Array
(
[0] => Array
(
[name] => Kherua Masjid
[post_id] => 4643
[post_link] => http://offroadbangladesh.com/places/kheruwa-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Kherua-Mosque1-Sabbir-Sohan1-300x162.jpg
[post_content] =>
It was built at a time when Sultani era was at its end and Mughal era had just set in. According to the inscription found in the mosque, it was built by Nawab Mirza Murad Khan, son of Jawahar Ali Khan Kakshal, in 1582 AD (989 Hijri).
The end of the 16th century AD is regarded as a tumultuous period in the history of Bengal due to anti-Mughal resistance spearheaded by the Bara Bhuiyans. During this era, the region, mentioned as ‘Sherpur Morcha’ in Ain-i Akbari by abul fazal, was the stronghold of the Kakshal rebels. They expressed solidarity with the bara bhuiyans of Bengal and the Afghan leader Masum Khan Kabuli. In fact Khherua mosque came into being to serve the community. As it was built while a political crisis was going on, a degree of negligence is evident in the construction and ornamentation of the mosque.
The rectangular mosque is 17.34 meters long from north to south while 7.5 meters wide from west to east. Its dimension from inside is 13.72 meters long and 3.8 meters wide. The walls are about 1.83 meters thick. The mosque has three entrances on the east, of which the central one is bigger than the two on its sides. Also, there is an entry on each side on the north and the south. Inside the mosque, on the west wall, there are three half-cylindrical concave mihrabs within a rectangular frame. The one in the middle is bigger than the other two and all three are devoid of any ornamentation.
Kherua mosque has three domes in a row, which look like three bowls of same size placed upside down. There is no motif or ornamentation on the domes. The construction looks similar to that of Sultani era. The two sides of the cornice are slightly curved taking after the traditional hut of Bengal. This type of roof treatment is seen in most of the 15th century architectural works. In the front walls some paneling work was done. There was some ornamentation with terracotta tiles, which are no longer there now. There were two inscriptions engraved on the two sides of the central entrance. One inscription is still there while the other is being preserved in the Karachi Museum. From the shape of the stone used for the inscription, it is assumed that the piece was the part of a statue; and the inscription was inscribed on the backside of the statue and placed on the wall. Kherua Mosque demands a great importance as an example of early mughal mosques in Bengal.
)
[1] => Array
(
[name] => {:en}Baba Adam Shahid Mosque{:}{:bn}বাবা আদমের মসজিদ এবং দরগা {:}
[post_id] => 7979
[post_link] => http://offroadbangladesh.com/places/baba-adam-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/baba-adam-300x169.jpg
[post_content] => {:en}
Baba Adam Shahid Mosque (বাবা আদম শহীদ মসজিদ) is an archaeologically significant mosque situated in Munshiganj District.
Baba Adam's Mosque shows all the decorative and architectural characteristics of the sultanate architecture of Bengal. This mosque, in fact, bears the mature form of the sultanate mosque style of this region (Bangladesh).
It is a six-domed mosque. An inscription, fixed above the central doorway in the east, records 888 AH/1483 AD as the date of construction of the mosque. Malik Kafur built it during the reign of Sultan Fateh Shah. Baba Adam's Mosque is now protected monument under the Department of Archaeology, Bangladesh. It has been renovated and is in a comparatively good state of preservation. Besides the mosque there is a tomb known as Baba Adam's Mazar, where, according to a legend, baba adam shahid, who died in a holy war, was buried. It is difficult to ascertain the historicity of this tomb due to lack of authentic sources. There is a newly built small tomb structure situated on the south-east side of the courtyard of the mosque. Previously, there was no roof over the tomb.
The present tomb is square in plan (7.62m a side) and is undated and without any inscription tablet. The simple grave has no feature of architectural importance and the Department of Archaeology is not responsible for preserving it.
