নেত্রকোনা জেলা
Attractions
Information
ইতিহাস থেকে জানা যায় যে এক সময় নেত্রকোনা অঞ্চলে সমুদ্র ছিল এবং পরবর্তীতে এখানে বাসযোগ্য ভূমি জেগে উঠে। ৪ শতকে এই অঞ্চল ছিল গুপ্ত পরিবারের শাসনাধীন। সেসময় এই অঞ্চল এবং পশ্চিম ময়মনসিংহ ছিল কাম্রুপা রাজ্যের অধীনে এবং সমুদ্র গুপ্ত ছিলেন এখানকার শাসক। ১৫শ শতকের শেষার্ধে আলাউদ্দিন হোসেন খাঁর শাসনামলে (১৪৯৩-১৫১৯) বৃহত্তম ময়মনসিংহ অঞ্চল (এই অঞ্চলসহ) মুসলিম শাসকদের অধীনে চলে আসে। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে (১৬০৫-১৬২৭) এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়। ১৮৮২ সালের ৩রা জানুয়ারি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে নেত্রকোনা সাব-ডিভিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পাকিস্তান আমলে নেত্রকোনাকে জেলায় রুপান্তর করার আন্দোলন শুরু হয়েছিল এবং তৎকালীন সরকার ১৯৬২ সালে জেলা সদর স্থাপনের উদ্দেশ্যে কেন্দুয়াতে জমি অধিগ্রহন করে। তবে, নেত্রকোনাকে জেলায় রুপান্তরের প্রচেষ্টা সে যাত্রায় সফল হয়নি। স্বাধীনতার পর ১৯৮৪ সালের ১৭ই জানুয়ারি নেত্রকোনা সাব-ডিভিশনকে জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি নেত্রকোনা জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। নেত্রকোনা জেলার আয়তন হল ২৭৯৪.২৮ বর্গ কিলোমিটার।
Where to stay1. Y M C A Rest House Contact: Biplob Rangsa, Birisiri, Durgapur Phone: 01743306230 2. Shorna Guest House Contact: Mrs. Binita Daowa, Birisiri, Durgapur Phone: 01712284698 3. Susong Resident Hotel Contact: Md. Abdul Goni Durgapur, Netrokona Phone: 01914791254 4. Hotel Modina Contact: Sorwardi Suruz Durgapur, Netrokona Phone: 01924181455
How to goBy road approximately 16 km (Netrokona-Mymensingh -39 km, Mymensingh City -3 km and Mymensingh-Dhaka 120 km). Also to travel directly different locations from the main city.
1. Train No. 777 (Hawor Express Intercity)
From Dhaka to Mohonganj
Time: 23:50 pm
2. Train no. 43 (Mohua Express)
From Dhaka to Mohonganj
Time: 12:20 pm