Array
(
[0] => Array
(
[name] => {:en}Government Rajendra University College{:}{:bn}সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ{:}
[post_id] => 5858
[post_link] => http://offroadbangladesh.com/places/government-rajendra-university-college/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Government-Rajendra-University-College-240x300.jpg
[post_content] => {:en}
Rajendra Government University College is not far away from the main town. This college was established at 1918. Initially it was listed by the government. But later on 1968 it was listed by government. This is the oldest college from the town. Our famous poet "Jasim uddin" was a student of this institution, also he was working with the University of Kolkata from here for research purpose.
When entered inside the college premise, you have found an abandoned building. It was an academic building when this college was build. But accruing with the time, now some new buildings are raised up, and we don't need the old one. Inside the college building, the pillars from the corridor are really eye catching. The round pillars are ornate at the top, and it seems the mixture some British and Muslim culture.
{:}{:bn}
১৯১৮ সালে প্রতিষ্ঠিত রাজেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয় কলেজটি ফরিদপুর শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। ফরিদপুরের প্রাচীনতম এই কলেজটি প্রথমে বেসরকারি হলেও ১৯৬৮ সালে এটিকে সরকারিকরন করা হয়।
বিখ্যাত কবি জসীমউদ্দিন এই কলেজের ছাত্র ছিলেন। এখান থেকে তিনি গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতেন।
কলেজ প্রাঙ্গনে প্রবেশের পর আপনি একটি পরিত্যাক্ত ভবন দেখতে পাবেন। কলেজ প্রতিষ্ঠার সময় এই ভবনটি কলেজের একাডেমিক ভবন ছিল। কিন্ত সময়ের সাথে নতুন ভবন নির্মাণের ফলে পুরাতন ভবনটি আর কাজে আসছে না।
কলেজ ভবনের অভ্যন্তরে করিডরের পিলারগুলো এককথায় নজরকাড়া। নকশার কাজ করা পিলারগুলোর নির্মাণশৈলীতে মুসলিম এবং ইংরেজদের সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Shahjalal University of Science and Technology{:}{:bn}শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4307
[post_link] => http://offroadbangladesh.com/places/shahjalal-university-of-science-and-technology/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/1st-Ladies_Hall_Rossi1011-300x183.jpg
[post_content] => {:en}
Shahjalal University of Science and Technology (Bengali: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) also known as SUST is a state supported not-for-profit research university located in Sylhet, Bangladesh. It is also one of the nine PhD granting research universities of Bangladesh.
The university was founded by the Government of Bangladesh according to a university act in 1986 to give special importance in science and technology education. It is the first specialized science & technology university of the country. After SUST, seven more science and technology universities have been established in Bangladesh.
SUST is traditionally known for research and education in the physical sciences and engineering. It is one of the most selective higher learning institutions, and received 40,881 undergraduate applicants for 2012-2013 session—only admitting 1,385, an acceptance rate of 3.39%.
Shahjalal University of Science and Technology was established in 1986. The campus is located in Kumargaon, approximately five kilometers away from the heart of Sylhet City Centre. The university started its academic programme with three departments: physics, chemistry and economics. The first convocation of SUST was held on 29 April 1998 and the second convocation held on 6 December 2007.
SUST is the first university in Bangladesh providing whole campus free Wi-Fi access for students & staffs. The university introduced an integrated honors course for the first time in Bangladesh and it introduced the semester system (American credit system) from the 1996-97 session. According to the masterplan for the university, within a few years Shahjalal University of Science and Technology will be one of the finest institutions of the region.
The university students invented and introduced the paperless 24/7 SMS Based Automated Registration of Admission Test procedure for the first time in Bangladesh. Interested students can complete the registration process through mobile phone messages. The contemporary government launched the system on 13 September 2009. For the invention, the University won an Ambillion Award in a competition of South Asian countries in 2010 and National Award for E-Content and ICT for Development Award 2010. Now, most of the public universities in Bangladesh have adopted this process of registration.
