Array
(
[0] => Array
(
[name] => Ishwar Chandra High School
[post_id] => 15702
[post_link] => http://offroadbangladesh.com/places/ishwar-chandra-high-school/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/I-C-high-School-3-300x188.jpg
[post_content] =>
Ishwar Chandra High School (ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়) is situated at Saturia Upazila of Manikganj District, very near to the Baliati Palace. This school was named after Ishwar Chandra Ray Chowdhury, one of the famous Zamindars in Baliati. According to the locals, this school was found by Horendra Kumar Ray in the year 1915-1916. From the history, it can be said that Horendra Kumar Ray was the Son of Ishwar Chandra Ray Chowdhury. Once, this school was named as Ishwar Chandra English High School, but in later time, the name has been changed.
It is said that Horendra Kumar Ray Chowdhury spent around fifty thousands taka at that time to build this ornamented & large school building. which was certainly a big amount to pay at that contemporary time. In recent time, this school has been conducted by a committee consisting of local people.
)
[1] => Array
(
[name] => {:en}Government Rajendra University College{:}{:bn}সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ{:}
[post_id] => 5858
[post_link] => http://offroadbangladesh.com/places/government-rajendra-university-college/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Government-Rajendra-University-College-240x300.jpg
[post_content] => {:en}
Rajendra Government University College is not far away from the main town. This college was established at 1918. Initially it was listed by the government. But later on 1968 it was listed by government. This is the oldest college from the town. Our famous poet "Jasim uddin" was a student of this institution, also he was working with the University of Kolkata from here for research purpose.
When entered inside the college premise, you have found an abandoned building. It was an academic building when this college was build. But accruing with the time, now some new buildings are raised up, and we don't need the old one. Inside the college building, the pillars from the corridor are really eye catching. The round pillars are ornate at the top, and it seems the mixture some British and Muslim culture.
{:}{:bn}
১৯১৮ সালে প্রতিষ্ঠিত রাজেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয় কলেজটি ফরিদপুর শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। ফরিদপুরের প্রাচীনতম এই কলেজটি প্রথমে বেসরকারি হলেও ১৯৬৮ সালে এটিকে সরকারিকরন করা হয়।
বিখ্যাত কবি জসীমউদ্দিন এই কলেজের ছাত্র ছিলেন। এখান থেকে তিনি গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতেন।
কলেজ প্রাঙ্গনে প্রবেশের পর আপনি একটি পরিত্যাক্ত ভবন দেখতে পাবেন। কলেজ প্রতিষ্ঠার সময় এই ভবনটি কলেজের একাডেমিক ভবন ছিল। কিন্ত সময়ের সাথে নতুন ভবন নির্মাণের ফলে পুরাতন ভবনটি আর কাজে আসছে না।
কলেজ ভবনের অভ্যন্তরে করিডরের পিলারগুলো এককথায় নজরকাড়া। নকশার কাজ করা পিলারগুলোর নির্মাণশৈলীতে মুসলিম এবং ইংরেজদের সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়।
{:}
)
[2] => Array
(
[name] => Mawlana Bhashani Science and Technology University
[post_id] => 17848
[post_link] => http://offroadbangladesh.com/places/mawlana-bhashani-science-and-technology-university/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/09/MBSTU-4-300x225.jpg
[post_content] =>
Mawlana Bhashani Science and Technology University (MBSTU) was established at Santosh, Tangail in 1999 with a view to provide modern and scientific knowledge through high quality education to the students. Today's MBSTU is the outcome of the dream which had been dreamt by Mawlana Bhashani long ago. The students are educated in such a way, that they would also have knowledge on life history of Mawlana Bhashani and his social & political activities, ethics. In the true spirit of interdisciplinary approach, the students would, therefore, emerge as professionals with a humane outlook towards life.
