শ্রী চৈত্তানের মাতুতালাইয়ের মন্দির হবিগঞ্জের বাহুবল উপজেলার অধীন শায়েস্তাগঞ্জ থেকে ১৪.৮ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের জয়পুরে অবস্থিত। বৈষ্ণব ধর্মের প্রনেতা শ্রী চৈত্তানের মায়ের বাড়ি হওয়ার কারনে এই মন্দিরটি হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান।
ঢাকা থেকে সিলেট এবং শায়েস্তাগঞ্জে কিভাবে যাবেন ইতিমধ্যেই জানানো হয়েছে। সিলেট থেকে ১১১ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে আপনি সিএনজি অটোরিকশা অথবা বাসে চড়ে আসতে পারবেন। সিলেট-মৌলভীবাজার মহাসড়কের পাশেই বাহুবল উপজেলা অবস্থিত।
ঢাকা থেকে ১৫১ কিলোমিটার দূরে অবস্থিত হবিগঞ্জে আপনি সড়কপথে এবং রেলপথে যেতে পারবেন।
ঢাকা থেকে হবিগঞ্জে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। দিগন্ত পরিবহন-সকাল ৯:১০ মিনিট থেকে সন্ধ্যা ৭:৪৫ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যায়; ভোর ৫:৩০ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকার পথে ছেড়ে যায়; ফোনঃ ০১৭১১৩২৯৯৪৪, ০৮২১-৫২৮৭৩ (হবিগঞ্জ), ০১৭১৮০১৬৯৬৩ (ঢাকা);
২। অগ্রদূত পরিবহন- সকাল ৯:১০ মিনিট থেকে সন্ধ্যা ৭:৪৫ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যায়; সকাল ৭:১০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত ঢাকার পথে ছেড়ে যায়; ফোনঃ ০১৭১৮৬০০৫৫১, ০৮২১-৫২৩৫১ (হবিগঞ্জ), ০১৭১৬০৩৮৯৬১;
৩। বিসমিল্লাহ পরিবহন- ভোর ৬:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭:১০ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যায়; ভোর ৫:৪৫ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত ঢাকার পথে ছেড়ে যায়; ফোনঃ ০১৭১১৯০৮৬৮৪, ০৮২১-৫২৩৭১ (হবিগঞ্জ);
হবিগঞ্জ থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত শায়েস্তাগঞ্জে ঢাকা থেকে ট্রেন আসা যাওয়া করে। আপনি ট্রেনে করে ঢাকা থেকে শায়েস্তাগঞ্জে পর্যন্ত যেতে পারেন। শায়েস্তাগঞ্জ থেকে বাস অথবা সিএনজি অটোরিকশায় করে আপনি হবিগঞ্জে পৌছাতে পারবেন।
ঢাকা থেকে শায়েস্তাগঞ্জে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে আছেঃ
১। পারাবত এক্সপ্রেসঃ ঢাকা থেকে ছেড়ে যায় সকাল ৬:৪০ মিনিটে; শায়েস্তাগঞ্জে পৌঁছে সকাল ১০:০৫ মিনিটে; শায়েস্তাগঞ্জে বন্ধের দিনঃ মঙ্গলবার;
২। কালিনী এক্সপ্রেসঃ শায়েস্তা গঞ্জ থেকে ছেড়ে যায় সকাল ৯:২৫ মিনিটে; ঢাকায় পৌঁছে দুপুর ১:২৫ মিনিটে; ঢাকায় বন্ধের দিনঃ শুক্রবার;
৩। জয়ন্তিকা এক্সপ্রেসঃ ঢাকা থেকে ছেড়ে যায় দুপুর ২ টায়; শায়েস্তাগঞ্জে পৌঁছে রাত ৮:০৫ মিনিটে; শায়েস্তা গঞ্জ থেকে ছেড়ে যায় সকাল ১১:১৮ মিনিটে; ঢাকায় পৌঁছে বিকাল ৪ টায়; ঢাকায় ট্রেনটির কোন বন্ধের দিন না থাকলেও শায়েস্তাগঞ্জে ট্রেনটির বন্ধের দিন হল বৃহস্পতিবার;
৪। উপবন এক্সপ্রেসঃ শায়েস্তা গঞ্জ থেকে ছেড়ে যায় রাত ১০ টায়; ঢাকায় পৌঁছে রাত ১:৫০ মিনিটে; ঢাকায় বন্ধের দিনঃ বুধবার;
হবিগঞ্জে থাকার জন্য হোটেলগুলোর মধ্যে আছেঃ
১। হোটেল আল জামিল কমপ্লেক্স, জামিল কমপ্লেক্স, পুরাতন বাস স্ট্যান্ড;
২। হোটেল সোনার তরী, আশরাফ জাহান কমপ্লেক্স, কালীবাড়ি সড়ক;
৩। করিম রেস্ট হাউজ, পোস্ট অফিস সড়ক;
৪। খাজা রেস্ট হাউজ, তিনকোনা পুকুর পাড়;
৫। হোটেল বনানী, টাউন হল সড়ক;
৬। বন্ধন রেস্ট হাউজ, সিনেমা হল সড়ক;
৭। সার্কিট হাউজ, ফোনঃ ০৮৩১-৫২২২৪;
আরও তথ্যর জন্য ক্লিক করুন (http://www.habiganj.gov.bd/node/279793)
১। প্রাচীন মন্দিরটির সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। হিন্দুদের অর্চনা প্রত্যক্ষ করতে পারেন।
৩। ছবি তুলতে পারেন।
আপনাকে আশেপাশে স্থানীয় রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। তবে আপনি সাথে করে খাবার ও পানি নিয়ে যেতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!