Array
(
    [0] => Array
        (
            [name] => {:en}Mohera Zamindar Bari{:}{:bn}মহেরা জমিদার বাড়ী{:}
            [post_id] => 5309
            [post_link] => http://offroadbangladesh.com/places/mohera-zamindar-bari/
            [thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Ananda-Lodge-Mohera-Jomidar-Bari-13-300x225.jpg
            [post_content] => {:en}
It is not sure but people believed that they have started their Zamindari somewhere around 1890. First Zamindar (জমিদার) was Kalichoron Shaha (কালিচরণ সাহা). Beside their Land Lordship, they have conducted trading related to Jute and Salt. They were the owner of huge land properties from different part of Bangladesh. During country division and war, most of them moved into India. Only very few are living at Tangail. Their attractive edifices are now become a tourist spot. Since they were rich, people says they have built those building before establishing their Zamindari (জমিদারী). Mohera Zamindar Bari has several main buildings. Each of those are presented below with short description.
Chowdhury Lodge (চৌধুরী লজ): After entering the Zamindar mansion premise through the main gate, Choudhury Lodge is the first building that you'll find. It’s a pink colored building having Roman/Greek styled pillars at the front side. The rich ornate building is having corrugated at the roof from inside.
Its a two stored building having a garden in front of it. This building is beautiful from the back side too. There is a playground for the kids available there.
Ananda Lodge (আনন্দ লজ): In my opinion, Ananda lodge is the most stylish building from the entire premise. This building has a touch of white and blue. It has eight columns in front of the building.
Most attractive part of the building is the small hanging balcony at second floor. It seems like someone like Juliet used to pass her afternoon there. This building has a lovely garden at front side.
Moharaj Lodge (মহারাজ লজ): This is a pink colored building having byzantine design. Similar to other buildings it has 6 columns at the front side. The stair in front of the building has a curved railing which just increased its beauty.
Similar to other buildings it is a two storied building having a garden at front. Behind the garden has a tennis court. The Moharaj Lodge and the Ananda Lodge are adjoining.
Kalichoron Lodge (কালিচরণ লজ): This building is built during the last portion of the Jomidari Era. Thats why this one is looking different than other three. It is having more rooms compare to any others from the premise.
Architecture of the building is somewhat similar to the colonial era buildings. The shape of the building is like the letter 'U' in English alphabet. During the noon-afternoon, you'll find a play of light and shadow for that shape from the inside of the building.
Other Edifices (অন্যান্য ভবন): Beside the attractive arhitectured buildings, the Zomidar premise has other buildings named as Kachari Bhobon(কাচারী ভবন), Nayeb Bhobon(নায়েব ভবন), Rani Bhobon(রানী মহল), etc. Also you'll find several large ponds around the premise. Those are named as Bishaka Shagor, Poshra Shagor, etc.
1. Kachari Bhobon(কাচারী ভবন)
2. Nayeb Bhobon(নায়েব ভবন)
{:}{:bn}
নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা বিশ্বাস করেন যে এই অঞ্চলে জমিদারী প্রথার আরম্ভ হয়েছিল ১৮৯০ সালের দিকে। কালীচরণ সাহা ছিলেন এখানকার প্রথম জমিদার। এখানকার জমিদাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমান ভুসম্পত্তির মালিক ছিল এবং জমিদারী করার পাশাপাশি তাঁরা এখানে পাট ও লবনের ব্যাবসাও করত। দেশ বিভাগ এবং স্বাধীনতা যুদ্ধের সময় বেশীরভাগ জমিদার ভারতে চলে যান তবে টাঙ্গাইলে কিছু জমিদার এখনও বাস করছে। তাঁদের আকর্ষণীয় প্রাসাদগুলো বর্তমানে পর্যটন স্পটে পরিনত হয়েছে। যেহেতো জমিদারেরা ধনী ছিলেন তাই স্থানীয়রা মনে করেন এসব জমিদারবাড়ি জমিদারী প্রথা চালু হওয়ার পূর্বেই নির্মাণ করা হয়েছিল।
মহেরা জমিদার বাড়িতে কয়েকটি ভবন রয়েছে। নিম্নে এসব ভবনের বর্ণনা প্রদান করা হলঃ
চৌধুরী লজঃ মূল ফটক দিয়ে জমিদারবাড়ির সীমানায় প্রবেশ করলে সর্বপ্রথম চৌধুরী লজ আপনার চোখে পরবে। গোলাপি রঙের এই ভবনের সামনের দিকে রোমানশৈলীতে নির্মিত পিলার রয়েছে। চমৎকার নকশাখচিত এই ভবনের ভেতরের ছাদটি ঢেউ খেলানো। দোতলা এই ভবনের সামনে বাগান রয়েছে এবং শিশুদের খেলার মাঠ রয়েছে। এছাড়া ভবনের পেছনদিকটাও বেশ দৃষ্টিনন্দন।
আনন্দ লজঃ আনন্দ লজকে বলা যেতে পারে এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন। সাদা ও নীল রঙের ছোঁয়াসমৃদ্ধ ভবনটির সামনে আটটি কলাম রয়েছে। এই ভবনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিন তলার ঝুলন্ত বারান্দা। এছাড়া আনন্দ লজের সামনে একটি চমৎকার বাগান রয়েছে।
মহারাজ লজঃ বাইজেনটাইন শৈলীতে নির্মিত এই গোলাপি ভবনের সামনে ৬ টি কলাম রয়েছে। মহারাজ লজের সামনের সিঁড়ির বাঁকানো রেলিংটি ভবনের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে। অন্যান্য ভবনের মত মহারাজ লজের সামনেও একটি বাগান আছে। ভবনের পেছনে একটি টেনিস কোর্ট আছে।
কালীচরণ লজঃ জমিদারীর শেষ পর্যায়ে নির্মিত হওয়ায় এই ভবনটি দেখতে অন্যান্য তিনটি ভবন থেকে আলাদা। অন্যান্য ভবনগুলোর চেয়ে কালীচরণ লজে কক্ষের সংখ্যাও বেশি। ইংরেজি ‘ইউ’ অক্ষরের আকারের এই ভবনটির স্থাপত্যশৈলী ইংরেজ আমলের অন্যান্য ভবনের মতই। কালীচরণ লজের এই আকারের জন্য বিকালবেলা ভবনের ভেতর থেকে চমৎকার আলো আধারির খেলা দেখা যায়।
অন্যান্য ভবনসমূহঃ উপরোক্ত আকর্ষণীয় স্থাপত্যশৈলীর ভবনগুলো ছাড়াও জমিদারবাড়ির সীমানায় রয়েছে বেশকিছু ভবন যেমনঃ কাচারি ভবন, নায়েব ভবন রানী মহল ইত্যাদি। এছাড়া এখানে বেশকিছু পুকুর আছে যেমনঃ বিশাকা সাগর, পশরা সাগর ইত্যাদি।
{:}
        )
    [1] => Array
        (
            [name] => Postal Museum
            [post_id] => 10135
            [post_link] => http://offroadbangladesh.com/places/postal-museum/
            [thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/06/Postal-Museum-11-300x169.jpg
            [post_content] => The 
Postal Museum was inaugurated in 1985 but it was not so popular because it only opens on the weekdays during office hours previously.It is located in the second Floor of the General Post Office (G. P. O.) in Gulistan. Now it is open five days a week (Sunday - Thursday) from 9 AM to 5 PM.
No Tickets or Fee is needed to get entrance.There are two galleries, one is reserved for stamps only. This is a 
Key Point Installations of Bangladesh so 
photography is prohibited inside the museum. 
        )
    [2] => Array
        (
            [name] => {:en}The Mausoleum of Bongobondhu{:}{:bn}বঙ্গবন্ধুর সমাধিসৌধ{:}
            [post_id] => 6026
            [post_link] => http://offroadbangladesh.com/places/the-mausoleum-of-bongobondhu/
            [thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/bongobondhu-mausoleum-011-300x225.jpg
            [post_content] => {:en}
To visit the Mausoleum of Bongobondhu, it is not that much comfortable. You have to use several poor local bus services on our way. Local bus of Narail isn't that much comprehensive, but it is awesome at Gopalganj. The highway is smooth and wide enough, and has lot of spaces, even inside the local bus either. From Gopalganj, to visit this place, you need to go to Tungipara.
Bus journey from town to Tungipara is about 30-35 minutes. For your information, it doesn't require any ticket to visit the mausoleum. You can observe the display gallery that is having lot of photos of Bongobondhu from different occasions and times. It is probably a gallery and library together. It has an open stage with an 'audience gallery' beside the library.
It requires to go through a long path from the gallery to the grave. The grave is covered under a nicely designed structure. Everyone is allowed to enter inside the structure, but not allowed to take any photographs.
After exploring everything around, you can return from there and come outside to have foods. There are several fast food shops which basically sell the Chotpoti and Fuchka. There is a vast paddy field beside that area.
{:}{:bn}
আজ সকালে এসএম সুলতানের সমাধিসৌধ দেখে দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা গোপালগঞ্জ জেলায় পৌছাই। যাত্রাপথটি মোটেও আরামদায়ক ছিল না কারন আমাদের কয়েক দফায় কয়েকটি পুরাতন লোকাল বাসে চড়তে হয়েছিল। নড়াইলের লোকাল বাসগুলোর মান ভাল না হলেও গোপালগঞ্জের লোকাল বাসগুলোর মান ছিল বেশ উন্নত। মহাসড়কটি যেমন চওড়া এবং আরামদায়ক ছিল তেমনি বাসের ভেতরেও পর্যাপ্ত জায়গা ছিল। গোপালগঞ্জে কোর্ট মসজিদ ঘুরে দেখার পর আমরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধর উদ্দেশ্যে যাত্রা করি।
গোপালগঞ্জ শহর থেকে বাসে করে ৩০ মিনিট থেকে ৩৫ মিনিটের মধ্যে আমরা টুঙ্গিপাড়ায় পৌঁছে যাই। শনিবার হওয়াতে রাস্তা যেমন খালি ছিল তেমনি সমাধিসৌধতেও কোন ভিড় ছিল না। মনে হচ্ছিল যেন সমাধিসৌধতে আমরাই একমাত্র দর্শনার্থী যদিও কিছুক্ষন পর কয়েকজন দর্শনার্থী আমাদের সাথে যোগ দেন। বিশাল এলাকার উপর অবস্থিত সমাধিসৌধতে সেসময় মাত্র পাঁচ থেকে ছয়জন পর্যটক উপস্থিত ছিলেন।
আকাশে মেঘ থাকলেও দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল তাই সবকিছু ভাল করে দেখা যাচ্ছিল। সমাধিসৌধে ঢুকতে কোন প্রবেশমূল্য দিতে হয়না। সমাধিসৌধে প্রবেশের পর ২০ মিনিট থেকে ৩০ মিনিট বৃষ্টি হওয়াতে আমাদের একটি ছাদের নীচে আশ্রয় নিতে হয়েছিল। এরপর আমরা সমাধি সৌধের প্রদর্শনী গ্যালারি ঘুরে দেখি যেখানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হচ্ছে। এখানে একটি পাঠাগারও রয়েছে। পাঠাগারের পাশেই দর্শক গ্যালারিসহ একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে।
গ্যালারি থেকে বঙ্গবন্ধুর কবরের দূরত্ব বেশি হওয়ায় আমরা বৃষ্টি থামার পর সেদিকে রওনা হই। চমৎকার স্থাপত্য দিয়ে কবরটিকে আবৃত করে রাখা হয়েছে। এসময় কয়েকজনকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখা যায়। কবরের কাছে সবার যাওয়ার অনুমতি থাকলেও এখানে ছবি তোলা নিষেধ।
সমাধিসৌধ দেখার পর সেখানে অবস্থিত কিছু চটপটি এবং ফুচকার দোকানে আমরা কিছুক্ষনের জন্য অবস্থান করি। আমাদের সাথে ভাংতি টাকা না থাকায় আমরা কয়েক রকমের স্ন্যাক্স কিনেছিলাম যাতে করে টাকা ভাঙ্গানোর পাশাপাশি একটু বিশ্রামও নেয়া যায়।
সমাধিসৌধের পাশেই একটি বিশাল ধানক্ষেত রয়েছে। বর্ষাকাল হওয়াতে ধানক্ষেতটি পানির নীচে ছিল। সেসময় আকাশ মেঘে পরিপূর্ণ ছিল এবং চমৎকার বাতাস বইছিল। এখানে আরও কিছুক্ষন থাকার ইচ্ছা থাকলেও পরবর্তী গন্তব্যে অর্থাৎ আড়পাড়া মুন্সীবাড়িতে যাওয়ার কারনে আমাদের সেই সুযোগ ছিল না।
{:}
        )
    [3] => Array
        (
            [name] => Mahasthangarh
            [post_id] => 1387
            [post_link] => http://offroadbangladesh.com/places/mahasthangarh/
            [thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Mahasthangarh1-1024x768-300x225.jpg
