Array
(
[0] => Array
(
[name] => {:en}Bisanakandi{:}{:bn}বিছানাকান্দি{:}
[post_id] => 7828
[post_link] => http://offroadbangladesh.com/places/bisanakandi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/10410793_10205865808218505_7613722895639363442_n-300x188.jpg
[post_content] => {:en}
Bisanakandi is situated at Bangladesh-India border in Sylhet. It is a landscape beauty among gardens and hills. Bichanakandi is a village situated in Rustompur Union under Guainghat Upazilla. This is where many layers of the Khasi mountain meet at a single point from both sides. Flowing from above is a high fall. Adding to its charm are dark clouds hugging the mountain in the rainy season. And flowing underneath towards Bholaganj is a branch of the Piyain. Along the stream flowing from high up in the mountain come huge boulders that are deposited and mined in Bisanakandi.
Much like Jaflong, Bichnakandi is mostly a quarry. Winter is not a suitable time to visit Bisnakandi due to mechanized mining and stone-laden boats and lorries. The absence of such nuisance makes the rainy season the perfect time to visit the beautiful Bisanakandi that coalesces the charms of high mountains, sinuous rivers, graceful falls and dancing clouds.
Source:
Visit Sylhet{:}{:bn}
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তম ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত একটি গ্রামের নাম বিছানাকান্দি। বাগান এবং পাহাড়ের নজরকাড়া সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রকৃতির এই অপরূপ লীলাভূমির উভয় প্রান্ত থেকে খাসি পাহাড় এসে যুক্ত হয়েছে। এখানে ঝর্ণার পাশাপাশি বর্ষাকালে কালো মেঘ পাহাড়গুলোকে আচ্ছাদিত করে ফেলে। এছাড়া এখানে ভোলাগঞ্জ অভিমুখে বয়ে গিয়েছে পিইয়াইন নদীর একটি শাখা। পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা বিশাল পাথরখণ্ডগুলো বিছানাকান্দিতে এসে পড়ে এবং পরবর্তীতে এই পাথরখণ্ডগুলোকে এখানেই ভাঙ্গা হয়।
জাফলং এর মত বিছানাকান্দিও একটি খনি এলাকা। পাথর বোঝাই নৌকা, ট্রাকের আনাগোনা এবং পাথর উত্তোলনের কারনে শীতকাল বিছানাকান্দিতে আসার জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। তবে, বর্ষাকালে এখানে পাথর উত্তোলনের ফলে সৃষ্ট দূষণ না থাকায় আপনি এখানে এসে উঁচু পাহাড়, শান্ত নদী, মায়াবি ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি রোদ ও মেঘের লুকোচুরি উপভোগ করতে পারবেন।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}China Matir Pahar{:}{:bn}চিনামাটির পাহাড়{:}
[post_id] => 5185
[post_link] => http://offroadbangladesh.com/places/china-matir-pahar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/China-matir-pahar-aminul-hassan1-300x113.jpg
[post_content] => {:en}
Along with enjoying the blue lake of birisiri, you can explore the china clay hill around the lake area. There are several hillocks around the lake. You can climb few of those to get the feelings of hiking.
The reason behind exploring the clay hill is its colorful soil. You'll possibly find almost every color there from the rainbow. Sometimes you might feel that the soil was burnt or something like that, but it’s the natural clay having such color.
{:}{:bn}
বিরিসিরির নীল পানির লেকটি উপভোগের পাশাপাশি আপনি লেকের পাশের চিনামাটির পাহাড়টিও ঘুরে দেখতে পারেন। লেকের পাশে বেশকিছু টিলা রয়েছে। আপনি টিলাগুলোতে চড়ে হাইকিং এর অনুভুতি অর্জন করতে পারেন। চিনামাটির পাহাড়ের রঙ্গিনমাটি আপনাকে মুগ্ধ করবে। এখানকার মাটিতে রঙধনুর প্রায় সবকটি রঙই দেখতে পাবেন। আপনার মনে হতে পারে যে পাহাড়ের মাটি কোনভাবে পুড়ে গিয়েছে কিন্তু প্রাকৃতিকভাবেই এখানকার মাটির রঙ এমন।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Keokradong{:}{:bn}কেওক্রাডং{:}
[post_id] => 1004
[post_link] => http://offroadbangladesh.com/places/keokradong/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Keokradong-300x215.jpg
[post_content] => {:en}
Keokradong is the second highest mountain of Bangladesh, about 4,035 ft (1,230 meters) high from the sea level. It is situated 30 km away from the Ruma Sadar Upazila of Bandarban District. This remote area is full of natural beauty, consisting of small and big mountains and hills. This area is covered with dense forests, birds and animals.
Keokradong is located on the border between Bangladesh and Myanmar. You may be surprised after seeing its beauty. This natural beauty may attract the mind of the adventurous people. It is visited by many adventurous tourists in winter. Dazzling beauty of green hill, cool fountains, zigzag paths, hilly road side, hide and seek game of clouds on the top of the hill; all of these are simply mind-blowing.
{:}{:bn}
বাংলাদেশের দ্বিতীয় সর্বচ্চ পাহাড় হল কেওক্রাডং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০৩৫ ফুট (১,২৩০) মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি বান্দরবান জেলার রুমা সদর উপজেলায় বাংলদেশ ও মায়ানমারের সীমান্ত এলাকায় অবস্থিত। ছোট বড় পাহাড়, ঘন জঙ্গল, এবং নানা ধরনের পশুপাখিতে পরিপূর্ণ এই দুর্গম এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি অবাক হবেন। রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে কেওক্রাডং এক অন্যরকম আকর্ষণের নাম। শীতকালে অ্যাডভেনচারপ্রেমী বহু পর্যটক এই পাহাড়টি দেখতে আসেন। এখানকার আকর্ষণের মধ্যে রয়েছেঃ সবুজ পাহাড়ের তাক লাগানো সৌন্দর্য, ঝর্ণাধারা, আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং পাহাড়ের উপর থেকে মেঘের লুকোচুরি।
{:}
)
[3] => Array
(
[name] => Batali Hill
[post_id] => 929
[post_link] => http://offroadbangladesh.com/places/batali-hill/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/01/Batali-Hill-PC-Ibrahim-Khalil1-300x225.jpg
[post_content] =>
The Batali Hill is the highest hill within the Chittagong Metropolitan area. From the peak of the Batali Hill, one can have a bird’s eye view of the city. A large number of people ascends to the top of the hill to fill their lungs with fresh air and to enjoy the breathtaking scenery of the sunset in the Bay of Bengal.
Batali Hill is the highest hill in the city of Chittagong, Bangladesh. It is located near the Tiger Pass crossing, about 1 kilometer from the center of the city, and falls under the Pahartoli Thana.
The hill is about 280 feet high. However, the hill faces threats of erosion and landslides due to illegal hill-cutting activities. In June, 2007, a massive landslide in the area surrounding Batali Hill killed at least 128 people.
Foy's Lake, the largest man-made lake in Chittagong, is situated next to the hill. There is also an Eternal Flame ("Shikha Onirban") commemorating the Bangladesh Liberation War martyrs.
)
)