Array
(
[0] => Array
(
[name] => Fantasy Kingdom
[post_id] => 3016
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/fantasy-kingdom/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Fanatasy-Kingdom-6-300x226.jpg
[post_content] => Fantasy Kingdom has become a favorite destination for group outings, picnics, company or family day out. Attractive packages are available. Facilities for arranging conference, annual general meeting or any corporate event, birthday, wedding or any family party, photo session or video shooting are also available here. Fantasy Kingdom is FUN, LOUD & OUT OF THIS WORLD. And the most happening place and amusement park in Bangladesh. People come to visit Fantasy Kingdom from all the corner of Bangladesh.
Fantasy Kingdom brings a little bit of Disneyland to Bangladesh. It is one of the most spectacular amusement parks in the country and has become a great tourist attraction in Dhaka. South Asia had never before experienced an enjoyment park of such a grand scale and it took the creativity, dedication and promise from hundreds of workers, artists and sculptors to bring this world of entertainment and thrills to life.
Visitors to the Fantasy Kingdom amusement park will also find a four-star luxury hotel at the park that has two hundred rooms, condominiums and its very own resort city. Souvenir shops, merchandise stores and food vendors are all located inside the park walls, so visitors are able to browse after they have enjoyed their adventure rides. Unfortunately, not many of the locals of Bangladesh are able to afford the entry fee into the park. Most of the community has never even set foot past the entrance, and many of the visitors that get to enjoy Fantasy Kingdom are foreigners. But hopefully the influx of foreigners to the park will boost the tourism industry and economy of the region, so that one day, everyone will be able to enjoy the excitement and adventure of Fantasy Kingdom.
Thirty kilometers off the Dhaka city on the way to Savar and about five kilometers off the Zia International Airport, the theme park Fantasy Kingdom owned by Concord group were formally opened on Feb.19.2002. By this time, it has gained popularity both from the kids and from adults.
)
[1] => Array
(
[name] => {:en}Dream Holiday Park{:}{:bn}ড্রিম হলিডে পার্ক{:}
[post_id] => 4800
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/dream-holiday-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DH-11-300x192.jpg
[post_content] => {:en}
There are many amusement parks in Bangladesh. Some are old and historical and some are recently launched and developed. This park is built on a land of 37 bighas, Dream Holiday Park was opened for trippers on August 31, 2011. It is located at Chaitaba, Narsingdi. It spreads the aroma of newness. It is just beautiful and inviting. And it is ideally located and elaborately made and developed to allure day trippers from near and far. It has elaborate arrangements and facilities for comfortable and secure stay and it offers excellent facilities to indulge in park activities.
There is spacious car parking space, bungalow and cottage for accommodation, international standard restaurant for Indian and Chinese food, coffee-house, ice cream parlor, delicious fast food, government security (Ansar), instant power supply, prayer room etc.
Park activities take place on the land, water and air for both children and adults. Dream Holiday Park is an excellent place for picnic. Picnic facilities include full package of decorators, sufficient number of Hygienic toilets, specious shade, 24-hour security, sound system (prepaid), secure car parking, all rides are prepaid, food arrangement (prepaid) and instant power supply.
There are two picnic spots- (1) Bungalow for Mayabi Picnic Spot (2 A/C Rooms) and (2) Bungalow for Madhurima Picnic Spot –for school, college, university and family get together and picnic.
Rent for picnic spots are: BDT 80,000 for up to 300 people and BDT 1,10,000 for up to 500 people on holidays. The rates are reduced to BDT 75,000 and BDT 90,000 respectively on working days. For 300 picnickers there is one Bungalow with two air-conditioned rooms and for 500 picnickers there is one two-storied Bungalow.
The Water Park offers most exclusive adventure rides giving the excitement of sea life and allowing enjoyment of every moment with DJ music.
Water Park facilities include: Male/Female Dressing Room, Locker, Water Park Dress (rental) and Music System operated by DJ expert on government holidays.
Park activities on water include: jet fighting, speed boating, swan boating, boating below Bengal Bridge, Sydney Bridge and London Bridge.
For kids there are Swing Chairs, Bull Ride and Gorzila and Train in the Air running to and from Chaitaba Railway Station. The Entry Ticket price is Tk 200 including VAT.
