শ্যামনগর জমিদার বাড়ি

Type: প্রাসাদ
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

শ্যামনগর জমিদার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত। সাতক্ষীরার শ্যামনগরে রয়েছে বেশকিছু দর্শনীয় স্থান যেগুলোর মধ্যে এই জমিদারবাড়িটি অন্যতম। শ্যামনগরের জমিদারবাড়ির পুরো নাম হল ‘হরিচরণ জমিদারবাড়ি শ্যামনগর’। জমিদার হরিচরণ ১৯ শতকের শেষদিকে এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।


How to go

ঢাকার কল্যাণপুর অথবা গাবতলি থেকে সরাসরি বাসে করে সড়কপথে পাঁচ থেকে ছয় ঘণ্টায় সাতক্ষীরায় পৌছাতে পারবেন। রাস্তার অবস্থা ভাল হওয়ায় যাত্রাপথে আপনার কোন কষ্টই হবে না। সাতক্ষীরা শহরে এক স্থান থেকে অন্য স্থানে অল্প ভাড়ায় রিকশায় করে চলাচল করতে পারবেন। তবে, জমিদারবাড়িতে পায়ে হেঁটে যাওয়াই ভাল এতে করে সবকিছু ভাল করে দেখতে পারবেন। সাতক্ষীরা থেকে ঢাকায় সরাসরি বাসে করে ফিরতে পারবেন।

How To Reach: সাতক্ষীরা জেলা

The only route to go to Satkhira from Dhaka is by road. You can take a bus to go to Satkhira, crossing river by ferry. Some of the bus services available are listed below for your assistance:

1. Eagle Paribahan
Gabtoli Counter, Phone-8017698, 8017320

2. Hanif Enterprise
Gabtoli Counter, Phone-8011759

3. AK Travels
Gabtoli, Contact: 02-8032916, 01191-620621
Tk. 550 (Non-AC)
Tk. 1000 (AC)

Where to Stay

There are not many hotels in Satkhira and the few available places may not meet your standards. Accommodation facilities in Satkhira still need to improve. Our pick among the hotels in Satkhira is:
1. Mozaffar Garden & Resort, Satkhira
Phone: 01712104439, +8801719769009, +8801191812257

2. Borsha Resort
Manager: AKM Anisur Rahman
Address: Kolabari, 9 no. Burigoalini, Shamnagar, Satkhira.
Phone: 01715251963

3. Vai Vai Hotel
Manager/Owner: Babu Ram Mojumdar
Address: Ashasuni, Khajra Bazar.
Phone: 01913424633

4. Halima Hotel
Manager/Owner: Ms. Halima Begum
Address: Ashasuni, Khajra Bazar.
Phone: 01790227919

5. Sundarban Hotel
Manager/Owner: Mr. Dr. Shahjahan
Address: Nokipur Bus Stand, Shamnagar, Satkhira
Phone: 01710126624

Things to do

জমিদারবাড়ির চমৎকার স্থাপত্যশৈলী উপভোগ করতে পারেন।

Eating Facilities

সাতক্ষীরায় খাঁটি উপাদানে প্রস্তুত করা নানা পদের মজাদার খাবার খেতে পারবেন। আপনি ভোজনরসিক হয়ে থাকলে সাতক্ষীরা আপনার জন্য যথার্থ স্থান। তবে, ভোজন রসিক না হয়ে থাকলেও এখানে কয়েকদিন থাকলেই আপনি একজন ভোজন রসিক হয়ে যাবেন।

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat