Array
(
[0] => Array
(
[name] => River Turag
[post_id] => 7172
[post_link] => http://offroadbangladesh.com/places/river-turag/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Turag-River-Dhaka-021-300x225.jpg
[post_content] =>
River Turag (তুরাগ নদী) is an upper tributary river of the Buriganga River, and flows beside the Dhaka. The condition of the river is not good during the dry season. It uses to be polluted severely, and the water seems black in most of the places with a pungent smell.
The river Turag uses to inundate it’s both bank during the rainy season. Though the river is a narrow one, but for this inundation it looks like a massive river during this time. Lot of fishermen use to catch fish from this river. But due to the pollution (from industry around) the count of fish decreasing day by day. That's why those fishermen are struggling these days for fishing and migrating into other occupations for living.
)
[1] => Array
(
[name] => {:en}Kongsha Nodi{:}{:bn}কংস নদী{:}
[post_id] => 5192
[post_link] => http://offroadbangladesh.com/places/kongsha-nodi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Kongsho-nodi-Arif-Hasan1-300x225.jpg
[post_content] => {:en}
Kangsha (কংস), a river from Bangladesh (বাংলাদেশ). It has several names, Kangsha (কংস), Kangshai (কংসাই), Kangshabati (কংসবতী), etc. This flows through Mymensingh (ময়মনসিংহ) and Netrakona (নেত্রকোনা). All of the photos of this river were taken from Netrakona (নেত্রকোনা).
The river is originated from the Garo Hills (গারো পাহাড়) of India and flows as Kongsho (কংস), and later joined with the Shomeswari (সোমেশ্বরী) river at Jaria-Jhanjail (জারিয়া-ঝান্জাইল). The river kept the name Kangsha (কংস) after joining together.
Near the bridge you'll find two bazaar at either side. One is Jaria (জারিয়া), and other one is Jhanjail (ঝান্জাইল). People used to call this place as Jaria-Jhanjail (জারিয়া-ঝান্জাইল) together.
During its course the river become too narrow and before demising it has joined with another great river of Bangladesh, Shurma (সুরমা), at Sunamganj (সুনামগঞ্জ).
All the photos of this article were taken from the car while crossing the Kongsho Bridge at Jaria-Jhanjail. GPS coordinate of the bridge at (25° 0'46.59"N, 90°38'50.00"E)
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম এই নদীটির বিভিন্ন নাম রয়েছে যেমনঃ কংস, কংসাই, কংসবতী ইত্যাদি। ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার মধ্যে দিয়ে এই নদীটি বয়ে গিয়েছে। ভারতের গারো পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই নদীটি কংস নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং জারিয়াঝানজাইল নামক স্থানে সোমেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে। সোমেশ্বরী নদীর সাথে মিলিত হবার পর নদীটির নাম কংসই রয়েছে।
কংস সেতুর কাছে নদীর উভয় প্রান্তে দুটি বাজার রয়েছে। একটি বাজারের নাম জারিয়া এবং অপরটির নাম ঝানজাইল। স্থানীয়রা এই জায়গাটিকে জারিয়া ঝানজাইল নামে বলে আসছে। ধীরে ধীরে নদীটির চলার পথ সরু হয়ে এসেছে এবং সুনামগঞ্জে এই নদীটি বাংলাদেশের অন্যতম নদী সুরমার সাথে মিলিত হয়েছে।
জিপিএস এ কংস নদীর অবস্থান হল (২৫°০'৪৬.৫৯"উ, ৯০°৩৮'৫০.০০"পু)
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Shomeswari River{:}{:bn}সোমেশ্বরী নদী{:}
[post_id] => 5208
[post_link] => http://offroadbangladesh.com/places/shomeswari-river-birisiri/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Boat-at-someswari-Ariful-Haque-Bhuiyan1-300x182.jpg
[post_content] => {:en}
Shomeswari River (সোমেশ্বরী নদী), one of the most beautiful rivers of Bangladesh, located at the Netrakona (নেত্রকোনা) District. During the Birisiri (বিরিশিরি) tour, any traveler must have to meet with this river. River is shallow during winter, but fierce during rainy season for its enormous flow.
The river is created from the streams from the Garo Hill (গারো পাহাড়) at the north of our country in India. Entered at Bangladesh through the Bijoypur (বিজয়পুর) of Netrakona. The bank of the river is a bit higher compare to others from Bangladesh.
Near to the Birishiri (বিরিশিরি) town, the river segregated into two. One is called old Shomeswari (সোমেশ্বরী নদী), which later shrunk in size. The other one (new one) later joined with river Kongsho (কংশ নদী) and keep that name Kongsho (কংশ নদী) until joined with river Shurma (সুরমা নদী).
During winter, the level of the water at Shomeswari River stays very low and anyone can cross the river by walking. During rainy season, you can hire engine boat and have some boat journey. It is recommended to visit the river during rainy season to enjoy the maximum beauty.
{:}{:bn}
নেত্রকোনার বিরিশিরিতে আসলে আপনাকে অবশ্যই বাংলাদেশের অন্যতম সুন্দর এই নদীটি দেখতে হবে। শীতকালে সোমেশ্বরী নদীতে পানি কম থাকে তাই পায়ে হেটেই নদীটি পাড় হওয়া যায়। তবে, বর্ষাকালে এই নদীটির পানি অনেক বেড়ে যায় বিধায় নৌকা ছাড়া নদীটি পাড় হওয়া অসম্ভব। পানিতে পরিপূর্ণ এই নদীটির সৌন্দর্য উপভোগ করতে বর্ষাকালই এখানে আসার সবচেয়ে ভাল সময়। ভারতের গারো পাহাড় থেকে উৎপত্তি হয়ে সোমেশ্বরী নদীটি নেত্রকোনার বিজয়পুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেশের অন্যান্য নদীর তুলনায় এই নদীর পাড় খানিকটা উঁচু।
বিরিশিরির কাছে সোমেশ্বরী নদীটি দু ভাগ হয়েছে। একটি ভাগের নাম পুরাতন সোমেশ্বরী যেটি পরবর্তীতে সংকীর্ণ হয়ে গিয়েছে। অপর অংশটি কংশ নদীর সাথে মিলিত হয়ে কংশ নামধারন করে সুরমা নদীর সাথে মিলিত হয়েছে।
{:}
)
[3] => Array
(
[name] => Narsingdi Meghna River Branch
[post_id] => 12026
[post_link] => http://offroadbangladesh.com/places/narsingdi-meghna-river-branch/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/IMG_20150703_1046113041-300x169.jpg
[post_content] =>
Mighty river Meghna's branch is located eastward to the Narsingdi Sadar. It is used as a river ghat to move in various directions from Narsingdi District. If someone pays a visit there at the Ghat, he/she may observe a cluster of wood made engine boats awaiting for passengers. It is a place largely of gatherings all the day long. The launch terminal is just steps away from this Ghat.
There are some attractions around the river ghat that make people wondering this place at their leisure time. Some remarkable are Ansar Camp, Saw mill (wood market), Store house of Jute (built in British period) and a rice mill belonging a large brick made platform.
Every year in a certain time a large number of people gather around this place to watch traditional boat race ( নৌকা বাইচ) in live and during the vacation of Eid people move there with their friends & family to enjoy a charming view of Meghna River Branch.
)
)