{:}{:bn}
বাবা আদমের মসজিদ এবং দরগা মুন্সীগঞ্জ জেলার রামপাল থানার রিকাবিবাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। বহুগম্বুজবিশিষ্ট আয়াতক্ষেত্রাকার এই মসজিদটির ভেতরের অংশের আয়তন ১০.৩৫ মিটার গুণিতক ৬.৭৫ মিটার এবং বাইরের অংশের আয়তন ১৪.৩০ মিটার গুণিতক ১১.৪৫ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় ২ মিটার। বাবা আদম মসজিদের তিনটি সারিতে প্রবেশের জন্য মোট দুটি পথ রয়েছে। এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালের পেছনের অংশের তিনটি স্তর রয়েছে এবং মাঝখানের স্তরে নকশাকরা বহুখাঁজবিশিষ্ট খিলানের প্যানেল রয়েছে। মসজিদের ছাদে দুই সারিতে তিনটি করে মোট ছয়টি একই ধরনের গোলাকার গম্বুজ রয়েছে। বাবা আদম মসজিদে দুটি সরু স্তম্ভ রয়েছে যেগুলো কালো অগ্নিয়গিরিজাত শিলা দিয়ে নির্মিত। এই স্তম্ভগুলোর গোড়া অষ্টভুজাকার, ষোল পার্শ্বযুক্ত এবং শিকল ও ঘণ্টার আদলে নকশাকৃত। বাবা আদম মসজিদের মুসলিম আমল পূর্ববর্তী পাথরের পিলারগুলোর উপর মসজিদের সরু প্রজাতির খিলানগুলো দাড়িয়ে আছে যেখান থেকে ছয়টি গম্বুজের উদয় হয়েছে। মসজিদটি ইটের তৈরি হলেও এটির পিলার এবং আয়তাকার স্তম্ভগুলো পাথরের তৈরি।
সুলতানি আমলের বেশীরভাগ স্থাপনার মত এই মসজিদের কার্নিশ এবং ছাদ বক্ররেখা বেষ্টিত। মসজিদের পশ্চিম দিকের দেয়ালের মিহরাবের সাথে সমান্তরালভাবে পূর্বদিকে তিনটি চমৎকার বক্রাকার ফটক রয়েছে।
বাবা আদম মসজিদের খিলান ও ছাদের মধ্যকার স্থানে গোলাপের নকশা রয়েছে এবং ছাঁচের নকশায় প্রস্তুতকৃত কুলুঙ্গির সারি রয়েছে। মসজিদে সবকটি ফটক এবং মিহরাবে আয়াতক্ষেত্রাকার নকশা খোদাই করা আছে এবং উত্তর ও দক্ষিন দিকের দেয়ালে আয়াতক্ষেত্রাকার কুলুঙ্গি রয়েছে। মসজিদটিতে কোন মিনার নেই এবং মাঝখানের ফটকের দুই পাশেই বহু খাঁজবিশিষ্ট দুটি আয়াতক্ষেত্রাকার প্যানেল রয়েছে। ছোট পিলারসমূহের উপরে বাবা আদম মসজিদের খিলানগুলো দাড়িয়ে আছে যেগুলোতে টেরাকোটার চমৎকার ঝুলে থাকা ফুলের নকশা করা আছে। বাবা আদম মসজিদের বহিরাংশের মত নকশা সিরাজগঞ্জের শাহজাদপুর মসজিদের বহিরাংশেও দেখা যায়।
বাবা আদমের মসজিদের নকশা এবং স্থাপত্যশৈলীতে সেসময় বাংলায় সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চরিত্র দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের (বাংলাদেশের) মসজিদগুলোতে সুলতানি স্থাপত্যশৈলীর পূর্ণ রুপের মসজিদ ছাড়াও এখানে একটি দরগা রয়েছে যেটি বাবা আদমের মাজার নামে পরিচিত। লোককথায় আছে যে বাবা আদম শহিদ একটি ধর্মযুদ্ধে নিহত হবার পর তাঁকে এখানে দাফন করা হয়। নির্ভরযোগ্য সূত্রের অভাবে এই দরগার ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। মসজিদের উঠানের দক্ষিন-পূর্বদিকে একটি নবনির্মিত ছোট দরগা রয়েছে। পূর্বে দরগার উপর কোন ছাদ ছিল না। বর্তমানে অবস্থিত দরগাটি বর্গাকার (যার প্রতিটি বাহু ৭.