Array
(
[0] => Array
(
[name] => {:en}Niribili Picnic Spot{:}{:bn}নিরিবিলি পিকনিক স্পট{:}
[post_id] => 1974
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/niribili-picnic-spot/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Statue-of-Rabindranath-tagore-at-Niribili-Picnic-Spot-Lohagara-Narail-District-Greater-Jessore-1-300x225.jpg
[post_content] => {:en}
Niribili Picnic Spot is one of the most beautiful places in South Bengal. In winter season huge people gather here to enjoy picnic. Many rides and recreation facilities are available here.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নিরিবিলি পিকনিক স্পট অবস্থিত। দক্ষিনবঙ্গের অন্যতম চমৎকার বিনোদন স্থান হল নিরিবিলি পিকনিক স্পট। এই পিকনিক স্পটটি গন্ডব গ্রাম থেকে ৫ কিলোমিটার দূরে নড়াইল জেলার লোহাগড়ায় অবস্থিত। শীতকালে এখানে অনেক মানুষ পিকনিক করতে আসেন। এখানে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং নানা আয়োজন।
{:}
)
[1] => Array
(
[name] => Saudia City Park
[post_id] => 3567
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/saudia-city-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Saudia-CIty-Park9-300x201.jpg
[post_content] => Saudia City Park is an amusement park located in Sherpur. The park is decorated beautifully and is located 7m on south of Sherpur Upazila.
)
[2] => Array
(
[name] => {:en}Lawachhara National Park{:}{:bn}লাউয়াছড়া জাতীয় উদ্যান{:}
[post_id] => 6372
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/lawachhara-national-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/04/Lawachara-National-Park-by-Nasir-Khan-Saikat-300x188.jpg
[post_content] => {:en}Lawachhara National Park (Bengali: লাউয়াছড়া) is a major national park and nature reserve in Bangladesh. The park is located at Kamalganj Upazila, Moulvibazar District in the northeastern region of the country. It is located within the 2,740 ha (27.4 km2) West Bhanugach Reserved Forest. Lawachhara was one of the filming sites of the 1956 movie Around the World in 80 Days.
Lawachhara National Park covers approximately 1,250 ha (12.5 km2) of semi-evergreen forests of the Tropical and subtropical coniferous forests Biome and mixed deciduous forests of the Tropical and subtropical moist broadleaf forests Biome. The land was declared a national park by the Bangladesh government on July 7, 1996 under the Wildlife Act of 1974.
The terrain of Lawachhara is undulating with scattered 10 to 50 m (33 to 164 ft.) hillocks. Locally known as tila, the hillocks are primarily composed of Upper Tertiary soft sandstone. The park is crossed by numerous sandy-bedded streams (locally known as nallah), one of which is the Lawachhara tributary, from which the park derived its name. The soil of Lawachhara is alluvial brown sandy clay loam to clay loam dating from the Pliocene epoch. Shallow depressions filled with water (Haor wetlands) are also a feature of the region as the low-lying areas are often subject to flooding.
