Array
(
[0] => Array
(
[name] => {:en}Korotia Zamindar Bari and Mosque{:}{:bn} করটিয়া জমিদার বাড়ি ও মসজিদ {:}
[post_id] => 5300
[post_link] => http://offroadbangladesh.com/places/korotia-zamindar-bari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Karatia-Zamindar-BariRokia-Mahal-BD-explorer1-300x192.jpg
[post_content] => {:en}
Korotia Zamindar Bari (করটিয়া জমিদার বাড়ি) is located at the Korotia of Tangail (করটিয়া, টাঙ্গাইল). The famous Zamindar (জমিদার) of Tangail, Wajed Ali Khan Panni (ওয়াজেদ আলী খান পান্নি) built that palace beside the Putia River (পুটিয়া নদী) at Korotia (করটিয়া). The whole Zamindar palace premise having 1000m x 500m dimension comprises of lot of old buildings and ponds.
The main gate of the building is currently locked and no outsiders are entertained to have an entry. So if you go there, make sure you can have an entry, or you have to return from there without visiting that archaic building. According to the local people, the palace is open for public at 1st and 12th boishak (বৈশাখ) of Bengali calendar, and the two Eid days.
Near the Zamindar Bari (জমিদার বাড়ি) an old mosque is available. The mosque is having eight domes in two rows. First row is having five equal sized smaller domes and the second one is having three domes where middle one is the largest. At the eastern side of the mosque, a 15 feet tall minaret is available with old stairs. I don't know the exact built date of the mosque. If you know, you can share as a comment at below.
{:}{:bn}
টাঙ্গাইলের করটিয়ায় পুটিয়া নদীর পাশে ওয়াজেদ আলী খান পন্নী এই বিখ্যাত জমিদারবাড়িটি নির্মাণ করেন। ১০০০ মিটার x ৫০০ মিটার এলাকায় অবস্থিত জমিদারবাড়ির আশেপাশে বেশকিছু প্রাচীন ভবন ও পুকুর রয়েছে।
জমিদারবাড়ির মূল ফটকটি বর্তমানে তালাবদ্ধ রাখা হয় এবং বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়না। তাই এই জমিদারবাড়িটি দেখতে গেলে নিশ্চিত করে যাওয়া উচিত যে আপনি ভিতরে ঢুকতে পারবেন। অন্যথায় এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাকে না দেখেই ফিরতে হবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, বাংলা বৈশাখ মাসের এক এবং বারো তারিখে ছাড়াও দুই ঈদের দিন জমিদারবাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জমিদারবাড়ির কাছেই রয়েছে একটি প্রাচীন মসজিদ। মসজিদটিতে দুই সারিতে আটটি গম্বুজ রয়েছে। প্রথম সারিতে পাঁচটি একই আকারের ছোট গম্বুজ রয়েছে এবং দ্বিতীয় সারির তিনটি গম্বুজের মধ্যে মাঝেরটি আকারে বড়। মসজিদের পূর্বদিকে পুরাতন সিঁড়ি বিশিষ্ট একটি ১৫ ফুট উঁচু মিনার রয়েছে। মসজিদটির নির্মাণের সময় সম্পর্কে জানা যায়নি।
{:}
)
[1] => Array
(
[name] => Hajong Mata Roshimoni Monument
[post_id] => 5189
[post_link] => http://offroadbangladesh.com/places/hajong-mata-roshimoni-monument/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Hajong-mata-roshimoni-monument-BD-Explorer1-300x192.jpg
[post_content] =>
On the way of BDR camp of Bijoypur, you'll find a monument. This monument was built for remembering the courageous sacrifice of Hajong Roshimoni (হাজং রশিমনি). She was killed during the Tonk Andolon (টনক আন্দোলন). The GPS coordinate of the monument is (25° 9'27.72"N, 90°39'32.31"E).
That event was actually taking position against the barbarian ruler of that area. The Shushong King/Zamindar (সুসংগ রাজা/জমিদার) was the owner of all lands and local people were only allowed to cultivate there. They were forced to pay a portion from their crops, no matter how good or bad the harvest is. This cruel rule just crippled the farmers economically. So they have decided to stand against the ruler under the banner of Hajong Roshimoni (হাজং রশিমনি) who was later killed.
The monument is simple in design and may not be an attractive structure to you, but if you know the history behind, you may find this interesting. The book Bangladesher Krishoker Shongram (বাংলাদেশের কৃষকের সংগ্রাম) by Shotten Sen (সত্যেন সেন) has more detail about this courageous lady.
