Array
(
[0] => Array
(
[name] => {:en}Rupsha River and Bridge{:}{:bn}রূপসা নদী এবং সেতু{:}
[post_id] => 5440
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/rupsha-river-and-bridge/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Rupsha-River1-300x225.jpg
[post_content] => {:en}
Rupsha River and Bridge are located in south-west of Bangladesh. It is formed as a result of union of the Bhairab and Atrai rivers. It changes its name to Pasur River near Chalna while flowing into the Bay of Bengal.
Rupsha is a very popular river in Bangladesh. Flowing by the sides of Khulna city, it connects to the Bay of Bengal by Poshur River at Mongla channel. This river has very good natural sight in both of its banks.
In the bank of this important river, many fisheries, dock yard, ship yard, factories are located. Many fishermen run their families through fishing. The bridge over this river, known as Khan Jahan Ali Rupsha Bridge, connects Khulna and Bagerhat Districts.
{:}{:bn}দক্ষিন-পশ্চিম বাংলাদেশে অবস্থিত রূপসা নদীটির জন্ম হয়েছে ভৈরব এবং আত্রাই নদীর মিলনের ফলে। চালনার কাছে এসে বঙ্গোপসাগরে মিলে যাওয়ার পূর্বে এই নদীটির নাম হয়ে গিয়েছে পশুর। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রূপসা নদীটি খুলনা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে এবং পশুর নদীর মাধ্যমে মংলা চ্যানেলে বঙ্গোপসাগরে যুক্ত হয়েছে। রূপসা নদীর দুই তীরেই রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীটির তীরে অনেক ফিশারিজ, ডকইয়ার্ড, শিপইয়ার্ড, এবং কারখানা অবস্থিত। এই নদীতে মাছ ধরে অনেক জেলে পরিবার তাঁদের জীবিকা নির্বাহ করে। রূপসা নদীর উপর স্থাপিত সেতুটির নাম খান জাহান আলী রূপসা সেতু। এই সেতুটি খুলনা এবং বাগেরহাট জেলাকে সংযুক্ত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।{:}
)
[1] => Array
(
[name] => {:en}Kocha River{:}{:bn}কচা নদী{:}
[post_id] => 9153
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/kocha-river/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/05/06.-River-kocha1-300x225.jpg
[post_content] => {:en}
Kocha River is a much larger river from the Southern part of our Bangladesh. It is created when the two famous rivers Modhumoti and the Shondha merged together near at the Hularhat (হুলারহাট). After converging the two rivers it got a new name Kocha (কচা নদী) and carrying this new name until it falls into the Bay of Bengal.
Most of the main rivers from our Southern Bangladesh are having bridge on them to ease the communication. But for some unknown reason, this river Kocha (কচা নদী) is not having any bridge. And the communication between the Bagerhat (বাগেরহাট) or Pirojpur (পিরোজপুর) and Barisal (বরিশাল) is hugely dependent upon this river. One has to wait for around 30 minutes to 2 hours to cross this river. Where as a bridge can reduce this duration into few minutes.
There is only one ferry that is dealing all the transportation. It will take around 15-20 minutes to cross the river through Ferry. GPS coordinate of the river and the ferry ghat is around this (22°34'35.51"N, 90° 1'55.49"E).
{:}{:bn}
বাংলাদেশের দক্ষিন ভাগের একটি অন্যতম বড় নদীর নাম কচা নদী। হুলারহাটের কাছে জনপ্রিয় দুটি নদী মধুমতি নদী এবং সন্ধ্যা নদীর মিলনের ফলে এই নদীটির সৃষ্টি হয়। বঙ্গোপসাগরে মিলে যাওয়া পর্যন্ত এই নদীটি কচা নদী হিসেবেই বয়ে গিয়েছে।
যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে দক্ষিন বাংলাদেশে অবস্থিত বেশীরভাগ প্রধান নদীর উপরেই সেতু রয়েছে। তবে, অজ্ঞাত কারনে কচা নদীর উপর কোন সেতু নেই যদিও বাগেরহাট অথবা পিরোজপুরের সাথে বরিশালের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এই নদীটির ভুমিকা অপরিসীম। এই নদীটি অতিক্রমের জন্য কখনো কখনো আধ ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অথচ একটি সেতু থাকলে নদীটি অতিক্রম করতে মাত্র কয়েক মিনিট সময়ের প্রয়োজন হতো।
একটি মাত্র ফেরির মাধ্যমে কচা নদীতে সবধরনের পণ্য ও যাত্রী পরিবহন করা হয়ে থাকে। ফেরীতে করে এই নদী অতিক্রম করতে সময় লাগে ১৫ মিনিট থেকে ২০ মিনিট। কচা নদী এবং ফেরি ঘাটের জিপিএস অবস্থান হলো (২২°৩৪'৩৫.৫১"উ, ৯০°১'৫৫.৪৯"পু)।
{:}
)
[2] => Array
(
[name] => {:en}Tamabil{:}{:bn}তামাবিল{:}
[post_id] => 4164
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/tamabil/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Tamabil-provald1-300x201.jpg
[post_content] => {:en}
Tamabil is on the border front of Sylhet-Shillong road, Tamabil is surrounded by beautiful nature. It is about 55 km away from Sylhet town. The sight of mountains while traveling through the zigzag streets is an attraction for the tourists. The tide flowing from the mountains is a treat to watch for the eyes.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত তামাবিল হল সিলেট-শিলং সড়কের বাংলাদেশ অংশে অবস্থিত সীমান্ত এলাকা। সিলেট থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত তামাবিলে যাবার সময় অন্যতম আকর্ষণ হল আঁকাবাঁকা বিশাল পাহাড় দেখতে পাওয়া। পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্নার প্রবাহ দেখে আপনার দৃষ্টি জুড়িয়ে যাবে তাতে কোনই সন্দেহ নেই।
{:}
)
[3] => Array
(
[name] => River Dhepa
[post_id] => 7575
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/river-dhepa/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/River-Dhepa1-300x240.jpg
[post_content] =>
River Dhepa is in north Bengal; more precisely it is near to the famous "Kantaji Temple" of Dinajpur. River Dhepa is originated from the river Atrai, and then it falls at the river Punarbhaba. This is a shallow river, and the average depth of the river was around 2-4 feet. The length of the river is around 40 kilometer.
The river is itself beautiful. The two banks of the river make it more beautiful due to the various kinds of crops fields. Main crop field is corn, but there are others like paddy, and some vegetable fields.
The water of the river is not muddy, it’s clear. Due to the shallowness of the river, you can easily see the bottom of the river easily. Also there are some very small mound of soil is visible throughout the whole river. Some mound contains green plants.
Another beauty of the river is, the nest of the bird "Kingfisher" at the bank of the river. There are some places where the banks are too high. At the soil, the kingfisher birds made their nest. It’s a lovely scene. They are not only gorgeous to see, but also exciting when they are about to catch a fish from the water.
)
)