Array
(
[0] => Array
(
[name] => {:en}Parulia Mosque{:}{:bn}পারুলিয়া মসজিদ{:}
[post_id] => 4137
[post_link] => http://offroadbangladesh.com/places/parulia-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSCN1052-300x225.jpg
[post_content] => {:en}
Parulia Mosque,According to a Persy inscription attached in the main gateway of the mosque; Bibi Jainab, a daughter of Nasir shah and wife of Diwan Sharif, built this mosque in 1126 AH/ 1714 AD. Internally,it is 18.29m in long, 5.18m wide and the wall of the mosque is 1.52m thick. Two lateral arches divided the interior of the mosque into three square sections. Three domes cover the roof of these three sections. The domes are crowned with lotus and kalasa finials. There are banded octagonal corner towers at four corners of the mosque. It was an exception that all the corner towers reached up to the cornice. In the Mughal style corner towers generally reach above the cornice.
There are five archways in the mosque, three at the eastern wall and one each at northern and southern walls. The central archway is bigger than the other four which are all in same size and shape. The upper portion of the outer side of the main gateway is under a half-domed roof and is recessed in a rectangular structure. Three mihrabs are at the western wall corresponding to the three archways of the eastern wall. All the mihrabs and the archways are stuck in rectangular structure, which are ornamented with merlons. There are arched niches on both sides of the mihrabs and archways. Archways and mihrabs are marked by their outward projection. Rectangular and square panels decoration are in both sides of the outer face of the archways.
The mosque was partially damaged by earthquakes in 1897 and was renovated later on. There is a square shaped open courtyard in front of the mosque, which is surrounded by a wall not very high. A beautiful gateway is in the eastern side of this wall.
There are two ponds at the northern and southern side of the Mosque which has increased the beauty of Mosque. And it makes the environment of Mosque Premises cool.
There is a one domed square tomb of Diwan Sharif and Bibi Jainab on the western side of the mosque. Every year at some particular month many people of cultural diversity have come here to celebrate a fair (Local term oros). They open so many itinerant shop of snacks and different kinds of toys. People come to pray and wish to have something (Spiritual) which is related with the well being of their life.
{:}{:bn}
নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়ায় এই মসজিদটি অবস্থিত। মসজিদের মূল ফটকে রক্ষিত একটি পারস্য শিলালিপি থেকে জানা যায় ১১২৬ হিজরী/১৭১৪ সালে জনৈক নাসির নামক ব্যাক্তির কন্যা এবং দিওয়ান শরীফ নামক ব্যাক্তির স্ত্রী বিবি জয়নাব এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির অভ্যন্তরের দৈর্ঘ্য ১৮.২৯ মিটার, প্রস্থ ৫.১৮ মিটার এবং মসজিদের দেয়ালের ঘনত্ব ১.৫২ মিটার। দুটি ধনুকআকৃতির সমান্তরাল পথের মাধ্যমে মসজিদের অভ্যন্তরকে তিনটি বর্গাকারভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের উপরেই একটি করে গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজে নকশা ও অলংকার খোদাই করা আছে। ব্যাতিক্রম হিসেবে মসজিদের চারকোণায় অষ্টভুজ টাওয়ার রয়েছে যেগুলোর প্রতিটির উচ্চতা কার্নিশ পর্যন্ত। মুঘল স্থাপত্যশৈলীতে কোনার টাওয়ারগুলোর উচ্চতা সাধারণত কার্নিশকে ছাড়িয়ে যায়। মসজিদটির মোট পাঁচটি ধনুকআকৃতির ফটকের মধ্যে পূর্বদিকের দেয়ালে তিনটি, উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে একটি ফটক রয়েছে। মসজিদের মাঝখানের ফটকটি অন্যান্য ফটকের চেয়ে বড়। মসজিদের মূল ফটকের বাইরের দিকটি উপরিভাগ অর্ধগম্বুজ আকৃতির ছাদের