বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। শহীদ সিপাহী হামিদুর রহমান নামে অধিক পরিচিত হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩-২৮ অক্টোবর ১৯৭১) ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিপাহী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে হামিদুর রহমান ১৯৭১ সালের ২৮ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর পরিখা দখল করতে গিয়ে শাহাদতবরন করেন। তাঁর আত্মত্যাগের ফলে মুক্তিবাহিনী কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর ধলই সীমান্ত ফাঁড়ি দখল করতে সমর্থ হয়। অসম সাহসিকতার জন্য হামিদুর রহমানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। আপনি এখানে গিয়ে এই বীরের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন এবং বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারেন।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে শ্রীমঙ্গল কিভাবে যাবেন ইতিমধ্যেই উল্ল্যেখ করা হয়েছে। সিলেটে পৌছে রিক্সা নিয়ে এই স্মৃতিসৌধে যেতে পারেন।
আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গলের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। শ্যামলী পরিবহনঃ
• প্রধান কার্যালয়ঃ ২৫/বি-১, খিলজি রোড, মোহাম্মাদপুর, শ্যামলী, ঢাকা, ফোনঃ ৯১২৪১৩৯;
• কলাবাগান কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯১৪১০৪৭, ০১৭১-১১৩০৮৬২;
• উত্তরা কাউণ্টার, আব্দুল্লাহপুর ঢাকা, ফোনঃ ০১৭১২৮৩৯১১১;
• কল্যাণপুর কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯০০৩৩৩১;
২। গ্রীনলাইন পরিবহনঃ
৯/২, আউটার সার্কুলার রোড (মমিনবাগ), রাজারবাগ, ঢাকা, ফোনঃ ৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫;
৩।হানিফ এণ্টারপ্রাইজঃ
২২/৩, ব্লক-বি, কলেজ গেইট, ঢাকা, ফোনঃ ৯০০৮৪৮০;
প্রতি সপ্তাহে ছাড়া শ্রীমঙ্গল থেকে তিনটি ট্রেন সকাল ৯:৫৬ মিনিটে, বিকাল ৫:০৫ মিনিটে এবং রাত ১২:৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মঙ্গলবার ও বুধবার দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ট্রেনে ঢাকায় পৌছাতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগবে। এসব ট্রেনের ভাড়া হলঃ প্রথম শ্রেণী-২০০/- টাকা, সূলভ-১১০/- টাকা। বিকালে চলাচলকারী ট্রেনে আপনি ৩০০/- টাকা ভাড়ায় তাপানুকুল বগিতে এবং সন্ধ্যার ট্রেনে ৫০০/- টাকা ভাড়ায় স্লিপারে ভ্রমন করতে পারবেন।
১। শ্রীমঙ্গল টি রিসোর্টঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৭% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
বাংলোঃ ৩৫০০/- টাকা থেকে ৫৫০০/- টাকা পর্যন্ত; স্যুইটঃ ৩৫০০/- টাকা; আইপি রুমঃ ২৫০০/- টাকা;
ঠিকানাঃ বাংলাদেশ চা বোর্ড, ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;
২। হোটেল টি টাউনঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৫% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
ডিলাক্স নন এসিঃ ১০০০/- টাকা থেকে ১২৫০/- টাকা; দুজনের থাকার জন্য কক্ষঃ ১৩৫০/- টাকা, স্যুইটঃ ১৫৫০/- টাকা থেকে ১৮৫০/- টাকা;
ঠিকানাঃ ধাকা-সিলেট মহাসড়ক, শ্রীমঙ্গল;
৩। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাবঃ
আরমান খান (ভারপ্রাপ্ত প্রধান ব্যবস্থাপক), শ্রীমঙ্গল, ফোনঃ +৮৮০১৭৩০৭৯৩৫৫২-৫৯;
আপনি এই স্মৃতিসৌধে গিয়ে উপলব্ধি করতে পারেন আমাদের স্বাধীনতার তাৎপর্যকে। এবং আপনার শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
শ্রীমঙ্গল শহরে আপনি খাওয়ার জন্য মানসম্পন্ন রেস্টুরেন্ট পাবেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!