Array
(
[0] => Array
(
[name] => {:en}Tetulia Shahi Mosque{:}{:bn}তেতুলিয়া জামে মসজিদ{:}
[post_id] => 2028
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/tetulia-jami-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Tetulia-Shahi-Mosjid-satkhira-021-300x225.jpg
[post_content] => {:en}
Tetulia Shahi Mosque is also known as the Khan Bahadur Salamatullah Mosque. This mosque was found by Khan Bahadur Maulvi Qazi Salamatullah Khan, the then Zamindar (feudal-lord) from Qazi family of Tetulia. He was also the founder of the mansion named Salam Manzil (now in ruins) in the vicinity. The six-domed mosque was built similar to Mughal style in 1858-59. Their resembles were built by Tipu Sultan's descendants, as does the Salam Manzil, now in virtual decay.
[This spot needs more detail. If you have more information and photos, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]
{:}{:bn}খান বাহাদুর সালামতউল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত তেতুলিয়া জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত। তেতুলিয়ার কাজী পরিবারের জমিদার খান বাহাদুর মৌলভী কাজী সালামতউল্লাহ খান এই মসজিদটি নির্মাণ করেন। এছাড়া তিনি অত্র অঞ্চলে এক সময় অবস্থিত সালাম মঞ্জিলও প্রতিষ্ঠা করেন। ছয়গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীতে ১৮৫৮-৫৯ সালে নির্মাণ করা হয়। এই মসজিদটি এবং বর্তমানে ধ্বংসপ্রাপ্ত সালাম মঞ্জিলের সাথে টিপু সুলতানের উত্তরসূরিদের নির্মিত স্থাপনার মিল রয়েছে।{:}
)
[1] => Array
(
[name] => {:en}Ashrafpur Mosque{:}{:bn}আশরাফপুর মসজিদ{:}
[post_id] => 4267
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/ashrafpur-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/DSCN10881-300x225.jpg
[post_content] => {:en}Ashrafpur is an ancient village of Shibpur Upazila under Narsingdi district. In this village there was two seventh century’s copperplate inscription discovered. Ashrafpur Mosque is situated 1 kilometer south to the finding place of these copperplates. An inscribed stone of this Mosque,Once which was attached to the mosque and now preserved in the Bangladesh national museum, reveals that the mosque was built in 930 AH/ 1524 AD by Dilwar Khan during the reign of Sultan Nasiruddin Abul Muzaffar Nusrat Shah (1519-1532).
The mosque, ruined by the earthquake of 1897, was abandoned, prayer in it discontinued and in course of time it got shrouded by jungle. In 1940 the jungle was cleared and the mosque recovered under the leadership of Mowlana Syed Ali. Even at that time the Mihrab and a portion of the western wall was extant. It was a single domed small mosque built in the sultanate style. Later on, a three-domed modern mosque has been built on the same site where once stood the Sultani mosque.{:}{:bn}
আশরাফপুর গ্রামে যে স্থানে ৭ শতকের দুটো তাম্রফলক পাওয়া গিয়েছিল সেই স্থানের ১ কিলোমিটার দক্ষিনে আশরাফপুর মসজিদটি অবস্থিত। আশরাফপুর মসজিদের শিলালিপিটি বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। শিলালিপি থেকে জানা যায় যে ৯৩০ হিজরী এবং ১৫২৪ খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ এর শাসনামলে (১৫১৯-১৫৩২) জনৈক দিলওয়ার খান এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন।
১৮৯৭ সালের ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ হবার পর মসজিদটিকে পরিত্যাক্ত করা হয় এবং ধীরে ধীরে মসজিদটি জঙ্গলে ঢেকে যায়। ১৯৪০ সালে মওলানা সৈয়দ আলীর নেতৃত্বে জঙ্গল পরিষ্কারের পর মসজিদটিকে উদ্ধার করা হয়। সেসময় মসজিদের মিহরাব এবং পশ্চিমদিকের দেয়ালের অস্তিত্ব ছিল। এক গম্বুজ বিশিষ্ট ছোট এই মসজিদটি সুলতানাত শৈলীতে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এই মসজিদের স্থানেই একটি তিন গম্বুজ বিশিষ্ট আধুনিক মসজিদ নির্মাণ করা হয়।
