Array
(
[0] => Array
(
[name] => {:en}Korapur Mia Bari Mosque{:}{:bn}কড়াপুর মিয়াবাড়ি মসজিদ{:}
[post_id] => 6625
[post_link] => http://offroadbangladesh.com/places/korapur-mia-bari-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Mia-Bari-Mosque-Korarpur-Barisal-011-300x225.jpg
[post_content] => {:en}
Korapur Mia Bari Mosque (কড়াপুর মিয়াবাড়ি মসজিদ) is an old mosque from the Barisal district (বরিশাল জেলা). The mosque is located at the Mia Bari (মিয়া বাড়ি) of that area. It is believed that the mosque was built during 18th century. They have painted the mosque recently, and also doing some sort of restoration now. And thus it lost its antiquity entirely.
This mosque is built over a high plinth. Or, may be its better to call it a high basement instead of a plinth. Inside the basement it has several rooms at ground floor. These days it is being used as a resident for the student of nearby Madrasa (মাদ্রাসা). There is a wide stair available to reach at the mosque that is at the second floor.
It is a rectangular shaped mosque having three small sized domes at the top where the middle one is slightly larger than the other twos. The mosque has total eight minarets with four at front and four at the back side walls. Apart from these, there are several small minarets available in between. All the minarets and the upper portion of the mosque is highly decorated. At the eastern side of the mosque it has a very large water pond.
{:}{:bn}
বরিশাল সদরের উত্তর কড়াপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। বরিশাল জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ হলো কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। মনে করা হয়ে থাকে ১৮শ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়। সাম্প্রতিককালে কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি রঙ করা হয়েছে এবং বর্তমানে এটির মেরামত কার্যক্রম অব্যাহত আছে। এ কারনে এই মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্যগুলো পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে।
উঁচু বেসম্যাণ্টের উপর এই কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি নির্মাণ করা হয়েছে। নীচতলায় বেসম্যাণ্টের অভ্যন্তরে কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো মসজিদের নিকটে অবস্থিত মাদ্রাসার ছাত্রদের থাকার কাজে ব্যবহার করা হচ্ছে। মসজিদে প্রবেশ করার জন্য দোতলায় একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে।
আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের সামনের দেয়ালে চারটি মিনার এবং পেছনের দেয়ালে চারটি মিনার সমেত মোট আটটি মিনার রয়েছে। এছাড়া সামনের এবং পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে কয়েকটি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ এবং সবগুলো মিনারে ব্যাপকভাবে কারুকাজ করা হয়েছে। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের পূর্বদিকে একটি বিশালাকারের পুকুর রয়েছে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Zinda Pir Mosque{:}{:bn}জিন্দা পীরের মসজিদ{:}
[post_id] => 6753
[post_link] => http://offroadbangladesh.com/places/zinda-pir-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Bagerhat-Jinda-Pir-Mosque-011-300x225.jpg
[post_content] => {:en}
Zinda Pir Mosque (জিন্দা পীরের মসজিদ) is very near from the Khan Jahan Ali Mazar. This is a small square shaped mosque having a dimension 6x6 (in meter). It has a single dome at the top. The Eastern side of the wall has three doors and other twos (not Western) are having a single door. This mosque was in ruin and restored during 2002.
During that restoration process the mosque has lost its most of the antiquities. They believe the guy who built this mosque was a holy man. He was reciting the Holy Quran one day and disappeared. That's why the believe that the guy is not dead yet. And hence they call him Zinda Pir (জিন্দা পীর), and call the mosque as Zinda Pir Mosque (জিন্দা পীরের মসজিদ). In English, the word Zinda Pir (জিন্দা পীর) means an alive holy man. This story doesn't have any authentic source to believe. It is simply the way they believe this. This mosque premise has a lot of old graves around. Those are not having any naming and that's why it is unsure about the graves. Also it has a Mazar (মাজার) near the mosque and lot of people pray on there.