৬২ মিটার এবং এটিতে কোন শিলালিপি নেই তাই কবে এটি নির্মিত হয়েছিল তারও কোন তারিখের উল্ল্যেখ নেই। দরগার পাশে অবস্থিত কবরটি অতি সাধারণ তাই এটির কোন স্থাপত্যশৈলীর দিক দিয়ে কবরটির কোন গুরুত্ব নেই আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদফতর কবরটি সংরক্ষণও করছে না।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Sadi Mosque{:}{:bn}সাদী মসজিদ{:}
[post_id] => 5092
[post_link] => http://offroadbangladesh.com/places/sadi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Sadi-Mosque-300x225.jpg
[post_content] => {:en}
Among many of the structures of Egarosindur, Sadi Mosque is one of the best-conserved monuments in the country. A pertain inscription tablet, fixed over the central mihrab, record that the mosque was built in 1062 AH (1652 AD) by one Sadi, son of Shaikh Shiroo, during the reign of Shahjahan.
Measuring 25 ft. a side, the single-domed square mosque was built on a raised piece of land. There are three arched entrances in the east, and one each in the middle of the north and the south sides. The central archway, which is larger, is set within a slightly projected rectangular frame, but the flanking archways are contained within slightly recessed rectangle. The Qibla wall is recessed with three semi-octagonal mihrabs, which correspond to the three eastern doorways. The mosque represents a happy blending of Mughal elements with the Sultanate architectural traits characteristic of Bengal.
Sadi Mosjid (সাদী মসজিদ) which is around half a kilometer apart from there, on your way by passing beside the Egarosindur (এগারোসিন্দুর) Fort (though nothing is remaining now a days). Sadi Mosque (সাদী মসজিদ) is a single domed mosque similar to the Shah Mahmud Mosque. A large dome is at the top of the mosque which almost cover the whole roof. The dome is quite large and bulbous. Also, the structure is quite difficult in nature and can easily be distinguished from others.
The mosque has decorative terracotta at the outer side and the inner side of the mosque. Sadi mosque (সাদী মসজিদ) was built by someone named Sadi (সাদী) who was the son of Shaikh Shiru (শাইখ শিরু). It was during 1652, the regime of Shahjahan (শাহজাহান).
{:}{:bn}
সাদী মসজিদকে বলা যায় দেশের অন্যতম শ্রেষ্ঠ সংরক্ষিত স্থাপনার একটি। মসজিদের কেন্দ্রস্থলের মিহরাবের উপর স্থাপিত শিলালিপি থেকে জানা যায় যে ১০৬২ হিজরী (১৬৫২ সালে) সম্রাট শাহজাহানের শাসনামলে জনৈক শাইখ শিরুর পুত্র সাদী এই মসজিদটি নির্মাণ করেছিলেন।
একটি গোলাকার গম্বুজবিশিষ্ট বর্গাক্ষেত্রাকার এই মসজিদটি উঁচু জমির উপর নির্মাণ করা হয়। প্রতি বাহু ২৫ ফুট দৈর্ঘ্যর এই মসজিদটির পূর্বে তিনটি, উত্তরদিকে মাঝ বরাবর একটি এবং দক্ষিন দিকে একটি ধনুকআকারের ফটক রয়েছে। মসজিদের মাঝখানের বড় ফটকটি একটি আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হলেও অন্যান্য ফটকগুলো সামান্য নিচু আয়াতক্ষেত্রাকার কাঠামোর উপর নির্মাণ করা হয়েছে। মসজিদের কিবলার দেয়ালে পূর্বদিকের দরজা ফটকগুলো বরাবর তিনটি অর্ধ অষ্টভুজাকার মিহরাব রয়েছে। মসজিদের নির্মাণশৈলীতে মুঘল এবং সুলতানি আমলের স্থাপত্যশৈলীর চমৎকার মিশ্রণ লক্ষ্য করা যায় আর এজন্যই অন্যান্য স্থাপত্য থেকে খুব সহজেই এই মসজিদটিকে আলাদা করা যায়। মসজিদের ভেতরে ও বাইরে টেরাকোটার কাজ রয়েছে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Zinda Pir Mosque{:}{:bn}জিন্দা পীরের মসজিদ{:}
[post_id] => 6753
[post_link] => http://offroadbangladesh.com/places/zinda-pir-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Bagerhat-Jinda-Pir-Mosque-011-300x225.jpg
[post_content] => {:en}
Zinda Pir Mosque (জিন্দা পীরের মসজিদ) is very near from the Khan Jahan Ali Mazar. This is a small square shaped mosque having a dimension 6x6 (in meter). It has a single dome at the top. The Eastern side of the wall has three doors and other twos (not Western) are having a single door. This mosque was in ruin and restored during 2002.
During that restoration process the mosque has lost its most of the antiquities. They believe the guy who built this mosque was a holy man. He was reciting the Holy Quran one day and disappeared. That's why the believe that the guy is not dead yet. And hence they call him Zinda Pir (জিন্দা পীর), and call the mosque as Zinda Pir Mosque (জিন্দা পীরের মসজিদ). In English, the word Zinda Pir (জিন্দা পীর) means an alive holy man. This story doesn't have any authentic source to believe. It is simply the way they believe this. This mosque premise has a lot of old graves around. Those are not having any naming and that's why it is unsure about the graves. Also it has a Mazar (মাজার) near the mosque and lot of people pray on there.
{:}{:bn}খান জাহান আলী মাজারের খুব কাছেই জিন্দা পীরের মসজিদ অবস্থিত। ছোট বর্গক্ষেত্রাকার এই মসজিদের ব্যাপ্তি ৬মিটারx৬ মিটার। একগম্বুজ বিশিষ্ট এই মসজিদের পূর্ব দিকের দেয়ালে তিনটি দরজা আছে এবং পশ্চিমদিক ব্যাতিত বাকি দুই দিকের দেয়ালে একটি করে দরজা আছে। ২০০২ সালে ধ্বংসপ্রাপ্ত এই মসজিদটিকে মেরামত করা হয়। তবে, মেরামতের সময় মসজিদটি এটির প্রাচীনতা অনেকাংশেই হারিয়েছে। স্থানীয়রা মনে করেন একজন বুজুর্গ ব্যাক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন যিনি কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় একদিন অদৃশ্য হয়ে যান। একারণে মনে করা হয়ে থাকে যে ঐ ব্যাক্তি এখনও জীবিত আছেন আর তাই তাঁকে জিন্দা পীর বলা হয় এবং মসজিদটিকে বলা হয় জিন্দা পীরের মসজিদ। ইংরেজিতে জিন্দা পীরের অর্থ জীবন্ত পবিত্র ব্যাক্তি। এই গল্পটির কোন বিশ্বাসযোগ্য সূত্র নেই তবে স্থানীয়রা এমনটাই বিশ্বাস করে থাকে। মসজিদের প্রাঙ্গনে বেশকিছু পুরাতন কবর রয়েছে তবে কোন নামফলক না থাকায় এসব কবর সম্পর্কে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি। মসজিদের কাছে একটি মাজারও আছে যেখানে প্রচুর মানুষ প্রার্থনা করে থাকে।{:}
)
)