Array
(
[0] => Array
(
[name] => {:en}Meghna Bridge{:}{:bn}মেঘনা সেতু{:}
[post_id] => 5509
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/meghna-bridge/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/meghna-bridge-F.-Zaman1-300x187.jpg
[post_content] => {:en}
Official name of Meghna Bridge is Japan Bangladesh Friendship Bridge 1. It carries Motor vehicles and pedestrians. It is situated over the Meghna River. This bridge was designed by Cantilever bridge. The total length of the bridge is 900 meters (2,952 ft 9 inches), in width 9.2 meters (30 ft 2 inches). The longest span is 87 meters (285 ft 5 inches). It was opened for public in February 1, 1991. The coordinates is 23°36.162′N 90°36.991′E
Meghna Bridge is a road bridge in Bangladesh. It was built by assistance of Japan and officially named Japan Bangladesh Friendship Bridge 1, but it is popularly known as Meghna Bridge. According to a study conducted in 2004 by the Embassy of Japan in Bangladesh, residents living around the Meghna Bridge recognized several positive impacts after the construction of the bridge. In 2005, the bridge underwent extensive repair because the expansion joints of the bridge were damaged due to the lack of appropriate maintenance.
Architecture: Meghna Bridge is a cantilever and girder bridge. It is 930 meters (3,051 ft 2 in) in length with dual carriageway and 9.2 meters (30 ft 2 in) in width. The bridge has thirteen spans. Two among the individual spans are of 24.25 meters (79 ft 7 in) in length each, one is of 48.3 meters (158 ft 6 in) in length, nine spans are of 87 meters (285 ft 5 in) in length each and the length of the rest is 18.2 meters (59 ft 9 in). The carriage way of the bridge is 7.2 meters (23 ft 7 in). The foundations are supported on RCC caissons and piles. Piled foundation of abutments are buried. RCC caissons which are used as foundation under the piers are also buried. Both abutments and the piers of the bridge are RCC solid type. The piers of the bridge are hexagonal. Each pier is of 11 meters (36 ft 1 in) in length and 3.2 meters (10 ft 6 in) in width.
The wing walls of the bridge are of RCC and are fixed with abutments and have no weep holes. Railing type of the bridge is of R.C.C post and steel rail. The bridge has 0.80 meters (2 ft 7 in) wide sidewalk at both sides. Meghna Bridge also has infrastructure of drainage.
Economic impact: Traffic volumes across the Meghna River and of National Highway No. 1 significantly increased after the opening of the Meghna Bridge. In April 1997, an average of 10,149 vehicles of all types used the bridge in each 24 hours while March 2004 saw 9,704 vehicles per day. The reason behind this fall in traffic volume is attributed to increase in toll rate in 2002 and seasonal fluctuations. Below is a comparison of vehicles using the bridge per day in April 1997 and March 2004.
The survey conducted in 2004 by the Embassy of Japan in Bangladesh found that a majority of the users of the bridge believe that the construction of the Meghna Bridge improved the life of the people living near it and the surrounding area of the bridge has been urbanized. The people surveyed opined that the number of traffic blockage caused by bad weather has been decreased since the construction. The survey also found that 42% of the trucks using Meghna Bridge transport goods between Dhaka and Chittagong.