নীচে অবস্থিত যেটি একটি আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। অন্যান্য ফটকগুলো সামান্য নিচু আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মসজিদের পশ্চিমদিকের দেয়ালে পূর্বদিকের ফটকগুলো বরাবর তিনটি মিহরাব অবস্থিত। সবকটি মিহরাব এবং ধনুকআকৃতির ফটকগুলো অলংকারখচিত আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মিহরাব এবং ফটকের উভয়দিকেই ধনুকআকৃতির কোটর রয়েছে। ফটকগুলোর বাইরের অংশে বর্গাক্ষেত্রাকার এবং আয়াতক্ষেত্রাকার নকশা রয়েছে। ১৮৯৭ সালের ভুমিকম্পে মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে মসজিদটি মেরামত করা হয়। মসজিদের সামনের বর্গাক্ষেত্রাকার আঙ্গিনাটি প্রাচীর দিয়ে ঘেরা। তবে প্রাচীরের উচ্চতা খুব বেশি নয় তবে প্রাচীরের পূর্বদিকেএকটি চমৎকার ফটক রয়েছে।পারুলিয়া মসজিদের উত্তর ও দক্ষিণদিকে অবস্থিত দুটি পুকুর মসজিদ অঙ্গনকে ঠাণ্ডা রাখার পাশাপাশি মসজিদের সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি করেছে।
মসজিদের পশ্চিমে দিওয়ান শরীফ এবং বিবি জয়নাবের এক গম্বুজবিশিষ্ট দরগা অবস্থিত। প্রতিবছর এখানে বছরের একটি নির্দিষ্ট মাসে মেলা (স্থানীয়ভাবে ওরশ বলা হয়) অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষজন অংশ নিয়ে থাকে। এসময় এখানে বিভিন্ন খাবার ও খেলনা পাওয়া যায়। মানুষ এখানে এসে প্রার্থনা করে এবং নিজেদের জীবনের সমৃদ্ধির জন্য কিছু চেয়ে থাকে।
{:}
)
[1] => Array
(
[name] => Isha Kha Jongolbari and Mosque
[post_id] => 5067
[post_link] => http://offroadbangladesh.com/places/isha-kha-jongolbari-and-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Isha-Kha-Jongolbari-and-Mosque-300x225.jpg
[post_content] =>
Jungle-bari (জঙ্গলবাড়ী) is mainly a fort that is located at the Jungle-bari (জঙ্গলবাড়ী) of Karimganj Upazila (করিমগঞ্জ উপজেলা) of Kishoreganj (কিশোরগঞ্জ). It was the second capital of Isha Khan (ইশা খাঁ). He captured the fort from Lokkhon Shing Hajara (লক্ষন সিং হাজারা) during the battle of Egaro Shindur (এগারো সিন্দুর) with Man Singh (মান সিংহ).
This is known as Jungle-bari Durgo (জঙ্গলবাড়ী দুর্গ), Isha Khar Bari (ইশা খাঁর বাড়ী), etc. to the local people. There is a dilapidated building is still available there. A portion of that building is still being used by the decedents from Isha Kha (ইশা খাঁ).
An archaic mosque is available just beside the Jungle-bari (জঙ্গলবাড়ী) fort. It’s a small rectangular shaped mosque having three domes at the top and four minarets at the four corners. A large pond is available at the eastern side of the mosque.
Most of the Zamindar Bari (জমিদার বাড়ী) from Bangladesh are in a very poor condition. That time the owners were facing difficulties for religious upheaval and other adverse situations, thus they have sensed an urgency to leave this country for their own safety. But fortunately, here they are still living with pride, may be they were too much friendly with the peasants.
)
[2] => Array
(
[name] => {:en}Ronvijoypur Mosque{:}{:bn}রনবিজয়পুর মসজিদ{:}
[post_id] => 1581
[post_link] => http://offroadbangladesh.com/places/ronvijoypur-mosque-3/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Ronvijoypur-Mosque2-300x200.jpg
[post_content] => {:en}
Ronvijoypur Mosque has the largest dome in Bangladesh. It is of 11 meters (36 ft) width supported by arches. The corners have tapering circular towers while the external molding has a slight curve. The interior of the Ronvijoypur Mosque is plain. However the main mihrab consists of decorations of floral patterns. It was constructed according to khan Jahan style of architecture. Several renovations took place during the 1960s and 1970s. However, more repair work is required to prevent dampness inside the tomb, and also to the brick work on the exterior surfaces.
