Array
(
[0] => Array
(
[name] => Isha Kha Jongolbari and Mosque
[post_id] => 5067
[post_link] => http://offroadbangladesh.com/places/isha-kha-jongolbari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Isha-Kha-Jongolbari-and-Mosque-300x225.jpg
[post_content] =>
Jungle-bari (জঙ্গলবাড়ী) is mainly a fort that is located at the Jungle-bari (জঙ্গলবাড়ী) of Karimganj Upazila (করিমগঞ্জ উপজেলা) of Kishoreganj (কিশোরগঞ্জ). It was the second capital of Isha Khan (ইশা খাঁ). He captured the fort from Lokkhon Shing Hajara (লক্ষন সিং হাজারা) during the battle of Egaro Shindur (এগারো সিন্দুর) with Man Singh (মান সিংহ).
This is known as Jungle-bari Durgo (জঙ্গলবাড়ী দুর্গ), Isha Khar Bari (ইশা খাঁর বাড়ী), etc. to the local people. There is a dilapidated building is still available there. A portion of that building is still being used by the decedents from Isha Kha (ইশা খাঁ).
An archaic mosque is available just beside the Jungle-bari (জঙ্গলবাড়ী) fort. It’s a small rectangular shaped mosque having three domes at the top and four minarets at the four corners. A large pond is available at the eastern side of the mosque.
Most of the Zamindar Bari (জমিদার বাড়ী) from Bangladesh are in a very poor condition. That time the owners were facing difficulties for religious upheaval and other adverse situations, thus they have sensed an urgency to leave this country for their own safety. But fortunately, here they are still living with pride, may be they were too much friendly with the peasants.
)
[1] => Array
(
[name] => {:en}Gutia Mosque{:}{:bn}গুটিয়া মসজিদ{:}
[post_id] => 899
[post_link] => http://offroadbangladesh.com/places/gutia-mosque-known-as-baitul-aman-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/01/Guthia-Mosque-Barisal-011-300x225.jpg
[post_content] => {:en}
Gutia Mosque is situated in Barisal, also known as Baitul Aman Mosque. The mosque was built 20 km away from Barisal in a place called Ujirpur. It is supposed that, it took 210 million BDT to build this mosque. This mosque is outstanding to look at as the best equipment’s have been used. It is well decorated with lights, frames, and has speakers of BOSE, so the Azan is very melodious. The area is huge with a Madrasa, Eidgah, pond and garden. It has 30 staffs to look after the mosque. This mosque has separate place for women to perform Salah.
Mr. Sharfuddin Ahmed Shantu established this mosque in 16th Dec, 2003. He spent 10 million dollars to build this Gutia Masjid. The designs and decorations used here are taken from Europe, Asia, and Middle East's most famous mosque.
{:}{:bn}
ইউরোপ, এশিয়া এবং মধ্য প্রাচ্যের নামকরা মসজিদগুলোর নকশা অনুকরনের প্রায় ২১ কোটি টাকা ব্যয় করে বরিশাল থেকে ২০ কিলোমিটার দূরে উজিরপুরে ১৬ ডিসেম্বর ২০০৩ তারিখে এই মসজিদটি নির্মাণ করেন জনাব শরফুদ্দিন আহমেদ সানটু। নয়নাভিরাম এই মসজিদটিতে ব্যাবহার করা হয়েছে উন্নমানের কাঁচ, ফ্রেম, এবং বোস স্পিকার, যেটির কারনে এই মসজিদের আজান বিশেষভাবে শ্রুতিমধুর হয়েছে। মসজিদটির বিশাল সীমানার মধ্যে আরও আছে মাদ্রাসা, ঈদগাহ, পুকুর এবং বাগান। এই মসজিদটির তত্ত্বাবধানে ৩০ জন কর্মচারী নিয়োজিত আছেন। মহিলাদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যাবস্থা রয়েছে মসজিদটিতে।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Nawabbari Mosque of Dhonbari{:}{:bn}ধনবাড়ির নবাববাড়ি মসজিদ{:}
[post_id] => 5273
[post_link] => http://offroadbangladesh.com/places/nawabbari-mosque-of-dhonbari/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Dhanbari-mosque-Kabir-Uddin1-300x225.jpg
[post_content] => {:en}
Nawabbari Mosque of Dhonbari is built at the outside of the Nawab Manzil premise, so that local people can access it during their prayer time. Initially, Nawabbari Mosque of Dhonbari was an old fashioned three domes mosque similar to the other ancient mosques from Bangladesh. But later this mosque was extended to accommodate more people. Extended part is having 10/12 minarets at top which are similar to Persian design. This extension with the old fashioned mosque made it a hybrid looking mosque. Not enough antiquities are left now a days.
But still, you'll love to see this mosque. It’s neat and clean everywhere. Apart from the mosque, there are few micro edifices are available around the mosque. I am not sure what those are.
There are few old graves available at the graveyard which is at the western side of the mosque. Since 1929, after the death of Nawab Ali Choudhury (নবাব আলী চৌধুরী) the Holy Qur'an has been recited continually beside his grave.
{:}{:bn}
জনসাধারণ যেন নামাজ পড়তে পারেন সেজন্য এই মসজিদটি নবাব মঞ্জিলের সীমানার বাইরে নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের অন্যান্য প্রাচীন মসজিদের মত এটিও একটি তিনগম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল। পরবর্তীতে ধারনক্ষমতা বাড়ানোর জন্য মসজিদটিকে বর্ধিত করা হয়। মসজিদটির বর্ধিত অংশে পারস্য নকশার সাথে মিল রেখে ১০ টি থেকে ১২ টি মিনার নির্মাণ করা হয়। বর্ধিতকরনের কারনে মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্য অনেকাংশেই লোপ পেয়েছে।
তবে এখনও পরিষ্কার পরিছন্ন মসজিদটি দেখে আপনার ভাল লাগবে। মসজিদের আশেপাশে কিছু ক্ষুদ্রাকৃতির স্তম্ভ রয়েছে যদিও এসব কি এবং কেন এখানে রয়েছে তা জানা যায়নি। মসজিদের পশ্চিমে অবস্থিত কবরস্থানে কিছু প্রাচীন কবর রয়েছে। ১৯২৯ সালে নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর তাঁর কবরের পাশে সবসময় পবিত্র কোরআন শরীফ পড়া হয়ে আসছে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Choyani Para Two dome Mosque{:}{:bn}ছয়ানিপাড়া দুই গম্বুজ মসজিদ{:}
[post_id] => 3807
[post_link] => http://offroadbangladesh.com/places/choyani-para-two-dome-masjib/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/offroadbangladeshlogo2-300x178.png
[post_content] => {:en}
Choyani Para Two dome Mosque was built in 15th century. It has its own architectural pride. There were no dui Gombuj masjid in Bengal in 15th century. Locals claim that the Government needs to give attention regarding its preservation.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}ছয়ানিপাড়া দুই গম্বুজ মসজিদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। মসজিদটি ১৪শত শতাব্দীতে নির্মাণ করা হয়। স্থাপত্যশৈলীর ক্ষেত্রে এটির রয়েছে নিজস্বতা। ১৪শত শতাব্দীতে বাংলায় কোন দুই গম্বুজ মসজিদ ছিল না। স্থানীয়রা মনে করে সরকারের উচিত মসজিদটি রক্ষনাবেক্ষনে মনোনিবেশ করা।{:}
)
)