Array
(
[0] => Array
(
[name] => {:en}Nazimgarh Natural Park{:}{:bn}নাজিমগড় ন্যাচারাল পার্ক{:}
[post_id] => 4383
[post_link] => http://offroadbangladesh.com/places/nazimgarh-natural-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Nazimgarh-Natural-park1-300x125.jpg
[post_content] => {:en}
Nazimgarh 'Nature Park' is located on the banks of the Sharee River at Lalakhal, a picturesque place at the base of the Jaintia Hills bordering the Indian State of Meghalaya. The 'Sharee' originates at a height of 1420 meters (4650 feet) from a place called Mitimyntdu, close to Jowai town of the West Jaintia Hills District of Meghalaya. There, the river is known as Myntdu or "Ka Tawiarka Takam" (Our Guardian Angel) in the local Pnar (Khasi) dialect.
Encircling Jowai town on three sides, the Myntdu flows south through Leshka valley to reach Borghat village within Jaintia Hills before entering Bangladesh as the 'Sharee' at Lalakhal.
The river brings from the hills much sand and other minerals that give the waters a unique blue-green colour. While in the dry season the river is mild, its crystal clear water of an emerald colour, in the rainy season it become a raging torrent, at times over flowing its banks. Around 1340 AD, Ibne Battuta of Morocco, one of the gratest travelers of all time, is said to have travelled down this 'blue' river on his return journey after visiting Hazrat Shah Jalal in Sylhet.
'Nature Park' is on the banks of the river Sharee, near its sister resort 'Wilderness' which is located on the hillside. The 'River Queen' restaurant is the focal point with its panoramic view following the bend in the river. The 'Adventure Camp' tent site is nearby, under the shade of the surrounding trees. These comfortable tents give guests a sense of nature and adventure rarely available in other places. The clear night sky allows one to see stars with a clarity that needs to be experienced to be truly believed. It is Nature in its purest form.
Source: www.nazimgarh.com
{:}{:bn}নাজিমগড় ন্যাচারাল পার্ক সিলেটের লালাখালে সারি নদীর তীরে অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী জৈন্তা পাহাড়ের পাদদেশে ছবির মত সুন্দর লালাখালের সারি নদীর তীরে নাজিমগড়ের ‘ন্যাচার পার্কটি’ অবস্থিত। সারি নদীর উৎপত্তি হয়েছে মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তা হিল ডিসট্রিক্টের জোয়াই শহরের কাছে অবস্থিত মিতিমইন্দু নামক স্থানে প্রায় ১৪২০ মিটার (৪৬৫০ ফুট) উঁচু থেকে। এখানে এই নদীটি খাসিদের ভাষায় মিন্দু অথবা “কা তাউইরকা তাকাম” (যার অর্থ আমাদের দেবদূত অভিভাবক) নামে পরিচিত। জোয়াই শহরকে তিনদিক থেকে ঘিরে থাকা মিন্দু নদীটি বাংলাদেশের লালাখালে সারি নদী হিসেবে প্রবেশের পূর্বে লেসকা ভ্যালীর মধ্যে দিয়ে দক্ষিন দিকে প্রবাহিত হয়ে জৈন্তা পাহাড়ের মধ্য দিয়ে বোরঘাট গ্রামে পৌঁছেছে।
পাহাড় থেকে সারি নদীর সাথে প্রচুর বালু এবং অন্যান্য খনিজ সম্পদ বয়ে আসার কারনে এই নদীর পানি নীল ও সবুজ রঙের সমন্বয়ে এক অপূর্ব বর্ণ ধারন করেছে। শুকনো মৌসুমে এই নদীটি শান্ত থাকে এবং এটির স্বচ্ছ পানি সবুজ রঙ ধারন করে। অথচ আবার বর্ষাকালে এই নদীটি এতটাই অশান্ত হয়ে ওঠে যে কখনো কখনো নদীর তীর প্লাবিত হয়ে যায়। আনুমানিক ১৩৪০ সালে বিশ্বের অন্যতম নামকরা পর্যটক মরক্কোর ইবনে বতুতা সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর সাথে সাক্ষাৎ করে ফেরার পথে এই ‘নীল’ নদীটি অতিক্রম করেছিলেন।
এই উদ্যানের অন্যতম আকর্ষণ হল ‘রিভার কুইন’ রেস্টুরেন্ট যেখান থেকে নদীর বাঁকের চমৎকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এই রেস্টুরেন্টের কাছে গাছের ছায়ায় রয়েছে ‘অ্যাডভেঞ্চার ক্যাম্পের’ তাঁবু। আরামদায়ক এসব তাঁবুতে অতিথিরা একদিকে প্রকৃতির কাছাকাছি আসতে পারবেন আবার পাশাপাশি অ্যাডভেঞ্চারও করতে পারবেন। এখানকার রাতের পরিষ্কার আকাশে আপনি তারাদের দেখতে পারবেন যা এখানে এসে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এক কথায় বলা যায় যে প্রকৃতি তার বিশুদ্ধতম রুপে এখানে আবির্ভূত হয়েছে।
সূত্র: www.nazimgarh.com{:}
)
[1] => Array
(
[name] => Natore DC Park
[post_id] => 18274
[post_link] => http://offroadbangladesh.com/places/natore-dc-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/09/Natore-DC-Park3-300x225.jpg
[post_content] =>
Natore DC Park is located near Natore Children Park in the Rajshahi-Bogra Highway, inaugurated in 1st January 2006. The inaugurator of this aesthetic concept was Mr. Mohammad Ilias Hossain, the Collector, District Magistrate and District Commissioner of Natore. The main intention behind building this park was to beautify and redecorate the District Commissioner’s Office, but it has been a tourist attraction these days. Apart from that attractive park, there is a lake and fountain yard in between the park and main road. This lake was inaugurated in 16th September, 2013 by Mr. Zafar Ullah, The Deputy Commissioner of Natore District.
Each day, many of the inhabitants come to this lovely environment to enjoy their leisure time with family and friends in the yard. The Antarctic natural air frost may amaze you by bringing tranquility into your mind.
)
[2] => Array
(
[name] => {:en}Modhutila Eco Park{:}{:bn}মধুটিলা ইকো পার্ক {:}
[post_id] => 5131
[post_link] => http://offroadbangladesh.com/places/modhutila-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Deers-in-eco-park-gajniobakash1-300x225.jpg
[post_content] => {:en}
Modhutila Eco Park is at Nalitabari, Sherpur. Modhutila Eco Park is also situated in the border. In the Indian part, Tura hill is situated in the same place. It is in Jhinaigati Thana of Sherpur. It takes 30 mins to reach there from Sherpur. This is a nice place with lots of species of trees and animals. After visiting Gazni, you should visit Modhutila as you go to Sherpur. Visitor can see there Meghlay, plants, animals, waterfall, lake etc.
Modhutila Ecopark is unknown tourist place for maximum people of other districts. It has outstanding natural beauty and pleasant environment for recreation. My study was based on semi-structured questionnaire survey and informal discussion. Maximum tourist visit this place for pass their leisure period with friends & family. Main attraction of this place is its natural beauty and green environment. This Ecopark is much potential for the development of socioeconomic condition of surrounding people. About 12.5% people of this area are totally depending on this park, and 2/3 people are moderately affected by the park for their income generation.
After establishment of this park, percentage of unemployed people decrease from 21%to13%, percentage of poor people decrease from 46%to34% and percentage of education increase from 17% to 21.5% by three years. Park authority faces some problem to manage the park. Communication, security, manpower are the main problem of this park. Sudden attract of Indian elephant is another problem for local people, park authority and it hampered the development of infrastructure of park.
If sustained management strategies apply and take effective Government initiatives, then it can play an important role in the development of this area.
{:}{:bn}
শেরপুরের নলিতাবাড়িতে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি সীমান্তের ওপারে ভারতীয় অংশেও অবস্থিত। তুরা পাহাড় এখানেই অবস্থিত। শেরপুর শহর থেকে এখানে পৌছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। এখানে নানা ধরনের গাছপালা ও জীবজন্তু রয়েছে। গাজনি দেখে শেরপুরে ফেরার পথে আপনি মধুটিলাতেও যেতে পারেন। এখান থেকে ভারতের মেঘালয়ের গাছ, প্রাণী, ঝর্ণা, পাহাড় ও লেক দেখা যায়।
অন্যান্য জেলার বেশীরভাগ মানুষের কাছেই মধুটিলা ইকো পার্ক অজানাই রয়ে আছে। এই ইকো পার্কে আছে বিনোদনের জন্য চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। বেশীরভাগ পর্যটক এখানে আসেন তাদের বন্ধু ও পরিবারের সাথে অবসর সময় কাটাতে। এখানে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এই ইকো পার্কটির রয়েছে অনেক অবদান কারন প্রায় ১২.৫% মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পার্কের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘন সবুজ পরিবেশকে বলা যেতে পারে এই ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা ২১% থেকে কমে দাড়ায় ১৩%, দরিদ্র মানুষের সংখ্যা ৪৬% থেকে কমে দাড়ায় ৩৪% এবং শিক্ষিত মানুষের সংখ্যা ১৭% থেকে বেড়ে দাড়ায় ২১.৫%। যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, জনবলের সংকট হল এই পার্কটির সবচেয়ে বড় সমস্যা। ভারত থেকে আসা বন্য হাতির অতর্কিত আক্রমন স্থানীয়দের কাছে একটি বড় সমস্যা যা পার্কের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। যথাযথ সরকারি পদক্ষেপ এবং উন্নয়নের টেকসই কৌশল গ্রহন করলে এই পার্কটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Lawachhara National Park{:}{:bn}লাউয়াছড়া জাতীয় উদ্যান{:}
[post_id] => 6372
[post_link] => http://offroadbangladesh.com/places/lawachhara-national-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Lawachara-National-Park-by-Nasir-Khan-Saikat-300x188.jpg
[post_content] => {:en}Lawachhara National Park (Bengali: লাউয়াছড়া) is a major national park and nature reserve in Bangladesh. The park is located at Kamalganj Upazila, Moulvibazar District in the northeastern region of the country. It is located within the 2,740 ha (27.4 km2) West Bhanugach Reserved Forest. Lawachhara was one of the filming sites of the 1956 movie Around the World in 80 Days.
Lawachhara National Park covers approximately 1,250 ha (12.5 km2) of semi-evergreen forests of the Tropical and subtropical coniferous forests Biome and mixed deciduous forests of the Tropical and subtropical moist broadleaf forests Biome. The land was declared a national park by the Bangladesh government on July 7, 1996 under the Wildlife Act of 1974.
The terrain of Lawachhara is undulating with scattered 10 to 50 m (33 to 164 ft.) hillocks. Locally known as tila, the hillocks are primarily composed of Upper Tertiary soft sandstone. The park is crossed by numerous sandy-bedded streams (locally known as nallah), one of which is the Lawachhara tributary, from which the park derived its name. The soil of Lawachhara is alluvial brown sandy clay loam to clay loam dating from the Pliocene epoch. Shallow depressions filled with water (Haor wetlands) are also a feature of the region as the low-lying areas are often subject to flooding.
The climate of Lawachhara is generally pleasant to warm, averaging at 26.8 °C (80.2 °F) in February to 36.1 °C (97.0 °F) in June. The humidity is high throughout the year, and Lawachhara experiences frequent rains with occasional cyclonic storms.{:}{:bn}লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় উদ্যান। এই উদ্যানটি উত্তরপূর্ব বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। শ্রীমঙ্গল থেকে এই স্থানটির দূরত্ব ৯.৪ কিলোমিটার। ঘন সবুজ জঙ্গলে পরিপূর্ণ ১২.৫ কিলোমিটার আয়তনের লাউয়াছড়া জাতীয় উদ্যানটি পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত। বাংলাদেশের সর্ববৃহৎ এই রেইন ফরেস্টে রয়েছে প্রায় ৪৬০ প্রজাতির জীব বৈচিত্র্য যেসবের মধ্যে রয়েছে ১৬৭ প্রজাতির গাছ, ৪ প্রজাতির উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ প্রাণী, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ২৪৬ প্রজাতির পাখি। ১৯৭৪ সালের বন্যপ্রাণী আইনের অধীনে বাংলাদেশ সরকার ১৯৯৬ সালের ৭ই জুলাই এই উদ্যানটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে।{:}
)
)