{:}{:bn}খান জাহান আলী মাজারের খুব কাছেই জিন্দা পীরের মসজিদ অবস্থিত। ছোট বর্গক্ষেত্রাকার এই মসজিদের ব্যাপ্তি ৬মিটারx৬ মিটার। একগম্বুজ বিশিষ্ট এই মসজিদের পূর্ব দিকের দেয়ালে তিনটি দরজা আছে এবং পশ্চিমদিক ব্যাতিত বাকি দুই দিকের দেয়ালে একটি করে দরজা আছে। ২০০২ সালে ধ্বংসপ্রাপ্ত এই মসজিদটিকে মেরামত করা হয়। তবে, মেরামতের সময় মসজিদটি এটির প্রাচীনতা অনেকাংশেই হারিয়েছে। স্থানীয়রা মনে করেন একজন বুজুর্গ ব্যাক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন যিনি কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় একদিন অদৃশ্য হয়ে যান। একারণে মনে করা হয়ে থাকে যে ঐ ব্যাক্তি এখনও জীবিত আছেন আর তাই তাঁকে জিন্দা পীর বলা হয় এবং মসজিদটিকে বলা হয় জিন্দা পীরের মসজিদ। ইংরেজিতে জিন্দা পীরের অর্থ জীবন্ত পবিত্র ব্যাক্তি। এই গল্পটির কোন বিশ্বাসযোগ্য সূত্র নেই তবে স্থানীয়রা এমনটাই বিশ্বাস করে থাকে। মসজিদের প্রাঙ্গনে বেশকিছু পুরাতন কবর রয়েছে তবে কোন নামফলক না থাকায় এসব কবর সম্পর্কে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি। মসজিদের কাছে একটি মাজারও আছে যেখানে প্রচুর মানুষ প্রার্থনা করে থাকে।{:}
)
[2] => Array
(
[name] => Kherua Masjid
[post_id] => 4643
[post_link] => http://offroadbangladesh.com/places/kheruwa-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Kherua-Mosque1-Sabbir-Sohan1-300x162.jpg
[post_content] =>
It was built at a time when Sultani era was at its end and Mughal era had just set in. According to the inscription found in the mosque, it was built by Nawab Mirza Murad Khan, son of Jawahar Ali Khan Kakshal, in 1582 AD (989 Hijri).
The end of the 16th century AD is regarded as a tumultuous period in the history of Bengal due to anti-Mughal resistance spearheaded by the Bara Bhuiyans. During this era, the region, mentioned as ‘Sherpur Morcha’ in Ain-i Akbari by abul fazal, was the stronghold of the Kakshal rebels. They expressed solidarity with the bara bhuiyans of Bengal and the Afghan leader Masum Khan Kabuli. In fact Khherua mosque came into being to serve the community. As it was built while a political crisis was going on, a degree of negligence is evident in the construction and ornamentation of the mosque.
The rectangular mosque is 17.34 meters long from north to south while 7.5 meters wide from west to east. Its dimension from inside is 13.72 meters long and 3.8 meters wide. The walls are about 1.83 meters thick. The mosque has three entrances on the east, of which the central one is bigger than the two on its sides. Also, there is an entry on each side on the north and the south. Inside the mosque, on the west wall, there are three half-cylindrical concave mihrabs within a rectangular frame. The one in the middle is bigger than the other two and all three are devoid of any ornamentation.
Kherua mosque has three domes in a row, which look like three bowls of same size placed upside down. There is no motif or ornamentation on the domes. The construction looks similar to that of Sultani era. The two sides of the cornice are slightly curved taking after the traditional hut of Bengal. This type of roof treatment is seen in most of the 15th century architectural works. In the front walls some paneling work was done. There was some ornamentation with terracotta tiles, which are no longer there now. There were two inscriptions engraved on the two sides of the central entrance. One inscription is still there while the other is being preserved in the Karachi Museum. From the shape of the stone used for the inscription, it is assumed that the piece was the part of a statue; and the inscription was inscribed on the backside of the statue and placed on the wall. Kherua Mosque demands a great importance as an example of early mughal mosques in Bengal.
)
[3] => Array
(
[name] => Tin Gombuj Mosque
[post_id] => 5823
[post_link] => http://offroadbangladesh.com/places/tin-gombuj-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] =>
This spot is located in Shibganj Upazila of Chapai Nawabganj district. Tin Gomguj mosque is a special attraction of the Mughal era. There are 3 entrances and 3 mihrabs inside the mosque. The architecture of the mosque is not much artistic. Locals pray in this mosque frequently.
)
)