{:}{:bn}শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) হল বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি সরকারি অলাভজনক গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে পিএইচডি ডিগ্রী দানকারী ৯ টি বিশ্ববিদ্যালয়ের একটি হল এটি।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গুরুত্ব প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পদার্থ, রসায়ন ও অর্থনীতি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন যথাক্রমে ২৯ এপ্রিল ১৯৯৮ এবং ৬ ডিসেম্বর ২০০৭ তারিখে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষায়িত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হল এটি। শাবিপ্রবির পর দেশে আরও সাতটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
পদার্থ বিজ্ঞান ও প্রযুক্তির ওপর পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ প্রদানের কারনে শাবিপ্রবির রয়েছে আলাদা সুনাম। মেধার চুলচেরা বিশ্লেষণ এবং তীব্র প্রতিযোগিতার কারনে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুবই কষ্টসাধ্য। ২০১২-১৩ শিক্ষা বছরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক মোট ৪০,৮৮১ জন দরখাস্তকারীর মধ্যে ১৩৮৫ জন ভর্তির সুযোগ লাভ করে।
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি ছাত্র, কর্মচারীদের জন্য পুরো ক্যাম্পাসে ওয়াইফাই প্রযুক্তি চালু করে। এছাড়াও দেশে প্রথমবারের মত এই বিশ্ববিদ্যালয় সমষ্টিগত অনার্স কোর্স চালু করে এবং ১৯৯৬-৭ শিক্ষাবছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু করে। বিশ্ববিদ্যালয়ের মহা পরিকল্পনা অনুযায়ী অচিরেই এই বিশ্ববিদ্যালয়টি অত্র অঞ্চলের সেরা বিদ্যাপীঠে পরিনত হবে।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সময় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের প্রক্রিয়া উদ্ভাবন করে। ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন সরকার এই প্রক্রিয়াটি চালু করেন। বর্তমানে বেশীর ভাগ সরকারি বিশ্ববিদ্যালয়তেই এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নিবন্ধন করা হয়ে থাকে। এই উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ শাবিপ্রবি ২০১০ সালে দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।{:}
)
[2] => Array
(
[name] => {:en}Dhaka University of Engineering and Technology{:}{:bn}ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 3553
[post_link] => http://offroadbangladesh.com/places/dhaka-university-of-engineering-and-technology/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Dhaka_University_of_Engineering_and_Technology_logo2-297x300.jpg
[post_content] => {:en}
Dhaka University of Engineering & Technology (DUET), Gazipur (Bengali: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Ḍhākā Prokoushol Ō Prayukti Bishshobiddalôe) or DUET is one of the reputed public university for the study of engineering in Bangladesh. The university offer four-year Bachelor degrees in Civil Engineering, Electrical and Electronic Engineering, Industrial and Production Engineering, Mechanical Engineering, Textile Engineering and Five-years Bachelor of Architecture. Only the Diploma in Engineering holders can avail themselves of enrolling here for Bachelor Degree in different branches of Engineering and Architecture. It is also one of the nine PhD granting research universities of Bangladesh.
Every year, around 540 students get enrolled in undergraduate programs to study engineering and architecture in this institution. In undergraduate admission test, only about top 10% students can get admitted among 5,000 selected candidates. The total number of teachers is about 300. The University has continued to expand over the last three decades. This includes the construction of new academic buildings, halls of residence.
The University originated in 1980 as College of Engineering at its temporary campus at Tejgaon, Dhaka under the University of Dhaka offering four years ' Bachelor degree in Civil, Electrical and Electronic, Mechanical Engineering 'to help meet the growing need for advanced engineering education in Bangladesh. After a short span of time, College of Engineering is renamed as Dhaka Engineering College (DEC). Then the DEC shifted to its present permanent campus Gazipur City in 1983. DEC was converted to Bangladesh Institute of Technology (BIT), Dhaka as a degree awarding Institute by the government ordinance in 1986 to find solutions to various problems it had been facing since its inception. The journey of BIT, Dhaka was not also so smooth. It faced many problems and could overcame some of the problems faced by DEC. To alleviate this situation, from September 2003, Dhaka University of Engineering & Technology (DUET), Gazipur was created out of BIT, Dhaka. DUET has ultimately turned into an Institution, which can now boost its commitment to quality engineering education and has established a good reputation all over the world for the quality of its graduate.