[This spot needs more detail. If you have more inform]ation and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}খুলনা বিভাগের বাগেরহাট জেলায় (খুলনা-বাগেরহাট মহাসড়কে) খানা জাহানের সমাধির উল্টোদিকে রনবিজয়পুর মসজিদ অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মসজিদে। খিলানের উপর ভর করা এই মসজিদের গম্বুজটি প্রায় ১১ মিটার (৩৬ ফুট) প্রশস্ত। রনবিজয়পুর মসজিদের কোণায় সরু গোলাকার টাওয়ার রয়েছে এবং মসজিদের বাইরের নকশার কাজ সামান্য বাঁকানো। তবে মসজিদের মূল মিহরাবে ফুলের নকশা রয়েছে। খান জাহানের স্থাপত্যশৈলী অনুসরণ করে এই মসজিদটি নির্মাণ করা হয়। ষাট এবং সত্তরের দশকে রনবিজয়পুর মসজিদটি কয়েকদফা মেরামত করা হয়। তবে, মসজিদের গম্বুজের অভ্যন্তরের এবং বাইরের দেয়ালের আদ্রতা দূর করতে মসজিদটিকে আরো মেরামতের প্রয়োজন আছে।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Korapur Mia Bari Mosque{:}{:bn}কড়াপুর মিয়াবাড়ি মসজিদ{:}
[post_id] => 6625
[post_link] => http://offroadbangladesh.com/places/korapur-mia-bari-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Mia-Bari-Mosque-Korarpur-Barisal-011-300x225.jpg
[post_content] => {:en}
Korapur Mia Bari Mosque (কড়াপুর মিয়াবাড়ি মসজিদ) is an old mosque from the Barisal district (বরিশাল জেলা). The mosque is located at the Mia Bari (মিয়া বাড়ি) of that area. It is believed that the mosque was built during 18th century. They have painted the mosque recently, and also doing some sort of restoration now. And thus it lost its antiquity entirely.
This mosque is built over a high plinth. Or, may be its better to call it a high basement instead of a plinth. Inside the basement it has several rooms at ground floor. These days it is being used as a resident for the student of nearby Madrasa (মাদ্রাসা). There is a wide stair available to reach at the mosque that is at the second floor.
It is a rectangular shaped mosque having three small sized domes at the top where the middle one is slightly larger than the other twos. The mosque has total eight minarets with four at front and four at the back side walls. Apart from these, there are several small minarets available in between. All the minarets and the upper portion of the mosque is highly decorated. At the eastern side of the mosque it has a very large water pond.
{:}{:bn}
বরিশাল সদরের উত্তর কড়াপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। বরিশাল জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ হলো কড়াপুর মিয়াবাড়ি মসজিদ। মনে করা হয়ে থাকে ১৮শ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়। সাম্প্রতিককালে কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি রঙ করা হয়েছে এবং বর্তমানে এটির মেরামত কার্যক্রম অব্যাহত আছে। এ কারনে এই মসজিদটির প্রাচীন বৈশিষ্ট্যগুলো পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে।
উঁচু বেসম্যাণ্টের উপর এই কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি নির্মাণ করা হয়েছে। নীচতলায় বেসম্যাণ্টের অভ্যন্তরে কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো মসজিদের নিকটে অবস্থিত মাদ্রাসার ছাত্রদের থাকার কাজে ব্যবহার করা হচ্ছে। মসজিদে প্রবেশ করার জন্য দোতলায় একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে।
আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের সামনের দেয়ালে চারটি মিনার এবং পেছনের দেয়ালে চারটি মিনার সমেত মোট আটটি মিনার রয়েছে। এছাড়া সামনের এবং পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে কয়েকটি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ এবং সবগুলো মিনারে ব্যাপকভাবে কারুকাজ করা হয়েছে। কড়াপুর মিয়াবাড়ি মসজিদের পূর্বদিকে একটি বিশালাকারের পুকুর রয়েছে।
{:}
)
)