Array
(
[0] => Array
(
[name] => {:en}Dhal Char{:}{:bn}ঢাল চর{:}
[post_id] => 4543
[post_link] => http://offroadbangladesh.com/places/dhal-char/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/dhal-char-inmagine1-300x199.jpg
[post_content] => {:en}
Dhal Char is an island located at the south of Bhola District in Bangladesh. It is a Union under Monpura Thana of Bhola. Dal Char is surrounded by the river Meghna. The east part of the island is decreasing day by day because of river bank erosion. The island is marked as one of the most vulnerable areas for natural disaster. The population is approximately 13000 of which 5000 are floating people and 1500 are households.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}ভোলা জেলার মনপুরা থানার একটি ইউনিয়ন হল ঢালচর। মেঘনা নদীদ্বারা পরিবেষ্টিত এই দ্বীপের পূর্বপ্রান্ত ভাঙ্গনের কারনে দিন দিন বিলীন হওয়ার পথে। প্রায় ১৩০০০ মানুষ অধ্যুষিত এই দ্বীপটি প্রাকৃতিক বিপর্যয়ের মারাত্মক শিকার হয়েছে।
এই স্পটটি সম্পর্কে আমাদের আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন। যদি আপনাদের কাছে আরো তথ্য ও ছবি থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে যোগ করতে পারেন। তথ্য প্রদানকারী হিসেবে আপনার নাম প্রকাশ করা হবে।{:}
)
[1] => Array
(
[name] => {:en}Monpura{:}{:bn}মনপুরা{:}
[post_id] => 850
[post_link] => http://offroadbangladesh.com/places/monpura/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/01/16730575_10155702879199989_894031140558070862_n-300x225.jpg
[post_content] => {:en}
A river island which is located in south of Bangladesh. The overall area of the island is 373.19 square km and it has a population of around 50,000. This area is totally off beat track for the travelers but full of beauty. If you want to discover natural beauty you might visit here.
Monpura, a best and attractive island is located at Bhola district in Bangladesh. Its have a historical background. Portuguese pirates used to take shelter in the Monpura Island before 600 years ago. People from Bhola, Laxmipur and Noakhali started living the island after Portuguese’s left.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
মনপুরা দ্বীপের রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। ৬০০ বছর পূর্বে পর্তুগীজ দস্যুরা এই দ্বীপে আশ্রয় নিত।পর্তুগীজদের প্রস্থানের পর ভোলা, লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে মানুষজন এই দ্বীপে এসে বাস করতে শুরু করে। বাংলাদেশের দক্ষিনে অবস্থিত এই দ্বীপটির আয়তন ৩৭৩.১৯ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৫০ হাজার। প্রাকৃতিক সৌন্দর্যতে ভরপুর এই দ্বীপটির অবস্থান একটু দুর্গম হলেও আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্যের ভিন্ন রূপ দেখতে এবং তাঁর স্বাদ নিতে চান তবে এই দ্বীপে বেড়াতে আসতে পারেন।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}St. Martin Island{:}{:bn}সেন্ট মার্টিন’স দ্বীপ{:}
[post_id] => 1208
[post_link] => http://offroadbangladesh.com/places/st-martins-island/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/DSC033141-300x201.jpg
[post_content] => {:en}
Legend has it that in the early part of the seventh century an Arabian merchant ship fully loaded with cinnamons was hit hard by a huge submarine rock near an atoll during a foul weather and was broken asunder scattering cinnamon sticks all over the island, thus giving birth to the name of “Daruchinir Deep” meaning the Island of Cinnamons. But local people used to call this landmass Narikel Jinjira, which means the Island of Coconuts, as the island was once fringed with dense groves of coconut palms. During cadastral survey of India in the early part of the last century surveying authority named this coral island as Saint Martin’s Island probably after the name of a British saint.
More than 3000 people arrive at the Saint Martin Island every morning and leave the island the same day by 3 in the afternoon to splurge the daytime to soak up sun-rays and hang around in solitary seclusion on the sea beach surrounded by corals and clear blue water of the sea. Panoramic beauty and the feelings of being amidst pristine marine life attracts many of the visitors to stay there overnight to enjoy sensing and sighting the beauties of darkness with no electric lights around blurring vision. Laying back on a beach chair, gazing at the nocturnal sky studded with a dazzling moon or billions of gorgeous stars, listening to undulating sonic sounds of sea waves, and reflecting on the mysteries of creations, when time is on your side, is an experience that needs to be felt only, not described.
