Array
(
[0] => Array
(
[name] => {:en}Sonadia Island{:}{:bn}সোনাদিয়া দ্বীপ{:}
[post_id] => 1205
[post_link] => http://offroadbangladesh.com/places/sonadia-islandcoxs-bazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Sonadia-Island-by-polmap9-300x225.jpg
[post_content] => {:en}
Sonadia Island is a sanctuary for migratory birds such as petrels, snipe, shanks, lapwings, geese and ducks and other waterfowl. According to legend, a ship laden with gold sunk here centuries ago during an attack by Portuguese pirates and an island formed around the shipwreck. It is only seven kilometer from Cox's Bazar and about nine square kilometer in area.
The western side of the island is sandy and different kinds of shells are found on the beach. Off the northern part of the island, there are beds of window pane oysters.
It was once renowned for pink pearls, but more profitable commercial fishing has seen this tradition slowly fade away. During the winter, the fisherman set up camp. And dry their catches of sea fish.
{:}{:bn}
বিভিন্ন অতিথি পাখি এবং জলচর পাখির একটি অভয়ারণ্য হল সোনাদিয়া দ্বীপ। এখানে আসা পাখিদের মধ্যে রয়েছেঃ পেট্রেল, স্নাইপ, শ্যাঙ্ক, তিতির এবং নানা জাতের হাঁস। কথায় আছে যে কয়েকশ বছর পূর্বে পর্তুগীজ জলদস্যুদের হামলায় এখানে একটি স্বর্ণবোঝাই জাহাজ ডুবে যায় এবং পরবর্তীতে জাহাজের ধ্বংসস্তূপকে ঘিরে একটি দ্বীপ জেগে ওঠে। প্রায় নয় বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি কক্সবাজার থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত।
দ্বীপের পশ্চিম দিকটি বালুময় এবং এখানকার সৈকতে বিভিন্ন ধরনের শামুক পাওয়া যায় এবং উত্তরদিকে প্রচুর ঝিনুক পাওয়া যায়।
একসময় গোলাপি মুক্তার জন্য এই দ্বীপের খ্যাতি ছিল তবে মুনাফালোভী ব্যবসায়ীদের কারনে গোলাপি মুক্তার ঐতিহ্য বিলীন হয়ে গিয়েছে। শীতকালে এখানে জেলেরা ঘাঁটি গাড়ে এবং তাদের ধরা মাছ শুটকি বানানোর জন্য শুকাতে দেয়।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Shahpori Island{:}{:bn}শাহপরী দ্বীপ{:}
[post_id] => 1201
[post_link] => http://offroadbangladesh.com/places/shahpori-island/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Shah-Pori-Island-by-Ezazul-Islam-EzAz-300x158.jpg
[post_content] => {:en}
Shah of Shahpori Island stands for Muhammad Azam Shah alias Shah Suja, a son of Aurangzeb, the last Mogul Emperor of India, and Pori stands for Pori Begum, wife of Bahadur Shah alias Shah Badar, another son of Aurangzeb. In a war back in 1689 sons of Aurangzeb were defeated by the forces of Burmese King Sudurma. Bahadur Shah was killed in the battle. Arrested by the Burmese forces a few surviving members of Mogul army including Azam Shah and Pori Banu (wife of the deceased Bahadur Shah) were ordered to board a country boat with all their hands tied from behind.
Having been towed to the mouth of the Naaf River (previously Busitang River) the boat was scuttled by making holes in its bottom drowning all the captives. Azam Shah and Pori Banu who survived miraculously took shelter in this very island which at that ancient time was known as Kuanka Island. After the names of Aurangzeb’s surviving son and daughter-in-law the Kuanka Island later became popular as Shahpori Island. Shahpori Island, though still called as an island, was in fact turned into a peninsula in early 60s by artificial siltation through cross-damming.
