Array
(
[0] => Array
(
[name] => Gurudwara Nanak Shahi
[post_id] => 10226
[post_link] => http://offroadbangladesh.com/places/gurudwara-nanak-shahi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/06/Guru-Duara-11-300x169.jpg
[post_content] =>
Gurudwara Nanak Shahi (গুরুদুয়ারা নানকশাহী) is a Sikh Gurudwara in Dhaka, the capital of Bangladesh. It is considered to be the only official Sheikh Prayer Hall in Bangladesh. It is located at the campus of the University of Dhaka and considered to be the biggest of 9 to 10 Gurdwaras in the country.
According to the commemorating, the visit of Guru Nanak (1506-1507), founder of Sikh religion, it is the most important historic place. It is said to have been built in 1830. The present building of the Gurudwara Nanak Shahi was renovated in 1988-1989. The parkarma verandah had been constructed on all four sides of the original building to provide protection. You can go there in every Friday afternoon to pay a visit and see their rituals.
)
[1] => Array
(
[name] => {:en}Jeshoreshwari Kali Temple{:}{:bn}যেশোরেশ্বরী কালীমন্দির{:}
[post_id] => 2012
[post_link] => http://offroadbangladesh.com/places/jeshoreshwari-kali-temple/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Jeshoreshwari-Kali-Temple2-300x268.jpg
[post_content] => {:en}Jeshoreshwari Kali Temple is a very popular Hindu temple in Bangladesh, dedicated to the goddess Kali. The name “Jeshoreshwari” means “Goddess of Jessore”. According to belief, it is said that people consider Jesoreshwari as one of 51 Peeths of Sati. It is where the various parts of Sati’s body are said to have fallen, in the course of Shiva’s Rudra Tandava. It is said by many that General of Maharaja Pratapaditya discovered a meditative ray of light which came from the bushes, and came upon a piece of stone carved in the form of a human palm.
Later, Pratapaditya started worshiping Kali and built the Jeshoreshwari Kali Temple. “Goddess of Jessore”, was named after Jessore. It is believed to have created by Anari who was a Brahman. A 100-door temple was created by him for the Jeshoreshwari Peeth. But the time is unknown. It was later modified by Laxman Sen and Pratapaditya in their time.
The temple is located in Ishwaripur, a village in Shyamnagar upazilla of Satkhira. The temple is visited by pilgrims from all over, irrespective of sectarian differences. Worship is done by the priest every Saturday and Tuesday at noon time. But before 1971, there was daily routine of worship. Every year on the day of Kali puja, the present Caretakers of the temple conduct a ceremony. There is also a
Mela taking place around the temple compound.{:}{:bn}
যেশোরেশ্বরী কালীমন্দির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। দেবী কালীকে উৎসর্গ করে নির্মাণ করা এই মন্দিরটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির। ‘যেশোরেশ্বরী’ শব্দের অর্থ ‘যশোরের দেবী’। বলা হয়ে থাকে যে মানুষ যেশোরেশ্বরীকে স্বাতির ৫১টি পিঠের একটি বলে বিশ্বাস করে থাকে। বলা হয়ে থাকে যে শিবের রুদ্র তাণ্ডবের ফলে এই স্থানেই স্বাতির শরীরের বিভিন্ন অংশ পড়েছিল। কথায় আছে যে মহারাজা প্রতাপদিত্ত্যর সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি আলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতুর তালুর আকারের একটি পাথরখণ্ডের উপর পড়তে দেখেন। পরবর্তীতে প্রতাপদিত্ত্য কালীর পূজা করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন।
যশোরের নামানুসারে ‘যেশোরেশ্বরী’ নামটি রাখা হয়েছে। মন্দিরটির নির্মাণ সম্পর্কে এও বিশ্বাস করা হয়ে থাকে যে আনারি নামক জনৈক ব্রাহ্মণ ‘যেশোরেশ্বরী’ পিঠের জন্য ১০০ দরজা বিশিষ্ট একটি মন্দির নির্মাণ করেন যেটি নির্মাণের সময়কাল জানা যায়নি। পরবর্তীতে রাজা লক্ষ্মণ সেন এবং মহারাজা প্রতাপদিত্ত্য নিজ নিজ শাসনকালে মন্দিরটি নির্মাণ করেন।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Mathurapur Deul{:}{:bn}মাথুরাপুর মন্দির অথবা দেউল{:}
[post_id] => 5912
[post_link] => http://offroadbangladesh.com/places/mathurapur-deul/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/mathurapur-Deul-240x300.jpg
[post_content] => {:en}
Mathurapur Deul, located at the Madhukhali Thana of the Faridpur district. Local people used to call this as Deul. If you wish to visit the Deul, you have to reach the Madhukhali Thana.