{:}{:bn}
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ অপরূপ সুন্দর সেন্ট মার্টিন’স এ আপনি জীবন্ত প্রবাল দেখতে পাবেন। টেকনাফ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটিতে আপনি স্থানীয় মোটর বোট, টুরিস্ট বোট অথবা সি ট্রাকে করে যেতে পারবেন।
কথায় আছে যে সাত শতকের প্রথম ভাগে প্রতিকুল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নীচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙ্গে পড়ে। এতে করে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং এরই পরিপ্রেক্ষিতে সেন্ট মারটিন’স দ্বীপের নাম হয়ে যায় ‘দারুচিনির দ্বীপ’। তবে একসময় এই দ্বীপে নারিকেলের ঘন বাগান থাকায় স্থানীয়রা সেন্ট মারটিন’স দ্বীপকে নারিকেল জিঞ্জিরা (যার অর্থ নারিকেলের দ্বীপ) নামেও বলে থাকতো। বিগত শতকের প্রথমভাগে ক্যাডাসট্রাল জরিপ চলাকালে জরিপকারি কতৃপক্ষ সম্ভবত একজন ব্রিটিশ সাধকের নামানুসারে এই প্রবাল দ্বীপটির নামকরণ করে সেন্ট মারটিন’স দ্বীপ।
পর্যটন মৌসুমে প্রতিদিন তিন হাজারের অধিক পর্যটক প্রতিদিন সকালে সেন্ট মারটিন’স দ্বীপে আসেন প্রবাল দ্বারা পরিবেষ্টিত পরিষ্কার নীল পানি সমেত সৈকতের সৌন্দর্য একান্তে উপভোগ করতে এবং তারা বিকাল ৩টার মধ্যে এই দ্বীপটি ত্যাগ করেন। নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃত সামুদ্রিক আবহের মধ্যে রাতের অন্ধকারের (এখানে বৈদ্যুতিক বাতি নেই) সৌন্দর্যকে উপভোগ করতে অনেক পর্যটক এখানে রাত্রিযাপনও করে থাকেন। বীচ চেয়ারে শরীরটাকে এলিয়ে দিয়ে মায়াবী চাঁদ অথবা লক্ষ্ লক্ষ তারা খচিত রাতের আকাশ দর্শন করা এবং সেই সাথে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে উপভোগ করার পাশাপাশি সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করার অনন্য অভিজ্ঞতা কোন ভাবেই বর্ণনীয় নয় তবে এই অভিজ্ঞতা এখানে না আসলে আপনি কখনোই অর্জন করতে পারবেন না।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Chera Dwip{:}{:bn}ছেড়া দ্বীপ{:}
[post_id] => 1161
[post_link] => http://offroadbangladesh.com/places/chera-dwip/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/chera-dwip-300x225.jpg
[post_content] => {:en}
Chera Dwip is elevated at about 3.6 meter above the sea level and populated by about 4,000 inhabitants the 7.315 kilometer long island is almost flat consisting of alluvial sands mixed with shells of mollusks. In addition to the main island, there are a number of tiny islets locally known as ‘Chera dwip’, which means separated island. Visitors will miss something great if they don’t glimpse at a shallow lagoon in the northern part of the island which gets connected to the sea during high tide by a narrow channel on the western coast.
Researchers have recorded 182 species of wildlife of which 4 species are amphibians, 130 birds, 20 mammals, and a fossilized coral—33,238 years old—on this very island we can boast about. A huge number of migrated birds come to this island in winter season enhancing its beauty and holy ambiance.
Tourists can book their trip either from Chittagong or from Cox's Bazar. The surrounding coral reef of the St Martin island has an extension named CheraDwip. A small bush is there, which is the only green part of CheraDwip, enhancing the beauty of this island. People do not live on this part of the island, so it is advisable for the tourists to go there early and come back by afternoon
{:}{:bn}
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.৬ মিটার উঁচুতে অবস্থিত ৭.৩১৫ কিলোমিটার দীর্ঘ ছেড়া দ্বীপ যার জনসংখ্যা প্রায় চার হাজার। এই দ্বীপটি প্রায় পুরোটাই সমতল যেখানে শামুকের খোলসের সাথে পানির সাথে বয়ে আসা বালু মিশে থাকে। মূল দ্বীপের সাথে এখানে কিছু পৃথক ছোট চর রয়েছে যেগুলো স্থানীয়ভাবে ‘ছেড়া দ্বীপ’ অর্থাৎ পৃথক দ্বীপ নামে পরিচিত। দ্বীপের উত্তর অংশে অবস্থিত জলাধারটি না দেখলে আপনি উল্ল্যেখযোগ্য কিছু দেখা থেকে বঞ্চিত হবেন। জোয়ারের সময় এই জলাধারটি পশ্চিম উপকুলে একটি সরু চ্যানেলের মাধ্যমে সাগরের সাথে যুক্ত হয়। গবেষকরা এখানে ১৮২ প্রজাতির জীব বৈচিত্রের সন্ধান পেয়েছেন যার মধ্যে রয়েছে ৪ প্রজাতির উভচর, ১৩০ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী এবং প্রায় ৩৩,২৩৮ বছরের পুরান একটি প্রবালের ফসিল যেটি এই দ্বীপেই পাওয়া গিয়েছে। শীতকালে এই দ্বীপে প্রচুর অতিথি পাখি এসে থাকে। এতে করে দ্বীপের পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি পায়।
{:}
)
)