The climate of Lawachhara is generally pleasant to warm, averaging at 26.8 °C (80.2 °F) in February to 36.1 °C (97.0 °F) in June. The humidity is high throughout the year, and Lawachhara experiences frequent rains with occasional cyclonic storms.{:}{:bn}লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় উদ্যান। এই উদ্যানটি উত্তরপূর্ব বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। শ্রীমঙ্গল থেকে এই স্থানটির দূরত্ব ৯.৪ কিলোমিটার। ঘন সবুজ জঙ্গলে পরিপূর্ণ ১২.৫ কিলোমিটার আয়তনের লাউয়াছড়া জাতীয় উদ্যানটি পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত। বাংলাদেশের সর্ববৃহৎ এই রেইন ফরেস্টে রয়েছে প্রায় ৪৬০ প্রজাতির জীব বৈচিত্র্য যেসবের মধ্যে রয়েছে ১৬৭ প্রজাতির গাছ, ৪ প্রজাতির উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ প্রাণী, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ২৪৬ প্রজাতির পাখি। ১৯৭৪ সালের বন্যপ্রাণী আইনের অধীনে বাংলাদেশ সরকার ১৯৯৬ সালের ৭ই জুলাই এই উদ্যানটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে।{:}
)
[3] => Array
(
[name] => {:en}Modhutila Eco Park{:}{:bn}মধুটিলা ইকো পার্ক {:}
[post_id] => 5131
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/modhutila-eco-park/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Deers-in-eco-park-gajniobakash1-300x225.jpg
[post_content] => {:en}
Modhutila Eco Park is at Nalitabari, Sherpur. Modhutila Eco Park is also situated in the border. In the Indian part, Tura hill is situated in the same place. It is in Jhinaigati Thana of Sherpur. It takes 30 mins to reach there from Sherpur. This is a nice place with lots of species of trees and animals. After visiting Gazni, you should visit Modhutila as you go to Sherpur. Visitor can see there Meghlay, plants, animals, waterfall, lake etc.
Modhutila Ecopark is unknown tourist place for maximum people of other districts. It has outstanding natural beauty and pleasant environment for recreation. My study was based on semi-structured questionnaire survey and informal discussion. Maximum tourist visit this place for pass their leisure period with friends & family. Main attraction of this place is its natural beauty and green environment. This Ecopark is much potential for the development of socioeconomic condition of surrounding people. About 12.5% people of this area are totally depending on this park, and 2/3 people are moderately affected by the park for their income generation.
After establishment of this park, percentage of unemployed people decrease from 21%to13%, percentage of poor people decrease from 46%to34% and percentage of education increase from 17% to 21.5% by three years. Park authority faces some problem to manage the park. Communication, security, manpower are the main problem of this park. Sudden attract of Indian elephant is another problem for local people, park authority and it hampered the development of infrastructure of park.
If sustained management strategies apply and take effective Government initiatives, then it can play an important role in the development of this area.
{:}{:bn}
শেরপুরের নলিতাবাড়িতে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি সীমান্তের ওপারে ভারতীয় অংশেও অবস্থিত। তুরা পাহাড় এখানেই অবস্থিত। শেরপুর শহর থেকে এখানে পৌছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। এখানে নানা ধরনের গাছপালা ও জীবজন্তু রয়েছে। গাজনি দেখে শেরপুরে ফেরার পথে আপনি মধুটিলাতেও যেতে পারেন। এখান থেকে ভারতের মেঘালয়ের গাছ, প্রাণী, ঝর্ণা, পাহাড় ও লেক দেখা যায়।
অন্যান্য জেলার বেশীরভাগ মানুষের কাছেই মধুটিলা ইকো পার্ক অজানাই রয়ে আছে। এই ইকো পার্কে আছে বিনোদনের জন্য চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। বেশীরভাগ পর্যটক এখানে আসেন তাদের বন্ধু ও পরিবারের সাথে অবসর সময় কাটাতে। এখানে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এই ইকো পার্কটির রয়েছে অনেক অবদান কারন প্রায় ১২.৫% মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পার্কের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘন সবুজ পরিবেশকে বলা যেতে পারে এই ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা ২১% থেকে কমে দাড়ায় ১৩%, দরিদ্র মানুষের সংখ্যা ৪৬% থেকে কমে দাড়ায় ৩৪% এবং শিক্ষিত মানুষের সংখ্যা ১৭% থেকে বেড়ে দাড়ায় ২১.৫%। যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, জনবলের সংকট হল এই পার্কটির সবচেয়ে বড় সমস্যা। ভারত থেকে আসা বন্য হাতির অতর্কিত আক্রমন স্থানীয়দের কাছে একটি বড় সমস্যা যা পার্কের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। যথাযথ সরকারি পদক্ষেপ এবং উন্নয়নের টেকসই কৌশল গ্রহন করলে এই পার্কটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
{:}
)
)