{:}{:bn}
বাংলাদেশে বেশকিছু বিনোদন পার্ক রয়েছে। এসব পার্কের মধ্যে কোন কোন পার্ক পুরাতন এবং ঐতিহাসিক আবার কোন কোন পার্ক সাম্প্রতিককালে নির্মাণের কারনে বেশ আধুনিক। ৩৭ একর জমির উপর অবস্থিত ড্রিম হলিডে পার্কটি ২০১১ সালের ৩১শে আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কাছের এবং দুরের পর্যটকদের আকর্ষণ করার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই নরসিংদী জেলার পাঁচ দোনার চৈতাবায় অবস্থিত ড্রিম হলিডে পার্কটিতে সবধরনের সুযোগ সুবিধা এবং নতুনত্ব রয়েছে। শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য পার্কে রয়েছে জলে, স্থলে এবং আকাশে বিভিন্ন রাইড। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ এই পার্কটিতে আরো রয়েছেঃ সুপরিসর পারকিং, থাকার জন্য বাংলো এবং কটেজ, আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট যেখানে পাওয়া যাবে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার, কফি হাউজ, আইসক্রিম পার্লার, ফাস্ট ফুডের দোকান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নামাজের ব্যবস্থা।
ড্রিম হলিডে পার্কে পিকনিকের জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। পিকনিকের জন্য এখানে রয়েছে ডেকোরেটরের সুবিধা, পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর টয়লেট, সুপরিসর শেড, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, সাউণ্ড সিস্টেম (আগাম খরচ দিতে হবে), গাড়ি পারকিং, বিভিন্ন রাইড, খাবারের ব্যবস্থা (আগাম খরচ দিতে হবে), বিভিন্ন রাইড এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
ড্রিম হলিডে পার্কে দুটি পিকনিক স্পট রয়েছে। এগুলো হলঃ মায়াবি পিকনিক স্পটের বাংলো (এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি কক্ষ) এবং মধুরিমা পিকনিক স্পটের বাংলো (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পারিবারিক আয়োজন এবং পিকনিকের জন্য ব্যবহার করা হয়)।
ড্রিম হলিডে পার্কে পিকনিকের জন্য ভাড়া হলঃ ছুটির দিনে ৩০০ জনের জন্য ৮০,০০০/- টাকা এবং ৫০০ জনের জন্য ১,১০,০০০/- টাকা। তবে, ছুটির দিন ব্যাতিত এই ভাড়া হবে যথাক্রমে ৭৫,০০০/- টাকা এবং ৯০,০০০/- টাকা। ৩০০ জনের জন্য এই পার্কে রয়েছে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষসহ একটি বাংলো এবং ৫০০ জনের জন্য রয়েছে একটি দোতলা বাংলো।
ড্রিম হলিডে পার্কে দিবা এবং রাত্রি নামে একটি ডুপ্লেক্স কটেজ রয়েছে। ২৪ ঘণ্টার জন্য পুরো কটেজের ভাড়া হল ১০,০০০/- টাকা এবং একই সময়ের জন্য কটেজের একটি ইউনিটের ভাড়া হল ৫০০০/- টাকা। কটেজের সুযোগ সুবিধার মধ্যে রয়েছেঃ সবধরনের সুযোগ সুবিধাসহ দুটি বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, একটি বারান্দা (যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়াটার পার্ক দেখতে পারবেন), ২৪ ঘণ্টার জন্য একজন কেয়ারটেকার, নিরাপত্তাসহ গাড়ি পারকিং, ২৪ ঘণ্টার জন্য রেস্টুরেন্টের সুবিধা (যেখানে পাওয়া যাবে দেশী, চাইনিজ ও ইন্ডিয়ান খাবার), নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এখানকার ওয়াটার পার্কে সর্বাধুনিক রাইডে চড়ে আপনি সাগরে চলে যাওয়ার অনুভুতি অর্জন করবেন। ডিজে মিউজিকের ছন্দে এখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। ওয়াটার পার্কের সুযোগ সুবিধার মধ্যে রয়েছেঃ পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ড্রেসিং রুম, পৃথক লকার, ওয়াটার পার্কের বিশেষ পোশাক (ভাড়া নিতে হবে), এবং সরকারি ছুটির দিনে ডিজে পরিচালিত মিউজিক সিস্টেম। পার্কের জলজ রাইডগুলোর মধ্যে রয়েছেঃ জেট ফাইটিং, স্পীড বোটিং, সোয়ান বোটিং, বেঙ্গল ব্রিজ, সিডনী ব্রিজ এবং লন্ডন ব্রিজের নীচে বোটিং। এছাড়া শিশুদের জন্য এখানে রয়েছেঃ সুইং চেয়ার, বুল রাইড, ট্রেন এবং গরজিলা। পার্কে প্রবেশ মূল্য হলঃ ১৫০/- টাকা (ভ্যাটসহ)।
{:}
)
)