Array
(
[0] => Array
(
[name] => {:en}Raikhong Lake{:}{:bn}রাইখং লেক{:}
[post_id] => 6703
[post_link] => http://offroadbangladesh.com/places/raikhong-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Raikhong-Lake10-300x225.jpg
[post_content] => {:en}
Bangladesh has very few lakes enlisted under populous tourist spot. Apart from the list, there are few lakes available around the country those can be a supreme destination for any traveler. Raikhong lake is the most prominent from that promising list. The elevation of the lake has around 1165 ft.
This lake is situated at the Rangamati district, not at Bandarban. But, for its location, you have to go there through the Bandarban. That will be the easiest way among all other available, because Rangamati offers communication throw water path only, and also the lake is at the last corner of Rangamati district. No matter how you are going, it’s recommended to pick an expert or guide with you.
Around the lake, you'll find two villages, one is at the eastern bank of the lake, and other one is at western bank. Those villages are known as Pukur Para (পুকুর পারা). May be it’s because of having around the lake. Both the village denizens are Tripura, but religiously Christian. People from West side of the lake used to do uphill and downhill task to come at the lake, but at eastern side's villagers can access the lake easily being so close of it, and having almost at flatland.
People also call this lake as Pukur Para (পুকুর পারা) lake. Also from few local people I have heard them pronouncing the lake's name as Raichong (রাইচং). Not sure which one will be the correct one. No matter what they are saying, or what we are, the beauty of the lake is not going to decrease by that.
Local people used to catch fish from the lake. There is no prohibition about catching fish from that giant lake. Tilapia (তেলাপিয়া) is the first choice from those fishes to stick over the net of the fishermen. At the eastern corner of the lake, there is a tiny Jhiri (ঝিরি) generated from the lake water. Probably that was created to keep the level of the lake water under control. During the rainy season the abundant water from the lake used to pass through that channel and used to join with the Raikhong Canal.
Being many hills around the lake, and the mysterious behavior from the sky, you'll find different colorful scene at the lake water. Remember, half of the lake water is being untouched by the human. People don't used to go those portions normally. So you'll find that area of the lake more beautiful than the proximity of the locality. There is a helipad available at the Pukur Para Army Camp. From that high land, you'll probably get a picturesque aerial view of the lake.
{:}{:bn}
বাংলাদেশে খুব কম লেক রয়েছে যেগুলোকে নামকরা পর্যটন স্পট হিসেবে বলা যায়। সারাদেশে পর্যটকদের তীর্থস্থান বলা যায় এমন লেকের সংখ্যা খুবই কম। প্রায় ১১৬৫ ফুট উঁচুতে অবস্থিত রাইখং লেককে বলা চলে তেমনই একটি তীর্থস্থান। স্থানীয়রা অনেকে লেকটির নাম রাইচং বলে উচ্চারিত করে। তবে লেকটির নামের উচ্চারণ যাই হোক না কেন এতে করে লেকের সৌন্দর্য কোন অংশেই কমবে না।
রাঙ্গামাটিতে অবস্থিত হলেও ভৌগলিক অবস্থানের কারনে এই লেকে আপনাকে বান্দরবানের মধ্যে দিয়ে যেতে হবে। রাঙ্গামাটি জেলার শেষপ্রান্তে অবস্থিত এই লেকে রাঙ্গামাটি দিয়ে পৌছাতে হলে আপনাকে জলপথ পাড়ি দিতে হবে তাই বান্দরবান দিয়ে যাওয়াই হবে সবচেয়ে সহজ। তবে আপনি যেভাবেই যান না কেন সাথে করে অবশ্যই একজন গাইড রাখবেন।
লেকের পূর্বতীরে এবং পশ্চিমতীরে দুটি গ্রাম দেখতে পাবেন যেগুলো পুকুরপাড়া নামে পরিচিত। হয়তোবা চারপাশে লেকের উপস্থিতির কারনেই গ্রামের এমন নামকরণ। দুটি গ্রামের অধিবাসীরাই ত্রিপুরা গোত্রের এবং তাঁরা খ্রিষ্টান ধর্মের অনুসারী। লেকের পশ্চিম তীরের গ্রামবাসীদের পাহাড় বেয়ে উঠা নামা করে এই লেকে আসতে হয় তবে খুব কাছে সমতল ভুমিতে অবস্থিত হওয়ায় পূর্বপ্রান্তের গ্রামবাসীরা সহজেই লেকে আসতে পারেন।
বিশাল রাইখং লেক থেকে মাছ ধরতে নিষেধ না থাকায় স্থানীয়রা এখান থেকে মাছ ধরে থাকে। লেকের বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি ধরা পড়ে। লেকের পূর্ব প্রান্তে লেকের পানি থেকে সৃষ্ট একটি ছোট ঝিরি রয়েছে। সম্ভবত লেকের পানির স্তর নিয়ন্ত্রনে রাখতে ঝিরিটি সৃষ্টি হয়। বর্ষাকালে লেক থেকে প্রচুর পানি এই ঝিরিটি দিয়ে রাইখং খালে যেয়ে পড়ে।
লেকের চারপাশে অনেক পাহাড় থাকাতে এবং আকাশের রহস্যময় আচরণের কারনে লেকের পানি বিভিন্ন বর্ণ ধারন করে। প্রায় অর্ধেক লেকের পানি মানুষ ব্যবহার করে না কারন লেকের সেই অংশে মানুষ যাতায়াত করে না। একারনে লেকের ঐ অংশ আপনার কাছে চারপাশের তুলনায় অনেক সুন্দর মনে হবে। পুকুরপাড়া সেনাক্যাম্পে একটি হেলিপ্যাড রয়েছে। এখানকার উঁচু স্থান থেকে আপনি পাখির চোখে ছবির মত সুন্দর এই লেকটিকে দেখতে পাবেন।
{:}
)
[1] => Array
(
[name] => Nandail Dighi
[post_id] => 3632
[post_link] => http://offroadbangladesh.com/places/nandail-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Kalai-Upazila-Nandail-Dighi2-300x225.jpg
[post_content] => Nandail Dighi is huge and its length is 1 km. It is said that King Nandail in 1610 excavated this Dighi. The volume of this Dighi is 59,4 acre. It is said by many that this Dighi was excavated in one night. The sides of the Dighi were very big once. Many migratory birds come here in winter. Due to its natural beauty it is frequently used as a picnic spot nowadays. Close to this Dighi there is Nandail College.
)
[2] => Array
(
[name] => {:en}Shokuni Lake{:}{:bn}শকুনি লেক{:}
[post_id] => 6212
[post_link] => http://offroadbangladesh.com/places/shokuni-lake/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Shokuni-Lake1-300x225.jpg
[post_content] => {:en}
This district is beautiful enough for any traveler. But the beauty of the lake added another extra ornament. The blue water from the lake will please mind easily. Most of the main infrastructures from Madaripur town was built around the lake. The DC office, police station, and many more government buildings around the lake. The academic name of the lake is "Shokuni Lake", but local people won't be able to recognize the lake by that name. They simply know the lake as "Madaripur Lake".
This large lake has two portion separated by a fishing net. One half is using for fish cultivation. This water tank was built by few hundred years back by a Raja (a king) to ease the water crisis. But now a days this is a great entertainment place for the locals. During the afternoon, it will be hard to get an empty space around the lake. Most of the people from town used to pass some pleasing time with friends here. The sweets from the lake area are famous from Madaripur.
{:}{:bn}
শকুনি লেকের সৌন্দর্য মাদারীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। লেকের নীল পানি আপনাকে প্রশান্তি দেবে। ডিসিঅফিস, পুলিশ স্টেশন, এবং বিভিন্ন সরকারি স্থাপনাসহ মাদারীপুরের বেশীরভাগ স্থাপনাই এই লেকের আশেপাশে নির্মাণ করা হয়। বইপত্রে এই লেকটির নাম ‘শকুনি লেক’ হলেও স্থানীয়রা এটিকে ‘মাদারীপুর লেক’ হিসেবে চেনে। একটি মাছ ধরার জাল দিয়ে এই বিশাল লেকটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যার একটি অংশে মাছ চাষ করা হয়। কয়েকশত বছর পূর্বে জনৈক রাজা পানির সংকট নিরসনে এই লেকটি খনন করেন। বর্তমানে এই লেকটি একটি বিনোদনকেন্দ্রে পরিনত হয়েছে। বিকালবেলা এই লেকে এতটাই জনসমাগম হয় যে এখানে কোন খালি জায়গা পাওয়া দুষ্কর হয়ে ওঠে। শহরের বেশিরভাগ মানুষ পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এখানে আসেন অবসর সময় কাটাতে। লেকের আশেপাশে সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। এসব মিষ্টির জন্য মাদারীপুর জেলার সুখ্যাতি রয়েছে।
{:}
)
[3] => Array
(
[name] => Harishchondro Dighi
[post_id] => 8966
[post_link] => http://offroadbangladesh.com/places/harishchondro-dighi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/Horishchandra-11-300x169.jpg
[post_content] =>
Harishchondro dighi (হরিশ চন্দ্র দিঘী) was made/built by the legendary king Harishchondro for the inhabitants of Rampal Village. It is believed that the water level of this pond remained low along the year but it gets high dramatically during the full moon especially once in a year in the Winter Season. A fair is held here around the place annually. For the local Hindu people, this pond was a sacred place. Hindu's made some rituals near this pond to set marriage of their unmarried daughters. Now this lake is used by the common people.
)
)