বড়াল নদী

Type: নদী
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

বাগাতিপাড়ার উল্লেখযোগ্য নদী হলো বড়াল নদী। বাগাতিপাড়া উপজেলাটি বড়াল নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। বড়াল নদীর উৎপত্তি পদ্মা নদীর রাজশাহী জেলার চারঘাট উপজেলা থেকে। বড়াল  নদীর দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। এটি রাজশাহীর চারঘাট, নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম, নাটোর সদর, গুরুদাসপুর হয়ে পাবনা জেলার মধ্যে দিয়ে  প্রবাহিত হয়ে যমুনায় মিশে গেছে। এক সময় এ নদীই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। বর্ষা মৌসুমে সীমিত আকারে নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল আনা নেয়া করা হলেও শুকনা মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় যোগাযোগের অযোগ্য হয়ে পড়ে।  বর্তমানে এই বড়াল নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। এক সময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। এখন নদী ভরাট হয়ে যাওয়ার কারণে মাছ পাওয়া যায় না।


How to go

বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের পাশে অবস্থিত বড়াল নদী। নাটোর থেকে সিএনজি নিয়ে এখানে যেতে পারেন।

How To Reach: বাগাতিপাড়া উপজেলা

After reaching at Natore, take rickshaw to go PTI Mor. From there you can find Auto or CNG to go Bagatipara Upazila through Qadirabad Cantonment in Dayarampur.

Where to Stay

There are no hotels to stay in Bagatipara Upazila. Only Zila Parishad Dak Bungalow is available, but you require prior permission. Also you can stay in Natore Sadar Upazila.

Things to do

বড়াল নদীর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতো। এখানে পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে যেতে পারেন।

Eating Facilities

বাগাতিপাড়ায় খুব একটা ভালো খাবার হোটেল নেই। নাটোরে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন

Travel Tips

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat