শরীয়তপুরের একটি নামকরা স্থান হল ছয়গাঁও। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন প্রখ্যাত নেতা এখানে বাস করতেন। এছাড়া ১৯৩০ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত এখানে ইংরেজ সেনাদের ঘাঁটি ছিল। এখানে আসতে হলে আপনাকে প্রথম শরীয়তপুর জেলায় পৌছাতে হবে। সেখান থেকে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে পৌছাতে হবে।
ছয়গাঁও জমিদার বাড়িতে যেতে হলে আপনাকে প্রথম ভেদারগঞ্জ উপজেলাতে যেতে হবে, সেখান থেকে আপনি ছয়গাও ইউনিয়নে যেতে পারেন।
বলা যায় ১৯৯২ সাল পর্যন্ত শরীয়তপুর জেলার যোগাযোগ ব্যবস্থা মোটেও ভাল ছিল না। যে কারনে জেলায় মাত্র ৩ কিলোমিটার সড়ক ছিল। তবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্মাণ করা হয়। পূর্বে দেশের অন্যান্য স্থান থেকে শরীয়তপুরে প্রধানত নদীপথে আসতে হত। তবে, ধীরে ধীরে জেলার সাথে দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।
ঢাকা থেকে শরীয়তপুরে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। গ্লোরি এক্সপ্রেস লিমিটেড
ছাড়ার সময়ঃ সকাল ৯:৩০ মিনিট।
ভাড়াঃ ১৩০/- টাকা
ফোনঃ ০১৯১৩০৬১৫১৫ (আনোয়ার)
ফেরিঘাটঃ
কাঁঠালবাড়ি থেকে মাওয়া ঘাট-
প্রথম ফেরিঃ সকাল ৯:৩০ মিনিট
দ্বিতীয় ফেরিঃ দুপুর ১টা
তৃতীয় ফেরিঃ বিকাল ৪টা
চতুর্থ ফেরিঃরাত ৮টা
ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরে চলাচলকারী লঞ্চগুলোর মধ্যে আছেঃ
১। প্রিন্স অফ আওলাদ
রুটঃ সদরঘাট থেকে শরীয়তপুরের
ছাড়ার সময়ঃ প্রতিদিন রাত ৯টা
২। স্বর্ণদ্বীপ-৭
রুটঃ সদরঘাট থেকে শরীয়তপুরের
ছাড়ার সময়ঃ প্রতিদিন রাত ৯টা
শরীয়তপুর জেলার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। নুর হোটেল ইন্টারন্যাশনাল (আবাসিক)
প্রযত্নেঃ মোঃ লোকমান হোসাইন (প্রোপ্রাইটর)
ঠিকানাঃ পোস্টঃ পালং, উপজেলাঃ শরীয়তপুর সদর, জেলাঃ শরীয়তপুর;
ফোনঃ ০৬০১-৬১৪৬১
২। চন্দ্রদাস রেস্ট হাউজ (আবাসিক)
প্রযত্নেঃ মাহবুবুর রাহমান ভুঁইয়া(প্রোপ্রাইটর)
ঠিকানাঃ পোস্টঃ পালং, উপজেলাঃ শরীয়তপুর সদর, জেলাঃ শরীয়তপুর;
ফোনঃ ০৬০১-৬১২৫৬
৩। হোটেল শের আলী (আবাসিক)
প্রযত্নেঃ মোঃ শের আলী সর্দার(প্রোপ্রাইটর)
ঠিকানাঃ গ্রামঃ করালতলী, পোস্টঃ ভেদরগঞ্জ, উপজেলাঃ ভেদরগঞ্জ, জেলাঃ শরীয়তপুর;
ফোনঃ ০১৭১১২৪৪৩৭৩
এই জমিদার বাড়ির স্থাপত্ত্যিক সৌন্দর্য উপভোগ করুন
শরীয়তপুরে কোথায় খাবেন সে নির্দেশনা অনুসরন করুন। জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!