)
[2] => Array
(
[name] => Shamadhi of Birsresta Mohiuddin Jahangir
[post_id] => 3592
[post_link] => http://offroadbangladesh.com/places/shamadhi-of-birsresta-mohiuddin-jahangir/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/P_20150913_174832_1_p-300x169.jpg
[post_content] =>
Captain Mohi Uddin Jahangir was born in Rahmatganj village of Barisal. In 1967, 5th October he joined Kakulistan military academy of Pakistan. He earned commission in June 2nd 1968. In sector 7 of Mukti-Bahini, he was an officer. In 1971, he was killed while trying to break through the defenses. He was killed close to the Mahananda River. He was awarded Birsrestho by the Government of Bangladesh later for his supreme sacrifice during 1971. The main gate of cantonment known as the Jahangir gate is named after him. He was buried close to Choto Sona Mosque.
)
[3] => Array
(
[name] => {:en}MAG Osmani Museum{:}{:bn}ওসমানী জাদুঘর{:}
[post_id] => 4406
[post_link] => http://offroadbangladesh.com/places/mag-osmani-museum/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Osmani-Museum-Dr.Syed-Zaghlul-Ali31-300x169.jpg
[post_content] => {:en}
MAG Osmani Museum is a museum in Sylhet, Bangladesh. The ancestors’ home of Bangabir General Muhammad Ataul Gani Osmani, the Commander-in-Chief of Bangladesh Forces (12 April 1971 - 7 April 1972) has been transformed into today’s famous “Osmani Museum”. It is situated at the heart (Dhopa Dighir Par) of the Sylhet City Corporation area in renowned Sylhet Division of Bangladesh.
It is about 12 km from the Sylhet Osmani International Airport and 3 km from the Sylhet Railway Station. Maintained and organized by the Bangladesh National Museum, this museum has been established to pay rich tribute to the great hero of Bangladesh for his outstanding accomplishments. This will surely act as a stimulus to the future generations. The foundation stone was laid on 16 February 1985 and it was inaugurated on 4 March 1987 by the then president of Bangladesh H M Ershad.
‘Nur Manzil’ is by and large a tin shade building having few rooms and other amenities including an exquisite piazza in the front. One has to cross few meters from the main gate to reach the Museum. A huge portrait of the General, placed in the center of the entrance hall greets the visitors. Receptionist welcomes the guests. One has to write name and address in the register placed in the reception. A befitting sitting place is also available in the lobby.
This historic museum comprises three galleries, where personal belongings of General Osmani and a good number of historical photographs are preserved befittingly. On both western and eastern side of the building there exist two small rooms, where Assistant Keeper and Care Taker’s office are situated.
{:}{:bn}মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক (১২ এপ্রিল ১৯৭১-৭ এপ্রিল ১৯৭২) বঙ্গবীর জেনারেল মুহাম্মাদ আতাউল গনি ওসমানীর পৈতৃক নিবাসটিকে বর্তমানে ‘ওসমানী জাদুঘর’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জাদুঘরটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কিলোমিটার এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানীর মহান অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। এই জাদুঘরটির রক্ষনাবেক্ষনের করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ১৯৮৫ সালের ১৬ই ফেব্রুয়ারি এই জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ১৯৮৭ সালের ৪ঠা মার্চ এই জাদুঘরটি উদ্বোধন করেন। এই জাদুঘরটি নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরনা জোগাবে।
‘নুর মঞ্জিল’ হলো কয়েকটি কক্ষ সমৃদ্ধ একটি টিনশেড ভবন যেটির সামনে রয়েছে একটি চমৎকার চত্বর। জাদুঘরে পৌছাতে হলে আপনাকে মূল ফটক থেকে কয়েক মিটার অতিক্রম করতে হবে। জাদুঘরে ঢোকার মুখেই অভ্যর্থনাকারীদের পাশাপাশি জেনারেল ওসমানীর একটি বিশাল প্রতিকৃতি আপনাকে স্বাগত জানাবে। আপনাকে অভ্যর্থনা কক্ষে রক্ষিত রেজিস্টারে আপনার নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। জাদুঘরের লবিতে বসার সুব্যাবস্থা রয়েছে। এই জাদুঘরের তিনটি গ্যালারীতে জেনারেল ওসমানীর ব্যবহার করা জিনিসপত্র ছাড়াও বেশকিছু ঐতিহাসিক ছবি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। জাদুঘর ভবনের পশ্চিম এবং পূর্ব প্রান্তে জাদুঘরের তত্ত্বাবধায়ক এবং সহযোগী তত্ত্বাবধায়কের কক্ষ অবস্থিত।{:}
)
)