On 21 November 2002 Prof. Dr. Md. Yusuf Sharif Ahmed Khan had been appointed as the first Vice Chancellor of the university and finally MBSTU started running officially with only two departments -Information and Communication Technology (ICT) & Computer Science and Engineering (CSE) under the first faculty of the university, which is the Faculty of Computer Science & Engineering. MBSTU had started its first academic activities with a total of 83 students and 5 teachers of the CSE faculty on 25 October 2003. After about eight months of academic duration of the university, two new departments were opened - Environmental Science & Resource Management (ESRM) and Criminology & Police Science (CPS) under the second faculty of the university, which is the Faculty of Life Science.
In the 2005-2006 academic session, three more departments were opened. These newly added departments were - Textile Engineering (TE), under the Faculty of Computer Science & Engineering and Biotechnology & Genetic Engineering (BGE), Food Technology & Nutritional Science (FTNS), under the Faculty of Life Science.In the 2010-2011 academic session, four more departments were added under the two newly opened faculties - the Faculty of Business Studies and the Faculty of General Science. These departments were, Bachelor of Business Administration, under the Faculty of Business Studies; Mathematics and Statistics, Chemistry & Physics, under the Faculty of General Science.
At present the university holds a total of about 2000 students and is making its way towards success and glory.
)
[3] => Array
(
[name] => {:en}University of Dhaka{:}{:bn}ঢাকা বিশ্ববিদ্যালয়{:}
[post_id] => 4485
[post_link] => http://offroadbangladesh.com/places/university-of-dhaka/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Aparajeyo_Bangla_statue-Ranadipam-Basu1-300x225.jpg
[post_content] => {:en}
The University of Dhaka (ঢাকা বিশ্ববিদ্যালয়), also known as Dhaka University or simply DU, is the oldest university in modern Bangladesh. Established during the British Raj in 1921, it gained a reputation as the "Oxford of the East" during its early years and has been a significant contributor to the modern history of Bangladesh. After the partition of India, it became the focal point of progressive and democratic movements in Pakistan. Its students and teachers played a central role in the rise of Bengali nationalism and the independence of Bangladesh.
The university's distinguished alumni include Satyendra Nath Bose (pioneer of Bose–Einstein statistics), Fazlur Rahman Khan (pioneer of modern structural engineering), Muhammad Yunus (winner of the 2006 Nobel Peace Prize), Vijayaraghavan (co-discoverer of the PV number), Rehman Sobhan (social democratic economist), Buddhadeb Bose (20th century Bengali poet) and Sheikh Mujibur Rahman (the founding father of Bangladesh). It also enjoyed associations with Kazi Nazrul Islam, Rabindranath Tagore and Faiz Ahmed Faiz.
Before Dhaka University was established, near its grounds were the former buildings of Dhaka College. But in 1873 the university was relocated to Bahadur Shah Park. Later it shifted to Curzon Hall, which would later become the first institute of the University of Dhaka.
The establishment of the university was a compensation of the annulment of the 1905 Partition of Bengal. The partition had established East Bengal and Assam as a separate province, with Dhaka as its capital. However, the partition was abolished in 1911.
In 1913, public opinion was invited before the university scheme was given its final shape. The secretary of state approved it in December 1913. The first vice-chancellor of the university, Dr. Philip Joseph Hartog, formerly academic registrar of the University of London for 17 years was appointed.
During the opening of the University, Joseph Hartog made this speech in honour of the university:
"A man may be an excellent teacher of elementary subjects without the power to add to knowledge. But in advanced work I maintain that no one can really teach well unless he has the combination of imagination with critical power which leads to the original production (of knowledge), and for that if for no other reason, a university to be a true university must see that its teachers are men who are also capable of advancing knowledge."
Established in 1921 under the Dacca University Act 1920 of the Indian Legislative Council, it is modelled after British universities. Academic activities started on July 1, 1921 with 3 Faculties: Arts, Science and Law; 12 Departments: Sanskrit and Bengali, English, Education, History, Arabic and Islamic Studies, Persian and Urdu, Philosophy, Economics and Politics, Physics, Chemistry, Mathematics, and Law; 3 Dormitories for students: Salimullah Muslim Hall, Dacca Hall and Jagannath Hall.
