Array
(
[0] => Array
(
[name] => {:en}Rupsha River and Bridge{:}{:bn}রূপসা নদী এবং সেতু{:}
[post_id] => 5440
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/rupsha-river-and-bridge/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Rupsha-River1-300x225.jpg
[post_content] => {:en}
Rupsha River and Bridge are located in south-west of Bangladesh. It is formed as a result of union of the Bhairab and Atrai rivers. It changes its name to Pasur River near Chalna while flowing into the Bay of Bengal.
Rupsha is a very popular river in Bangladesh. Flowing by the sides of Khulna city, it connects to the Bay of Bengal by Poshur River at Mongla channel. This river has very good natural sight in both of its banks.
In the bank of this important river, many fisheries, dock yard, ship yard, factories are located. Many fishermen run their families through fishing. The bridge over this river, known as Khan Jahan Ali Rupsha Bridge, connects Khulna and Bagerhat Districts.
{:}{:bn}দক্ষিন-পশ্চিম বাংলাদেশে অবস্থিত রূপসা নদীটির জন্ম হয়েছে ভৈরব এবং আত্রাই নদীর মিলনের ফলে। চালনার কাছে এসে বঙ্গোপসাগরে মিলে যাওয়ার পূর্বে এই নদীটির নাম হয়ে গিয়েছে পশুর। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রূপসা নদীটি খুলনা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে এবং পশুর নদীর মাধ্যমে মংলা চ্যানেলে বঙ্গোপসাগরে যুক্ত হয়েছে। রূপসা নদীর দুই তীরেই রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীটির তীরে অনেক ফিশারিজ, ডকইয়ার্ড, শিপইয়ার্ড, এবং কারখানা অবস্থিত। এই নদীতে মাছ ধরে অনেক জেলে পরিবার তাঁদের জীবিকা নির্বাহ করে। রূপসা নদীর উপর স্থাপিত সেতুটির নাম খান জাহান আলী রূপসা সেতু। এই সেতুটি খুলনা এবং বাগেরহাট জেলাকে সংযুক্ত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।{:}
)
[1] => Array
(
[name] => Balashi Ghat
[post_id] => 6210
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/balashi-ghat%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/DSC08881-Copy-2-300x225.jpg
[post_content] =>
Balashi Ghat (বালাসী ঘাট) is one of the most beautiful tourist spots of Gaibandha District.It stands beside the bank of Jamuna River and is not very far from Gaibandha Sadar Upazila. At the beginning of 2004, steamers were banned from this place. Although, trawlers & boats are available for traveling. It has built a connection with the southern districts of Jamalpur.
As a result of erosion, everyday many parts of this Ghat are drowning under the river. A huge crowd comes to Balashi Ghat to enjoy its stunning natural beauty.
)
[2] => Array
(
[name] => {:en}Sangu River{:}{:bn}সাঙ্গু নদী{:}
[post_id] => 5349
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/sangu-river/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/2Sangu-river1-300x200.jpg
[post_content] => {:en}
The Sangu River is a river in Myanmar and Bangladesh. Its source is in the North Arakan Hills of Myanmar, located at 21°13´N 92°37´E. The Arakan Hills form the boundary between Arakan and the Chittagong Hill Tracts. It follows a northerly circuitous course in the hill tracts and then enters Bangladesh near Remarki, Thanchi Upazila, Bandarban District, from the east. It flows north through Thanchi, Rowangchhari and Bandarban Sadar Upazilas of Bandarban District. It then flows west through Satkania and Banshkhali Upazilas in Chittagong District and flows into the Bay of Bengal near Chittagong, at 22°6´N 91°51´E, or about 16.09 kilometres (10.00 mi) south of the mouth of the Karnafuli River. The length of the river is 270 kilometres (170 mi); 173 kilometres (107 mi) are located within Bangladesh.
Sangu River is the complete part of the natural beauty of Bandarban. It follows a northerly circuitous course in the hill tracts up to Bandarban. It enters the district from the east and flows west across the district and finally falls into the Bay of Bengal at the end of a course of 270 km. This river is flowing through the hills thousands of years. It is an important route to communicate with Ruma and Thanchi Upazila. It has huge financial interests for the population of Bandarban. This river is widely used for transportation, agricultural and other necessary products for the people of remote community.
In the winter season the current of the river almost becomes stagnant but in the rainy season the current becomes aggressive. Visitor must be attract with the beautification scattered on the both sides of it. You can find here hills, forests, falls with a river together. All the way you will be thrilled only and it is simply amazing.
The major tributaries of the river are the Chand Khali Nadi and Dolukhal. The Chand Khali Nadi flows through the Patiya Plains, and the Dolukhal River drains into the Satkania Plains. Another tributary is the Kumira Khali, which drains into the Kutubdia Channel. There are seven Bangladesh Water Management Board hydrometric stations on this river, which have been recording data since 1965.
The Sangu drains off the waters of Patiya, Satkania, and Banshkhali Upazilas. It has a connection with the Karnafuli River through the Chand Khali River. The Sangu is a shallow river, but it becomes violent during rains and develops rapid currents. It is navigable up to 48.27 kilometres (29.99 mi) from the estuary. The Sangu gas field is located about 50 kilometres (31 mi) southwest of Chittagong and reaches a depth of 10 meters at its mouth.
{:}{:bn}
বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ সাঙ্গু নদী পার্বত্য চট্রগ্রামে উত্তরদিকে বৃত্তাকারে বান্দরবান পর্যন্ত প্রবাহিত হয়েছে। পূর্বদিক দিয়ে বান্দরবানে প্রবেশ করে নদীটি জেলার পশ্চিম দিক দিয়ে বের হয়েছে এবং প্রায় ২৭০ কিলোমিটার প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পার্বত্য অঞ্চলে হাজার বছর ধরে প্রবাহিত এই নদীটি রুমা এবং থানচি উপজেলার সাথে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বান্দরবানের জনগনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই নদীটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। দুর্গম এই অঞ্চলের মানুষেরা পরিবহন, কৃষি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে নদীটিকে বহুভাবে ব্যবহার করে থাকে।
শীতকালে সাঙ্গুনদীর স্রোত অনেকাংশে ম্রিয়মাণ হয়ে গেলেও বর্ষাকালে নদীটির স্রোত তীব্র আকার ধারন করে। সাঙ্গু নদীর দুই তীরের পাহাড়, বন, নদী ও ঝর্ণার সৌন্দর্যে যেকোনো পর্যটকই বিমোহিত হবেন। এক কথায় সাঙ্গুনদী দেখে আপনি শুধু অবাকই হবেন না বরং মুগ্ধতা আপনাকে গ্রাস করবে।
{:}
)
[3] => Array
(
[name] => {:en}Kongsha Nodi{:}{:bn}কংস নদী{:}
[post_id] => 5192
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/kongsha-nodi/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Kongsho-nodi-Arif-Hasan1-300x225.jpg
[post_content] => {:en}
Kangsha (কংস), a river from Bangladesh (বাংলাদেশ). It has several names, Kangsha (কংস), Kangshai (কংসাই), Kangshabati (কংসবতী), etc. This flows through Mymensingh (ময়মনসিংহ) and Netrakona (নেত্রকোনা). All of the photos of this river were taken from Netrakona (নেত্রকোনা).
The river is originated from the Garo Hills (গারো পাহাড়) of India and flows as Kongsho (কংস), and later joined with the Shomeswari (সোমেশ্বরী) river at Jaria-Jhanjail (জারিয়া-ঝান্জাইল). The river kept the name Kangsha (কংস) after joining together.
Near the bridge you'll find two bazaar at either side. One is Jaria (জারিয়া), and other one is Jhanjail (ঝান্জাইল). People used to call this place as Jaria-Jhanjail (জারিয়া-ঝান্জাইল) together.
During its course the river become too narrow and before demising it has joined with another great river of Bangladesh, Shurma (সুরমা), at Sunamganj (সুনামগঞ্জ).
All the photos of this article were taken from the car while crossing the Kongsho Bridge at Jaria-Jhanjail. GPS coordinate of the bridge at (25° 0'46.59"N, 90°38'50.00"E)
{:}{:bn}
বাংলাদেশের অন্যতম এই নদীটির বিভিন্ন নাম রয়েছে যেমনঃ কংস, কংসাই, কংসবতী ইত্যাদি। ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার মধ্যে দিয়ে এই নদীটি বয়ে গিয়েছে। ভারতের গারো পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই নদীটি কংস নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং জারিয়াঝানজাইল নামক স্থানে সোমেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে। সোমেশ্বরী নদীর সাথে মিলিত হবার পর নদীটির নাম কংসই রয়েছে।
কংস সেতুর কাছে নদীর উভয় প্রান্তে দুটি বাজার রয়েছে। একটি বাজারের নাম জারিয়া এবং অপরটির নাম ঝানজাইল। স্থানীয়রা এই জায়গাটিকে জারিয়া ঝানজাইল নামে বলে আসছে। ধীরে ধীরে নদীটির চলার পথ সরু হয়ে এসেছে এবং সুনামগঞ্জে এই নদীটি বাংলাদেশের অন্যতম নদী সুরমার সাথে মিলিত হয়েছে।
জিপিএস এ কংস নদীর অবস্থান হল (২৫°০'৪৬.৫৯"উ, ৯০°৩৮'৫০.০০"পু)
{:}
)
)