{:}{:bn}
শাহপরী দ্বীপের ‘শাহ’ নামটি এসেছে ভারতবর্ষের সর্বশেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মুহাম্মদ আজম শাহ ওরফে শাহ সুজার নাম থেকে এবং ‘পরী’ নামটি এসেছে আওরঙ্গজেবের অপর পুত্র বাহাদুর শাহ ওরফে শাহ বদরের স্ত্রী পরী বেগমের নাম থেকে। ১৮৬৯ সালে সংঘটিত এক যুদ্ধে আওরঙ্গজেবের পুত্ররা বার্মিজ রাজা সুদুরমার কাছে পরাজিত হয় এবং সেই যুদ্ধে বাহাদুর শাহ নিহত হন। আজম শাহ এবং পরী বানুসহ মুঘল সেনাবাহিনীর কিছু বেঁচে যাওয়া সদস্যদের হাত পেছনে বেধে নৌকায় করে নাফ নদীতে (তৎকালীন বুসিটাং নদী) ছেড়ে দেওয়া হয়। সেসময় নৌকায় ফুটো করে দেওয়াতে নৌকাটি ডুবে যায় এবং সেইসাথে নৌকার সকল আরোহী পানিতে ডুবে যায়। তবে আজম শাহ এবং পরী বানু সৌভাগ্যক্রমে বেঁচে যান এবং এই দ্বীপে (সেসময় এই দ্বীপের নাম ছিল কুয়ানকা দ্বীপ) আশ্রয় গ্রহন করেন। পরবর্তীতে আওরঙ্গজেবের পুত্র এবং পুত্রবধুর নামানুসারে এই দ্বীপের নাম হয় শাহপরীর দ্বীপ। শাহপরীর দ্বীপকে ষাটের দশকে বাঁধ নির্মাণের মাধ্যমে উপত্যকায় পরিণত করা হলেও এটিকে এখনও দ্বীপ বলা হয়ে থাকে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Dublar Char Island{:}{:bn}দুবলার চর{:}
[post_id] => 1514
[post_link] => http://offroadbangladesh.com/places/dublar-char-island/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Dublar-Char-Island-42-300x200.jpg
[post_content] => {:en}
Dublar Char Island is renowned for catching and processing fish in our country. It is also famous for Rash Mela and holy bath, a Hindu festival that carries rituals since 200 years back. It is believed by Hindus that the Rash event is the 'get-together' of Radha and Lord Krishna. For celebrating this assemblage many people arrive here from different part of the country.
Tourists from both home and abroad find three-day long yearly ritual exciting. The Island has all the natural beauty of any other places of the world renowned Islands. River Passur flows on west side of the river while on the western side river Shibsha. In addition, this island is known for its beautiful views.
{:}{:bn}
সুন্দরবনের বঙ্গোপসাগরমুখী দক্ষিন সীমান্তে দুবলার চর অবস্থিত। এছাড়া এই স্থানটি কটকার দক্ষিন-পশ্চিমে এবং নীলকমলের দক্ষিন-পূর্বে অবস্থিত। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও মাছ ধরা এবং শুটকি মাছ প্রক্রিয়াজাতকরনের জন্য দুবলার চরের খ্যাতি রয়েছে। এছাড়া প্রায় ২০০ বছর ধরে পালিত হয়ে আসা রাশমেলা এবং পুণ্যস্নানের জন্যও এই চরের রয়েছে বিশেষ পরিচিতি। হিন্দুরা বিশ্বাস করেন রাশ উৎসবে রাধা এবং দেবতা কৃষ্ণর পুনর্মিলন হয়ে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর হিন্দু ধর্মের অবলম্বনকারীরা এই সমাবেশ উৎযাপনের জন্য এসে থাকেন। প্রতিবছর তিনদিনব্যাপী পালিত হওয়া এই ধর্মীয় আয়োজনটি দেশী বিদেশী পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় একটি ঘটনা।
বিশ্বের বিভিন্ন স্থানের নামকরা অন্যান্য স্থানের চাইতে এই চরের প্রাকৃতিক সৌন্দর্য কোন অংশে কম নয়। দুবলার চরের পশ্চিমে পশুর নদী এবং পশ্চিমে শিবসা নদী বয়ে গিয়েছে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Char kukri Mukri{:}{:bn}চর কুকরি মুকরি{:}
[post_id] => 861
[post_link] => http://offroadbangladesh.com/places/char-kukri-mukri/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/01/night-char-kukrimukri-1-300x200.jpg
[post_content] => {:en}
A natural beauty rising on heart of Bhola. People know it as ‘Dip Konna’ too. A good place for traveler who love nature as you can enjoy natural beauty of Mangrove Forest, Wildlife and sea. This island is familiar to everyone cause of its natural beauty. It is an assumption that the island is four to five hundred years old and not so highly modernized.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
“দ্বীপ কন্যা” নামে পরিচিত এই চর কুকরি মুকরি হল ভোলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। প্রকৃতিপ্রেমী যেকোনো পর্যটকের কাছে এখানকার ম্যানগ্রুভ জঙ্গল, সাগর এবং বন্যপ্রাণী নিঃসন্দেহে উপভোগ্য। ধারনা করা হয় এই দ্বীপটির উৎপত্তি হয়েছিল চারশ থেকে পাঁচশ বছর পূর্বে।
এই স্পটটি সম্পর্কে আমাদের আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন। যদি আপনাদের কাছে আরো তথ্য ও ছবি থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে যোগ করতে পারেন। তথ্য প্রদানকারী হিসেবে আপনার নাম প্রকাশ করা হবে।
{:}
)
)