The university later played a significant role in the Bengali Language Movement, when Bengalis joined together to fight against Urdu being the official language in East Pakistan. Dhaka University was the main place where the movement started with the students joining together and protesting against the Pakistan government. Later countless students were massacred in where the Shaheed Minar stands today. After the incident, Bengali was restored as official language.
{:}{:bn}
আধুনিক বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো ঢাবি নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময় ১৯২১ সালে ইংরেজ শাসনামলে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি শুরুর দিকে ‘প্রাচ্যর অক্সফোর্ড’ নামে পরিচিত ছিল। দেশবিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে সকল প্রগতিশীল এবং গনতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এই বিশ্ববিদ্যালয়টি। বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা কেন্দ্রীয় ভুমিকা পালন করেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি ফাইজ আহমেদ ফাইজের সান্নিধ্য ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এলুমনিতে ছিলেনঃ সত্যন্দ্রনাথ বোস (বোস-আইনস্টাইন সূত্রের জনক), ফজলুর রহমান খান (আধুনিক স্থাপত্য প্রকৌশলের প্রবক্তা), ডঃ মুহাম্মদ ইউনুস (২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী), বিজয়রাঘবান (পিভি নাম্বারের যৌথ আবিষ্কারক), রেহমান সোবহান (সমাজকর্মী এবং অর্থনীতিবিদ), বুদ্ধদেব বসু ( জনপ্রিয় কবি), শেখ মুজিবর রহমান (বাংলাদেশের জাতির জনক)।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে ঢাকা কলেজের ভবনগুলোতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হত। ১৮৭৩ সালে বাহাদুর শাহ পার্কে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইন্সটিটিউট কার্জন হলে স্থানান্তর করা হয়।
১৯০৫ সালে বাংলার বিভক্তি বাতিলের ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বাংলার বিভক্তির ফলে ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা এবং আসাম পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। তবে ১৯১১ সালে এই বিভক্তি বাতিল করা হয়। ১৯১৩ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবকে পূর্ণরূপ দেওয়ার পূর্বে জনমত আহবান করা হয়। সেই বছর ডিসেম্বরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটি অনুমোদন করেন। ইউনিভারসিটি অফ লন্ডনে প্রায় ১৭ বছর একাডেমিক রেজিস্ত্রারের দায়িত্ব পালনকারী ডঃ ফিলিপ জোসেফ হারটগ কে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয় চালু হবার সময় জোসেফ হারটগ তাঁর ভাষণে বলেনঃ
"জ্ঞানবৃদ্ধির ক্ষমতা ছাড়াই একজন হয়তো প্রাথমিক বিষয়গুলোর খুব ভাল শিক্ষক হতে পারেন কিন্তু আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমষ্টি ব্যাতিত একজনের পক্ষে ভালভাবে পাঠদান করা সম্ভব নয়। কেননা কল্পনা এবং জটিল চিন্তাশক্তির সমন্বয়ে জ্ঞানের উদ্ভাবন হয়। আর এ কারনেই সত্যিকারের বিশ্ববিদ্যালয় হতে হলে এখানকার শিক্ষকদের নিজেদের জ্ঞান বৃদ্ধিতে সমর্থ হতে হবে”।
১৯২১ সালে ভারতীয় আইনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯২১ এর অধীনে ইংরেজ বিশ্ববিদ্যালয়গুলোর আদলে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়। ১৯২১ সালের ১লা জুলাই আইন, বিজ্ঞান এবং কলাসহ ৩টি অনুষদ এবং সংস্কৃত ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামিক স্টাডিজ, পারস্য এবং উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, এবং আইনসহ মোট ১২ টি বিভাগ নিয়ে এখানে পাঠদান শুরু হয়। সেসময় এখানকার ছাত্রদের জন্য তিনটি ডরমিটরি ছিল। এগুলো হলোঃ সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা হল এবং জগন্নাথ হল।
পরবর্তীতে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভাষা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এবং এখানেই ছাত্ররা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বর্তমানে অবস্থিত শহীদ মিনারের স্থানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করেছিল এবং এতে করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র শহীদ হন। পরবর্তীতে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
{:}
)
)