Array
(
[0] => Array
(
[name] => {:en}Tomb of Khan Jahan{:}{:bn}খান জাহানের দরগা{:}
[post_id] => 1519
[post_link] => http://offroadbangladesh.com/places/khan-jahans-tomb/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ulug-Khan-Jahans-Tomb-1-300x225.jpg
[post_content] => {:en}
Tomb of Khan Jahan stands on a high artificial mound, as mainly known as the Dargah complex of Khan Jahan. The complex consists of the square tomb building of Khan Jahan himself; a case of Muhammad Tahir, his diwan; a single-domed mosque and the so-called kitchen. It measures as 13.7 meters height and 9.1 meters width. The four exterior angles of the building are maintained with solid circular towers. There are four walls which have a thickness of 2.4 meter, have stone casings up to the height of about 0.9 meter for preventing the building from ground moisture. The ground moisture is common in the humid climate of south Bengal. It is located on the northern bank of the so-called Thakur dighi and is surrounded by an outer wall of 67.1 meter from east to west and 64.7 meter from north to south.
It was a rectangular structure of 12.2m by 8.5m with circular towers on the exterior angles. What the building was actually intended for, is unknown. A local tradition relates that in the last years of his life Khan Jahan dwelt in the building, where he now buried, and used the adjacent building as his kitchen. About a century ago, the building was known to have been used for the same purpose by two Faqirs, who then looked after the mosque and the tomb.
{:}{:bn}
কথিত ঠাকুরদীঘির উত্তর তীরে খান জাহানের দরগা অবস্থিত। এই দরগাটি পূর্ব থেকে পশ্চিমে ৬৭.১ মিটার এবং উত্তর থেকে দক্ষিনে ৬৪.৭ মিটার দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। খান জাহানের দরগা কমপ্লেক্সটি উঁচু মাটির ঢিবির উপর অবস্থিত। এই কমপ্লেক্সে অবস্থিত একটি বর্গক্ষেত্র আকারের ভবনে খান জাহানের সমাধি, তাঁর দেওয়ান মুহাম্মাদ তাহিরের সমাধি, একটি এক গম্বুজবিশিষ্ট মসজিদ এবং একটি কথিত রান্নাঘর রয়েছে। খান জাহানের সমাধিটির প্রতিটি দিকের মাপ বাইরে থেকে ১৩.৭ মিটার এবং ভেতর থেকে ৯.১ মিটার। ইট দিয়ে নির্মিত এই ভবনটি দরগা কমপ্লেক্সের প্রাণকেন্দ্র। ভবনটির চার কোণায় চারটি গোলাকার টাওয়ার রয়েছে। এছাড়া ভবনটির চার দেয়ালের প্রতিটির পুরুত্ব ২.৪ মিটার এবং মাটির আদ্রতা থেকে রক্ষা করতে দেয়ালের ০.৯ মিটার উচ্চতা পর্যন্ত পাথরের আবরন ব্যবহার করা হয়েছে। দক্ষিনবঙ্গের আদ্র আবহাওয়ায় মাটির আদ্রতা একটি সাধারণ ব্যাপার।
কি উদ্দেশ্যে ভবনটি নির্মিত হয়েছিল সেটি জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানা যায় জীবনের শেষ সময়ে খান জাহান আলী এই ভবনে বাস করতেন এবং পাশের ভবনটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করতেন। মৃত্যুর পর খান জাহান আলীকে এই ভবনেই সমাহিত করা হয়। জানা যায় প্রায় শত বছর পূর্বে মসজিদ এবং দরগার দেখাশোনার কাজে নিয়োজিত দুজন ফকির একই উদ্দেশ্যে এই ভবনটিকে ব্যবহার করতেন।
{:}
)
[1] => Array
(
[name] => Shrine of Hazrat Shah Mokdum (Ra)
[post_id] => 2999
[post_link] => http://offroadbangladesh.com/places/shrine-of-hazrat-shah-mokdum-ra/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/shah-makhdum-shrine2-300x224.jpg
[post_content] => Shrine of Hazrat Shah Mokdum (Ra) can be termed as a Mazar or Dorga which is situated around the grave of Hazrat Shah MokdumRuposh (Ra). He initiated Islam in the Rajshahi region. It is said that he came to Rajshahi by sitting on top of Crocodile. Many crocodile are stored in the famous Dighi which is next to the mazar of Shah Mokdum (Ra).
)
[2] => Array
(
[name] => Kodom Paglar Mazar
[post_id] => 9615
[post_link] => http://offroadbangladesh.com/places/kodom-paglar-mazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/kodom-5-300x225.jpg
[post_content] =>
Kodom Paglar Mazar is situated On Dhaka-Maowa Highway. It is formally known as "Kodom Ali Mostan er Dorgah". Another Dorgah(দরগা) with the same name is also there in the Sirajdikhan Upazila. Second one is situated near the bank of the mighty river Padma. It is just 200 meters ahead of Ghordour (ঘোড়দৌড়) Bazar, Louhajang, Munshiganj.
The history we came to know is almost like a legend. The actual tomb of "Kodom Pagla" was near the bank of Padma river. One night, due to erosion the tomb was washed away. After that there was several replica of his tomb was made by his followers. One of them is the one we mentioned in the Louhajang area.
The unique thing about Kodom Paglar Mazar is that, he was a preacher of Islam. Though photography is prohibited in Islam still a photograph of Kodom Pagla or Kodom Mostan is still found in his dorgah in Louhojong.
)
[3] => Array
(
[name] => {:en}Pagla Miar Mazar{:}{:bn}পাগলা মিয়ার মাজার{:}
[post_id] => 1085
[post_link] => http://offroadbangladesh.com/places/pagla-miar-mazar/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Pagla-Miar-Mazar-Feni-31-300x225.jpg
[post_content] => {:en}
Feni is a very small district from Bangladesh and it has very few things to explore from the main town. If you have time while staying at Feni, you can visit this Pagla Miar Mazar (পাগলা মিঞাঁর মাজার). Though it is named as Pagla Miyar Mazar, but the original name of him was Saiyad Amir Uddin He was born in 1823 at village Chhonua (ছনুয়া) of Fazilpur and died at 1887.
[We need more detail information of this spot. If you have more information and photos, please be advised to add and share in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
বাংলাদেশের একটি অত্যন্ত ছোট জেলা ফেনীতে দেখার মত তেমন কিছু নেই। ফেনীতে অবস্থানকালে আপনার হাতে সময় থাকলে পাগলা মিয়ার মাজারে ঘুরে আসতে পারেন। পাগলা মিয়ার মাজার নাম হলেও যিনি এটি নির্মাণ করেছিলেন তাঁর নাম হল সৈয়দ আমির উদ্দিন। তিনি ১৮২৩ সালে ফাজিলপুরের চৌলা গ্রামে জন্মগ্রহন করেন এবং ১৮৮৭ সালে মৃত্যুবরন করেন।
{:}
)
)