{:}{:bn}
মেঘনা সেতু নামে বহুল পরিচিত এই সেতুটির দাপ্তরিক নাম হল জাপান-বাংলাদেশ মৈত্রী সেতু-১। ক্যাণ্টিলিভার ব্রিজের নকশায় নির্মিত এই সেতুতে যানবাহন এবং পথচারি চলাচলের ব্যবস্থা আছে। জাপানের সহায়তায় নির্মিত সেতুটির মোট দৈর্ঘ্য ৯০০ মিটার (২৯৫২ ফুট ৯ ইঞ্চি) এবং প্রস্থ ৯.২ মিটার (৩০ ফুট ২ ইঞ্চি। ১৯৯১ সালের ১লা ফেব্রুয়ারি সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেতুটির জিপিএস অবস্থান হল ২৩°৩৬.১৬২′উ ৯০°৩৬.৯৯১′পু।
২০০৪ সালে জাপান দূতাবাস পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায় সেতুটি নির্মাণের ফলে সেতুর আশেপাশে বসবাসকারীদের জীবন মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেতুর আশেপাশের এলাকারও শহরিকরন হয়েছে। জরিপে অংশগ্রহনকারীরা জানিয়েছেন যে খারাপ আবহাওয়ার কারনে সেতুর উপর যান চলাচল বাধাগ্রস্থ হওয়ার ঘটনা পূর্বের চেয়ে লোপ পেয়েছে। জরিপ থেকে এও জানা যায় যে, সেতুতে চলাচলকারী ৪২% ট্রাক ঢাকা ও চট্রগ্রামের মধ্যে পণ্য পরিবহন করে থাকে।
যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে এবং অধিক ওজনের যানবাহন চলাচলের জন্য সেতুটির বেশকিছু অংশে এক্সপেনশন জয়েন্ট ক্ষতিগ্রস্থ হওয়ায় ২০০৫ সালে সেতুটিতে বড় ধরনের মেরামত কাজ পরিচালনা করা হয়।
স্থাপত্যঃ ক্যাণ্টিলিভার এবং গার্ডারে নির্মিত এই সেতুতে উভয় দিকে যান চলাচল করতে পারে। সেতুটির ১৩টি স্প্যানের মধ্যে দুটি স্প্যানের দৈর্ঘ্য ২৪.২৫ মিটার (৭৯ ফুট ৭ ইঞ্চি), একটি স্প্যানের দৈর্ঘ্য ৪৮.৩ মিটার (১৫৮ ফুট ৬ ইঞ্চি), নয়টি স্প্যানের দৈর্ঘ্য ৮৭ মিটার (২৮৫ ফুট ৫ ইঞ্চি) এবং বাকি একটি স্প্যানের দৈর্ঘ্য ১৮.২ মিটার (৫৯ ফুট ৯ ইঞ্চি)। মেঘনা সেতুর মূল সড়কপথের দৈর্ঘ্য ৭.২ মিটার (২৩ ফুট ৭ ইঞ্চি)। সেতুটির ফাউণ্ডেশন নদীতলে গেঁথে দেওয়া আরসিসি প্রকোষ্ঠ এবং পাইলের উপর করা হয়েছে। সেতুটির পিলার এবং ভারবাহী স্তম্ভগুলো আরসিসি দিয়ে নির্মিত। ষড়ভুজ আকৃতির সেতুটির একেকটি ভারবাহী বস্তুর দৈর্ঘ্য ১১ মিটার (৩৬ ফুট ১ ইঞ্চি) এবং প্রস্থ ৩.২ মিটার (১০ ফুট ৬ ইঞ্চি)। পিলারের সাথে যুক্ত সেতুটির পার্শ্ব দেয়াল আরসিসি দিয়ে তৈরি। আরসিসি পোস্ট প্রকৃতির মেঘনা সেতুর রেলিং স্টিলের তৈরি । পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ সেতুটির উভয়দিকে হাঁটার জন্য ০.৮০ মিটার (২ ফুট ৭ ইঞ্চি) প্রস্থ ফুটপাথ রয়েছে।
অর্থনীতির উপর প্রভাবঃ মেঘনা সেতু উদ্বোধনের পর এই সেতুতে এবং ১ নং জাতীয় মহাসড়কে যান চলাচল উল্ল্যেখযোগ্য পরিমানে বৃদ্ধি পায়। তবে ২০০২ সালে সেতুটিতে চলার জন্য টোলের পরিমান বৃদ্ধির পর যান চলাচল কমে আসে। উদাহরন হিসেবে বলা যায় যে ১৯৯৭ সালের এপ্রিলে ২৪ ঘণ্টায় গড়ে প্রায় ১০১৪৯ টি সব ধরনের যানবাহন সেতুটি অতিক্রম করে। অন্যদিকে ২০০৪ সালের মার্চে ৯৭০৪ টি যানবাহন গড়ে প্রতিদিন এই সেতুটি অতিক্রম করে।
{:}
)
[1] => Array
(
[name] => {:en}Damaged Gas Field At Magurchara{:}{:bn}মাগুরছড়ার ক্ষতিগ্রস্ত গ্যাসক্ষেত্র{:}
[post_id] => 4062
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/damaged-gas-field-at-magurchara/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/GasField-300x191.jpg
[post_content] => {:en}
Back in 1997, a devastating accident occurred while the exploration in one of the wells in Magurchara gas field. An unimaginable catastrophe broke out in the 840 meter below of surface level in the said gas field on the 14th June 1997. The explosion cost too much for the environment, it denuded about 700-acre reserved forest, destroyed 10 tea gardens and hampered greatly the lives of numerous workers and tribal people living nearby. Though measures have been taken to improve the conditions, evident to this major accident are still seen in the location of the accident.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}সুরমা অববাহিকার ওপর অবস্থিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের আওতাধীন হাইড্রকার্বনের মজুদ সমৃদ্ধ একটি জনপদের নাম মাগুরছড়া। মাগুরছড়ার ক্ষতিগ্রস্ত গ্যাসক্ষেত্রটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পরেই অবস্থিত। ১৯৯৭ সালের ১৪ই জুন মাগুরছড়া গ্যাসক্ষেত্রে একটি কূপ খননের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং এর ফলে মাটির ৮৪০ মিটার গভীরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়। মানুষের অসাবধানতা এবং অবহেলার কারনে ঘটে যাওয়া দুর্ঘটনার দরুন পরিবেশকে দিতে হয়েছিল চরম মূল্য। এই দুর্ঘটনার কারনে সৃষ্ট অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৭০০ একর বন, ১০ টি চা বাগান শুধু পুড়ে গেছে তাই নয় পাশাপাশি এসব বনজ সম্পদের উপর নির্ভরশীল অসংখ্য মানুষ, আদিবাসী সম্প্রদায় এবং বনে বসবাসকারি প্রাণীকুলের জীবনেও নেমে এসেছিল চরম বিপর্যয়। দুর্ঘটনার ফলে সৃষ্ট পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ নেওয়া হলেও আজও এই স্থানটিতে সেই ভয়াবহ দুর্ঘটনার চিহ্ন লক্ষ্য করা যায়।{:}