{:}{:bn}
প্রকৌশল বিষয়ে লেখাপড়া করার জন্য গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) হল দেশের অন্যতম জনপ্রিয় সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে ডিগ্রী অর্জন করা যায় সেগুলোর মধ্যে রয়েছেঃ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইণ্ডাসট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী এবং স্থাপত্যবিদ্যায় পাঁচবছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী। শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারীরা এই বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যার বিভিন্ন শাখায় ব্যাচেলর ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হতে পারে। এছাড়া বাংলাদেশের নয়টি পিএইচডি ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হল ডুয়েট।
প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৪০ জন ছাত্রছাত্রী প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হয়ে থাকে। প্রতিবছর ভর্তি পরীক্ষায় প্রায় ৫০০০ জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ১০% ছাত্রছাত্রী এখানে ভর্তির সুযোগ পেয়ে থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা প্রায় ৩০০ জন। নতুন একাডেমিক ভবন এবং বিভিন্ন ছাত্র ও ছাত্রী হল নির্মাণের মাধ্যমে বিগত তিন দশকে এই বিশ্ববিদ্যালয়টির প্রসার ঘটেছে।
বাংলাদেশে প্রকৌশলবিদ্যায় উচ্চশিক্ষা প্রদানের প্রয়োজনীয়তা মেটাতে ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার তেজগাঁওয়ের অস্থায়ী এই বিশ্ববিদ্যালয়টি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সেসময় এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী অর্জন করা যেতো। কিছুদিন পরই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ (ডিইসি) এবং ১৯৮৩ সালে ডিইসিকে গাজীপুরের স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলায় ১৯৮৬ সালে সরকারের অর্ডিন্যান্সের মাধ্যমে ডিইসিকে বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি (বিআইটি) ঢাকাতে রুপান্তরিত করা হয়। ডিইসির সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার সমাধান করতে পারলেও বিআইটির যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না কারন বিআইটিকেও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাই সমস্যার সমাধানকল্পে ২০০৩ সালের সেপ্টেম্বরে বিআইটিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রুপান্তর করা হয়। একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি ডুয়েট বর্তমানে প্রকৌশলের উপর মানসম্মত শিক্ষা প্রদান করছে এবং এখান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উঁচু মানের কারনে বিশ্বব্যাপী খ্যাতিও অর্জন করেছে।
{:}
)
[3] => Array
(
[name] => Jatiya Kabi Kazi Nazrul Islam University
[post_id] => 21960
[post_link] => http://offroadbangladesh.com/places/jatiya-kabi-kazi-nazrul-islam-university/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/10/JKKNIU-10-300x169.jpg
[post_content] =>
Jatiya Kabi Kazi Nazrul Islam University is the first and only public university established in memory of great national poet Kazi Nazrul Islam of Bangladesh. It is in a place popularly known as Battala (shade of banyan tree) at Trishal Upazilla of Mymensigh district.
The university was established by the government of Bangladesh on 1 March 2005, though the initiative was taken some years before firstly by a non-official group of socio-cultural local elites: Greater Mymensingh Cultural Forum. The university was originally conceived to be the first culture-based university in Bangladesh, but the University Act of 2006 made it a general university with a special focus on liberal arts education and activities. The academic program of the university started effective from 3 June 2007 with four departments under two faculties: the three departments of Bengali Language & Literature, English Language & Literature, and Music under the Faculty of Arts and the single Department of Computer Science and Engineering under the Faculty of Science & Engineering. Two more departments were established the next year under two new faculties: the Department of Accounting and Information Systems under the Faculty of Business Administration and the Department of Economics under the Faculty of Social Science. Two other departments were opened in the academic year 2009-2010 under two faculties: the Department of Finance and Banking under the Faculty of Business Administration and the Department of Fine Arts under the Faculty of Arts. Four additional departments were established in the academic year 2010-11 under four existing faculties, i.e., the Department of Dramatics under the Faculty of Arts, Department of Electronics & Communication Engineering under the Faculty of Science & Engineering, Department of Public Administration under the Faculty of Social Sciences, and the Department of Human Resource Management under the Faculty of Business Administration. Folklore department under Faculty of Arts will start in 2014. As of September 2014, there were in all thirteenth departments under the four faculties of JKKNIU.
)
)