আশরাফপুরের তাম্রফলকের অভিলিখন:
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত আশরাফপুর গ্রামটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১১৮৫ সালে মিয়া বখশ খান নামের একজন গ্রামবাসী এখানে একটি মাটির স্তূপ থেকে ৭ শতকের দুটি তাম্রফলকের সন্ধান পান। তাম্রফলকের অভিলিখন থেকে জানা যায় খাডগা বংশের জনৈক দেবখাডগা এখানকার বৌদ্ধ সংঘ এবং বিহারকে কিছু জমি দান করেছিলেন। এখানে মাটি খনন করে কিছু প্রাচীন ইট এবং একটি ধ্বংসপ্রাপ্ত দেয়ালের অংশবিশেষও উদ্ধার করা হয়।
এই স্থানে আনুষ্ঠানিকভাবে খননকাজ করা না হলেও মানুষের বসতি নির্মাণের সময় কিছু খনন করার প্রয়োজন হয়েছিল। ইতিহাসবিদরা মনে করেন এখানে অবস্থিত বৌদ্ধ বিহারটি ছিল অত্র অঞ্চলে বৌদ্ধ ধর্ম চর্চা এবং শিক্ষার একটি কেন্দ্র।
{:}
)
[2] => Array
(
[name] => Kutub Shahi Masjid
[post_id] => 5084
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/kutub-shahi-masjid/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/03/Kutub-Shahi-Mosjid-astagram-05-by-Lonely-Traveler-300x225.jpg
[post_content] =>
Name of the mosque is Kutub Shahi Mosque (কুতুব শাহী মসজিদ). This is basically a five dome mosque. One larger dome is at the center, and other four domes are near at the corner of the mosque. This is a rectangular shaped mosque and typical smaller one. That's why all the domes atop are jammed together.
Central dome of the Kutub Shah Mosque (কুতুব শাহী মসজিদ) is slightly semi spherical shaped and the other four domes are the shape of oval (half of the oval). Each of the domes are having upside down like flowering ornate at the top.
There is a doubt available between the scholars regarding the building period of the mosque. Some believe its 16th century and some believe it’s from 17th century. Whatever it is, the mosque was built by a saint named Kutub Shah (কুতুব শাহ), and the name of the mosque is taken after him. His grave is located exactly beside the mosque along with other of his companions (locals’ assumption).
)
[3] => Array
(
[name] => {:en}Bozra Shahi Mosque{:}{:bn}বজরা শাহী মসজিদ{:}
[post_id] => 1220
[post_link] => http://offroadbangladesh.com/bn/places/bozra-shahi-mosque/
[thumb_link] => http://offroadbangladesh.com/wp-content/uploads/2015/02/Bazra-Shahi-Mosque-Noakhali-01-300x225.jpg
[post_content] => {:en}
Bozra Shahi Mosque is an elegant historic mosque. Amanullah built it during the 1741-42 AD and later it was repaired by the Bazra Zamindar named Khan Bahadur Ali Ahmad and Khan Bahadur Mujir Uddin Ahmad. This mosque has similar complexion of the mosques during that era. The main difference is the stylish outer walls. It has three domes at the top; the middle dome is slight larger.
Also it has lot of small minarets at the columns of the mosque. It has three doorways at the eastern side, just under the domes. The mosque had a large water tank at the eastern side, but now it’s just shrinking into one percent of its original size. Southern side of the mosque has a large graveyard.
{:}{:bn}
একটি চমৎকার ঐতিহাসিক মসজিদের নাম বজরা শাহী মসজিদ। ১৭৪১-৪২ সালে জনৈক আমানুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেন এবং পরবর্তীতে বজরার জমিদার খান বাহাদুর আলী আহমাদ এবং খান বাহাদুর মুজিরউদ্দিন আহমাদ এই মসজিদটি মেরামত করেন। সেসময়কার অন্যান্য মসজিদের সাথে এই মসজিদটির স্থাপত্যশৈলীতে মিল থাকলেও বাইরের নকশা করা দেয়ালে মূল পার্থক্য পরিলক্ষিত হয়। মসজিদের তিনটি গম্বুজের মধ্যে মাঝখানের গম্বুজটি সামান্য বড়। মসজিদের খামগুলোর সাথে বেশকিছু ছোট মিনার রয়েছে। মসজিদের পূর্বদিকে গম্বুজের নীচেই তিনটি ফটক রয়েছে। মসজিদের পূর্বদিকে একটি বড় পানির ট্যাংক ছিল তবে বর্তমানে সেটির আকার অনেক ছোট। মসজিদের দক্ষিনদিকে একটি বড় কবরস্থান রয়েছে।
{:}
)
)