)
[2] => Array
(
[name] => Puran Para Railway Bridge
[post_id] => 12173
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/puran-para-railway-bridge/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/08/IMG_0554-300x200.jpg
[post_content] =>
Puran Para Railway bridge is located at puran para (পুরান পাড়া) area of Narsingdi Sadar. It is one of the renowned and popular public places in Narsingdi district for wondering around.
This place belongs a narrow road heading toward the river Arial Kha. This road is unique as it contains rows of green trees on its both side making its beauty far more natural and people of different ages use this road for their morning or evening walk.
Besides, if someone go ahead following this beautiful road then he/she will be ended up in the bank of river Arial kha and a newly constructed iron made railway bridge which is obviously a gorgeous one to visit recurrently.
)
[3] => Array
(
[name] => Sonakanda Fort
[post_id] => 10801
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/sonakanda-fort/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/07/17662494639_eac4172f39_b1-300x200.jpg
[post_content] =>
Sonakanda Fort (সোনাকান্দা দুর্গ) a Mughal river-fort located on the eastern bank of the Shitalakshya (শীতলক্ষ্যা) at port area. A group of river forts, constructed by the Mughals, guarded the water routes to Dhaka and other places of strategic importance and the Sonakanda Fort is one of them. The fort, under the protection of the Department of Archaeology and Museums, has been restored and repaired several times. The defensive walls and the massive artillery platform are still in existence. It is quadrangular in plan,measuring 86.56 m × 57.0 m and surrounded by a 1.06 m thick brick-wall, 3.05 meter in height, with inner and intermediate bastions.
The wall is built solid at the bottom. There is a circular artillery platform with a staircase on the west side, which leads up to the raised artillery platform to be entered by a five-foil arched gateway. The artillery platform, meant for a big calibre cannon aiming at the attackers coming up the river, is a new feature of the Mughal river forts in Bengal.
The platform has two circles of which the inner is 15.70m and the outer is 19.35m in diameter respectively. It is 6.09m in height and surrounded by walls. The corner bastions on both sides of the western wing are wider than those of the eastern wing, which are 4.26m, while the two on the western wing are 6.85m in diameter. The fort has two main parts; one is a fortified rampart wall of enormous dimension, which has numerous wide and narrow loopholes. And the other part, the most important one, is a raised outwork on the western face. Excepting the artillery platform, there is no trace of any permanent structure within the fortification walls. All round, the walls are crowned by machicolated merlons, which are on average one metre high.
The fort is provided with a single entrance gate on the north. The arched gateway is placed within a rectangular frame and both the sides are decorated with several plastered panels. The lofty arch of the entrance gateway is of the four-centred variety. There are four corner bastions. Unlike the bastions of the forts at Hajiganj and Idrakpur the bastions of this fort are octagonal in plan.
The fort is not dated by any inscription. Though the construction of this fort is attributed to Mir Jumla, there is no evidence for this. On stylistic similarities with other Mughal river-forts in and around Dhaka it is datable to the mid-17th century.
)
)