This Deul is around 90 feet tall, and with highly ornate terracotta at the wall of it. The outer side wall of the Deul is comprises with some small "murti"(statue) using mud. It’s not far from the Deul; you'll find a river named "Chandana". If you want you will visit the river side.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
মাথুরাপুর মন্দিরকে স্থানীয়রা বলে থাকেন দেউল। দেউলটি দেখতে চাইলে আপনাকে মধুখালী থানায় পৌছাতে হবে। দেয়ালে টেরাকোটার কাজ করা এই দেউলটি উচ্চতা প্রায় ৯০ ফুট। দেউলের বাইরের দেয়ালের গায়ে কাদা দিয়ে তৈরি কিছু মূর্তি খচিত আছে। চন্দনা নদী দেউলের খুব কাছেই অবস্থিত। চাইলে আপনিও নদীর তীর থেকে ঘুরে আসতে পারেন।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Puthia Temple{:}{:bn}পুঠিয়া মন্দির{:}
[post_id] => 3008
[post_link] => http://offroadbangladesh.com/places/puthia-temple/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/puthia-temple21-300x225.jpg
[post_content] => {:en}
Puthia Temple Complex consists of a cluster of notable old Hindu temples in Puthia Upazila, Rajshahi Division, Bangladesh. Located 23 km to the east of Rajshahi city, it has the largest number of historic temples in Bangladesh. The temples were built by Hindu Zamindars Rajas of the Puthia Raj family who were noted philanthropists of Rajshahi. The temples have been built in terracotta in a variety of styles combining the typical Jor-bangla architecture with other influences. The Rajbari or Palace of the Raja of Puthia and the Dol Mancha are part of the complex. The temples are laid out around a lake with a sprawling lawn.
The Puthia Raj family was established by a holy man named Bhatsacharya, who lived in the 16th century. Raja Man Singh, governor of the Mughal emperor Akbar, confiscated the Jagir of the refractory pathan jagirdar of Rajshahi named Lashker Khan and bestowed the Zamindary on the saintly Bhatsacharya for his learning, but he declined. However, his son Pitambar was granted the Lashkarpur estate permanently. On his death, his son Nilambar received the title of Raja from Emperor Jahangir. The Puthia Royal Family estate was the second largest zamindary and the wealthiest in British Bengal. After India's partition, the then Pakistani government abolished the zamindary system and confiscated all Hindu properties. The Royal Family migrated to India shortly afterwards.
{:}{:bn}
এখানে বেশকিছু প্রাচীন হিন্দু মন্দির আছে। হিন্দু জমিদার রাজারা এবং পুঠিয়া পরিবার মন্দিরগুলো নির্মাণে সম্পৃক্ত ছিল। তেরাকোটায় নির্মিত মন্দিরটিতে বিভিন্ন প্রাণী ও অন্যান্য স্থাপত্য খোদাই করা আছে। মন্দির কমপ্লেক্সে আছে রাজবাড়ি এবং দলমাছা। এছাড়াও এখানে একটি লেক ও বাগান আছে। এছাড়াও এখানে আছেঃ
পঞ্চরত গোবিন্দ মন্দিরঃ ঈশ্বর কৃষ্ণর প্রতি উৎসর্গ করা আঠারোশ শতাব্দীতে নির্মিত পুঠিয়ার একটি মন্দির এটি।
ভুবেনেশ্বর শিব মন্দিরঃ রানি ভবানি এই মন্দিরটি নির্মাণ করেন ১৮২৩ সালে যেটি শিব মন্দিরগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ।
জগন্নাথ মন্দিরঃ হিন্দু ধর্মের ঈশ্বর জগন্নাথের প্রতি উৎসর্গ করা মন্দির এটি।{:}
)
)