language Movement, when Bengalis joined together to fight against Urdu being the official language in East Pakistan. Dhaka University was the main place where the movement started with the students joining together and protesting against the Pakistan government. Later countless students were massacred in where the Shaheed Minar stands today. After the incident, Bengali was restored as official language.
{:}{:bn}
আধুনিক বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো ঢাবি নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময় ১৯২১ সালে ইংরেজ শাসনামলে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকে ‘প্রাচ্যর অক্সফোর্ড’ নামে পরিচিত ছিল। দেশবিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে সকল প্রগতিশীল এবং গনতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এই বিশ্ববিদ্যালয়টি। বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা কেন্দ্রীয় ভুমিকা পালন করেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি ফাইজ আহমেদ ফাইজের সান্নিধ্য ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এলুমনিতে ছিলেনঃ সত্যন্দ্রনাথ বোস (বোস-আইনস্টাইন সূত্রের জনক), ফজলুর রহমান খান (আধুনিক স্থাপত্য প্রকৌশলের প্রবক্তা), ডঃ মুহাম্মদ ইউনুস (২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী), বিজয়রাঘবান (পিভি নাম্বারের যৌথ আবিষ্কারক), রেহমান সোবহান (সমাজকর্মী এবং অর্থনীতিবিদ), বুদ্ধদেব বসু ( জনপ্রিয় কবি), শেখ মুজিবর রহমান (বাংলাদেশের জাতির জনক)।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে ঢাকা কলেজের ভবনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হত। ১৮৭৩ সালে বাহাদুর শাহ পার্কে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইন্সটিটিউট কার্জন হলে স্থানান্তর করা হয়।
১৯০৫ সালে বাংলার বিভক্তি বাতিলের ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বাংলার বিভক্তির ফলে ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা এবং আসাম পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। তবে ১৯১১ সালে এই বিভক্তি বাতিল করা হয়। ১৯১৩ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবকে পূর্ণরূপ দেওয়ার পূর্বে জনমত আহবান করা হয়। সেই বছর ডিসেম্বরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটি অনুমোদন করেন। ইউনিভারসিটি অফ লন্ডনে প্রায় ১৭ বছর একাডেমিক রেজিস্ত্রারের দায়িত্ব পালনকারী ডঃ ফিলিপ জোসেফ হারটগ কে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয় চালু হবার সময় জোসেফ হারটগ তাঁর ভাষণে বলেনঃ
"জ্ঞানবৃদ্ধির ক্ষমতা ছাড়াই একজন হয়তো প্রাথমিক বিষয়গুলোর খুব ভাল শিক্ষক হতে পারেন কিন্তু আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমষ্টি ব্যাতিত একজনের পক্ষে ভালভাবে পাঠদান করা সম্ভব নয়। কেননা কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমন্বয়ে জ্ঞানের উদ্ভাবন হয়। আর এ কারনেই সত্যিকারের বিশ্ববিদ্যালয় হতে হলে এখানকার শিক্ষকদের নিজেদের জ্ঞান বৃদ্ধিতে সমর্থ হতে হবে”।
১৯২১ সালে ভারতীয় আইনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯২১ এর অধীনে ইংরেজ বিশ্ববিদ্যালয়গুলোর আদলে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়। ১৯২১ সালের ১লা জুলাই আইন, বিজ্ঞান এবং কলাসহ ৩টি অনুষদ এবং সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামিক স্টাডিজ, পারস্য এবং উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, এবং আইনসহ মোট ১২ টি বিভাগ নিয়ে এখানে পাঠদান শুরু হয়। সেসময় এখানকার ছাত্রদের জন্য তিনটি ডরমিটরি ছিল। এগুলো হলোঃ সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা হল এবং জগন্নাথ হল।
পরবর্তীতে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভাষা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এবং এখানেই ছাত্ররা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বর্তমানে অবস্থিত শহীদ মিনারের স্থানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করেছিল এবং এতে করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র শহীদ হন। পরবর্তীতে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
{:}
)
)