            [post_content] => Mahasthangarh (Bengali: 
মহাস্থানগড় Môhasthangôṛ) is one of the earliest urban archaeological sites so far discovered in Bangladesh. The village Mahasthan in Shibganj thana of Bogra District contains the remains of an ancient city which was called Pundranagara or Paundravardhanapura in the territory of Pundravardhana. A limestone slab bearing six lines inPrakrit in Brahmi script, discovered in 1931, dates Mahasthangarh to at least the 3rd century BC. The fortified area was in use till the 18th century AD.
Together with the ancient and medieval ruins, the mazhar (holy tomb) of Shah Sultan Balkhi Mahisawar built at the site of a Hindu temple is located at Mahasthangarh. He was a dervish (holy person devoted to Islam) of royal lineage who came to the Mahasthangarh area, with the objective of spreading Islam among non-Muslims. He converted the people of the area to Islam and settled there.
Mahasthan means a place that has excellent sanctity and 
garh means fort. Mahasthan was first mentioned in a Sanskrit text of the 13th century entitled 
Vallalcharita. It is also mentioned in an anonymous text 
Karatoya mahatmya, circumstantially placed in 12th–13th century. The same text also mentions two more names to mean the same place – Pundrakshetra, land of the Pundras, and Pundranagara, city of the Pundras. In 1685, an administrative decree mentioned the place as Mastangarh, a mixture of Sanskrit and Persian meaning fortified place of an auspicious personage. Subsequent discoveries have confirmed that the earlier name was Pundranagara or Paundravardhanapura, and that the present name of Mahasthangarh is of later origin.
Mahasthangarh, the ancient capital of Pundravardhana is located 11 km (6.8 mi) north of Bogra on the Bogra-Rangpur highway, with a feeder road (running along the eastern side of the ramparts of the citadel for 1.5 km) leading to Jahajghata and site museum. Buses are available for Bogra from Dhaka and take 4½ hours for the journey via Bangabandhu Jamuna Bridge across the Jamuna River. Buses are available from Bogra to Mahasthangarh. Rickshaws are available for local movement. Hired transport is available at Dhaka/ Bogra. Accommodation is available at Bogra. When travelling in a hired car, one can return to Dhaka the same day, unless somebody has a plan to visit Somapura Mahavihara at Paharpur in the district of Naogaon and other places, or engage in a detailed study.
It is believed that the location for the city in the area was decided upon because it is one of the highest areas in Bangladesh. The land in the region is almost 36 metres (118 ft) above sea level, whereas Dhaka, the capital of Bangladesh, is around 6 metres (20 ft) above sea level. Another reason for choosing this place was the position and size of the Karatoya, which as recently as in the 13th century was three times wider than Ganges.
Mahasthangarh stands on the red soil of the Barind Tract which is slightly elevated within the largely alluvium area. The elevation of 15 to 25 metres above the surrounding areas makes it a relatively flood free physiographic unit.
        )
)